গল্প লেখা সাইটের লিংক টাকা ইনকাম বিকাশে পেমেন্ট নিন খুব সহজে
গল্প লেখা সাইটের লিংক টাকা ইনকাম বিকাশে পেমেন্ট নিয়ে এই আর্টিকেল আমি আলোচনা করব। আপনারা যারা গল্প লেখা সাইটের লিংক টাকা ইনকাম বিকাশে পেমেন্ট সম্পর্কে জানতে চান তাদের জন্য আর্টিকেলটি গুরুত্বপূর্ণ।
পোস্ট সূচীপত্র:আমি এই আর্টিকেলে গল্প লেখা সাইটের লিংক টাকা ইনকাম বিকাশে পেমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।
গল্প লেখা সাইটের লিংক টাকা ইনকাম বিকাশে পেমেন্ট
গল্প পড়তে এবং লিখতে আমরা পছন্দ করি। গল্প লেখা এবং গল্প পড়া এটা আমাদের কাছে নেশার মত। গল্প যে কোন ভাষায় লেখা যায় এবং পড়া যায়। একটি কলম এবং খাতা পেলে আমাদের কিছু না কিছু লিখতে মনে চায়। অবস্থান ভেদে মানুষের স্বপ্ন এবং শখ ভিন্ন ভিন্ন হয়ে থাকে যেমন: কেউ ডাক্তার হতে চাই, কেউ শিক্ষক
হতে চাই, কেউ লেখক হতে চাই। প্রত্যেকটি মানুষের নিজস্ব শক্তি রয়েছে। যে শক্তি জোরে সে তার প্রতিভা ফুটিয়ে তুলতে পারে। অনুরূপভাবে লেখালেখি করা এটা একটি শিল্প। গল্প লিখে অথবা মোটিভেশনাল বাক্য লিখে সে অন্যদের অনুপ্রাণিত করতে পারে। অনলাইন সেক্টর গুলো টাকা ইনকামের সমুদ্র। আমি এই
আর্টিকেলে গল্প লেখা সাইটের লিংক টাকা ইনকাম বিকাশে পেমেন্ট নিয়ে কথা বলব। আপনি এই আর্টিকেল থেকে জানতে পারবেন কোন কোন সাইটের লিংকে গিয়ে বাংলা এবং ইংরেজি ভাষায় গল্প লিখে টাকা ইনকাম করে বিকাশে পেমেন্ট নেওয়া যায়। অনেক মানুষের লেখা পড়ে মানুষ তাদের জীবনে পরিবর্তন আনতে
পেরেছে। এর পিছনে অন্যতম কারণ হলো তাদের লেখনীর দক্ষতা, শব্দ প্রয়োগের ভঙ্গিমা, শব্দের সঠিক প্রয়োগ যা মানুষকে আকর্ষণ করে। আজ ইন্টারনেট জগত উন্মুক্ত। যে কেউ যেকোনো বিষয়ে গুগলে সার্চ করে পড়ে নিতে পারে। লেখা এটা এমন একটি দক্ষতা যা সৃষ্টিকর্তা প্রদত্ত একটি নেয়ামত। পৃথিবীর সব মানুষ
আরো পড়ুন: মোবাইল দিয়ে টাকা ইনকাম করার ১০টি পদ্ধতি জেনে নিন
লেখালেখির কাজ করতে পারে না। আপনি এই লেখনীর মাধ্যমে মানুষের বিবেকের জায়গা জাগ্রত করতে পারবেন এবং মানুষের ভিতরে লুকিয়ে থাকা প্রতিভাকে অন্যদের নিকট উন্মোচন করতে পারবেন। আপনার মধ্যে যদি গল্প লেখার প্রতিভা থাকে, আপনি যদি সে প্রতিভা অন্যদের নিকট ছড়িয়ে দিতে চান তাহলে
আপনাকে গল্প লেখার সাইটগুলো অনুসন্ধান করতে হবে। এই আর্টিকেলে বাংলা এবং ইংরেজি ভাষায় গল্প লিখার বেশ কয়েকটি সাইট আমি অনুসন্ধান করে বের করেছি, ইন্টারনেট থেকে রিসার্চ করে। যেখানে আপনি গল্প লেখা সাইটের লিংক টাকা ইনকাম বিকাশে পেমেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। চলুন মূল আলোচনা শুরু করা যাক।
ইংরেজি গল্প লিখে আয় করার সাইট
ইংলিশ একটি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আপনি যদি অন্য কোন দেশে গিয়ে অথবা বিদেশি কোন ব্যক্তির সাথে কথা বলতে চান আপনাকে ইংরেজি ভাষায় কথা বলতে হবে। ইংরেজি গল্প লিখে অনলাইন থেকে আয় করা যায় এমন বেশ কয়েকটি সাইট রয়েছে। সেই গল্পগুলো বিভিন্ন বিষয়ের উপরে হতে পারে যেমন: বাস্তব জীবনে ঘটে
যাওয়া কোন কাহিনী, স্পেশাল কোন ক্যারেক্টার, উন্নত জীবনযাপন, চলমান যে কোন সমস্যা ( শারীরিক অথবা মানসিক ) থেকে বের হওয়ার কৌশল, ক্যারিয়ারে সাকসেস হওয়ার গল্প ইত্যাদি সহজে যেকোন বিষয়ের উপর বাস্তবধর্মী গল্প লিখে ইনকাম করা যায়। ইংরেজি গল্প লিখে আয় করার সাইট গুলো নিম্নরূপ:
