গেম খেলে টাকা আয় বিকাশে 2025 - মিস করা যাবে না

গেম খেলে টাকা আয় বিকাশে 2025 সম্পর্কে আলোচনা করা হবে এই আর্টিকেলে। আপনারা যারা ঘরে বসে গেম খেলে টাকা ইনকাম করে বিকাশে পেমেন্ট নিতে চাচ্ছেন তাদের জন্য এই আর্টিকেলটি গুরুত্বপূর্ণ। এই পোস্টটি আপনি শুরু থেকে শেষ অবদি পড়লে বিস্তারিত জানতে পারবেন। কেননা, এই আর্টিকেলে আমরা গেম খেলে টাকা আয় বিকাশে 2025 সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেছি।

গেম খেলে টাকা আয় বিকাশে 2025

গেম খেলে টাকা ইনকাম সম্পর্কে জানতে আপনারা  প্রতিনিয়ত গুগলের সার্চ করে থাকেন। আমরা বিভিন্ন ডাটা, তথ্য রিসার্চ করে টাকা ইনকাম করার গেমিং অ্যাপস খুঁজে বের করেছি। চলুন তাহলে গেম খেলে টাকা আয় বিকাশে 2025 মূল আলোচনা শুরু করা যাক। 

পোস্ট সূচিপত্রঃ- গেম খেলে টাকা আয় বিকাশে 2025

ভূমিকা

অনলাইন দুনিয়ায় ইন্টারনেট প্রযুক্তি কাজে লাগিয়ে বিভিন্নভাবে ইনকাম করা যায়, তার মধ্যে একটি হলো গেম খেলে ইনকাম। ইন্টারনেট পূর্ব যুগে গেম খেলে টাকা ইনকাম, তা আবার অনলাইন থেকে, এটা অবাস্তব বিষয় ছিল। এটা পার্ট টাইম জবের মতো। যারা মোবাইল চালিয়ে অযথা সময় নষ্ট করছেন, তারা এই সুযোগটি কাজে লাগাতে পারেন। দেশি-বিদেশি কিছু গেমিং অ্যাপস রয়েছে যে অ্যাপস গুলোতে ইনকাম করে বিকাশের মাধ্যমে পেমেন্ট উত্তোলন করা যায়। 

অনলাইনে গেম শুধু বিনোদনের খোরাক জোগায়, এমনটা নয়। এখন ইন্টারনেটের কল্যাণে বাংলাদেশে বসে গেম খেলে অর্থ উপার্জনের নতুন দরজা উন্মোচন হয়েছে। আপনি যদি একজন গেম প্রেমী হয়ে থাকেন তাহলে এই সুযোগটি কাজে লাগাতে পারেন। শুধু শুধু গেম খেলে সময় নষ্ট করার চাইতে, কিছু বিশ্বস্ত অ্যাপসের মাধ্যমে গেমস খেলে টাকা ইনকাম করা অনেক ভালো। এই আর্টিকেলে আমি আপনাদের এমন কিছু গেমিং অ্যাপ সম্পর্কে জানাবো, যে অ্যাপ গুলোতে গেম খেলে বিকাশে পেমেন্ট নিতে পারবেন।   

গেম খেলে টাকা আয় করার সেরা ১৩টি অ্যাপ 

ইন্টারনেট থেকে রিসার্চ করে আমি গেম খেলে টাকা ইনকামের সেরা অ্যাপ গুলো নির্বাচন করেছি। এই অ্যাপ গুলো থেকে আপনি প্রতিদিন ইনকাম করতে পারবেন এবং মোবাইল ব্যাংকিং যেমনঃ- বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে উত্তোলন করতে পারবেন। চলুন তাহলে গেম খেলে টাকা আয় করার সেরা ১৩ টি অ্যাপ সম্পর্কে জেনে নেয়া যাকঃ-

WinZO Gold – Real Money Gaming Appঃ- গেম খেলে টাকা ইনকামের একটি বিশ্বস্ত, পুরনো অ্যাপস হলো এটি। এর নিজস্ব অ্যাপস এবং ওয়েবসাইট রয়েছে। এখানে প্রায় ১০০+ গেমস রয়েছে। এই গেমসগুলো খেলে অনেকে টাকা ইনকাম করছে। এটা একটি বিদেশি এপস, এখানে সরাসরি বিকাশের মাধ্যমে পেমেন্ট উত্তোলন করা যায় না। তবে অনলাইন পেমেন্ট পদ্ধতিতে পেমেন্ট রিসিভ করা যায়। এই অ্যাপ থেকে শতভাগ গ্যারান্টি সহ টাকা ইনকাম করা যায়ঃ- ব্যবহারকারীদের মত।  

