জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর বেতন কত - জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর কাজ কি
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর বেতন কত - জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর কাজ কি জানতে চান ? তাহলে এই আর্টিকেলটি পড়ুন। অনেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হওয়ার আগ্রহ দেখায় কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর বেতন কত - জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর কাজ কি তা জানে না।
পোস্ট সূচিপত্র:এই আর্টিকেল থেকে আপনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর বেতন কত - জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর কাজ কি ? এটা সহ আরো অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানতে পারবেন। কাজেই আর্টিকেলটি গুরুত্বপূর্ণ।
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর বেতন কত - জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেতন
ম্যাজিস্ট্রেট হওয়া এটা আমাদের কাছে স্বপ্নের মত। প্রত্যেক শিক্ষার্থীর জীবনে একটি লক্ষ্য থাকে। তার মধ্যে একটি হল ম্যাজিস্ট্রেট। একজন ম্যাজিস্ট্রেট হচ্ছে ওই জেলার রাজার মত। এজন্য আপনাকে কঠোর পরিশ্রম ও অধ্যবসায় মধ্যে দিয়ে যেতে হবে। এখানে শুধু বেতন নয়, বেতনের পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের
সুযোগ সুবিধা যা একজন মানুষের দৈনন্দিন জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ম্যাজিস্ট্রেট এটা এমন একটি পদ/চেয়ার যা সব ধরনের পদ-পদবি/ চেয়ার কে নিয়ন্ত্রণ করতে পারে। একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর বেতন কত তা জানতে আপনার অনেকে ইন্টারনেটে সার্চ করেছেন।
- একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর বেতন হলো: ৩৫,৫০০ থেকে ৬৭,০১০ টাকা পর্যন্ত।
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর কাজ কি
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর কাজ কি আপনারা অনেকে হয়তো জানেন না। একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর কাজ হলো:
কেউ ক্রাইম করলে তাকে শাস্তি দেওয়া। অর্থাৎ, সমস্ত ধরনের বিচারিক কার্যক্রম পরিচালনা করার ক্ষমতা। তিনি এ সকল কাজগুলো পরিচালনা করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান অনুযায়ী যে যে অপরাধ করলে যে যে শাস্তি প্রয়োগ করার কথা উল্লেখ করা আছে সে অনুযায়ী।
ম্যাজিস্ট্রেট পদ কয় ধরনের
এ ধরনের ম্যাজিস্ট্রেটের পদ বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী ২ ধরনের হয়ে থাকে। তাদের দায়-দায়িত্ব, কর্তব্য, বেতন কাঠামো, সুযোগ সুবিধা পদ অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়ে থাকে। ম্যাজিস্ট্রেট পদ ২ ধরনের:
১) নির্বাহী ম্যাজিস্ট্রেট
২) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর মধ্যে পার্থক্য
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর মধ্যে পার্থক্য রয়েছে। যে পার্থক্যগুলো আমাদের জানা প্রয়োজন। তাহলে সহজে আমরা আমাদের লক্ষ্য নির্ধারণ করতে পারবো। আমরা কি নির্বাহী ম্যাজিস্ট্রেট হব নাকি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হব।
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট:
১) কাজ: সংবিধানের বিদ্যমান আইন অনুযায়ী বিচারিক কাজ পরিচালনা করা। অপরাধীদের শাস্তি দেওয়া।
২) বেতন: ৩৫,৫০০ থেকে ৬৭,১০ টাকা
৩) গ্রেড: ৬ষ্ঠ
৪) ভাতা: সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা ( চিকিৎসা, পরিবহন ) অন্তর্গত, ২২,০২৫ টাকা থেকে ২৩,০২৫ টাকা
৫) বাড়ি ভাড়া: মূল বেতনের ৫৫% নির্ধারিত
৬) বোনাস: বছরে ৩ বার ( দুই ঈদ, পহেলা বৈশাখ ) মুসলিম ম্যাজিস্ট্রেট, অন্যান্য ধর্মের তাদের উৎসব অনুযায়ী বোনাস দেওয়া হয়।
৭) শিক্ষাগত যোগ্যতা: যেকোনো ইউনিভার্সিটি থেকে আইন বিভাগে স্নাতক সম্পন্ন করতে হবে।
৮) চাকরির পরীক্ষা: BJSC - Bangladesh judicial service commission পরীক্ষায় ( প্রিলি, লিখিত, মৌখিক ) উত্তীর্ণ হতে হবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট:
১) কাজ: মাঠ পর্যায়ে দেশে বিদ্যমান আইন বাস্তবায়ন হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা, দেশের বিদ্যমান আইন জনগণকে মানতে উদ্বুদ্ধ করা অথবা বাধ্য করা। কোথাও অসামঞ্জস্য দেখা দিলে অভিযান পরিচালনা করা। যেমন: মদ বা জুয়ার আসর বন্ধ করা এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া।
২) বেতন: ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা
৩) গ্রেড: ৯ম
৪) ভাতা: সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা ( চিকিৎসা, পরিবহন ) অন্তর্গত, ১৫,৭০০ টাকা থেকে ১৬,৭০০ টাকা
৫) বাড়ি ভাড়া: মূল বেতনের ৬০% নির্ধারিত
