বাবুল গেম খেলে টাকা ইনকাম শুরু করে দেন আজ থেকে
বর্তমানে অনেকে বাবুল গেম খেলে টাকা ইনকাম করছে। বিশ্বাস হচ্ছে না তো 😇 ! বাবুল গেম খেলা যায় এমন অনেক অ্যাপস রয়েছে, যে অ্যাপস গুলোতে ইন্টারনেট সুবিধা কাজে লাগিয়ে বাবুল গেম খেলে টাকা ইনকাম করা যাচ্ছে। প্রিয় পাঠকবৃন্দ আপনি যদি বাবুল গেম খেলে টাকা ইনকাম করার কথা ভাবেন তাহলে এই প্রবন্ধটি আপনার জন্য।
প্রায় আমরা গেম খেলি বিনোদনের জন্য। যদি ব্যাপারটা এমন হয় যে, গেম খেলেও টাকা ইনকাম করা যায় ব্যাপারটা কেমন হয় 😍 ? যদি আপনি ঘরে বসে হাতে স্মার্টফোন দিয়ে বাবুল গেম খেলে টাকা ইনকাম করতে চান তাহলে আর্টিকেলটি পড়তে থাকুন।
পোস্ট-সূচিপত্রঃ- বাবুল গেম খেলে টাকা ইনকাম
- ভূমিকা
- বাবুল গেম খেলে কি ইনকাম করা সম্ভব
- বাবুল গেম রেফার করে যেভাবে ইনকাম করবেন
- বাবুল গেম খেলে টাকা ইনকাম করার Apps
- বাবুল গেম খেলে টাকা ইনকাম করার উপায়
- গেম খেলে টাকা ইনকাম করার Apps এর তালিকা
- জনপ্রিয় গেমিং প্লাটফর্ম এর তালিকা
- বাবুল গেম খেলে টাকা ইনকাম সম্পর্কিত প্রশ্নের উত্তর
- গেম খেলার নেতিবাচক দিক
- সতর্কতামূলক নির্দেশনা
- লেখকের মন্তব্য
ভূমিকা
স্মার্টফোন দিয়ে যত ধরণের গেম খেলা যায় তার মধ্যে সব থেকে সহজ হলো বাবুল গেম। এই গেমটি অনেক জনপ্রিয়। এই গেম খেলতে বিশেষ কোন দক্ষতার প্রয়োজন হয় না। অবসর সময়ে আমরা প্রায় গেম খেলে থাকি। তো আপনি যদি গেম খেলে টাকা ইনকাম করার কথা ভাবেন, আমার মতে বাবুল গেম সেরা। এই গেমটি অত্যন্ত বিনোদনমূলক। যে কেউ এই গেম খেলতে পারে। আপনি যদি গেম প্রেমী হয়ে থাকেন, আপনিও এই গেমটি খেলতে অবশ্যই পছন্দ করবেন। অনেকে প্রতিনিয়ত ইন্টারনেটে সার্চ করে বাবুল গেম খেলার নিয়ম, অ্যাপস খোঁজাখুজি করে।
প্রযুক্তি সুবিধা কাজে লাগিয়ে গেম খেলে টাকা ইনকাম করা খুবই সহজ। এ জন্য প্রয়োজন সঠিক, বিশ্বস্ত অ্যাপ এবং সাইট। এই আর্টিকেলে আমরা বাবুল গেম খেলে টাকা ইনকাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। বন্ধুরা, আপনার হাতে যদি অবসর সময় থাকে, আর যদি গেম খেলে টাকা ইনকাম করার কথা ভাবেন তাহলে বাবুল গেম খেলতে পারেন। তাছাড়া, এই গেম খেলে বিকাশের মাধ্যমে পেমেন্ট নেয়া যায়।
তাছাড়া, অনেক অ্যাপ, সাইট রয়েছে যারা প্রতিনিয়ত তাদের অ্যাপ, সাইটে বাবুল গেম খেলে টাকা ইনকাম করা যায় এমন মিথ্যা/প্রতারণামূলত তথ্য প্রচার করছে। ঐ সকল ভূয়া অ্যাপ,সাইট থেকে দূরে থাকতে হবে। সরাসরি অনলাইন থেকে বাবুল গেম ডাউলোড করে সেখান থেকে ইনকাম করা যাবে না, শুধু বিনোদনের জন্য খেলতে পারেন। হ্যাঁ, এ বিষটি বুঝতে হবে কিছু অ্যাপস রয়েছে যেগুলো ব্যবহারকারীদের বাবুল সহ অন্যান্য গেম খেলে টাকা ইনকামের সুযোগ করে দেয়। এই আর্টিকেলে আমরা ঐ সকল অ্যাপস সম্পর্কে জানব।
