মোবাইল দিয়ে টাকা ইনকাম করার ১০টি পদ্ধতি জেনে নিন

মোবাইল দিয়ে টাকা ইনকাম করার পদ্ধতি নিয়ে এই আর্টিকেল আলোচনা করা হবে। এই আর্টিকেল থেকে আপনারা মোবাইল দিয়ে টাকা ইনকাম করার পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন। 

মোবাইল দিয়ে টাকা ইনকাম করার ১০টি পদ্ধতি জেনে নিন

পোস্ট সূচীপত্র: সুতরাং আপনারা যারা গুগলে মোবাইল দিয়ে টাকা ইনকাম করার পদ্ধতি লিখে সার্চ করেছেন তাদের জন্য আর্টিকেলটি গুরুত্বপূর্ণ।

মোবাইল দিয়ে টাকা ইনকাম করার পদ্ধতি

অনেকের ডেস্কটপ বা পিসি এর বিকল্প হিসেবে মোবাইল ফোন ব্যবহার করছে। ইন্টারনেট পূর্ব যুগে মোবাইল ফোন ছিল বাটন সিস্টেমে, এটা শুধুমাত্র কথা বলার জন্য ব্যবহার হতো। বর্তমানে ডিজিটাল যুগে এই স্মার্ট ফোন দিয়ে বিভিন্ন ধরনের কাজ করে আয় করা যায়। গোটা বিশ্বের খবর এখন এই মোবাইল ফোনের ভিতরে। 

মানুষ এখন একটু ভালো থাকার আশায় মোবাইল দিয়ে টাকা ইনকাম করার পদ্ধতি জানতে চায়। আপনি যদি মোবাইল ফোন দিয়ে টাকা ইনকাম করতে চান অথবা অনলাইনে ক্যারিয়ার গড়তে চান তাহলে আপনাকে সঠিক পদ্ধতি জানতে হবে। এজন্য আপনাকে এমন সব কাজ নির্বাচন করতে হবে যে কাজগুলো করে বাস্তবে 

টাকা ইনকাম করা যায়। আমি আজকের এই আর্টিকেল এর মাধ্যমে আপনাদের কিছু সহজ সহজ উপায় সম্পর্কে জানাবো যার মাধ্যমে আপনি সহজে মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে পারবেন। অনেকে এ সকল কাজ করে বাংলাদেশে বসে মোবাইল দিয়ে হাজার হাজার ডলার আয় করছে।

ভিডিও নির্মাণ করে -  মোবাইল দিয়ে টাকা ইনকাম করার পদ্ধতি

অনলাইনে সব থেকে জনপ্রিয় কনটেন্ট হলো ভিডিও তৈরির কন্টেন্ট। বিভিন্নভাবে একটি কন্টেন্টের মূলভাব প্রকাশ করা যায়। ভিডিও তার মধ্যে অন্যতম। মানুষ যে কোন কিছু পড়ার চাইতে সেটার ভিডিও দেখতে বেশি পছন্দ করে। আমাদের ব্রেইন সব সময় ভিডিও কনটেন্ট কে প্রাধান্য বেশি দেয়।

এখন প্রশ্ন হল: আমরা ভিডিও কনটেন্ট কিভাবে নির্মাণ করব এবং কোথায় নির্মাণ করব এবং কিভাবে আয় করব এরকম হাজারো প্রশ্ন আমাদের মনে ঘুরপাক খায়। ভিডিও কনটেন্ট নির্মাণ করার জনপ্রিয় প্ল্যাটফর্ম হল ইউটিউব, ফেসবুক ইত্যাদি। মানুষ ঘরে বসে এ সকল প্লাটফর্ম গুলোতে ভিডিও কন্টেন্ট নির্মাণ করে 

হাজার হাজার ডলার আয় করছে। এসব প্লাটফর্ম থেকে আয় করার অন্যতম উপায় হল কনটেন্ট মনিটাইজেশন। । আপনি আপনার ইউটিউব অথবা ফেসবুকে ভালো ভালো ভিডিও কনটেন্ট নির্মাণ করবেন, যখন সে ভিডিও কন্টেন্ট গুলোতে ভালো পরিমাণে ভিউজ হবে তখন এড নেটওয়ার্ক ( গুগল এডসেন্স ) চালুর মাধ্যমে আপনি আয় করতে পারবেন। 

আরো পড়ুন: এড দেখে টাকা ইনকাম দিনে ৩০০ টাকা

যখন আপনার ভিডিও কন্টেন্ট গুলো দর্শক মহলে গ্রহণযোগ্যতা পাবে তখন আপনি স্পন্সরশিপ, অ্যাফিলিয়েট প্রোগ্রাম, ব্রান্ড প্রমোটার হয়ে কাজ করতে পারেন। মূল কথা আপনার ভিডিও কন্টেন্ট গুলো যেন দর্শকদের নিকট জনপ্রিয় হয়। আপনি যে সকল বিষয়ে 