৬) বোনাস: বছরে ৩ বার ( দুই ঈদ, পহেলা বৈশাখ ) মুসলিম ম্যাজিস্ট্রেট, অন্যান্য ধর্মের তাদের উৎসব অনুযায়ী বোনাস দেওয়া হয়।
৭) শিক্ষাগত যোগ্যতা: যেকোনো ইউনিভার্সিটি থেকে যেকোনো সাবজেক্টে ( আইন বাদে ) স্নাতক সম্পন্ন করতে হবে।
৮) চাকরির পরীক্ষা: BCS - Bangladesh civil service পরীক্ষায় ( প্রিলি, লিখিত, মৌখিক ) উত্তীর্ণ হতে হবে।
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদক্রম - জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর পদোন্নতি
সাধারণত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদক্রম - জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর পদোন্নতি এর পদ কে চার ভাগে ভাগ করা হয়। এলাকা অনুযায়ী, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পদ গুলো ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আপনি যে স্থানে বসবাস করছেন ওই স্থানকে দুই ভাগে বিভক্ত করা হয়। যেমন: ১) সাধারণ এলাকা ২) মেট্রোপলিটন এলাকা
সাধারণ এলাকা:
১) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ( যোগদান: ১ম ধাপ )
২) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ( পদোন্নতি: ২য় ধাপ )
৩)) অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ( পদোন্নতি: ৩য় ধাপ )
৪) চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ( পদোন্নতি: ৪র্থ ধাপ )
মেট্রোপলিটন এলাকা:
১) মেট্রোপলিটন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ( যোগদান: ১ম ধাপ )
২) মেট্রোপলিটন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ( পদোন্নতি: ২য় ধাপ )
৩) মেট্রোপলিটন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ( পদোন্নতি: ৩য় ধাপ )
৪) মেট্রোপলিটন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ( পদোন্নতি: ৪র্থ ধাপ )
কোন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মর্যাদা বেশি
এতক্ষণে আমরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ভাগ গুলো জেনে নিয়েছি। কোন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মর্যাদা বেশি বেশি সেটা আমাদের জানতে হবে।
- চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট: ( গ্রেড - ৬ষ্ঠ )
- সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট: ( গ্রেড - ৪র্থ )
- অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট: ( গ্রেড - )
- চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট: ( গ্রেড - ২য় )
সুতরাং, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর মর্যাদা সব থেকে বেশি। এবং তার ক্ষমতা ও অন্যান্য দের থেকে বেশি।
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হওয়ার যোগ্যতা - জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হওয়ার শিক্ষাগত যোগ্যতা
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হওয়া এটা যদি আপনার স্বপ্ন হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই নির্দিষ্ট একটি শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হবে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হওয়ার যোগ্যতা সম্পর্কে আমরা হয়তো অনেকেই জনি না। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হওয়ার জন্য
আরো পড়ুন: সরকারি প্যারামেডিকেল কলেজের সেরা ৮টি তালিকা জেনে নিন
আপনাকে যে কোন ইউনিভার্সিটি থেকে, আইন বিভাগে স্নাতক ও মাস্টার্স সম্পন্ন করতে হবে। এরপর আপনাকে Bangladesh judicial service commission পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপর আপনি রাষ্ট্রপতি কর্তৃক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হওয়ার যোগ্যতা অর্জন করবেন।
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পরীক্ষা
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর জব করতে হলে অবশ্যই আপনাকে BJSC পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পরীক্ষা তিন ধাপে সম্পন্ন হয়। সেগুলো হলো:
প্রিলি: এটা হচ্ছে MCQ পরীক্ষা। ১০০ নম্বরের MCQ পরীক্ষা হয়ে থাকে। ৫০ মার্কস পেলে প্রাথমিক অবস্থায় পাস করে। তবে এখানে কাট মার্ক রয়েছে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ মার্ক কেটে নেওয়া হয়। এখানে কয়েকটি বিষয় থেকে প্রশ্ন করা হয় যেমন: বাংলা, ইংরেজি, গণিত, আন্তর্জাতিক বিষয়াবলী, বিজ্ঞান, আইন ইত্যাদি সহ আরো অন্যান্য টপিকস।
লিখিত: এটা অত্যন্ত হার্ড এবং কঠিন পরীক্ষা। ১০০০ মার্কের প্রশ্ন করা হয়ে থাকে। ৫০ শতাংশ মার্ক পেলে তাকে প্রাথমিক অবস্থায় উত্তীর্ণ ধরা হয়। তবে কেউ যদি কোন একটি বিষয়ে ৩০ শতাংশ এর কম মার্ক হয় তাহলে সে অকৃতকার্য বলে গণ্য হবে।
