সেরা ৩০+ গেম খেলে টাকা আয় app দেখে নিন
গেম খেলে টাকা আয় app সম্পর্কে জানতে চান ? তাহলে বলব আপনি সঠিক ওয়েবসাইট নির্বাচন করেছেন। ইন্টারনেটে অনেক অ্যাপস রয়েছে যেগুলো থেকে আদৌ ইনকাম করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন সঠিক অ্যাপ নির্বাচন করা। এই আর্টিকেল থেকে গেম খেলে টাকা আয় app সম্পর্কে খুঁটিনাটি জানতে পারবেন।
এই আর্টিকেল থেকে ফ্রি একাউন্ট খুলে গেম খেলে টাকা ইনকাম করা যায় এমন অ্যাপস সম্পর্কে আপনি জানতে পারবেন। অনলাইনে গেম খেলে ইনকাম কিভাবে করতে হয় তা জানতে প্রচুর সার্চ হয়। চলুন তাহলে আর দেরি না করে গেম খেলে টাকা আয় app সম্পর্কে জেনে নেয়া যাক।
পোস্ট সূচিপত্রঃ- গেম খেলে টাকা আয় app
- ভূমিকা
- গেম খেলে টাকা আয় app
- মোবাইলে গেম খেলে টাকা ইনকাম অ্যাপ
- গেম খেলে টাকা আয় app সম্পর্কিত প্রশ্নের উত্তর
- গেম খেলে টাকা ইনকাম করার জনপ্রিয় পদ্ধতি
- সতর্কবার্তা - গেম খেলে টাকা আয় app
- লেখকের মন্তব্য
ভূমিকা
বর্তমান সময়ে গেম খেলে টাকা ইনকাম করা যায়। এজন্য সঠিক অ্যাপস, সাইট নির্বাচন করা প্রয়োজন। কিছু গেম রয়েছে যেখানে টাকা ডিপোজিট করতে হয় আবার কিছু কিছু গেমস রয়েছে যেখানে ফ্রি গেম খেলে টাকা ইনকাম করা যায়। যারা বাজি খেলতে চান না তারা ফ্রি গেমস খেলে টাকা ইনকাম করতে পারেন। মোবাইলে গেম খেলে আমরা প্রচুর সময় অপচয় করি, অযথা সময় নষ্ট না করে যদি টাকা উপার্জন করা যেত তাহলে ব্যাপারটা কেমন হতো 😍 গেম প্রেমীদের জন্য এটা একটা বিশেষ সুযোগ। যেখানে আপনি ঘরে বসে হাতে স্মার্টফোন দিয়ে বিনোদনের পাশাপাশি গেম খেলে ইনকাম করতে পাচ্ছেন।
অনলাইন সেক্টরের বাস্তবতা আপনাকে বুঝতে হবে। সব ধরণের গেম খেলে ইনকাম করা যায়। বর্তমান সময়ে আমরা গেম খেলি শুধুমাত্র বিনোদনের জন্য। এই গেমস খেলেও আমরা বিভিন্নভাবে ইনকাম করতে পারি যেমনঃ- গেম রেফার করে, টুর্নামেন্টে অংশ, প্রতিযোগীতা করে। তাই আপনি যদি গেম খেলে ইনকামের কথা ভাবেন তাহলে এই প্রবন্ধটি আপনার উপকারে আসবে। আমি ইন্টারনেটে রিসার্চ করে এমন কত গুলো গেমিং অ্যাপস এর তালিকা বের করেছি যেগুলো অনেক জনপ্রিয় এবং ট্রেন্ডিং অ্যাপস।
গেম খেলে টাকা আয় app
গেম খেলে খুব বেশি পরিমাণ ইনকাম করা যায় না। আবার বিশ্বস্ত, নির্ভরযোগ্য অ্যাপস খুবই কম। আপনি যদি মনে করেন গেম খেলে লাখ লাখ টাকা ইনকাম করবেন, ইহা অবাস্তব। তবে আপনি গেম খেলতে পারবেন পার্ট-টাইম জবের মতো। একটি গেমিং অ্যাপস থেকে দৈনিক ৫০ থেকে ১০০ টাকা ইনকাম করতে পারবেন। তবে আপনি যদি ইনকামের পরিমাণ বাড়াতে চান তাহলে আপনাকে একাধিক গেমিং অ্যাপস নিয়ে কাজ করতে হবে। এই আর্টিকেলে আমি আপনাদের জনপ্রিয়, ট্রেন্ডিং অ্যাপস গুলোর তালিকা দিচ্ছিঃ-