এখানে বিভিন্ন ধরনের গেমস খেলা যায় যেমনঃ- কুইজ, PUBG, কার্ড, লুডু ইত্যাদি। আপনি যে ধরনের গেমস খেলতে পছন্দ করেন ওই ধরনের গেমস খেলে ইনকাম করতে পারবেন। এজন্য প্রথমে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করুন অথবা ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে সাইন ইন করে নিন। এখানে আপনাকে গেম খেলে পয়েন্ট অর্জন করতে হবে নির্দিষ্ট পরিমাণ পয়েন্ট জড়ো হলে তারপর আপনি অনলাইন পেমেন্ট পদ্ধতিতে উত্তোলন করতে পারবেন। 

তাছাড়া এই অ্যাপসটি রেফার করে ইনকামের সুযোগ রয়েছে। এখানে পেমেন্ট নেয়ার নিয়মঃ- Paytm - Binance - Bkash. এই অ্যাপসে প্রতিযোগিতামূলক টুর্নামেন্টের আয়োজন করা হয়। একবার জিততে পারলেই প্রচুর পয়েন্ট অর্জন করা যায়। পরবর্তীতে এ পয়েন্ট ডলারে এক্সচেঞ্জ করা যায়। 

Ludo Supreme Goldঃ- লুডু খেলে ইনকামের একটি বিশ্বস্ত আপ্স হলো এটি। এটি একটি ইন্ডিয়ান গেম অ্যাপ। যারা লুডু খেলে টাকা ইনকাম করতে চান তাদের জন্য এই অ্যাপটি সেরা। এটা প্রতিনিয়ত লুডু টুর্নামেন্টের আয়োজন করে থাকে। জিততে পারলে ১০ থেকে ২০ টাকা একাউন্টে জড়ো হয়। যেহেতু এটা ইন্ডিয়া অ্যাপ, এজন্য সরাসরি বিকাশের মাধ্যমে পেমেন্ট নেয়া যায় না। 

আরো পড়ুনঃ- প্রতিদিন ৩০০ ৪০০ টাকা ইনকাম করুন বিকাশে পেমেন্ট নিন আজই

আপনাকে Paytm, paypal এর মাধ্যমে পেমেন্ট নিতে হবে। এখানে পেমেন্ট নেয়ার নিয়মঃ- Paytm, paypal - মধ্যস্তকারী অ্যাপ -  Bkash. এটা গুগল প্লে স্টোর থেকে ইন্সটল করে gmail দিয়ে সাইন ইন করতে হবে। এরপর ইচ্ছেমতো বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিয়ে ম্যাচ জিতে অর্থ উপার্জন করুন। 

Rummy Circleঃ- আপনারা যারা কার্ড গেম খেলতে পছন্দ করেন তাদের জন্য এই অ্যাপটি সেরা হতে পারে। কেননা, ইহা কার্ড গেম খেলে ইনকাম করার অন্যতম প্লাটফর্ম। এই অ্যাপের মাধ্যমে একদিকে যেমন আপনি বিনোদন নিতে পারবেন অন্যদিকে ইনকামও করতে পারবেন।

Pocket Money Appঃ- এই অ্যাপে সাধারণ লেভেলের গেম, ছোট ছোট ট্যাক্স সম্পন্ন করতে হয়। গেম খেলার অপশন থেকে আপনার পছন্দমত গেম সিলেক্ট করে খেলতে পারবেন। এটা অত্যন্ত জনপ্রিয় একটি অ্যাপস, ১০ মিলিয়ন এর বেশি ডাউনলোড করা হয়েছে। গুগল প্লে স্টোর থেকে এপস এর নাম লিখে ইন্সটল করে সাইন ইন করে নিন।এরপর ছোট ছোট টাক্স, গেম খেলে আনলিমিটেড ইনকাম করুন। তাছাড়া স্পিন করে, অ্যাড দেখে ইনকাম করা যায়। একাউন্টে ২০ থেকে ৫০ টাকা জড়ো হলে বিকাশ এপস এর মাধ্যমে উত্তোলন করা যায়। 

