ফ্রি লটারী খেলে টাকা ইনকাম ১৭টি অ্যাপস ও ৮টি ওয়েবসাইট
প্রিয় পাঠকবৃন্দ আপনি কি ফ্রি লটারী খেলে টাকা ইনকাম করতে চান ? তাহলে এই প্রবন্ধ আপনার জন্য। এই প্রবন্ধে আমি আপনাকে এমন কিছু অ্যাপস এবং ওয়েবসাইট সম্পর্কে জানাব যার সাহায্যে আপনি ফ্রি লটারী খেলে টাকা ইনকাম করতে পারবেন।
বর্তমানে ইন্টারনেটের যুগে অর্থ ইনকাম করার বিভিন্ন মাধ্যম তৈরি হয়েছে। আপনি যদি অনলাইন থেকে টাকা ইনকাম করতে আগ্রহী হন তাহলে এই প্রবন্ধটি আপনার উপকারে আসবে। চলুন তাহলে অনলাইনে ফ্রি লটারী খেলে টাকা ইনকাম করার উপায় জেনে নেয়া যাক।
লটারি সম্পর্কে প্রাথমিক ধারণা নিন
মানুষ লটারি খেলতে এত আগ্রহী কেন ? যদি ভাগ্য ভালো হয় তাহলে বিনামূল্যে পুরষ্কার অথবা টাকা জিতার সুবর্ণ সুযোগ তৈরি হয়। লটারি পুরোটাই নির্ভর করে ভাগ্যের উপর। লটারি অনলাইন, অফলাইন ২ ভাবে খেলা হয়ে থাকে। আমরা অফলাইনে লটারি খেলার নিয়ম দেখেছি। অনলাইনে লটারি খেলার নিয়ম জানতে মানুষের আগ্রহের শেষ নেই। অনলাইনে লটারি খেলার জন্য বিভিন্ন অ্যাপস এবং ওয়েবসাইট রয়েছে। সেই অ্যাপস, ওয়েবসাইটগুলোতে প্রবেশ করে আপনি লটারি খেলতে পারেন। লটারি খেলায় যারা বিজয়ী তারাই শুধু পুরষ্কার পায়।
আরো পড়ুনঃ- মাসে ২০ হাজার টাকা আয় করার উপায়ঃ- ৩০ টি আইডিয়া
যে সকল ওয়েবসাইট বা অ্যাপস এর মাধ্যমে লটারি খেলা হয় ঐ সকল ওয়েবসাইট এবং অ্যাপসে বিভিন্ন ধরণের বিজ্ঞাপন দেখানো হয়। ওয়েবসাইট এবং অ্যাপস এর মালিকগণ এই সমস্ত বিজ্ঞাপন থেকে মূলত আয় করে থাকে। তারা তাদের উপার্জিত অর্থ দিয়ে মূলত লটারি খেলার আয়োজন করে থাকে। লটারি এটা ভাগ্যের খেলা, এখানে লাভ এবং ক্ষতি রয়েছে। এটা এক ধরণের জুয়ার মতো। ইসলামিক দৃষ্টিতে তা হারাম।
লটারি খেলে টাকা ইনকামের সত্যতা
কোন অ্যাপস এবং ওয়েবসাইট গুলোতে বিশ্বস্ত লটারি খেলার জন্য তা যদি আপনি যাচাই করতে না পারেন তাহলে ঠকে যাবেন। অধিকাংশ অ্যাপস, ওয়েবসাইট গুলো প্রতারণার সুযোগ নিয়ে থাকে। অ্যাপস, ওয়েবসাইটের মাধ্যমে লটারি খেলার পূর্বে বিশ্বস্ততা যাচাই করে নেয়া দরকার। আপনারা প্রায় গুগলে সার্চ করে ফ্রি লটারি খেলে টাকা ইনকাম সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেছেন সেই ধারাবাহিকতায় এই প্রবন্ধটি লিখছি। তাছাড়া আমি এই আর্টিকেলে আপনাদের ফ্রি লটারি খেলে টাকা ইনকাম এর সুবিধা ও অসুবিধা সম্পর্কে আপনাদের জানাব।
ফ্রি লটারী খেলে টাকা ইনকাম করার অ্যাপস