ভিডিও কন্টেন্ট তৈরি করতে আগ্রহী সে সকল বিষয়ে ভিডিও কন্টেন্ট তৈরি করবেন যেমন: গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, অনলাইনে বিজ্ঞান/ গণিত/ ইংরেজি ভিডিও আপলোড করুন আয় করতে পারেন। আপনি যদি ফানি ভিডিও তৈরি করতে পছন্দ করেন তাহলে 

ফানি ভিডিও তৈরি করে আয় করতে পারবেন। পুরো বিষয়টি নির্ভর করে আপনি কোন বিষয়ে পারদর্শী সে বিষয়ে আপনার দক্ষতা অভিজ্ঞতা সৃজনশীলতা সবগুলো ভিডিও কনটেন্টের মাধ্যমে ফুটিয়ে তুলে দর্শকদের Entertaining  করবেন।

টেক্সট কন্টেন্ট লিখে মোবাইল দিয়ে ইনকাম 

গুগল সার্চ ইঞ্জিনের জন্য টেক্সট কন্টেন্ট অনেক দরকারি। গুগলের যতগুলো নিজস্ব আয়ের উৎস রয়েছে তার মধ্যে অন্যতম হলো সার্চ ইঞ্জিনের টেক্সট কন্টেন্ট। অনলাইনে ভিডিও পর সব থেকে জনপ্রিয় কন্টেন্ট হলো: টেক্সট কন্টেন্ট। আপনি যদি এখন গুগলে " ফ্রিল্যান্সিং কি " লিখে সার্চ করেন তাহলে অনেকগুলো ওয়েবসাইট 

দেখতে পারবেন। এই ওয়েব সাইটে মানুষ ভিজিট করে সেখান থেকে দরকারি তথ্য জেনে থাকে। এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে গুগল নিজে আয় করে এবং ওয়েবসাইট মালিকদের আয় করার সুযোগ করে দেয়। এই ওয়েবসাইট গুলো থেকে google নিজে এবং ওয়েবসাইট মালিকরা যেভাবে আয় করে সেটি হল এড 

আরো পড়ুন: এড দেখে টাকা ইনকাম কি হালাল - ইসলাম কি বলে

নেটওয়ার্ক। আপনি যদি ওয়েব সাইটে প্রবেশ করেন তাহলে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখতে পারবেন। এই বিজ্ঞাপন গুলো হচ্ছে ওয়েবসাইটের আয়ের উৎস যেটাকে আমরা বলি গুগল এডসেন্স। গুগল এডসেন্স এর মাধ্যমে বাংলাদেশে বসে আপনি লাখ লাখ টাকা আয় করতে পারবেন। এজন্য আপনাকে প্রথমে ব্লগার 

ডট কম এ অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এরপর আপনাকে ডোমেইন, থিম, হোস্টিং ক্রয় করে একটি ওয়েবসাইট তৈরি করতে হবে। আপনি আপনার ওয়েবসাইটে বাংলা বা ইংরেজি যে ভাষা জানেন সেই ভাষাই নিয়মিত আর্টিকেল লিখবেন। এরপর গুগল এডসেন্সের জন্য আবেদন করবেন। গুগল কর্তৃপক্ষ আপনার ওয়েবসাইটের জন্য গুগল এডসেন্স এপ্রুভ করলে তারপর আপনি ইনকাম করতে পারবেন।

ইমেজ বিক্রি করে আয় 

আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে পিকচার তুলে তা নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করে আপনি ডলার আয় করতে পারেন। আপনার হাতে থাকে স্মার্টফোনের ক্যামেরা যেন ভালো হয়, এটা দিয়ে যেন সুন্দর সুন্দর ছবি তোলা যায় সে বিষয়টি মাথায় রাখবেন। আপনার 

ইমেজের কোয়ালিটি যত ভালো হবে উক্ত পিকচার গুলো সেল হওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। অনলাইনে ইমেজ বিক্রি করে কিভাবে আয় করা যায় তা নিয়ে আমি এই ওয়েবসাইটের অন্য একটি আর্টিকেলে বিস্তারিত জানিয়েছি। আপনারা সে আর্টিকেলটি পড়ে নিতে পারেন।