Freecashঃ- গেম খেলে ইনকাম করার একটি কার্যকরী মাধ্যম হলো Freecash.Com. এই সাইটে একাউন্ট খুলে রেজিস্ট্রেশন করলে বোনাস দেয়। এখানে ছোট ছোট গেম খেলার পাশাপাশি একাউন্ট তৈরি করে, রেফার করে, ভিডিও দেখে, সার্ভে করে, অ্যাপ ইনস্টল করে ইনকাম করা যায়। তাছাড়া গেম ডাউলোড করে ইনকাম করা যায় এবং গেম সম্পর্কে ফিড-ব্যাক প্রদান করেও এই সাইট থেকে ইনকাম করা যায়। এই সাইট থেকে পেমেন্ট বিটকয়েন, পেপাল, গিফটকার্ড, ভিসা কার্ড এর মাধ্যমে নিতে পারবেন।
আরো পড়ুনঃ- ফ্রি কুইজ খেলে টাকা ইনকাম বিকাশ পেমেন্ট নিন এখনই
MPLঃ- গেম খেলে ইনকামের জনপ্রিয় প্ল্যাটফর্ম এটি। এখানে ফ্রিতে গেম খেলে সামান্য কিছু আয় করা যায়, তবে ডিপোজিট করে গেম খেললে বেশি টাকা আয় করা সম্ভব। যেহেতু ডিপোজিট করে গেম খেললে আর্থিক ঝুঁকির সম্ভাবনা থাকে তাই আপনারা ফ্রিতে গেম খেলবেন। এখানে ৩০+ গেম রয়েছে। এখানে ছোট ছোট গেম খেলে ইনকাম করতে হয়। এখানে গেম খেলে পয়েন্ট অর্জন করতে হয় পরবর্তীতে তা ডলার হিসেবে অনলাইন পেমেন্টের মাধ্যমে যেমনঃ- পেপাল, পেওনিয়ার এর মাধ্যমে উত্তোলন করতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপটি সরাসরি ডাউনলোড করে নিবেন।
Spin To Winঃ- এখানে মূলত হুইল ঘুরিয়ে স্পিন করে টাকা ইনকাম করতে হয়। স্পিন করে মূলত আপনাকে পয়েন্ট অর্জন করতে হয়। এখানে হুইল ঘুরিয়ে মোবাইল রিচার্জ এবং ক্যাশব্যাক অফার পাওয়া যায়। এই অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে সাইন করে নিতে হবে। স্কিন করে উপার্জিত অর্থ পেটিএম অথবা পেপাল এর মাধ্যমে ক্যাশ আউট করা যায়।
Taka Income Proঃ- যারা কুইজ খেলে ইনকাম করতে আগ্রহী তাদের জন্য এই অ্যাপটি সেরা হতে পারে। কেননা, এই অ্যাপসের মাধ্যমে কুইজ খেলে যেমন জ্ঞান অর্জন করা যায় অনুরূপভাবে টাকা ইনকাম করা যায়। এখানে আপনাকে কুইজ খেলে পয়েন্ট কালেক্ট করতে হবে। আপনার একাউন্টে নির্দিষ্ট পয়েন্ট জমা হলে মোবাইল রিচার্জের মাধ্যমে তা উইথড্র করতে পারবেন। কুইজ খেলার পাশাপাশি এই অ্যাপসে গেম খেলে বিকাশে পেমেন্ট নেয়া যায়। আর এই অ্যাপের রয়েছে অসংখ্য মিনি গেম। যেগুলো খেলে একদিকে আপনি যেমন বিনোদন নিতে পারছেন অন্যদিকে পয়েন্ট কালেক্ট করতে পারছেন। নির্দিষ্ট পরিমাণ পয়েন্ট একাউন্টে জড়ো হলে তা বিকাশের মাধ্যমে ক্যাশ আউট করতে পারবেন।