আমি আপনাদের কিছু অ্যাপস এর নাম বলতে পারি যেখানে আপনি লটারি খেলতে পারেন। তবে এই অ্যাপস গুলো নিজ দায়িত্বে আপনাদের ব্যবহার করতে হবে। কারণ এখানে লাভ এবং ক্ষতি দুটিই থাকে। আপনার লটারি ভাগ্য যদি ভালো না হয় তাহলে না খেলাই ভালো। ইসলামিক দিক বিবেচনা করলে লটারি জুয়ার মতো। সুতারাং এটা হারাম। গুগলে সার্চ হয় বিধায় আমরা এই ধরণের আর্টিকেল লিখে থাকি। যেকোন অ্যাপস এর গ্রহণযোগ্যতা যাচাইয়ের জন্য রেটিং দেখে নিবেন। ফ্রি লটারি খেলার অ্যাপস গুলো নিম্নরুপঃ-
লাকি মানিঃ- এই অ্যাপস এর মাধ্যমে লটারি করে, স্পিনিং করে টাকা ইনকাম করা যায়। এই অ্যাপস প্লে-স্টোর থেকে ১ লক্ষের বেশি ডাউনলোড হয়ে। তবে এই অ্যাপস এর ব্যাপারে ইতিবাচক ও নেতিবাচক রিভিউ আছে। আপনাকে বুঝে-শুনে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এই অ্যাপস থেকে উপার্জিত অর্থ পেপাল এবং গিফট কার্ডের মাধ্যমে উত্তোলন করা যায়।
আরো পড়ুনঃ- বাংলাদেশী অ্যাপ প্রতিদিন 1000 টাকা আয় পেমেন্ট বিকাশ
বিগ টাইম ক্যাশঃ- ইহা অত্যাধিক জনপ্রিয় একটি অ্যাপস। লটারির খেলে টাকা উপার্জন করা যায়। উপার্জিত অর্থ পেপাল এর মাধ্যমে উত্তোলন করা যাবে। প্লে স্টোর থেকে প্রায় ১০ লক্ষের বেশি ডাউনলোড হয়েছে।
লাকি ডেঃ- এটাও জনপ্রিয় একটি অ্যাপস। এই অ্যাপস এর সাহায্যে স্পিনিং করে, স্ক্যাচ করে, লটারি ড্র করে টাকা উপার্জন করা সম্ভব। এই অ্যাপস থেকে উপার্জিত অর্থ পেপাল, গিফট কার্ডের মাধ্যমে উত্তোলনের সুযোগ রয়েছে। তবে এই অ্যাপস নিয়ে মিশ্র প্রতিক্রিয়াও রয়েছে। সুতারাং আপনাকে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে।
Free Birthday Lotteryঃ- এটা একটি ফ্রি লটারি খেলার অ্যাপস। গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপসটি ইনস্টল করে আপনার জন্ম তারিখ দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। মূলত আপনার জন্ম তারিখ দিয়ে লটারি খেলার আয়োজন করা হবে। যদি লটারিতে আপনার জন্ম তারিখ আসে তবেই আপনি পুরষ্কার হিসেবে ডলার পাবেন। যদি লটারি জিতেন তাহলে প্রতিদিন ডলারের প্রতিদিন উত্তোলন করতে হবে। নতুবা তা হারিয়ে যাবে।
Pick my Postcodeঃ- এটিও একটি লটারি খেলার অ্যাপস। এখানে আপনাকে মূলত একটি নাম্বার সিলেক্ট করতে হবে। লটারি ড্র তে যদি আপনার নাম্বার উঠে আসে তবেই ডলার পাবেন।