Roz Dhanঃ- মোবাইলে গেম খেলে টাকা ইনকামের অন্যতম জনপ্রিয় অ্যাপ হল এটি। এই অ্যাপটি প্রতিদিন ছোট ছোট টাস্ক কমপ্লিট করে ইনকামের সুযোগ করে দেয়।এটি ইন্ডিয়ান অ্যাপ, বাংলাদেশিরা এই অ্যাপসে কাজ করতে পারবে। তবে পেমেন্টের জন্য অনলাইন পেমেন্ট মেথড ব্যবহার করতে হবে। বিভিন্নভাবে ইনকাম করা যায় এখানে যেমনঃ- ভিডিও দেখা, গেম খেলা, রেফার করা, অ্যাপ ডাউনলোড করা ইত্যাদি এ সকল কাজ করে অর্থ উপার্জন করা সম্ভব এই অ্যাপস থেকে। 

যেহেতু এটা বিদেশি অ্যাপ, এখানে সরাসরি বিকাশের মাধ্যমে পেমেন্ট উত্তোলন করা যায় না। এখানে পেমেন্ট উত্তোলনের কিছু নিয়ম রয়েছে সেগুলো আপনাকে অনুসরণ করতে হবে। Roz Dhan অ্যাপ থেকে টাকা উত্তোলনের নিয়মঃ- Paytm - Binance - BKash ( মানে অ্যাপ থেকে Paytm এর মাধ্যমে টাকা তুলে Binance ট্রান্সফার করতে হবে তারপর বিকাশের মাধ্যমে Cash Out করতে হবে )। 

Gamezopঃ- এটিও এটি ইন্ডিয়ান গেমিং অ্যাপস। এখানে গেম খেলার জন্য অ্যাপ ডাউনলোড করতে হয় না। গেম খেলে জিতে, রেফার করে পয়েন্ট অর্জন করতে হয়। এই অ্যাপসে ২০০ + গেম রয়েছে, আপনার পছন্দমত গেম খেলে পয়েন্ট অর্জন করতে হবে। ব্যবহারকারীদের  অ্যাপ কর্তৃপক্ষ রেফার করে ইনকামের সুযোগ করে দেয়। 

এই অ্যাপসের নিজস্ব একটি সাইট রয়েছে, যেখানে প্রতিনিয়ত গেমিং টুর্নামেন্টের আয়োজন করা হয়ে থাকে। যেকোনো ব্যক্তির খুব সহজে এ টুর্নামেন্টে অংশ নিয়ে জিতে টাকা আয় করতে পারে। এজন্য প্রথমে আপনাকে সাইটে প্রবেশ করে, জিমেইল আইডি দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। আপনি যদি একাউন্টটি রেজিস্ট্রেশন করতে চান তাহলে গুগলে Gamezop লিখে সার্চ করুন।

SkillClashঃ- এই অ্যাপ কর্তৃপক্ষ ব্যবহারকারীদের ফ্রী ফায়ার গেম খেলে ইনকামের সুযোগ করে দেয়। এ সাইটটি প্রতিনিয়ত ব্যবহারকারীদের জন্য ফ্রী ফায়ার টুর্নামেন্টের  আয়োজন করে থাকে। আপনারা যারা ফ্রি ফায়ার গেম খেলে টাকা ইনকাম করতে ইচ্ছুক তাদের জন্য এই অ্যাপটি সেরা হতে পারে।  এই টুর্নামেন্ট গুলোতে অংশগ্রহণ করতে আপনাকে ফি দিতে হবে। 

আরো পড়ুনঃ- নগদে গেম খেলে টাকা ইনকাম শুরু করুন আজই

অর্থাৎ, টাকা বিনিয়োগ করতে হবে। গেমে জিততে পারলে রয়েছে আকর্ষণীয় পুরস্কার সঙ্গে রিডিম কোড। যেহেতু এটা বাংলাদেশে অ্যাপ নয়, তাই সরাসরি বিকাশের মাধ্যমে টাকা উত্তোলন করা যাবে না।  এই প্লাটফর্ম থেকে আয় করার জন্য অবশ্যই মোবাইল ফোনে ফ্রি ফায়ার গেম ইনস্টল থাকতে হবে। তাই যারা ইনকাম করবেন তারা সকলের ফ্রি ফায়ার গেম মোবাইল ফোনে ইন্সটল করে রাখুন। 