Paytm First Gamesঃ- আপনি যদি অনলাইনে গেম খেলে ইনকামের কথা ভাবেন তাহলে এই অ্যাপটি ব্যবহার করে দেখতে পারেন। বিভিন্ন ধরনের গেম যেমনঃ- Ludo, Card, Rummy, Fantasy sports ইত্যাদি গেম এই অ্যাপস এ রয়েছে। যা খেলে আপনি টাকা ইনকাম করতে পারবেন। মূলত এটা পেটিএম প্রতিষ্ঠানের তৈরিকৃত একটি গেম। এই অ্যাপসের একাউন্টে ১০০ টাকা জড়ো হলে পেটিএম ওয়ালেট এর মাধ্যমে উত্তোলন করা যাবে। এই অ্যাপসের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে ডাউনলোড করে নিবেন। তাছাড়া এই অ্যাপস টি রেফার করে ইনকাম করা যায়। অ্যাপসটি রেফার করলে অ্যাপস কর্তৃপক্ষ ব্যবহারকারীদের বোনাস দেয়।
আরো পড়ুনঃ- লুডু গেম খেলে টাকা আয় বিকাশে 2025 জেনে নিন
Free Fireঃ- অনলাইন জগতে জনপ্রিয় অ্যাকশন গেম হলো ফ্রী ফায়ার। বর্তমানে সব বয়সের মানুষ এই গেমের প্রতি আসক্ত। এই গেম থেকে সরাসরি টাকা ইনকাম করা না গেলেও, অন্যভাবে এই গেম থেকে ইনকাম করা যায়। সেগুলো হলোঃ-
- ইউটিউব চ্যানেল
- ফেসবুক পেজ
যখন আপনি ফোনে গেম খেলবেন তখন ফোনের স্ক্রিন রেকর্ডার চালু করবেন। এরপর সফটওয়্যার দিয়ে আপনার ফোনের গেমের স্ক্রিন রেকর্ডারটি আরো আকর্ষণীয় করে তুলুন। এরপর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে গেমিং ভিডিও আপলোড করুন। তারপর যখন ভালো পরিমাণে ভিজিটর আসবে তখন অ্যাড মনিটাইজেশন চালু করে বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে ইনকাম করতে পারবেন। অনেক ইউটিউবার গেমিং ভিডিও আপলোড করে ইউটিউব থেকে হাজার হাজার ডলার ইনকাম করছে। তাই আপনি যদি একজন গেমপ্রেমী হয়ে থাকেন তাহলে এই কাজগুলো করতে পারেন। তাছাড়া বড় বড় গেমিং টুর্নামেন্টে অংশগ্রহণ করে ফ্রী ফায়ার গেম খেলে ইনকাম করা যায়। আপনি যদি একজন দক্ষ গেমার হয়ে থাকেন তাহলে এই কাজটি আপনার জন্য খুবই সহজ। তবে এসব টুর্নামেন্টের অংশগ্রহণ করতে নির্দিষ্ট পরিমাণে ফি জমা দিতে হয়। এসব টুর্নামেন্টে অর্জিত অর্থ বিকাশের মাধ্যমে উত্তোলন করতে পারেন। এভাবে অনলাইনে গেম খেলে অনেক টাকা ইনকাম করা সম্ভব।
Pubg gameঃ- ফ্রী ফায়ার এর মত পাবজি একটি বিনোদনমূলক গেম। এখানে ফ্রি ফায়ার এর মত সরাসরি ইনকাম করা না গেলেও অন্য উপায় অবলম্বন করে টাকা ইনকাম করা সম্ভব। পাবজি গেম খেলে যেভাবে টাকা ইনকাম করা যায়ঃ-
- pubg গেমিং ভিডিও ফেসবুক পেজে আপলোড করে।