Clip Clapsঃ- ইহা গেম খেলার অ্যাপস। এখানে গেম খেলে আপনি লটারির মতো টাকা উপার্জন করতে পারবেন। এখানে গেমিং ভিডিও দেখে টোকেনের পরিমাণ বাড়াতে হবে। টোকেনের সংখ্যা বৃদ্ধি পেলে টাকা পাবেন।
Small Workerঃ- এটি এমন একটি অ্যাপস যেখানে আপনি ভিডিও দেখে, লটারি খেলে, কমেন্ট করে টাকা ইনকাম করতে পারেন। উপার্জিত টাকা আপনি বিকাশের মাধ্যমে উত্তোলন করতে পারেন।
Mobile Premier Leagueঃ- ইহা একটি গেমিং অ্যাপস। কোন প্রকার টাকা ইনভেস্ট ছাড়া গেম খেলে টাকা উপার্জন করা হয়। টাকা উপার্জনের বিষয়টি পুরোপুরি ভাগ্যের উপর নির্ভরশীল বিধায় একে লটারি ড্র সাথে তুলনা করা হয়। যারা গেমস খেলতে ভালবাসে তাদের জন্য এই অ্যাপসটি সেরা হতে পারে।
MindIT Triviaঃ- এখানে আপনি কুইজে অংশ নিয়ে সঠিক উত্তর দিতে পারলে পয়েন্ট অর্জন করতে পারেন যা ফ্রি-লটারি খেলার সাথে তুলনা করা হয়। যত বেশি পয়েন্ট অর্জন করতে পারবেন তত বেশি ইনকাম হবে । এই অ্যাপস থেকে টাকা আপনি বিকাশের মাধ্যমে উত্তোলন করতে পারবেন।
আরও কিছু অ্যাপস নিচে দেয়া হলোঃ-
- Lucktastic
- Lucktastic Slots
- Dominoes Gold
- The National lottery
- Bingo Clash
- Mistplay
- Cash'em All
- Blackout Binjo
ফ্রি লটারী খেলে টাকা ইনকাম করার সাইট
বেশিরভাগ সাইট ভূয়া হয়ে থাকে। তবে নিম্নে কিছু সাইটের নাম তুলে ধরা হলো। এসব সাইটে লটারি আপনাকে নিজ দায়িত্বে খেলতে হবে। সুতারাং সঠিক সিদ্ধান্ত নিবেন। নিম্নে কিছু সাইটের নাম দেয়া হলোঃ-
- Freemoji Lottery
- Raffall’s Free Lottery
- Free Lottery Apps
- Pick My Postcode
- Lucky Emoji
- Free Birthdate Lottery
- Free National Lotto
- Free Bkash App
ফ্রি লটারি ও মোবাইলে গেম খেলে টাকা ইনকাম apps
এমন কিছু অ্যাপস রয়েছে যেখানে আপনি গেম খেলে, ফ্রি-লটারি খেলে টাকা ইনকাম করতে পারবেন। ইন্টারনেট প্রযুক্তি কাজে লাগিয়ে স্মার্টফোনের সাহায্যে আপনি প্রতিদিন ৩০০/৫০০ টাকা বা তার বেশি উপার্জন করতে পারেন। কোন প্রকার দক্ষতা ছাড়া আপনার অবসর সময়কে কাজে লাগিয়ে নিম্নোক্ত অ্যাপস ব্যবহার করে টাকা ইনকাম করতে পারেনঃ-
- Ludo King
- Make Money Cash
- Winzo Gold
- 4Fun
- Earnkaro
- Jeet11
- Winzo
ডিপোজিট দিয়ে লটারি খেলে টাকা ইনকাম অ্যাপস
এখানে মূলত টাকা ডিপোজিট দিয়ে লটারি খেলতে হয়। এটা ঝুঁকিপূর্ণ বটে। তবে ইনকামের পরিমাণটাও এখানে বেশি। এই প্যারাতে আমি আপনাদের জনপ্রিয় কিছু অ্যাপস এবং ওয়েবসাইট সম্পর্কে জানাব যেগুলোতে আপনি ডিপোজিট করে লটারি খেলে টাকা ইনকাম করতে পারেন। যথাঃ-