বাবুল গেম খেলে কি ইনকাম করা সম্ভব
অনলাইন থেকে বাবুল গেম অ্যাপস ইনস্টল করে কখনোও ইনকাম করা সম্ভব নয়। ইহা বিনোদনমূলক গেম। ছোট - বড় সবাই এই গেম খেলতে পারে। এই গেম খেলে কয়েন জমা করতে পারবেন তবে পেমেন্ট আকারে উত্তোলন করতে পারবেন না। কিছু কিছু গেমিং অ্যাপস রয়েছে যে অ্যাপস গুলোতে ক্ষুদ্র পরিসরে বাবুল গেম খেলা যায়, সে সকল অ্যাপ বা সাইটে বাবুল গেম খেলে ইনকাম করা যায়। এজন্য আপনাকে নির্ভরযোগ্য অ্যাপস, সাইট খুঁজতে হবে।
আমরা ইন্টারনেটে রিসার্চ করে বাবুল গেমস খেলা যায় এমন কত গুলো জনপ্রিয় অ্যাপস খুঁজে বের করেছি। ঐ অ্যাপস গুলো থেকে বাবুল গেম খেলে আপনি সহজে ইনকাম করতে পারবেন।
বাবুল গেম রেফার করে যেভাবে ইনকাম করবেন
যে অ্যাপস, সাইটে বাবুল গেমস খেলতে চান ঐ অ্যাপস বা সাইটটি গুগল প্লে-স্টোর থেকে ইনস্টল করে সাইন ইন করতে হবে। গেম খেলার জন্য রেফার কোড সংগ্রহ করে, ঐ রেফার কোডটি বা লিংকটি আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ঐ লিংকে ক্লিক করে যত জন ব্যাক্তি উক্ত অ্যাপ বা সাইটটি ডাউনলোড করবে বিনিময়ে আপনি কমিশন পাবেন। এভাবে দিনে আপনি ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। শুধু রেফার করে।
বাবুল গেম খেলে টাকা ইনকাম করার Apps
অনলাইনে এমন কয়েকটি জনপ্রিয় Apps রয়েছে, যেগুলোতে বাবুল গেম খেলে ইনকাম করা যায়। বাবুল গেম খেলার পাশাপাশি ঐ Apps গুলোতে কুইজ খেলে ইনকাম করা যায়, ভিডিও দেখে, এড দেখে, রেফার করে ইনকামের সুবর্ণ সুযোগ রয়েছে। নিম্নোক্ত অ্যাপস গুলো থেকে বাবুল গেম খেলে ইনকাম করা যায়ঃ-
Bubble Cashঃ- ইহা বাবুল গেম খেলে টাকা ইনকামের জনপ্রিয় অ্যাপ। এখানে গেম প্রেমীদের জন্য বাবুল গেম টুর্নামেন্টের আয়োজন করা হয়ে থাকে। এখানে অংশগ্রহণ করার জন্য ফি চার্জ করা হতে পারে। যে কেউ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারে। এই অ্যাপসে গেম খেলে পয়েন্ট অর্জন করতে হয়। যত বেশি পয়েন্ট তত বেশি ইনকাম। আপনি যদি অনলাইনে গেমিং এ দক্ষ হতে থাকেন তাহলে এই লিংকে ক্লিক করে Bubble Cash অ্যাপটি ডাউনলোড করুন।
WinZO Goldঃ- এই গেমিং অ্যাপ সম্পর্কে জানে না এমন গেম প্রেমী খুঁজে পাওয়া মুশকিল। এই অ্যাপ থেকে রিয়েল টাকা ইনকাম করা যায়। বাবুল গেম ছাড়াও আরও অন্যান্য গেম রয়েছে। এখানে খেলোয়াররা সরাসরি গেমিং টুর্নামেন্টে অংশ নিয়ে নগদ পুরষ্কার জিততে পারে। এই অ্যাপ থেকে পেমেন্ট Paytm, Bank Transfer এর মাধ্যমে নেয়া যায়। যারা গেম খেলতে ইচ্ছুক তারা এই অ্যাপটি লিংকে ক্লিক করে ডাউনলোড করতে পারেন।