আর তাদের অফিসিয়াল ওয়েবসাইটে সাইন আপ করুন, এরপর আপনার ইচ্ছা মত ফ্রি টুর্নামেন্ট অংশগ্রহণ করে আয় করুন। যারা ফ্রি ফায়ার গেম খেলতে ইচ্ছুক তারা অ্যাপটি ইনস্টল করে রাখুন এবং তাদের ওয়েবসাইটে জিমেইল দিয়ে সাইন ইন করুন। এরপর ফ্রী ফায়ার টুর্নামেন্টে খেলে জিতুন, পেমেন্ট তোলার নিয়মঃ- Paytm ( উত্তোলন ) - Binance ( ট্রান্সফার ) - Bkash ( ক্যাশ আউট )  করুন। 

PlayerzPotঃ- অনলাইনে চমৎকার চমৎকার গেম খেলার অ্যাপ হলো PlayerzPot. এই অ্যাপ থেকে বিভিন্ন ক্যাটাগরির গেম খেলে অর্থ উপার্জন করা সম্ভব। গেম প্রেমীদের জন্য এই অ্যাপটি সেরা পছন্দের তালিকায় থাকবে। যেখানে ক্রিকেট, ফুটবল, হকি খেলায় নিজেদের ইচ্ছামত দল বানিয়ে আন্তর্জাতিক ম্যাচের উপর ভিত্তি করে রিয়েল ইনকাম করা যায়। এই অ্যাপে দৈনিক ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত ইনকাম করা যায় যা Paytm, Bkash এর মাধ্যমে উত্তোলন করা যায়। নিজস্ব দল বানিয়ে, প্রতিযোগিতায় অংশ নিয়ে এই অ্যাপ থেকে ইনকামের সুবর্ণ সুযোগ রয়েছে।

MPL (Mobile Premier League)ঃ মোবাইল দিয়ে গেম খেলার জন্য সেরা গেমিং অ্যাপ হল MPL. এখানে লুডু, ক্রিকেট, ক্যারাম, Fruit Chop, Runner সহ ৭০ এর অধিক গেম রয়েছে। এখানে গেম খেলে জিতলে Bank, Paytm এর মাধ্যমে উত্তোলন করা যায়। এটা অত্যাধিক জনপ্রিয় একটি অ্যাপ, নিশ্চিন্তে আয় করতে পারেন। লক্ষ লক্ষ মানুষ এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত। MPL এর ওয়েবসাইটে প্রবেশ করে আপনার জিমেইল একাউন্ট দিয়ে সাইন ইন করতে হবে। পরবর্তীতে ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করে নিন। ইচ্ছেমতো গেম খেলে ইনকাম করুন। 

FanFightঃ- অনলাইনে যারা ক্রিকেট গেম খেলতে পছন্দ করেন তাদের জন্য এই প্লাটফর্মটি। এই অ্যাপসের মাধ্যমে অনলাইনে ক্রিকেট গেম ইনকাম করার সুবর্ণ সুযোগ রয়েছে। এখানে আপনি ডিপোজিট করে অথবা ফ্রি তে গেম খেলে ইনকাম করতে পারবেন। যেহেতু আমরা ফ্রিতে গেম খেলতে ইচ্ছুক, তো আমরা ফ্রি তে একাউন্ট খুলে গেম খেলবো। এখানে Paytm ( উত্তোলন ) - Binance ( ট্রান্সফার ) - Bkash ( ক্যাশ আউট )  করতে হবে।

CashBuddy Gamesঃ- এখানে বিভিন্ন ধরণের গেমস খেলার সুযোগ রয়েছে। এখানে গেম খেলে আপনাকে পয়েন্ট অর্জন করতে হবে। নিদিৃষ্ট পয়েন্ট একাউন্টে জড়ো হলে এক্সচেঞ্জ করে বিভিন্ন কারেন্সিতে উত্তোলন করা যায়। তাই যারা ফ্রিতে টাকা ইনকাম করতে চান তাদের জন্য এই অ্যাপটি সেরা হতে পারে। এখানে বিকাশের মাধ্যমে পেমেন্ট উত্তোলন করা যায়। এজন্য প্রথমে অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ইনস্টল করে আপনার জি-মেইল দিয়ে সাইন করে ইনকাম করুন আনলিমিটেড।