Mobile app এর মাধ্যমে আয় 

অনলাইনে এমন অনেক মোবাইল অ্যাপ রয়েছে যেখানে আপনি মিনি টাস্ক গুলো কমপ্লিট করে আয় করতে পারেন। এই অ্যাপগুলো থেকে আয় করতে খুব বেশি দক্ষতা বা অভিজ্ঞতার প্রয়োজন হয় না। এন্ড্রয়েড ফোন, ইন্টারনেট চালানোর দক্ষতা থাকলেই চলবে। ইন্টারনেট ব্যবহার করার দক্ষতা আমাদের রয়েছে বিধায় তো 

আমরা ইউটিউব অথবা ফেসবুক চালাতে পারি। এই অ্যাপ এ youtube চ্যানেল সাবস্ক্রাইব, ভিডিওতে লাইক, কমেন্ট বক্সে কমেন্ট, ফেসবুকে ফলো, আর্টিকেল পড়া, গেম খেলে, আরো অন্যান্য ছোট ছোট কাজ করে এই অ্যাপগুলি থেকে হাত খরচ চালানোর মত আয় হওয়া যায়। Mobile app এর মাধ্যমে আয় করার জনপ্রিয় কয়েকটি প্ল্যাটফর্ম হল: 

  1. Slidejoy 
  2. InboxDollars 
  3. Make money
  4. TaskBucks
  5. Pocket Money

গেম খেলে - মোবাইল দিয়ে টাকা ইনকাম করার পদ্ধতি

গেম খেলা এটা একটা নেশার মতো। একটু সুযোগ পেলে আমরা মোবাইলে গেম খেলি। শুধু শুধু গেম খেলে কি লাভ ! মোবাইলের মাধ্যমে গেম খেলে টাকা ইনকাম করা কিছু নির্দিষ্ট অ্যাপ রয়েছে। সেই অ্যাপ গুলোতে আপনি গেম খেলে হাজার হাজার টাকা আয় করতে পারেন। 

গেম খেলে টাকা আয় অ্যাপ সম্পর্কে আমি এই ওয়েবসাইটে আমি একটি আর্টিকেল পাবলিশ করেছি। আপনারা লিংকে ক্লিক করে ওই আর্টিকেলটি পড়ে নিতে পারেন। আশা করি উক্ত আর্টিকেলটা পড়লে আপনার উপকৃত হবেন।

থাম্বেইল তৈরি করে আয়

Youtube চ্যানেলের শুরুতে আমরা যে ইন্টারফেস দেখি এটা হল থাম্বেইল। যে ইউটিউব চ্যানেলের থাম্বেইল যত বেশি সুন্দর সেই ইউটিউব চ্যানেলের ভিজিটর তত বেশি। কারণ, ভিজিটররা থাম্বেইল দেখে ইউটিউব চ্যানেলে ভিডিও চালু করে। অনলাইনে বিভিন্ন এডিটর অ্যাপস রয়েছে যার সাহায্যে আপনি সুন্দর সুন্দর ভিডিও 

তৈরি করে এডিট করতে পারবেন। এই কাজ গুলো আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়ে করতে পারবেন। ফেসবুকের বিভিন্ন ডিজাইনিং গ্রুপে জয়েন করে আপনি সেগুলো ( থাম্বেইল ) বিক্রি করে ইনকাম করতে পারবেন। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে ইউটিউব চ্যানেলে টিউটোরিয়াল ভিডিও দেখে নিতে পারেন।

সোশ্যাল মিডিয়া influencer হিসেবে আয় 

সোশ্যাল মিডিয়ায় influencer হিসেবে কাজ করতে হলে, আপনার ফ্যান ফলোয়ার বা অনুসারী থাকতে হবে। ফ্যান ফলোয়ার বা অনুসারীর সংখ্যা বাড়াতে হলে সোশ্যাল মিডিয়ায় আপনার উপস্থিতি থাকতে হবে। সোশ্যাল মিডিয়ায় আপনি যদি নিষ্ক্রিয় হয়ে থাকেন তাহলে কেউ আপনাকে চিনবে না এবং 

আপনি influencer হিসেবে কাজ করতে পারবেন না। আপনাকে সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন: ফেসবুক, ইউটিউব, টিকটিক, ইনস্টাগ্রাম, ওয়েবসাইটে আপনার ভালো ভালো কনটেন্ট থাকতে হবে। যে কনটেন্ট গুলো মানুষের উপকারে আসবে। তাহলে আপনি একজন সফল influencer হিসেবে কাজ করে ইনকাম করতে 

আরো পড়ুন: দৈনিক ৫০০ টাকা ইনকাম বিকাশ পেমেন্ট নিন শর্টকাট নিয়মে

পারবেন। আপনি যদি একজন সুপরিচিত স্বনামধন্য influencer হতে পারেন তাহলে বিভিন্ন প্রোগ্রামে, ব্র্যান্ড প্রমোশনে নিজের ইচ্ছামত ডিমান্ড চার্জ করতে পারবেন। এভাবে আপনি একজন influencer হিসেবে কাজ করে হাজার হাজার টাকা আয় করতে পারেন। এজন্য আপনার স্মার্টফোনটি ভালো কনফিগারেশন এর হতে হবে।