Bubble Burst – Make Moneyঃ- এই অ্যাপে বাবুল গেমটি খেলে আপনি পয়েন্ট অর্জন করতে পারেন। যত বেশি পয়েন্ট অর্জন করবেন তত বেশি ইনকাম সঙ্গে বোনাস তো রয়েছে। তবে এই গেমটি খেলে খুব বেশি ইনকাম করা যায় না এবং বুদ্ধি খাঁটিয়ে গেমটি খেলতে হয় এবং প্রচুর সময় দিতে হয়। আপনি যদি গেম খেলে টাকা ইনকামের কথা ভাবেন তাহলে লিংকে ক্লিক করে অ্যাপটি এখনই ডাউনলোড করুন।
Bitcoin Popঃ- বাবুল গেম খেলার জনপ্রিয় অ্যাপস এটি। আপনাকে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপসটি ইনস্টল করে জি-মেইল দিয়ে সাইন ইন করতে হবে। এখানে আপনাকে গেম খেলে, এড দেখে পয়েন্ট জমা করতে হবে। এরপর একাউন্ট থেকে পেমেন্ট আপনাকে Paypal এর মাধ্যমে উইড্রো করে বিকাশের মাধ্যমে ক্যাশ-আউট করতে হবে। এর রেটিং স্কোর হচ্ছে ৪.৫। বোঝাই যাচ্ছে অ্যাপটি কতটা জনপ্রিয়।
আরো পড়ুনঃ- গল্প লিখে টাকা আয় করার সুবর্ণ সুযোগ লুফে নিন
Bubble Blingঃ- ১ লক্ষের বেশি বার অ্যাপটি ডাউনলোড হয়েছে। এর রেটিং স্কোর ৪.৩। পূর্বের ন্যায় অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ইনস্টল করে সাইন আপ করতে হবে। গেম খেলার পাশাপাশি স্পিন করে, এড দেখে টাকা ইনকাম করা যাবে। একাউন্টে ১০ ডলার জড়ো হলে Paypal এর মাধ্যমে টাকা উইড্রো করে নগদ/বিকাশ/রকেটের মাধ্যমে উত্তোলন করতে পারবেন।
Bitcoin Blastঃ- বাবুল গেম খেলে টাকা ইনকামের একটি দূর্দান্ত অ্যাপস। এর রেটিং স্কোর ৪.৬। সুতারাং এই অ্যাপসটি বহু জনপ্রিয়। পূর্বের ন্যায় উপার্জিত অর্থ Paypal এর মাধ্যমে উইড্রো করে নগদ/বিকাশ/রকেটের মাধ্যমে উত্তোলন করা যায়। এই অ্যাপ থেকে দৈনিক ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব।
বাবুল গেম খেলে টাকা ইনকাম করার উপায়
কোন কোন উপায় অবলম্বন করে বাবুল গেম খেলে টাকা ইনকাম করা যায় এ নিয়ে আমাদের নানান প্রশ্ন থাকে। কিন্তু প্রযুক্তি সুবিধা কাজে লাগিয়ে বাবুল গেমে ভিন্ন মাত্রা যোগ করা সম্ভব এবং সেখান থেকে ডলার ইনকাম করা যাবে। এই আইডিয়া গুলো অনুসরণ করে আপনি ইনকাম করতে পারেন খুব সহজে। তবে এর জন্য আপনাকে পর্যাপ্ত সময় দিতে হবে।
ইউটিউবিং করেঃ- ধরুণ, আপনার একটি ইউটিউব চ্যানেল আছে। ঐ চ্যানেলে প্রতিনিয়ত বাবুল গেম খেলার ভিডিও আপলোড করবেন। বাবুল গেম কীভাবে খেলতে হয় তা জানতে প্রতিনিয়ত গেম প্রেমীরা ইউটিউবে সার্চ করে থাকে। যখন ভিউজ বেশি হবে তখন গুগল এডসেন্স এপ্রোভ করিয়ে নিয়ে ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে ইনকাম শুরু করতে পারবেন।
ফেসবুক থেকে আয়ঃ- ইউটিউব চ্যানেলের মতো করে ফেসবুকে বাবুল গেমের ভিডিও আপলোড করে ভালো পরিমাণে ট্রাফিক নিয়ে এসে এড নেটওয়ার্ক চালু করার মাধ্যমে ফেসবুক থেকে ইনকাম করতে পারেন।