Paytm First Gamesঃ- ইহা ইন্ডিয়ান গেমিং অ্যাপ। আপনি ইন্টারনেটের মাধ্যমে বাংলাদেশে বসে গেম খেলে টাকা উপার্জন করতে পারেন। এজন্য আপনাকে গুগলে Paytm First Games লিখে সার্চ করে তাদের সাইটে প্রবেশ জি-মেইল দিয়ে সাইন আপ করে ডাউনলোড করতে হবে। ফ্রিতে খেললে খুব বেশি ইনকাম হয়ে না, তবে ঝুঁকিমুক্ত। তাই ফ্রিতে গেম খেলা ভালো। উপার্জিত অর্থ অনলাইন পেমেন্ট মেথড ব্যবহার করে বিকাশের মাধ্যমে উত্তোলন করতে পারবেন।

Qureka Proঃ- কুইজ খেলে টাকা ইনকামের সেরা অ্যাপ হলো এটি। কুইজে সঠিক উত্তর দিয়ে প্রতিদিনি ২ থেকে ৩ ডলার ইনকাম করে বিকাশের মাধ্যমে পেমেন্ট নেয়া যায়। কুইজ খেলা এটা একদিকে যেমন বিনোদনমূলক অন্যদিকে শিক্ষণীয় বিষয়। এখানে বিজ্ঞান, সাধারণ জ্ঞান, গণিত, খেলাধুলা সহ আরও অন্যান্য বিষয়বস্তু থেকে কুইজে প্রশ্ন করা হয়ে থাকে। সঠিক প্রশ্নের উত্তর দিয়ে আপনি এখান থেকে ইনকাম করতে পারেন। প্লে-স্টোর থেকে এই অ্যাপসে একাউন্ট খুলে ইনকাম শুরু করুন।

গেম খেলে টাকা আয় বিকাশে 2025

বর্তমানে গেম খেলে টাকা উপার্জন অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। কোন কোন গেম খেলে টাকা উপার্জন করা যায় অনেকে জানে না। এই প্রবন্ধে আমি আপনাদের যে সকল গেম খেলে টাকা ইনকাম করা যায় ঐ সকল গেম সম্পর্কে জানাব। ভূল অ্যাপস, ভূল গেম খেলে প্রতারিত হওয়ার ঝুঁকি থাকে। টাকা ইনকাম করা যায় এমন কিছু জনপ্রিয় গেম এর তালিকা দেয়া হলোঃ-

পাবজি গেমঃ- ইহা ব্যাটেল রয়্যাল গেম। গেম প্রেমীদের নিকট এটা আবেগ। এখানে প্রতিযোগীদের সাথে লড়াই করে ঠিকে থাকতে হয়। এখানে টুর্নামেন্টের আয়োজন করা হয়, বিজয়ীরা বাস্তবে টাকা ইনকাম করতে সক্ষম হয়। যারা এই খেলায় দক্ষ তারা অনলাইন প্রতিযোগীতা, ইউটিউব স্ট্রিমিং, এর মাধ্যমে ইনকাম করে থাকে। আপনার উপার্জিত বিকাশের মাধ্যমে উত্তোলন করা যায়।

ফ্রী ফায়ার গেমঃ- এটা রয়্যাল ব্যাটেল গেম। এখানে ৫০+ প্রতিযোগীদের সাথে লড়াই করে টিকে থাকতে হয় শেষ পর্যন্ত। গেমটি তুলনামূলক হালকা হওয়ায় কম র‌্যাম সম্পন্ন মোবাইলেও খেলা যায়। অনেকে ইউটিউব চ্যানেলে ফ্রি-ফায়ার গমে লাইভ স্ট্রিমিং করে ইউটিউব থেকে গুগল এডসেন্স এর মাধ্যমে ইনকাম করছে। এছাড়া বিভিন্ন ইভেন্ট অংশ টাকা জেতার সুবর্ণ সুযোগ রয়েছে। ইহা বিশ্বাসযোগ্য গেমিং অ্যাপ, যা বিকাশের মাধ্যমে পেমেন্ট উত্তোলন করা যায়।