মৌখিক: প্রিলি এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর এবার মৌখিক পরীক্ষা দেওয়া লাগে যা ভাইবা নামে পরিচিত। আপনার মেধা যাচাইয়ের জন্য বিভিন্ন বিষয় থেকে আপনাকে প্রশ্ন করা হবে, যদি আপনি সেগুলো উত্তর ঠিকঠাক দিতে পারেন এবং মৌখিক পরীক্ষা যদি আপনি পাস করেন তাহলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদে সুপারিশ হতে আপনার আর কোনো বাধা থাকবে না। এভাবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পরীক্ষা গুলো সম্পন্ন হয়ে থাকে।
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর ক্ষমতা
একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর ক্ষমতা অনেক। সে তার এলাকায় শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য পুলিশকে কাজে লাগাতে পারে। এবং যেকোনো ধরনের অপরাধের বিচার তিনি করতে পারেন এবং অপরাধীকে পর্যাপ্ত শাস্তি তিনি দিতে পারেন। পুলিশকে রিমান্ডে নেওয়ার জন্য তিনি অর্ডার করতে পারেন। সাধারণত একজন ম্যাজিস্ট্রেটের পদবী অনুযায়ী ক্ষমতার ধরন ভিন্ন ভিন্ন হয়ে থাকে।
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর সুযোগ সুবিধা
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর সুযোগ সুবিধা কী ? একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাষ্ট্রীয় কোন কোন সুবিধা পাই এটা আমাদের জানা দরকার। একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভালো বেতনের পাশাপাশি অন্যান্য রাষ্ট্রের সুযোগ সুবিধা পেয়ে থাকে। বিভিন্ন ধরনের ভাতা একজন ম্যাজিস্ট্রেটের জন্য বরাদ্দ থাকে। সেগুলো হলো:
- শিক্ষা সহায়ক ভাতা
- পাহাড়ি ভাতা
- বাড়ি ভাড়া ভাতা
- পোশাক ভাতা
- চিকিৎসা ভাতা
- বৈশাখী ভাতা
- আপ্যায়ন ভাতা
- উৎসব ও বিনোদন ভাতা
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কত তম গ্রেড
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কত তম গ্রেড এর মধ্যে পড়ে এটা নিয়ে আমাদের অনেক কৌতুহল রয়েছে। আপনারা যারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে জব করতে চাচ্ছেন তাদের এটা জানা প্রয়োজন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর ৬ষ্ঠ গ্রেড এর মধ্যে পড়ে।
সহকারী জজ এর বেতন কত
সহকারী জজ এর বেতন কত এমন প্রশ্ন লিখে আমরা প্রায় গুগলে সার্চ করে থাকি। একজন সহকারী জজ এর বেতন ৪৪,০০০ - ৭২,০০০ টাকা। তবে এটা সবসময় পরিবর্তনশীল।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর গ্রেড
একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাষ্ট্রের ৪র্থ গ্রেডের কর্মকর্তা হিসেবে বিবেচিত হয়। এই পদের রয়েছে সম্মান, মর্যাদা এবং আইনি বিশেষ ক্ষমতা। যারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদে জব করে তারা সকলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হওয়ার স্বপ্ন দেখে।
চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর গ্রেড
একজন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাষ্ট্রের ২য় গ্রেডের কর্মকর্তা হিসেবে বিবেচিত হয়। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গণ পরবর্তীতে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদে পদোন্নতি পেয়ে থাকে। এটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদের সর্বোচ্চ পদ বলে বিবেচিত হয়।
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হওয়ার বয়স
যেকোনো সরকারি চাকরির পরীক্ষায় একটি বয়স নির্ধারণ করা থাকে। বয়স হচ্ছে একটা অন্যতম ফ্যাক্টর। BJSC পরীক্ষা আপনি ৩২ বছর বয়স পর্যন্ত দিতে পারবেন। যখন আপনার বয়স ৩২ বছর ১ দিন পূর্ণ হবে তখন আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হওয়ার পরীক্ষা দিতে পারবেন না। আপনার 32 বছর বয়স পর্যন্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর পরীক্ষা দিয়ে ম্যাজিস্ট্রেট হতে পারবেন।
লেখকের মন্তব্য - জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর বেতন কত
সম্মানিত পাঠকবৃন্দ, এই আর্টিকেলে আমি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর বেতন কত - জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর কাজ কি ? সে বিষয়ে খুঁটিনাটি তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমরা প্রতিনিয়ত আমাদের ওয়েবসাইটে জ্ঞান মূলক তথ্য শেয়ার করে থাকি। আশা করি পোস্টটি পড়ে আপনারা আপনাদের কাঙ্খিত তথ্য জানতে পেরেছেন।
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর বেতন কত - জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর কাজ কি ? এরকম তথ্যমূলক কনটেন্ট আরো পেতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করার অনুরোধ রইলো। ভবিষ্যতে আমরা আমাদের ওয়েবসাইটে পাঠকদের জন্য শিক্ষামূলক কনটেন্ট আরও পাবলিশ করার চেষ্টা করব। সে পর্যন্ত সকলের সুস্থ থাকুন এবং ভালো থাকুন। আজকে এখানেই শেষ করছি, আসসালামু আলাইকুম। 02.01.26

আপনি পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url