আরো পড়ুনঃ- নগদে গেম খেলে টাকা ইনকাম শুরু করুন আজই
স্পন্সরশিপঃ- ধরুণ, সোশ্যাল মিডিয়ায় আপনার গেমিং দক্ষতা নিয়ে জনপ্রিয়তা তৈরি হয়েছে। তখন গেমিং কোম্পানি গুলো তাদের গেম প্রোমোটের জন্য আপনার সাথে যোগাযোগ করবে। তখন ঐ কোম্পানির গেম প্রোমোট করে ইনকাম করতে পারবেন। একে বলে স্পন্সরশিপ।
গেমিং ভিডিও তৈরি করার নিয়মঃ-
- প্রথমে গুগল প্লে-স্টোর থেকে বাবুল গেমটি ডাউনলোড করে নিবেন।
- এর পর ফোনে থাকা স্ক্রিন রেকর্ডার অন করবেন। ফোনে যদি স্কিন রেকর্ডার না থাকে তাহলে ইনস্টল করবেন।
- স্ক্রিন রেকর্ডার অন অবস্থায় গেম খেলে ভিডিও তৈরি করবেন।
- এরপর ভিডিও এডিট করার সফটওয়্যার দিয়ে গেমকে আরও চমকপ্রদ করে তুলবেন।
- সর্বশেষ, ইউটিউব এবং ফেসবুকে আপলোড করে গুগল এডসেন্স এপ্রোভ করিয়ে নিয়ে আনলিমিটেড ইনকাম করুন।
গেম খেলে টাকা ইনকাম করার Apps এর তালিকা
দেশী-বিদেশী বহু গেমিং অ্যাপস রযেছে। যে অ্যাপস গুলোতে গেমস খেলে দৈনিক ৫০,১০০,২০০ টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন। অনেকে গেমিং এপস এর তালিকা জানতে অনলাইনে সার্চ করে। নিম্নে গেমিং এপস এর তালিকা দেয়া হলোঃ-
- Ad Wallet
- Earn Money
- Taka Income Pro
- Pocket money
- Taka income app
- Daily Earn
- Big Time Cash
- Wild Cash
- mCrypto
- Spin To Win
- Free Cash
- Pocket Money
- Swagbucks Live
এখানে গেম খেলে পয়েন্ট অর্জন করতে হয়। প্রতিদিনের টাকা প্রতিদিন ক্যাশ-আউট করার সুযোগ রয়েছে। নগদ, বিকাশ, রকেট, মোবাইল রিচার্জ এর মাধ্যমে ক্যাশ-আউট করা যাবে। তাছাড়া ভিডিও দেখে, এড দেখে, সার্ভে করে ইনকাম করতে পারবেন। এই অ্যাপ গুলো গুগল প্লে-স্টোরে সার্চ করে ইনস্টল করতে হবে। গেম খেলে টাকা আয় বিকাশে পেমেন্ট সম্পর্কে জানতে এই লিংকে ক্লিক করুন।
জনপ্রিয় গেমিং প্লাটফর্ম এর তালিকা
ইতিপূর্বে যে সকল অ্যাপে বাবুল গেম খেলে টাকা ইনকাম করা যায় ঐ সকল অ্যাপ গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এছাড়া অনেক জনপ্রিয় গেমিং অ্যাপস রয়েছে যেখানে গেম খেলে, ছোট ছোট টাস্ক কমপ্লিট করে টাকা ইনকাম করা যায়। ঐ সকল গেমিং প্লাটফর্ম গুলো হলোঃ-
Mistplayঃ- গেম খেলার সেরা প্লাটফর্ম গুলোর একটি। ইহা গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে সাইন ইন করতে হবে অথবা গুগলে Mistplay লিখে সার্চ করে একাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। যত গেম খেলবেন তত পয়েন্ট একাউন্টে জড়ো হবে। নিদিৃষ্ট পরিমাণ পয়েন্ট একাউন্টে জড়ো হলেই গিফট কার্ড অথবা পেপাল এর মাধ্যমে পেমেন্ট উত্তোলন করতে পারবেন।