আরো পড়ুনঃ- অনলাইন টাইপিং জব ডেইলি পেমেন্ট জেনে নিন ( নতুন তথ্য )

পোকার গেমঃ- এটি একটি কার্ড গেম। এখানে বিজয়ী হতে হলে কৌশল এবং ধৈর্য্য অবলম্বন করতে হয়। এখানে টাকা বিনিয়োগ করে খেলতে হয়। তবে এই গেম সবার জন্য না। কেননা, আর্থিক ঝুঁকির সম্ভাবনা রয়েছে। তবে যারা দক্ষ তারা এই গেম খেলতে পারে। টাকা বিনিয়োগ করে খেলতে এমন সকল গেম ইসলামিক ‍দৃষ্টিভঙ্গিতে হারাম।

সাপ লুডো গেমঃ- ইহা এমন একটি মজার গেম যা যেকোন বয়সের মানুষ খেলতে পছন্দ করে। এখানে সাপের মুখে পড়লে নিচে নেমে যায়, আর মইয়ে গুটি পড়লে উপরে উঠে যায়। এই বিনোদনমূলক গেমটি মোবাইল দিয়ে খেলার পাশাপাশি অর্থ উপার্জন করা যায়। এই গেম খেলে পয়েন্ট অর্জন করতে হয়। নিদিৃষ্ট পরিমাণ পয়েন্ট একাউন্টে জড়ো হলে তা উত্তোলন করা যায়।

কার্ড গেমসঃ- এখানে বিভিন্ন ধরণের কার্ড ব্যবহার করে খেলতে হয়। খেলার নিয়ম সহজ হওয়ায় অনেকে এই গেম খেলতে আগ্রহ প্রকাশ করে। এই গেম খেলে টাকা ইনকাম করে বিকাশের মাধ্যমে উত্তোলন করা সম্ভব হয়।

স্ক্র্যাচ কার্ড গেমঃ এই গেমটি ভার্চুয়ালি খেলতে হয়। এখানে কার্ড ঘষে পুরষ্কার জিতার সুবর্ণ সুযোগ রয়েছে। অনেক অ্যাপে এই গেম খেলা যায়। এবং জিতলে পেমেন্ট বিকাশের মাধ্যমে উত্তোলন করা যায়।

ব্লকচেইন গেমসঃ এটা নতুন মডেল, প্রযুক্তিভিত্তিক গেম। এখানে গেমের আইটেম গুলো নিজ মালিকানায় হতে হয়। এখানে গেম খেলে ক্রিপ্টো জেতার সুবর্ণ সুযোগ রয়েছে। যারা প্রযুক্তি নিয়ে কাজে আগ্রহী তারা এই গেমটি খেলে অভিজ্ঞতা অর্জন করতে পারেন।

ট্যাপ গেমসঃ এই গেমটি স্ক্রিনে ট্যাপ করে ছোট ছোট টাস্ক সম্পন্ন করে খেলতে হয়। ছোট ছোট কাজ করে ইনকাম করা যায় বলে অনেকের নিকট ইহা অনেক জনপ্রিয়। যারা বিনোদনের পাশাপাশি ইনকাম করতে চান তাদের জন্য এই গেম টি সেরা হতে পারে।

রেফারেল গেমসঃ ইহা এমন একধরণের গেম যেখানে গেম বা অ্যাপটির লিংক বন্ধুদের সাথে শেয়ার করতে হয়। যত বেশি মানুষ এই লিংকে ক্লিক করে একাউন্ট খুলবে তত বেশি ইনকাম হতে থাকবে। ইহা খুবই সহজ এবং জনপ্রিয়।

লুডু গেম খেলে টাকা আয় বিকাশে 2025

গেম শুধু বিনোদনের মাধ্যম এখন তা টাকা ইনকামের নতুন দ্বার হিসেবে কাজ করছে। তার মধ্যে একটি হলো লুডু গেম। ছোট বেলায় আমরা অগণিত লুডু খেলেছি। এখন অনলাইনে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই লুডু খেলে টাকা উপার্জন করতে পারবেন। লুডু খেলার কিছু জনপ্রিয় অ্যাপ যেমনঃ-