- Pubg গেমের রিলস ভিডিও বানিয়ে
- ইউটিউব চ্যানেলে পাবজি গেমের ভিডিও আপলোড করে বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে ইনকাম
- পাবজি গেম এর কয়েন কেনাবেচা করে ইনকাম
- সোশ্যাল মিডিয়া যেমনঃ- ফেসবুক, ইউটিউব এ লাইভ স্ট্রিমিং করে
- তাছাড়া স্পন্সরশীপ এর কাজ করে ইনকাম করা যায়
যেহেতু ফেসবুক এবং ইউটিউব থেকে অ্যাড মনিটাইজেশন চালুর মাধ্যমে অনেক টাকা ইনকাম করা সম্ভব, তাই আমার মতে এ গেমিং ভিডিও ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা উত্তম।
Ludu Fantasyঃ- লুডো গেম খেলে ইনকাম করা অনেক বেশি, বিদেশি অ্যাপস রয়েছে। সেখানে আপনি ফ্রি একাউন্ট খুলে ইনকাম করতে পারবেন। তার মধ্যে একটি হলো Ludu Fantasy. লুডু গেমের প্রতি মানুষের আসক্তি অনেক। অবসর সময়ের সেরা গেম এটি। আপনি যদি বিনোদনের পাশাপাশি অর্থ উপার্জনের কথা ভাবেন তাহলে লুডু গেম আপনার জন্য সেরা হতে পারে। নির্দিষ্ট ফি এর বিনিময়ে লুডু টুর্নামেন্টে অংশ নিয়ে ইনকাম করতে পারবেন। এই লিংকে ক্লিক করে লুডু গেম খেলে কিভাবে ইনকাম করতে হয় তা জেনে নিন।
Bitcoin Pop – Get Bitcoinঃ- গেম খেলে ফ্রি টাকা ইনকাম করার অ্যাপ এটি। প্রথমে এটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে জিমেইল দিয়ে সাইন ইন করে নিতে হবে। এরপর বিভিন্ন ধরনের গেম রয়েছে উক্ত গেম গুলো খেলে আপনাকে ইনকাম করতে হবে। আপনি যত বেশি সময় দিয়ে গেম খেলবেন তত বেশি আপনার ইনকাম হবে। এখানে আপনার আয়কৃত টাকা বিটকয়েনের কয়েন নিতে হবে এরপর বিকাশের মাধ্যমে ক্যাশ আউট করতে হবে। এই অ্যাপ থেকে মোটামুটি ভালো পরিমাণে ইনকাম করা যায়। গুগল প্লে স্টোর থেকে প্রায় ১ মিলিয়নের বেশি বার অ্যাপটি ডাউনলোড হয়েছে।
আরো পড়ুনঃ- ভিডিও দেখে টাকা ইনকাম করার অ্যাপস এবং ওয়েবসাইট
Lovely Petঃ- এটা টাকা ইনকাম করার চমৎকার গেমিং অ্যাপস। এখানে আপনি মজার মজার গেম খেলার পাশাপাশি ইনকাম করতে পারবেন। গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে সাইন ইন করতে হবে। এরপর ইচ্ছামত গেম খেলে কয়েন জমাতে হবে। যত বেশি কয়েন জমাতে পারবেন তত বেশি ইনকাম হবে। তাছাড়া রেফার করেও এই অ্যাপ থেকে ইনকাম করা যায়। আপনার উপার্জিত ইনকাম পেপাল একাউন্ট এর মাধ্যমে উইড্রো করে বিকাশের মাধ্যমে ক্যাশ আউট করতে পারবেন।
