যশোর থেকে ঈশ্বরদী ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা জেনে নিন
এই আর্টিকেলে যশোর থেকে ঈশ্বরদী ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা নিয়ে আলোচনা করা হবে। যশোর থেকে ঈশ্বরদী ট্রেনে করে অসংখ্য মানুষ যাতায়াত করছে। অনেকে যশোর থেকে ঈশ্বরদী ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা জানে না তাদের জন্য এই আর্টিকেলটি গুরুত্বপূর্ণ হতে চলেছে।
অল্প খরচ, নিরাপদ সড়ক, সময়ের সাশ্রয় এর কারণে অসংখ্য মানুষের নিকট রেল যোগাযোগ আস্থা ও ভরসার নাম। সুতরাং আপনি যদি ট্রেনে করে যশোর থেকে ঈশ্বরদী যেতে চান তাহলে আপনাকে যশোর থেকে ঈশ্বরদী ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা জানতে হবে।
পোস্ট সূচীপত্রঃ- যশোর থেকে ঈশ্বরদী ট্রেনের সময়সূচী
- কোন কোন ট্রেন যশোর থেকে ঈশ্বরদী যাতায়াত করে
- যশোর থেকে ঈশ্বরদী ট্রেনের সময়সূচী ( আন্তঃনগর )
- যশোর থেকে ঈশ্বরদী ট্রেনের সময়সূচী ( মেইল এক্সপ্রেস )
- যশোর থেকে ঈশ্বরদী ট্রেনের ভাড়ার তালিকা
- যশোর থেকে ঈশ্বরদী দূরত্ব কত কিলোমিটার
- লেখেকের মন্তব্য
কোন কোন ট্রেন যশোর থেকে ঈশ্বরদী যাতায়াত করে
যশোর থেকে ঈশ্বরদী ২ ধরণের ট্রেন যাতায়াত করে যথাঃ- ১) আন্তঃনগর ২) মেইল এক্সপ্রেস। আপনি যদি যশোর থেকে ঈশ্বরদী ট্রেনে করে যেতে চান তাহলে কোন কোন ট্রেন যাতায়াত করে তার তালিকা আপনার জানতে হবে। কেননা, যশোর থেকে ঈশ্বরদী একাধিক ট্রেন যাতায়াত করে। প্রত্যেক ট্রেনের সময়সূচি ভিন্ন ভিন্ন হয়ে থাকে।
আন্তঃনগর ট্রেনের তালিকাঃ
- কপোতাক্ষ এক্সপ্রেস ( ৭১৫ )
- রুপসা এক্সপ্রেস ( ৭২৭ )
- সীমান্ত এক্সপ্রেস ( ৭৪৮ )
- সাগর দাঁড়ি এক্সপ্রেস ( ৭৬১ )
- চিত্রা এক্সপ্রেস ( ৭৬৩ )
মেইল এক্সপ্রেস ট্রেনের তালিকাঃ
- মোহনন্দ এক্সপ্রেস ( ১৫ )
- রকেট এক্সপ্রেস ( ২৪ )
যশোর থেকে ঈশ্বরদী ট্রেনের সময়সূচী ( আন্তঃনগর )
আমরা যারা ট্রেনে করে যাতায়াত করি তারা সকলে জানি এক জেলা থেকে অন্য জেলায় একাধিক ট্রেন যাতায়াত করে। এবং ট্রেনের সময়সূচি গুলো ভিন্ন ভিন্ন হয়ে থাকে। ট্রেনের সময়সূচি জানা থাকলে পূর্ব প্রস্তুতি নেওয়া সহজ হয়। আপনারা যারা নিয়মিত যাতায়াত করেন তারা ট্রেনের সময়সূচি জানেন। আর যাদের হঠাৎ করে ট্রেনে যাতায়াত করতে হচ্ছে তারা ট্রেনের সময়সূচী জানে না। এবং তারা ট্রেনের সময়সূচি জানতে ইন্টারনেটের সার্চ করে।
আরো পড়ুনঃ- ফেনী থেকে ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা ২০২৫
ট্রেনের নামঃ- কপোতাক্ষ এক্সপ্রেস ( ৭১৫ )
- যশোর ছাড়েঃ- সকাল ৭:৫২ মিনিটে
- ঈশ্বরদী পৌছায়ঃ- সকাল ১০:৫০ মিনিটে
- ছুটির দিনঃ- শুক্রবার
ট্রেনের নামঃ- রুপসা এক্সপ্রেস ( ৭২৭ )
- যশোর ছাড়েঃ- সকাল ৮:৩০ মিনিটে
- ঈশ্বরদী পৌছায়ঃ- বেলা ১১:২৫ মিনিটে
- ছুটির দিনঃ- বৃহস্পতিবার
ট্রেনের নামঃ- সীমান্ত এক্সপ্রেস ( ৭৪৮ )
- যশোর ছাড়েঃ- রাত ১০:২৬ মিনিটে
- ঈশ্বরদী পৌছায়ঃ- রাত ১:১০ মিনিটে
- ছুটির দিনঃ- সোমবার
ট্রেনের নামঃ- সাগর দাঁড়ি এক্সপ্রেস ( ৭৬১ )
- যশোর ছাড়েঃ- বিকাল ৫:১২ মিনিটে
- ঈশ্বরদী পৌছায়ঃ- রাত ৮:২০ মিনিটে