আরো পড়ুনঃ- অনলাইন টাইপিং জব ডেইলি পেমেন্ট জেনে নিন ( নতুন তথ্য )
Hangoঃ- এই প্লাটফর্মে শুধু গেম খেলে নয় রেফার করে, কুইজ খেলে টাকা ইনকাম করা যায়। এখানে গেম খেলে জিতলে টাকা পাওয়া যায়। এই অ্যাপটি ইনস্টল করে জি-মেইল একাউন্ট দিয়ে সাইন ইন করতে হবে। যত বেশি গেম খেলবেন তত বেশি ইনকাম হবে।
MPLঃ- ইন্ডিয়ান গেমিং প্লাটফর্ম। বর্তমানে ইহা গোটা বিশ্বব্যাপী জনপ্রিয়তার তুঙ্গে। এখানে ফ্রিতে অংশগ্রহণ করা যায় আবার কোন কোন টুর্নামেন্টে টাকা ইনভেস্ট করে অংশগ্রহণ করতে হয়। চেষ্টা করবেন টাকা বিনিয়োগ ছাড়া গেম খেলার জন্য, কেননা বাজি খেলা ইসলামে হারাম। তাছাড়া ফ্রিতে গেম খেলে টাকা উপার্জন করতে পারবেন। এই প্লাটফর্মে দলীয় টিম বানিয়ে ইনকাম করতে পারবেন।
Free Fireঃ- ইহা অ্যাকশন গেম নামে পরিচিত। তাছাড়া ফ্রি-ফায়ার টুর্নামেন্টের আযোজন করে বিজয়ী দল বড় অংকের প্রাইজ মানি জিততে পারে। ইউটিউব, ফেসবুক মাধ্যমে ফ্রি-ফায়ার গেমিং ভিডিও আপলোড করে গুগল এডসেন্সের মাধ্যমে আনলিমিটেড ইনকাম করতে পারেন।
PUBG Mobileঃ- ইহা গেমিং জগতে রাজত্ব করছে। ইহা বিনোদনমূলক পাশাপাশি ইনকাম করাও সুবর্ণ সুযোগও রয়েছে। এই গেমের টুর্নামেন্টে অংশ নিয়ে, ইউটিউব, ফেসবুক মাধ্যমে গেমিং ভিডিও আপলোড করে বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে ইনকাম করতে পারবেন।
আরো পড়ুনঃ- অংক করে টাকা ইনকাম করার ২৭টি অ্যাপস দেখে নিন
LUDU appঃ- ছোট বেলায় আমরা অনেক লুডু খেলেছি। এখন অনলাইনে Ludu King, Ludu Club এই অ্যাপ গুলো ব্যবহার করে লুডু খেলতে পারেন। লুডু খেলে ইনকাম করতে হলে বিপক্ষ দল গুলোতে হারাতে হবে। উক্ত অ্যাপ ফ্রি লুডু খেলে ইনকাম করা যায়।
Swagbucksঃ- এই সাইটে বিভিন্ন উপায়ে ইনকাম করা যায়। গেম খেলে, রেফার করে, এড দেখে, ভিডিও দেখে, ছোট ছোট টাস্ক কমপ্লিট করে ইনকাম করা যায়। একে মাইক্রো-জব ওয়েবসাইটও বলা চলে। এই সাইটে কাজ করে গিফট কার্ড, পেপাল এর মাধ্যমে পেমেন্ট উত্তোলন করে বিকাশের মাধ্যমে ক্যাশ-আউট করা যায়। লক্ষ লক্ষ মানুষ এই সাইটে কাজ করছে।
Bubble shotterঃ- এখানে গেমের ভিডিও বানিয়ে ফেসবুক, ইউটিউবে আপলোড করে বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে ইনকাম করতে হয়। এই লিংকে ক্লিক করে প্রতিদিন ৩০০ ৪০০ টাকা ইনকাম করে বিকাশে পেমেন্ট নেয়ার উপায় জেনে নিন।
আরও অন্যান্য অ্যাপ যেগুলোর তালিকা নিচে দেয়া হলোঃ-
- 8 Ball Pool
- FanClash
- Winzo Game
- Quirk Mobile App
- Qureka app
- Zupee Ludo
- Cash’em All
- Dream 11 Game
বাবুল গেম খেলে টাকা ইনকাম সম্পর্কিত প্রশ্নের উত্তর
১) বাবুল গেম থেকে টাকা ক্যাশ-আউট করার নিয়ম কী ?