www.healthymummy.com: গল্প লিখে টাকা ইনকাম এখানে পুরো বিষয়টি নির্ভর করে কত শব্দের গল্প লিখছেন সেটার উপর। ৩ থেকে ৮ হাজার শব্দের গল্প লিখলে ৫০০ ডলার পর্যন্ত পেমেন্ট করে থাকে।
introvertdear.com: নিজের হাতে লেখা গল্পগুলো গোটা বিশ্বের মানুষের মাধ্যম ছড়িয়ে দেওয়ার জন্য এ প্লাটফর্মটি বেটার হতে পারে। মানুষ প্রতিনিয়ত গল্প পড়ার জন্য এই সাইটে ভিজিট করে। আপনি এই সাইটে গল্প লিখে মানুষকে এন্টারটেইন করতে পারবেন। এখানে গল্প লিখে আপনি প্রতি মাসে হাজার হাজার ডলার আয় করতে পারেন।
The People’s Friend: আপনি যদি নিজের প্রতিভা উন্মোচন করতে চান, আপনার লেখা মানুষ জানবে এবং পড়বে আপনি যদি এমনটা চান তাহলে The People’s Friend এ প্লাটফর্মে গল্প লিখতে পারেন। এই প্লাটফর্মে গল্প লিখে আপনি বৈদেশিক মুদ্রা ইউরো আর্ন করতে পারবেন। ডলারের চাইতে ইউরোর মান অনেক বড়। এখানে গল্প লিখে আয় করার পূর্বে অবশ্যই পেমেন্ট মেথড জেনে নিবেন।
FireSideFiction: এটি একটি ম্যাগাজিন। সাম্প্রতিক সময়ে এই ম্যাগাজিনটি দর্শকদের জ্ঞানমূলক/ বিনোদনমূলক বিভিন্ন ধরনের গল্প উপহার দিয়ে আসছে। এই ম্যাগাজিনে গল্প লেখার পূর্বে অবশ্যই এর নিয়ম নীতিমালা গুলো ভালো করে জেনে নিতে হবে। এখানে কোন কোন সিস্টেমে পেমেন্ট করে থাকে সে পেমেন্ট মেথড গুলো জেনে নিবেন।
আরো পড়ুন: সরকারি ইনকাম সাইট সেরা ১১টি বিস্তারিত জেনে রাখুন কাজে দিবে
One Story: লেখালেখির জগতে আপনি যদি নিজের একটি পরিচয় তুলে ধরতে চান তাহলে One Story এই ওয়েবসাইটে গল্প লিখুন। গুগলে One Story লিখে সার্চ করলে ওয়েবসাইট চলে আসবে। এজন্য প্রথমে
আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এরপর আপনাকে কিছু ডেমো গল্প লিখে পাঠাতে হবে। তারা আপনার গল্পগুলো যাচাই করে দেখবে যে গল্পের মানদন্ড কতটুকু রয়েছে। One Story এখানে গল্প লিখে আপনি শত শত ডলার ইনকাম করতে পারবেন।
Medium: এটা একটি ইংরেজি গল্প লেখার ওয়েবসাইট। আপনি প্রথমে এই ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন করে নিবেন। এরপর তাদের দেখানো নীতিমালা অনুযায়ী কাজ করে গল্প জমা দিবেন। যে পদ্ধতিতে পেমেন্ট দেয়, সে পদ্ধতি তে পেমেন্ট কালেক্ট করবেন।
বাংলা গল্প লিখে আয় করার সাইট
ইংরেজির পাশাপাশি আপনি বাংলা গল্প লিখে অনলাইন থেকে আয় করতে পারবেন। আপনি যে সাইটের হয়ে বাংলা গল্প লিখে আয় করতে চান উক্ত সাইটে প্রবেশ করে তার নীতিমালা এবং পেমেন্ট মেথড ভালোভাবে জেনে নিবেন। ইন্টারনেট থেকে রিসার্চ করে আমি বেশ কয়েকটি বাংলা ওয়েবসাইট বের করেছি। সে সকল ওয়েবসাইটে আপনি গল্প লিখে হাজার হাজার টাকা আয় করতে পারবেন। বাংলা গল্প লিখে আয় করার সাইট হলো:
- Grathor
- Protiborton
- Techtunes ( তথ্যপ্রযুক্তি বিষয় গল্প প্ল্যাটফর্ম )
- Trickbd
- Roar Bangla
- Somoyerkonthosor
গল্প লিখে আয় করার ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম
গল্প লিখে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। আর ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করা এটা আমাদের স্বপ্নের মত। আগেকার সময়ে মানুষ বই পড়ার জন্য সরাসরি লাইব্রেরীতে গিয়ে বই ক্রয় করে পড়ত। কিন্তু এখন শিক্ষা খাতে যুক্ত হয়েছে প্রযুক্তি ছোঁয়া। আপনার