Swagbucks Play Games + Surveysঃ- এটা সার্ভে করে ইনকাম করার জনপ্রিয় একটি অ্যাপ। এখানে সার্ভে করার পাশাপাশি গেম খেলে, ভিডিও দেখে, অ্যাড দেখে ইনকাম করা যায়। এই অ্যাপটি আপনাকে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে। এখানে অ্যাকাউন্ট খুললে ১০ ডলার পর্যন্ত সাইন আপ বোনাস পাওয়া যায়। তাছাড়া আপনি এই অ্যাপসটি রেফার করে পেপাল এর মাধ্যমে উইড্রো করে বিকাশে ক্যাশ আউট করতে পারবেন।
Pawns.app: Surveys for Moneyঃ- এই অ্যাপসে আয় করা খুবই সহজ। এখানে মজার মজার গেম খেলা যায়। গেম খেলার পাশাপাশি আপনি রেফার করে এবং সার্ভে করে এই অ্যাপ থেকে ইনকাম করতে পারবেন। এটা প্লে স্টোর থেকে ৫ মিলিয়ন এর বেশি বার ইন্সটল করা হয়েছে। উক্ত অ্যাপস থেকে উপার্জিত অর্থ বিটকয়েন, পেপাল, পেওনিয়ার ইত্যাদির মাধ্যমে উত্তোলন করে নগদ, বিকাশ, রকেট এর মাধ্যমে ক্যাশ আউট করা যায়।
Make Money: Play & Earn Cashঃ- অন্যান্য অ্যাপস এর চাইতে এই অ্যাপস থেকে ইনকাম করার তুলনামূলক সহজ। প্লে স্টোর থেকে ইন্সটল করে উক্ত অ্যাপসের অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর আপনাকে গেম খেলে কয়েন জমাতে হবে। নির্দিষ্ট পরিমাণ কয়েন একাউন্টে জড়ো হলে পেপাল এর মাধ্যমে উত্তোলন করে করতে হবে লোকাল ব্যাংকিং সিস্টেমে ক্যাশ আউট করতে পারবেন।
ব্যবহারকারীদের মতে এটা বিশ্বাসযোগ্য গেমিং অ্যাপ। এখানে অনেক ধরনের গেম রয়েছে। আপনাকে গেম খেলে পয়েন্ট জড়ো করতে হবে। উক্ত অ্যাপসের নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট পরিমান পয়েন্ট একাউন্টে জড়ো হলে তবেই পেপালের মাধ্যমে উত্তোলন করতে পারবেন। গুগল প্লে স্টোরে এই অ্যাপটি অনেক জনপ্রিয়। ১০ মিলিয়ন এর বেশি অ্যাপটি ডাউনলোড হয়েছে যার রেটিং স্কোর ৪.৬.
Cash’em All: Play & Winঃ- এখানে গেম খেলার পাশাপাশি রেফার করেও এই অ্যাপ থেকে ইনকাম করা যায়। এখানে হরেক রকমের গেম রয়েছে। আপনি যদি গেম খেলতে ইচ্ছুক হন তাহলে অ্যাপসটি প্লে স্টোর থেকে ইন্সটল করে, অ্যাকাউন্ট খুলতে হবে। এবং আপনার ইনকাম পেপাল এর মাধ্যমে উত্তোলন করতে হবে।
Cash Giraffe – Play and earnঃ- এই অ্যাপসে যত বেশি সময় ইনভেস্ট করবেন তত বেশি ইনকাম করতে পারবেন। এই অ্যাপসে একাউন্ট খুললে বোনাস পাওয়া যায়। এখানে অনেক সুন্দর সুন্দর গেমস রয়েছে। মূলত আপনাকে গেম খেলে পয়েন্ট জড়ো করতে হবে। এই এপ্সের নীতিমালা অনুযায়ী ২০০০+ পয়েন্ট একাউন্টে জড়ো হলে তবেই পেপালের মাধ্যমে পেমেন্ট পাবেন। এই অ্যাপটি প্লে স্টোর থেকে ১০ মিলিয়ন এর বেশি বার ডাউনলোড হয়েছে, যার রেটিং স্কোর ৪.৪.