- ছুটির দিনঃ- সোমবার
ট্রেনের নামঃ- চিত্রা এক্সপ্রেস ( ৭৬৩ )
- যশোর ছাড়েঃ- সকাল ১০:০৮ মিনিটে
- ঈশ্বরদী পৌছায়ঃ- দুপর ১:১৫ মিনিটে
- ছুটির দিনঃ- রবিবার
নোটিশঃ- ট্রেনের সময়সূচী রেল কর্তৃপক্ষ যেকোনো সময় পরিবর্তন করতে পারে। এটা রেল কর্তৃপক্ষের এখতিয়ার।
যশোর থেকে ঈশ্বরদী ট্রেনের সময়সূচী ( মেইল এক্সপ্রেস )
ট্রেনের নামঃ- মোহনন্দ এক্সপ্রেস ( ১৫ )
- যশোর ছাড়েঃ- দুপুর ১:০৫ মিনিটে
- ঈশ্বরদী পৌছায়ঃ- বিকাল ৫:৪৫ মিনিটে
- ছুটির দিনঃ- নাই
ট্রেনের নামঃ- রকেট এক্সপ্রেস ( ২৪ )
- যশোর ছাড়েঃ- সকাল ১০:৫০ মিনিটে
- ঈশ্বরদী পৌছায়ঃ- বিকাল ৪:৩৫ মিনিটে
- ছুটির দিনঃ- নাই
নোটিশঃ- ট্রেনের সময়সূচী রেল কর্তৃপক্ষ যেকোনো সময় পরিবর্তন করতে পারে। এটা রেল কর্তৃপক্ষের এখতিয়ার।
যশোর থেকে ঈশ্বরদী ট্রেনের ভাড়ার তালিকা
ট্রেনের ভাড়া সম্পূর্ণ নির্ভর করে ট্রেনের সিটের উপরে। একটি ট্রেনে বিভিন্ন ধরনের সিট রয়েছে যেমনঃ- শোভন, চেয়ার, স্নিগ্ধা ইত্যাদি। প্রত্যেক সিটের জন্য ভাড়া আলাদা আলাদা নির্ধারণ করা আছে। একজন যাত্রীর ট্রেনের ভাড়া সম্পর্কে ধারণা থাকলে প্রতারিত হওয়ার সম্ভাবনা কম। যশোর থেকে ঈশ্বরদী ট্রেনের ভাড়ার তালিকা নিম্নরূপঃ-
আরো পড়ুনঃ- খুলনা থেকে ঈশ্বরদী ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা জানুন
- প্রথম সিটের ভাড়া জনপ্রতি ২৭০ টাকা
- প্রথম বার্থ সিটের ভাড়া জনপ্রতি ৪০৫ টাকা
- শোভন সিটার ভাড়া জনপ্রতি ১৭০ টাকা
- শোভন চেয়ারের ভাড়া জনপ্রতি ২০৫ টাকা
- স্নিগ্ধা সিটের ভাড়া জনপ্রতি ৩৪০ টাকা
- এসি সিটের ভাড়া জনপ্রতি ৪০৫ টাকা
- এসি বার্থ সিটের ভাড়া জনপ্রতি ৬০৫ টাকা
নোটিশঃ- ট্রেনের ভাড়া রেল কর্তৃপক্ষ যেকোনো সময় পরিবর্তন করতে পারে। এটা রেল কর্তৃপক্ষের এখতিয়ার।
যশোর থেকে ঈশ্বরদী দূরত্ব কত কিলোমিটার
অনেকে আগ্রহ নিয়ে যশোর থেকে ঈশ্বরদী দূরত্ব কত তা জানতে চাই। যশোর থেকে ঈশ্বরদী এই রুটের দূরত্ব অনেক। লং দূরত্বে যাতায়াতের জন্য ট্রেন উপযুক্ত যানবাহন। সড়কপথে যাতায়াত করতে গেলে সময় বেশি লেগে যায়। তাই মানুষ ট্রেনে করে যাতায়াত করতে স্বাচ্ছন্দ বোধ করে। অপ্রত্যাশিত ঘটনা ছাড়া, ট্রেন যাতায়াতের সেরা মাধ্যম। সড়কপথে যে দুর্ঘটনা ঘটে রেলপথে ওই ধরনের দুর্ঘটনা ঘটে না।
আরো পড়ুনঃ- ফেনী টু চাঁদপুর ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা
- যশোর থেকে ঈশ্বরদী দূরত্ব আনুমানিক ১২৫ কিলোমিটার.
লেখেকের মন্তব্য
সম্মানিত পাঠক বৃন্দ এই আর্টিকেলে আমরা যশোর থেকে ঈশ্বরদী ট্রেনের সময়সূচী ও ভারত তালিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি পোস্টটি পড়ে আপনারা উপকৃত হয়েছেন। ট্রেনের সময়সূচি ও ভাড়ার তালিকা নিয়ে আমরা এই ওয়েবসাইটে প্রতিনিয়ত আর্টিকেল লিখে থাকি।
এতক্ষণ ধৈর্য ধরে পোস্টে উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আলোচনা হবে ভিন্ন কোন আর্টিকেল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, আপনার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। 27.09.25
আপনি পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url