লেখা গল্পগুলো ই বুক আকারে অনলাইন মার্কেটে পাবলিশ করবেন। মানুষ টাকা আপনার গল্পের বই গুলো ডাউনলোড করে পড়বে। গল্প লিখে আয় করার ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম হলো:
1. Fiverr.com
2. Freelancer.com
3.Guru.com
নিজের ওয়েবসাইটে গল্প লিখে আয়
আপনি যদি এটা মনে করেন, আপনার মেধা আপনার শ্রম কিছু টাকার বিনিময়ে অন্যের কাছে বিক্রি না করে, নিজে একটি ওয়েবসাইট খুলে সেখানে লাইফ টাইমের জন্য পাবলিশ করবেন এবং সেখান থেকে আয় করবেন এরকম চিন্তা ভাবনা থাকলে আপনার নিজস্ব একটি ওয়েবসাইট থাকা প্রয়োজন। আপনি আপনার
আরো পড়ুন: প্রতিদিন 400 টাকা ইনকাম করুন শর্টকাট নিয়মে বিস্তারিত জেনে নিন
ওয়েবসাইটে নিয়মিত গল্প লিখে সেখান থেকে হাজার হাজার ডলার আয় করতে পারেন। তবে এখানে শর্ত হল: আপনার ওয়েবসাইটে ভালো পরিমানে ভিজিটর হওয়া লাগবে নতুবা ইনকাম খুব একটা ভালো হবে না। ওয়েবসাইট থেকে গল্প লিখে আয় করার অন্যতম উপায় হল: google এডসেন্স। আপনার ওয়েবসাইটে যখন
প্রচুর ভিজিটর আসবে তখন আপনি গুগল এডসেন্স এর মাধ্যমে আয় করতে পারবেন। যত বেশি ট্রাফিক তত বেশি ইনকাম। খুব কম করে অন্তত ৮০ - ১০০ ভিজিটর যদি আপনার ওয়েবসাইটে আসে তাহলে গুগল এডসেন্সের জন্য আপনি আবেদন করতে পারবেন।
অফলাইন মার্কেটে গল্পের বই প্রকাশ করে আয়
আপনি যদি খুব ভালো গল্প তৈরি করতে পারেন এবং সাহিত্য বিষয়ে যদি আপনার অগাত পাণ্ডিত্য থাকে তাহলে আপনি নিজে গল্প লিখে তা প্রিন্ট করে বাজারে বিক্রি করতে পারবেন। এজন্য আপনাকে এমন সব পাবলিকেশনের সাথে যোগাযোগ করতে হবে যারা গল্প লেখার বই পাবলিশ করতে ইচ্ছুক। আপনার লেখা বই গুলো যদি জনপ্রিয়তা পায় তাহলে প্রচুর টাকা আয় করতে পারবেন। লেখকরা এভাবে বই লিখে ইনকাম করে থাকে।
লেখকের মন্তব্য - গল্প লেখা সাইটের লিংক টাকা ইনকাম বিকাশে পেমেন্ট
সম্মানিত পাঠক বৃন্দ এই আর্টিকেলে আমি গল্প লেখা সাইটের লিংক টাকা ইনকাম বিকাশে পেমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যেগুলো বিদেশি প্ল্যাটফর্ম ওইগুলোতে সরাসরি বিকাশে পেমেন্ট নেওয়ার কোন সুযোগ নেই। আপনি পেমেন্ট নেওয়ার জন্য ব্যবহার করতে পারেন ব্যাংক অথবা অনলাইন পেমেন্ট মেথড
গুলো। যেগুলো বাংলাদেশী ওয়েবসাইট সেখানে আপনি সরাসরি বিকাশে পেমেন্ট নিতে পারবেন। বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় গল্প লিখে আয় করা যায় সে বিষয়ে এতক্ষণে আপনি নিশ্চিত হয়েছেন। তাছাড়া আপনি যদি ইন্ডিয়ান নাগরিক হয়ে থাকেন তাহলে হিন্দি ভাষায় গল্প লিখে টাকা আয় করতে পারবেন। হিন্দি
ভাষায় গল্প লিখে টাকা আয় করার ইন্ডিয়ান কিছু ওয়েবসাইট রয়েছে সে ওয়েবসাইট মালিকের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। আশা করি পুরো আর্টিকেলটি পড়ে আপনার ভালো লেগেছে। এ ধরনের অনলাইন ইনকামের সম্পর্কিত আর্টিকেল আমরা প্রতিনিয়ত আমাদের ওয়েবসাইট পাবলিশ করার চেষ্টা করি।
ভবিষ্যতে অনলাইন ইনকাম সম্পর্কিত আর্টিকেল আরো পেতে আমাদের ওয়েবসাইটটি প্রতিনিয়ত ভিজিট করুন। আমরা আমাদের ওয়েবসাইটে ইন্টারনেট থেকে রিসার্চ করে অথেন্টিক তথ্য পাবলিশ করার চেষ্টা করি। আপনাদের সকলের কল্যাণ ও সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম। 18.01.2026

আপনি পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url