- Dubai Free Lottery
- Royal Lotto
- Mbet
- 1Xbet
- Jitbo
ইসলামিক দৃষ্টিতে লটারি খেলে টাকা ইনকাম হালাল না হারাম
লটারি খেলে উপার্জিত অর্থ হালাল না হারাম এ নিয়ে দর কষাকষি রয়েছে। এই পোস্টের মাধ্যমে আমি আপনাদের লটারি খেলে উপার্জিত অর্থ হালাল না হারাম সে বিষয় স্পষ্ট একটি ধারণা দিব। লটারি মূলত ২ ভাবে খেলা হয় যথাঃ-
১) ডিপোজিট বা টাকা জমা দেয়া ছাড়া ফ্রি-লটারি খেলা ( হালাল )
২) ডিপোজিট বা টাকা জমা দিয়ে লটারি খেলা ( হারাম )
হালালঃ- এই প্রবন্ধে আমি উপরের প্যারায় ফ্রি লটারি খেলার অ্যাপস, ওয়েবসাইট এর নাম আপনাদের বলে দিয়েছি। যে সাইট গুলোতে কোন প্রকার টাকা ইনভেস্ট ছাড়াই লটারি খেলা টাকা ইনকাম করতে পারেন যা আপনার জন্য হালাল বলে বিবেচিত হবে।
আরো পড়ুনঃ- প্রতি সপ্তাহে 4000 টাকা পর্যন্ত আয় করুন ৪০টি দুর্দান্ত উপায়ে
হারামঃ- আর অন্যান্য কিছু সাইট বা অ্যাপস রয়েছে যেখানে লটারি খেলতে হলে টাকা বিনিয়োগ করতে হয়। ঐ সমস্ত সাইট গুলোতে লটারি খেলে উপার্জিত অর্থ হারাম বলে বিবেচিত হবে। কারণ, ইহা জুয়ার পর্যায়ে পড়ে। আর জুয়া খেলে উপার্জিত অর্থ সম্পূর্ণ হারাম।
মুসলিম হিসেবে আমাদের উপার্জিত অর্থ হালাল হতে হবে। ইসলামে এ বিষয়ে কড়া নির্দেশনা দেয়া আছে। অনলাইনে এমন কিছু অ্যাপস বা সাইট রয়েছে যেখান থেকে অর্থ উপার্জন হালাল হবে নাকি হারাম হবে এ বিষয়ে বোঝা যায় না। এই পর্যায়ে আমি আপনাদের কিছু পরামর্শ দিব যার মাধ্যম আমি সহজে সিলেক্ট করতে পারবেন ঐ সকল অ্যাপস, সাইট গুলোর মাধ্যমে উপার্জিত অর্থ হালাল হবে নাকি হারাম হবে। চলুন শুরু করা যাকঃ-
- অনলাইন জগতে অসংখ্য সাইট বা অ্যাপস রয়েছে যেখানে অর্থ ইনকামের জন্য বাজি ধরতে হয়। ঐ সকল সাইট বা অ্যাপস থেকে উপার্জিত অর্থ হারাম হবে।
- যে সকল সাইট বা অ্যাপসে টাকা জমা দিয়ে ( ডিপোজিট করে ) লটারি খেলতে হয় ঐ সকল সাইটের মাধ্যমে উপার্জিত অর্থ হারাম হবে।
অনলাইনে ফ্রি লটারি খেলে টাকা ইনকাম বাস্তব নাকি ভূয়া
কোন প্রকার দক্ষতা ছাড়া অবসর সময় কে কাজে লাগিয়ে ফ্রি লটারি খেলে টাকা ইনকাম অত্যাধিক জনপ্রিয় হয়ে উঠেছে। অনলাইনে সেক্টরে চমকপ্রদ বিজ্ঞাপনের মাধ্যমে প্রতারকরা মানুষকে আকৃষ্ট করে। মানুষ সে গুলো অন্ধের মতো বিশ্বাস করে প্রতারণার শিকার হয়। প্রতারকরা বর্তমানে অনলাইন সেক্টর গুলো কে টাকা হাতিয়ে নেয়ার একটি মাধ্যম হিসেবে ব্যবহার করছে। কিছু অ্যাপস, সাইট রয়েছে যেগুলো বাস্তব, সেখান থেকে টাকা ইনকাম করা সম্ভব হচ্ছে, স্বল্প পরিমাণে। সুতারাং আপনি যদি লটারি খেলে টাকা ইনকাম করতে চান তাহলে বলব ঐ অ্যাপস, সাইটের নির্ভরযোগ্যতা বা বিশ্বস্ততা যাচাই করে নিবেন।