তাছাড়া গেম খেলে ইনকাম করার আরো কয়েকটি অ্যাপঃ-
- AppStation: Games & Rewards
- Winzo app
- Dream 11
- Gamee
- Pocket money game
- Zupee
- Skillclash
- Cashyy
- Roz dhan
- Qureka
- Big cash
- Hago
- Toluna influencers
- Inbox dollars
- Bubble Cash
মোবাইলে গেম খেলে টাকা ইনকাম অ্যাপ
বর্তমান যুগে আমরা সকলে কম-বেশি স্মার্টফোন ব্যবহার করি। আর প্রযুক্তি সুবিধা কাজে লাগিয়ে আমরা গেম খেলে ইনকাম করতে ইচ্ছুক হই। মোবাইলে গেম খেলে আদৌ কি ইনকাম করা সম্ভব ? এমন নানান মহলে নানান ধরনের প্রশ্ন থাকে। আগের সময়ে গেম খেলে ইনকাম সম্পূর্ণ অবাস্তব ধারনা ছিল। কিন্তু উপর প্রযুক্তি উন্নয়নের ফলে এখন তা বাস্তবে পরিণত হয়েছে।
আরো পড়ুনঃ- সেরা ৪০+ বিশ্বস্ত অনলাইন ইনকাম সাইট দেখে নিন
এমন অনেক অ্যাপস রয়েছে যেগুলো আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে গেম খেলে ইনকাম করতে পারবেন। আপনি যদি মোবাইলে হাই কনফিগারেশন এর গেম খেলতে চান তাহলে আপনার মোবাইলে কনফিগারেশন উন্নত হওয়া লাগবে। উপরের প্যারায় যে সকল গেমিং অ্যাপস নিয়ে আলোচনা করেছি ওইগুলো আপনি মোবাইলে খেলতে পারবেন। তবে এমন কিছু অ্যাপসের নাম আমি আপনাদের জানাবো যেগুলোর গেম হাতে থাকা স্মার্টফোন দিয়ে খেলা সম্ভব, সেগুলো হলোঃ-
- Mistplay
- Money Well
- Hago
- Workup Job
- 8 Ball Pool
- Loco Live Trivia
- Rewarded Play
গেম খেলে টাকা আয় app সম্পর্কিত প্রশ্নের উত্তর
১) গেম খেলে প্রতিদিন কেমন ইনকাম হয় ?
উত্তরঃ- এটা নির্ভর করবে আপনি যে অ্যাপ বা সাইট নিয়ে কাজ করছেন এবং আপনি কতক্ষণ সময় দিচ্ছেন সেটার উপর। তবে জেনে রাখা ভালো গেম খেলে খুব একটা বেশি ইনকাম হয় না। তবে আপনি একাধিক অ্যাপ বা সাইট নিয়ে কাজ করতে পারেন।
২) বিশ্বস্ত গেমিং অ্যাপ চেনার উপায় ?
উত্তরঃ- ওই অ্যাপ বা সাইট ইনস্টল করার পূর্বে ফিডব্যাক, রিভিউ, রেটিং স্কোর চেক করে নিবেন।
৩) গেম খেলে কোন কোন মাধ্যমে ক্যাশ আউট করা যায় ?
উত্তরঃ- যদি বাংলাদেশী গেমিং অ্যাপ বা সাইট হয় তাহলে নগদ, বিকাশ, মোবাইল রিচার্জ এর মাধ্যমে ক্যাশ আউট করা যায়। আর যদি বিদেশি গেমিং অ্যাপ বা সাইট হয় তাহলে অনলাইন পেমেন্ট মেথড যেমনঃ- Paypal, Payonner ইত্যাদি এর মাধ্যমে ক্যাশ আউট করতে হবে।
৪) অ্যাপসগুলোতে ফ্রিতে গেম খোলা যায় ?