উত্তরঃ- অনলাইন পেমেন্ট মেথডের ( Paytm, UPI ) মাধ্যমে উত্তোলন করতে হবে। এরপর বিকাশের মাধ্যমে ক্যাশআউট করতে হবে।
২) বাবুল গেম খেলে কত টাকা ইনকাম করা যায় ?
উত্তরঃ- যত গেম খেলবেন তত বেশি ইনকাম হবে। পর্যাপ্ত সময় দিলে ৫০, ১০০, ২০০ টাকা পর্যন্ত ইনকাম করা যাবে। পুরো বিষয়টা নির্ভর করবে গেমের সিস্টেমের উপর।
৩) বাবুল গেম খেলার জন্য কি কি প্রয়োজন ?
উত্তরঃ- হাতে থাকা স্মার্টফোনে ইন্টারনেট সংযোগ থাকলেই চলবে।
৪) বাবুল গেম খেলে আদৌ ইনকাম করা যায় ?
উত্তরঃ- হ্যাঁ, তার জন্য বিশ্বস্ত অ্যাপ, সাইট এর প্রয়োজন।
৫) বাবুল গেম খেলে টাকা উপার্জন একে পেশা হিসেবে নেয়া যায় ?
উত্তরঃ- না, এখানে ইনকামের পরিমাণ খুবই কম। তাছাড়া অ্যাপ গুলোতে রয়েছে নানান প্রতিবন্ধকতা।
৬) কারা বাবুল গেম খেলতে পারে ?
উত্তরঃ- সব বয়সের মানুষ এই গেম খেলতে পারে
গেম খেলার নেতিবাচক দিক
তরুণ প্রজন্মের অনেকে ঘন্টার পর ঘন্টা মোবাইল হাতে নিয়ে গেম খেলে। যার প্রভাব সরাসরি মানুষের শরীরে গিয়ে পড়ছে। গেম খেলতে পারেন অবসরে সময়ে বিনোদনের জন্য। তবে অতিরিক্ত গেম খেলা মোটেও উচিত নয়। অতিরিক্ত গেম খেলার ফলে যে সকল ক্ষতি হতে পারেঃ-
- চোখে ঝাপসা, চোখ ব্যথা, পিঠে ব্যথা এই ধরণের সমস্যা
- মানুষিক সমস্যার কারণ হতে পারে
- ঘুমের ব্যাঘাত তৈরি হয়
- কাজের প্রতি অনাগ্রহ সৃষ্টি হয়
সতর্কতামূলক নির্দেশনা
অ্যাপস বা সাইট গুলোতে রয়েছে নানান ধরণের সীমাবদ্ধতা। অ্যাপস গুলোর প্রতিবন্ধকতা সম্পর্কে জানতে এই লিংকে ক্লিক করুন। অ্যাপস ব্যবহারের পূর্বে যেসব বিষয়ে সতর্কতা অবলম্বন করা দরকার, অ্যাপস থেকে ইনকাম সত্য না মিথ্যা, এবং হালাল না হারাম তা জানতে এই লিংকে ক্লিক করুন।
প্রত্যেকটি অ্যাপস নিজ দায়িত্বে ব্যবহার করুন। কেননা, অ্যাপস গুলো প্রতিনিয়ত তাদের নীতিমালা গুলো পরিবর্তন করছে। অ্যাপস ব্যবহারের পূর্বে রেটিং স্কোর, রিভিউ, কমেন্টস চেক করে নিবেন।
লেখকের মন্তব্য
সম্মানিত পাঠকবৃন্দ আপনারা যারা অনলাইন ইনকাম সম্পর্কে জানতে গুগলে সার্চ করেন তাদের জন্য আপনার অনলাইন ইনকাম সম্পর্কিত তথ্যমূলক আর্টিকেল পাবলিশ করে থাকি। আশা করি পোস্টটি পড়ে আপনারা উপকৃত হয়েছেন। পাঠকবৃন্দের প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে আমরা আমাদের ওয়েবসাইটে আর্টিকেল লিখে থাকি।
এত ধরণের অনলাইন ইনকাম সম্পর্কিত তথ্য আরও পেতে আমাদের সাইটটি নিয়মিত ভিজিট করুন। আপনার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আমাদের সাথেই থাকুন। 13.09.25
আপনি পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url