আপনি কেমনে বুঝবেন ঐ অ্যাপস, সাইটটি আসল নাকি ভূয়া ? উত্তরঃ- খুবই সোজা। যখন আপনি অ্যাপস ইনস্টল করবেন অথবা সাইটে প্রবেশ করবেন তখন রিভিউ এবং রেটিং পয়েন্ট দেখে নিবেন। তাহলে আপনি ঐ অ্যাপস, সাইট সম্পর্কে একটি ধারণা পাবেন। যদি কোন সন্দেহজনক মনে হয় তাহলে দূরে থাকায় শ্রেয় হবে আপনার জন্য। লটারি সম্পূর্ণ নির্ভর করে ভাগ্যের উপর। ফ্রি-অ্যাাপস, সাইট থেকে অর্থ উপার্জনের পরিমাণ খুবই কম। যে সাইট গুলোতে টাকা জমা দিয়ে লটারি খেলতে ঐ সকল সাইট গুলো ইনকামের পরিমাণ বেশি হলেও আর্থিক ঝুঁকির পরিমাণ বেশি। যা এক কথায় অ-নিরাপদ।
লটারি খেলে কত টাকা ইনকাম করা যায় ?
লটারি খেলে টাকা ইনকাম পুরোটা নির্ভর করবে আপনার উপর। আপনি যত লটারি খেলবেন তত টাকা আপনার উপার্জন হবে। তবে কিত টাকা ইনকাম হয় নিদিৃষ্ট করে বলা যায় না। লটারি এটা পুরোটাই ভাগ্যের উপর নির্ভর করে। লটারি হেরে গেলে কোন টাকা পাওয়া যায় না। লটারি জিতলেও খুব একটা বেশি ইনকাম হয় না। লটারি জিতলে আপনি ২০০/৩০০ টাকা ইনকাম করতে পারেন।
ফ্রি-লটারি খেলে টাকা ইনকাম করার পূর্বে সতর্কতা অবলম্বন করুন
বিভিন্ন ধরণের অ্যাপস এবং ওয়েবসাইট গুলো লটারি খেলার জন্য চটকদার বিজ্ঞাপন দিয়ে থাকে। ঐ সকল সাইট গুলো অন্ধের মতো বিশ্বাস করবেন না। যদি সন্দেহজনক মনে হয় তাহলে দূরে থাকাই নিরাপদ। নিম্নোক্ত সতর্কতা অবলম্বন করুনঃ-
- যদি ঐ সকল অ্যাপস, সাইট গুলো আপনাকে টাকা ডিপোজিট করতে বলে বা আপনার বিকাশ নাম্বার,ক্রেডিট কার্ড নাম্বার, ব্যাংক একাউন্ট নাম্বার চায় তাহলে সতর্ক হন। ঐ সকল অ্যাপস, সাইট গুলো থেকে দূরে থাকুন।
- যে সকল অ্যাপস, ওয়েবসাইটের পজিটিভ রিভিউ আছে এবং বিশ্বস্ততার সহিত ব্যবসা করছে ঐ সমস্ত প্লাটফর্ম গুলোতে খোঁজ করুন। সন্দেহজনক মনে হলে দূরে থাকুন।
- গুগল প্লে স্টোর ব্যতীত অন্য কোন মাধ্যম থেকে অ্যাপস ইনস্টল করবেন না। রেটিং পয়েন্ট বিবেচনা করে এবং রিভিউ পজিটিভ নাকি নেগেটিভ এই সকল বিষয় বিবেচনা করে অ্যাপস ব্যবহার করুন।
ফ্রি-লটারি খেলে টাকা ইনকাম করার ইতিবাচক দিক
- এখানে কোন প্রকার বিনিয়োগ করতে হয় না।