উত্তরঃ- যাবে, তবে সকল অ্যাপসে ফ্রিতে গেম খেলা যায় না। কিছু সংখ্যক অ্যাপস রয়েছে যেখানে ফ্রিতে গেম খেলা যায়।
৫) অ্যাপস বা সাইটগুলোতে গেম খেলে কত টাকা ইনকাম করা যায় ?
উত্তরঃ- খুব একটা বেশি ইনকাম করা যায় না। তবে কিছু বিদেশে অ্যাপস বা সাইট রয়েছে যেগুলোতে গেম খেলে দৈনিক ৫০, ১০০, ২০০ টাকা ইনকাম করা যায়। তবে ইনকাম বৃদ্ধির জন্য আপনি একাধিক অ্যাপস বা সাইট নিয়ে কাজ করতে পারেন।
গেম খেলে টাকা ইনকাম করার জনপ্রিয় পদ্ধতি
গেম খেলে টাকা ইনকাম করার একাধিক উপায় রয়েছে। তবে আমাদের সঠিক উপায় গুলো জানতে হবে। এই আর্টিকেলে আমি আপনাদের এমন কয়েকটি উপায় সম্পর্কে বলব যে উপায়গুলো বাস্তবে সত্যি কার্যকর। এই উপায় গুলো অনুসরণ করে অনেক গেমার অনলাইন প্লাটফর্ম গুলোতে গেম খেলে হাজার হাজার ডলার ইনকাম করছে। তাই আপনি যদি গেম খেলে টাকা ইনকাম করার কথা চিন্তা করেন তাহলে নিম্নোক্ত নিয়ম গুলো অনুসরণ করুনঃ-
ভিডিও তৈরিঃ- ইউটিউব এবং ফেসবুকে নিয়মিত গেমিং ভিডিও আপলোড করে ইনকাম করা যায়। আপনি যখন মোবাইলে গেম খেলবেন তখন স্ক্রিন রেকর্ডার অন করবেন। এরপর সেগুলো সফটওয়্যার দিয়ে ভালোভাবে এডিট করে আরো আকর্ষণীয় করে তুলবেন। এর পর তা ইউটিউব অথবা ফেসবুকে আপলোড করবেন। যদি ভালো পরিমাণের ভিজিটর আসে তাহলে গুগল এডসেন্স এপ্রুভ করিয়ে নিয়ে অনলাইন থেকে ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন।
আরো পড়ুনঃ- সরকার অনুমোদিত অনলাইন ইনকাম সাইট থেকে আয় করুন আনলিমিটেড
টুর্নামেন্টে অংশগ্রহণ করেঃ- নির্দিষ্ট ফি জমা দিয়ে বড় বড় গেমিং টুর্নামেন্ট গুলোতে অংশ নিয়ে নগদ অর্থ এবং আকর্ষণীয় পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ রয়েছে। তাই আপনি যদি একজন দক্ষ গেমার হয়ে থাকেন তাহলে এ ধরনের টুর্নামেন্ট গুলোতে অংশ নিয়ে ভালো পরিমাণে অর্থ ইনকাম করতে পারবেন।
শর্ট ভিডিও বানিয়েঃ- অনেকে দীর্ঘ সময় ধরে ভিডিও দেখতে পছন্দ করে না। শর্ট ভিডিও বর্তমানে অনেক জনপ্রিয়। আপনি যদি একজন দক্ষ গেমার হয়ে থাকেন তাহলে ইউটিউব অথবা ফেসবুকে নিয়মিত গেমের শর্ট ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন।
লাইভ স্ট্রিমিং করেঃ- ইউটিউব অথবা ফেসবুকে গেমের লাইভ স্ট্রিমিং করে ইনকাম করা যায়। যখনই আপনি গেম খেলবেন তখনই ইউটিউব অথবা ফেসবুকে তার লাইফ সম্প্রচার করবেন। এতে আপনার youtube এবং facebook এ অনেক ভিজিটর পাওয়া যাবে। অ্যাড নেটওয়ার্ক চালুর মাধ্যমে সেখান থেকে আপনি ইনকাম করতে পারেন।