মোবাইল দিয়ে কোর্স তৈরি ও বিক্রি করে আয় 

ধরুন, আপনি ছবি অঙ্কন করতে খুবই পছন্দ করেন বা ছবি আঁকতে ভালোবাসেন। এখন আপনি মোবাইল দিয়ে রেকর্ড করে, পরবর্তীতে ভিডিও এডিটিং করে ছবি অঙ্কনের একটি কোর্স তৈরি করবেন। এই কোর্সগুলো আপনি বিভিন্ন অনলাইন প্লাটফর্মে বিক্রি করে আয় করতে পারবেন অথবা আপনি ফেসবুক, ইউটিউব, ব্লগ 

ওয়েবসাইট, সহ আরো অন্যান্য সামাজিক প্ল্যাটফর্ম গুলোতে আপনার কোর্সে মার্কেটিং করবেন। কেউ যদি তা ক্রয় করার আগ্রহ দেখায় তাহলে আপনি টাকা বিনিময়ে সে কোর্সটি সেল করবেন। এভাবে মোবাইলের মাধ্যমে কোর্স বিক্রি করে আয় করতে পারেন।

Themeforest - মোবাইল দিয়ে টাকা ইনকাম করার পদ্ধতি

যারা দক্ষ ওয়েব ডেভেলপার এটা তাদের জন্য। আমরা সকলে জানি একটি ওয়েবসাইট তৈরিতে থিমের প্রয়োজন হয়। আপনি বিভিন্ন ধরনের থিম Themeforest এ পেয়ে যাবেন। HTML কোডিং করে এই থিমগুলো তৈরি করতে হয়। এই থিমগুলো মোবাইল 

আরো পড়ুন: মোবাইল দিয়ে ২০০ থেকে ৩০০ টাকা ইনকাম বিকাশ নগদ বা রকেটে পেমেন্ট

দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মার্কেটিং করে বিক্রি করে আয় করতে পারবেন। ওয়েবসাইট এর জন্য থিম বিক্রি করার জনপ্রিয় প্ল্যাটফর্ম হলো: Themeforest. এই থিমগুলো আপনি ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকায় বিক্রি করতে পারবেন।

Online Survey - মোবাইল দিয়ে টাকা ইনকাম করার পদ্ধতি

Online Survey তে কিছু ব্যক্তিগত ডাটা এন্ট্রি যেমন: কোন একটি পণ্যে বা সার্ভিসের মান কেমন বা কুইজ টেস্ট করা হয় ইত্যাদি এই সমস্ত কাজগুলো মোবাইলের মাধ্যমে করে ডলার আয় করা যায়। অন্যান্য কাজের চেয়ে এই কাজগুলো তুলনামূলক অনেক সহজ। অনেকে বাংলাদেশে বসে Online Survey করে ডলার ইনকাম করছে। Online Survey করে আয় করার অ্যাপ হলো:

  1. Google Opinion Reward
  2. Survey Junkie
  3. Swagbucks 

লেখকের মন্তব্য - মোবাইল দিয়ে টাকা ইনকাম করার পদ্ধতি

সম্মানিত পাঠকবৃন্দ, এই আর্টিকেলে আমি মোবাইল দিয়ে টাকা ইনকাম করার পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আমি আশা করি আর্টিকেলটি পড়ে আপনি প্রয়োজনীয় তথ্যগুলো জানতে পেরেছেন। আমরা প্রতিদিন আমাদের ওয়েবসাইটে অনলাইন 

ইনকাম রিলেটেড কনটেন্ট পাবলিশ করার চেষ্টা করি। ঠিক আজকেও অনলাইন ইনকাম রিলেটেড কনটেন্ট " মোবাইল দিয়ে টাকা ইনকাম করার পদ্ধতি " নিয়ে আর্টিকেল লিখেছি। এরকম তথ্যবহুল কনটেন্ট আমাদের ওয়েবসাইট থেকে নিয়মিত পেতে আমাদের 

পাশে থাকুন। ভবিষ্যতে আমি আরো অনলাইন ইনকাম রিলেটেড আর্টিকেল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আপনাদের সকলের কল্যাণ ও সুস্থতা কামনা করি এবং সাথে আমি নিজেও আপনাদের দোয়া প্রত্যাশী। আজকে এখানেই শেষ করছি, আসসালামু আলাইকুম। 13.01.26

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনি পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url