- বিশেষ কোন দক্ষতার প্রয়োজন নেই।
- একটি স্মার্টফোন থাকলে অ্যাপস ইনস্টল করে লটারি খেলা যায়।
- এখানে কোন প্রকার লস নেই। ভাগ্য সহায় না হলেও পুনরায় চেষ্টা করতে পারেন।
- যেহেতু ভাগ্যের খেলা ভাগ্য ভালো হলে কিছু টাকা ইনকাম করতে পারেন।
- শারীরিক কসরত ছাড়া এই লটারি খেলায় অংশ নেয়া যায়। ব্রেইন খাটিয়ে লটারি খেলায় অংশগ্রহণ করতে হয়।
- এটা বিনোদন মূলক খেলা।
ফ্রি-লটারি খেলে টাকা ইনকাম করার নেতিবাচক দিক
- এই লটারির অ্যাপস, সাইটগুলোতে ব্যাক্তিগত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। ফলে ব্যাক্তিগত তথ্য চুরির সম্ভাবনা থেকে যায়।
- লটারি খেললে টাকা ইনকাম হবে এমন কোন নিশ্চয়তা নেই।
- অযথা সময় নষ্ট। কারণ, লটারি পুরোটাই ভাগ্যের উপর নির্ভরশীল।
- লটারিতে আসক্তি হয়ে যাওয়া। এক পর্যায়ে ডিপোজিট যুক্ত সাইটে ঝুঁকে গিয়ে লটারি খেলার ফলে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে।
- টাকা ডিপোজিট করে লটারি খেলা সম্পূর্ণ অ-নিরাপদ এবং ঝুঁকিপূর্ণ।
- সামান্য ইনকাম
লটারির বিকল্প যে সকল কাজ করে অর্থ উপার্জন করা যায়
অনলাইন থেকে টাকা ইনকাম করতে হলে যেকোন বিষয়ে আপনাকে দক্ষ হতে হবে। ইন্টারনেট প্রযুক্তিকে কাজে লাগিয়ে অনেকে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে এবং নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটছে। এজন্য আপনাকে ফ্রিল্যান্সিং এর সব থেকে সহজ কাজটি শুরু করতে হবে।
আর্টিকেল রাইটিংঃ- এই যে আপনি এখন প্রবন্ধ পড়ছেন এটা এক ধরণের আর্টিকেল। ফ্রিল্যান্সিং জগতে সব থেকে সহজ কাজ। আপনার একটি নিজ্স্ব ওয়েবসাইট থাকলে সেখানে আপনি আর্টিকেল লিখে এডসেন্স অ্যাপ্রুভ করে নিয়ে ইনকাম করতে পারেন।
মার্কেট-প্লেসে কাজ করেঃ- ফ্রিল্যান্সিং জগতে বিশাল মার্কেটপ্লেস রয়েছে যেমনঃ- Fiverr, upwork, Guru, Freelancer. এই সকল মার্কেটে কাজ করতে হলে আপনাকে যেকোন একটি সেক্টরে দক্ষ হতে হবে যেমনঃ- গ্রাফিক্স ডিজাইন, এসইও, ওয়েব ডিজাইন, ডাটা এন্ট্রি, কনটেন্ট রাইটিং, ডিজিটাল মার্কেটিং ইত্যাদি। পরবর্তীতে ক্লায়েন্ট হান্ট করে আপনি কাজ নিয়ে অর্থ উপার্জন করতে পারেন।
সার্ভে করে ইনকামঃ- এটা পার্ট টাইম জবের মতো। আপনি বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে অর্থ ইনকাম করতে পারেন। সার্ভের জন্য সেরা প্লাটফর্ম হলোঃ- Swagbucks, InboxDollars, Survey Junkie.