আরো পড়ুনঃ- বাবুল গেম খেলে টাকা ইনকাম শুরু করে দেন আজ থেকে
স্পন্সর করেঃ- যখন আপনার ইউটিউব এবং ফেসবুকে অনেক জনপ্রিয়তা তৈরি হবে তখন বিভিন্ন কোম্পানি তাদের পণ্য বা সেবা প্রমোট করার জন্য আপনার সাথে যোগাযোগ করবে। তখন উক্ত কোম্পানির পণ্য বা সেবার প্রচার প্রচারণা আপনার ইউটিউব এবং ফেসবুক চ্যানেল এর মাধ্যমে করে উক্ত কোম্পানির নিকট থেকে ইনকাম করতে পারবেন।
এফিলিয়েট মার্কেটিং করেঃ- আপনি যে কোম্পানির হয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান উক্ত কোম্পানির পন্য বা সেবার লিংক আপনার ইউটিউব অথবা ফেসবুক চ্যানেলে শেয়ার করবেন। কেউ ওই শেয়ারকৃত লিংকে পণ্য বা সেবা ক্রয় করলে উক্ত কোম্পানির নিকট থেকে আপনি কমিশন পাবেন, একে বলে অ্যাফিলিয়েট মার্কেটিং।
সতর্কবার্তা - গেম খেলে টাকা আয় app
সম্মানিত পাঠক বৃন্দ অনলাইন জগতে এমন অনেক অ্যাপস রয়েছে যেগুলো ভুয়া, ব্যবহারকারীদের ঠিকমতো পেমেন্ট করে না। অনেকের উক্ত অ্যাপসগুলোতে কাজ করে হতাশ হয়েছে। এজন্য আমাদের প্রত্যেকটি অ্যাপস ব্যবহারের পূর্বে সতর্কতা অবলম্বন করা দরকার। অ্যাপস গুলো ব্যবহারের পূর্বে কিভাবে সতর্কতা অবলম্বন করা যায় তা জানতে এই লিংকে ক্লিক করুন। তাছাড়া প্রত্যেকটি অ্যাপস এর নিজস্ব প্রতিবন্ধকতা রয়েছে। অ্যাপস বা সাইট গুলোর প্রতিবন্ধকতা সম্পর্কে জানতে এই লিঙ্কে ক্লিক করুন।
প্রত্যেকটি অ্যাপস ব্যবহারের পূর্বে ফিডব্যাক, রিভিউ, রেটিং স্কোর, কমেন্ট যাচাই করে নিবেন। প্রত্যেকটি অ্যাপস নিজ দায়িত্বে ব্যবহার করুন। কারণ, অ্যাপসগুলোর কতগুলো নিজস্ব প্রতিবন্ধকতা রয়েছে এবং তারা এপসের নীতিমালা গুলো প্রতিনিয়ত পরিবর্তন করে।
লেখকের মন্তব্য
অনলাইন থেকে ইনকাম করার পূর্বে সঠিক অ্যাপস বা সাইট নির্বাচন করা জরুরী। ভুয়া অ্যাপস বা সাইটে কাজ করে ইনকাম হয় না এবং অযথা সময় নষ্ট হয়।
সম্মানিত পাঠকবৃন্দ এই আর্টিকেলে থেকে আমরা গেম খেলে টাকা আয় app সম্পর্কে বিস্তারিত জেনেছি। আশা করি পোস্টটি পড়ে আপনারা উপকৃত হয়েছেন। এরকম অনলাইন ইনকাম সম্পর্কিত পোষ্ট আমরা প্রতিনিয়ত আমাদের সাইটে পাবলিশ করে থাকি। এতক্ষণ ধৈর্য ধরে পোস্টটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আলোচনা হবে ভিন্ন কোন অনলাইন ইনকাম সম্পর্কিত পোস্ট নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন। আপনার সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। 22.09.25
আপনি পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url