ওএড দেখে ইনকামঃ- এসব সেক্টর থেকে খুব বেশি ইনকাম হয় না। লটারি থেকে এড দেখে ইনকাম শতগুণে ভালো। গুগল প্লে স্টোর থেকে যেকোন অ্যাপস বিশ্বস্ততা যাচাই করার জন্য তার রেটিং এবং রিভিউ দেখে নিবেন। এজন্য আপনাকে গুগল প্লে-স্টোর থেকে এই সকল অ্যাপস ডাউনলোড করে নিতে হবে যেমনঃ- Coinpayu, Freecash: Earn Money & Rewards, JumpTask: Earn Money & Rewards, Paidwork: Make Money. এখানে আপনাকে এড দেখার পাশাপাশি কিছু মাইক্রো জব করতে হতে পারে
অন্যান্য Skilled Based ইনকামঃ- এই সকল কাজ করতে হলে আপনাকে দক্ষ হতে হবে। তাহলে মার্কেটপ্লেস এবং মার্কেটপ্লেসের বাইরে ইনকামের সুবর্ণ সুযোগ থাকবে। সেগুলো হলোঃ- ডাটা এন্ট্রি, ভয়েস দেয়ার কাজ, অনলাইনে পাঠদান, অনলাইনে কোর্স বিক্রি, এফিলিয়েট মার্কেটিং, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ড্রপশিপিং ইত্যাদি। বর্তমানে এই সমস্ত কাজের অনলাইনে ব্যাপক চাহিদা আছে। লটারি খেলার চাইতে এই কাজ গুলো সেরা হবে।
ফ্রি সার্ভে করে টাকা ইনকাম
এই পর্যায়ে আমি আপনাদের এমন কিছু অ্যাপস এর নাম বলব যেখানে আপনি কোন প্রকার ইনভেস্ট ছাড়া কেবল মাত্র সার্ভে টাকা ইনকাম করতে পারেন। মূলত এই সাইট গুলোতে কাজ করতে হলে একাউন্ট খুলতে হবে। তার পর সার্ভে করে ইনকাম শুরু করতে পারেন। অ্যাপস গুলো হলোঃ-
- Taskbuck
- Survey Junkei
- Free Cash
গেম খেলে টাকা ইনকামের অ্যাপস ( বিনিয়োগ ছাড়া )
যারা প্রচুর গেম খেলেন তারা গেমস খেলেন বা গেম খেলতে আগ্রহী তারা কোন প্রকার বিনিয়োগ ছাড়া টাকা ইনকাম করতে পারেন। আমি আপনাদের এমন কিছু অ্যাপস এর নাম বলব যে অ্যাপস গুলো অত্যন্ত জনপ্রিয়। অ্যাপস গুলো হলোঃ-
- Ludo Supreme
- PUBG
- Chase
- Carrom
- Free fire
- Spin To Win
এড দেখে টাকা ইনকাম ( বিনিয়োগ ছাড়া )
এই পর্যায়ে আমি আপনাদের এমন কিছু অ্যাপস এর নাম বলবো যেখানে আপনি শুধু এড দেখে টাকা ইনকাম করতে পারেন। অনলাইনে মানুষ এই ধরণের ছোট ছোট মাইক্রো জবের প্রতি বেশি ঝুঁকছে। অ্যাপস গুলো হলোঃ-
- Neobux
- Quick Rewards
- Inboxdollar
- Prizerebel
- Adwallets
ভিডিও দেখে টাকা ইনকাম ( বিনিয়োগ ছাড়া )
এই পর্যায়ে আমি আপনাদের এমন কয়েকটি এ্যাপস এর নাম বলব যেখানে আপনি শুধু মাত্র ভিডিও দেখে টাকা ইনকাম করতে পারেন। অনলাইনে প্রচুর সার্চ হয় এই টপিকস গুলো নিয়ে। ভিডিও দেখে টাকা ইনকামের অ্যাপসঃ-
- Clip Claps
- MyPoints
- Roz Dhan
- Vidcash
- irazoo
- Pocket Money
কুইজ খেলে টাকা ইনকাম ( বিনিয়োগ ছাড়া )
যারা যেকোন বিষয়ে সাধারণ জ্ঞান রাখেন তারা তাদের এই মেধা কাজে লাগিয়ে কুইজ খেলে টাকা ইনকাম করতে পারেন। এটা অনেকটা বিনোদনমূলক। কুইজ খেলে টাকা ইনকাম করার কিছু অ্যাপস নিম্নে দেয়াা হলোঃ-
- Qureka
- Taskbucks
- Millionaire Trivia Game Quiz
- Quiz Khelo
টাকা উপার্জন করার অ্যাপস
এই আর্টিকেল টাকা ইনকামের অনেক অ্যাপস নিয়ে আলোচনা করেছি। এখন আমি আরও কিছু অ্যাপস নিয়ে আলোচনা করব যেখানে ছোট ছোট মাইক্রো জব করে টাকা ইনকাম করা যায়। আপনি আপনার অবসর সময়কে কাজে লাগিয়ে এই সকল অ্যাপস থেকে টাকা ইনকাম করতে পারেন। টাকা উপার্জন করার আরও কিছু অ্যাপস নিম্নরুপঃ-
- Work Up Job
- 2 Captcha
- AdMob
- Daily Taka
- SHEROES
- Taka Income Pro
- Quizi
পেশা হিসেবে লটারি কে নেয়া যায় ?
উত্তরঃ- না, এখানে ইনকাম করা খুবই কঠিন। ইনকাম হলেও সামান্য । উপার্জিত অর্থ ইসলামিক দৃষ্টিতে জুয়ার মতো যা হারাম বলে বিবেচিত। অনেকে লটারিতে আসক্তি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ফলে ডিপোজিট যুক্ত সাইটে টাকা ডিপোজিট করে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে। এই সকল অ্যাপস, সাইটে চমকপ্রদ বিজ্ঞাপন দেখিয়ে প্রতারকরা টাকা হাতিয়ে নিতে পারে। সুতারাং পেশা হিসেবে লটারি মোটেও নিরাপদ না।
লেখকের মন্তব্য
সম্মানিত পাঠকবৃন্দ এই পোস্টে আমরা ফ্রি লটারী খেলে টাকা ইনকাম নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি পোস্টটি পড়ে আপনারা উপকৃত হয়েছেন। এই ধরণের অনলাইন ইনকাম রিলেটেড পোস্ট আমরা প্রতিনিয়ত আমাদের সাইটে পাবলিশ করে থাকি।
অনলাইন ইনকাম সংশ্লিষ্ট যেকোন তথ্য আরও পেতে আমাদের সাইটটি নিয়মিত ভিজিট করুন। আজ এ পর্যন্ত, পরবর্তীতে আলোচনা হবে ভিন্ন কোন আর্টিকেল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। 23.08.25
আপনি পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url