  • Skill Ludo
  • Ludo Supreme
  • Ludo King Tournament

এই সকল প্রতিযোগীতা মূলক গেমসে অংশ নিয়ে বাস্তবে টাকা উপার্জন করা যায়। যা নগদ, বিকাশ, রকেটের মাধ্যমে উত্তোলন করা যায়। এই গেম খেলা খুবই সহজ, বিশেষ কোন দক্ষতার প্রয়োজন নেই। তবে একটু কৌশলী হতে হবে। যেকোন বয়সের মানুষ এই গেম খেলতে পারে। অ্যাপ থেকে গেম খেলার পূর্বে অ্যাপসের বিশ্বস্ততা যাচাই করে নিবেন। ঐ অ্যাপের রেটিং, রিভিউ দেখার মাধ্যমে অ্যাপসের সত্যতা জানা সম্ভব হয়। এই অ্যাপসে গেম খেলে দিনে ১০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন।

ফ্রি লটারী খেলে টাকা ইনকাম

প্রযুক্তি সুবিধা কাজে লাগিয়ে অনলাইনে যেকোন ধরণের গেম খেলে অর্থ উপার্জন এখন সহজ। তবে ঝুঁকিও রয়েছে। এজন্য সতর্ক থাকতে হবে। কোন প্রকার বিনিয়োগ ছাড়া গেম খেললে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে না। এখন অনেক অ্যাপ, সাইট রয়েছে যেখানে ফ্রি লটারি খেলে টাকা ইনকামের সুবর্ণ সুযোগ রয়েছে। এজন্য আপনাকে ঐ অ্যাপটি রেজিস্ট্রেশন করে সাইন ইন করতে হবে।

আরো পড়ুনঃ- অংক করে টাকা ইনকাম করার ২৭টি অ্যাপস দেখে নিন

গেম খেলার পাশাপাশি অধিকাংশে অ্যাপসে কুইজ খেলে, রেফার করে, স্পিন করে, স্ক্যাচ কার্ড খেলে বাড়তি ইনকাম করা যায়। এ সকল কাজের জন্য কিছু অ্যাপসের তালিকা দেয়া হলোঃ-

  • Big Time Cash
  • Roz Dhan
  • Lucky Day

এ সকল অ্যাপসে ফ্রি-লটারি খেলে আনলিমিটেড ইনকাম করা যায়। বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে পেমেন্ট উত্তোলন করা যায়। অ্যাপ থেকে ইনকাম করতে বয়স কোন বাধা নয়। আপনি যদি শিক্ষার্থী, গৃহিণী হয়ে থাকেন অবসর সময়ে এই অ্যাপ গুলো বাড়তি ইনকাম করতে পারেন। তবে এই অ্যাপ গুলোতে ইনকাম বেশি নয়, ইনকাম বৃদ্ধির জন্য অতিরিক্ত অ্যাপস নিয়ে কাজ করতে পারেন।

২০২৫ সালে গেম খেলে টাকা ইনকামের জনপ্রিয় অ্যাপস

আপনারা যারা অ্যাপ থেকে গেম খেলে টাকা ইনকামের বড় বড় স্বপ্ন দেখছেন এখন তা অবাস্তব নয়। এমন কিছু অ্যাপস রয়েছে যে অ্যাপস গুলো গেম খেলে টাকা ইনকামের সুযোগ করে দেয়। সেগুলো হলোঃ-

  • MPL
  • Skill Clash
  • Winzo Gold
  • Ludo Supreme
  • Free Fire Tournament

এই অ্যাপ গুলো প্রতিনিয়ত বিভিন্ন গেমিং টুর্নামেন্টের আয়োজন করে থাকে। গেম জিতলে ক্যাশ উত্তোলনের সুযোগ করে দেয়। রেফার করে, লগ ইন, অন্যান্য ছোট ছোট টাস্ক সম্পন্ন করে ইনকামের সুবর্ণ সুযোগ তো রয়েছে। উপার্জিত অর্থ নগদ, বিকাশ, রকেটের মাধ্যমে উত্তোলন করা সম্ভব। যারা পার্ট-টাইম জব খুঁজছেন তারা এ সুযোগ কাজে লাগাতে পারেন। এখানে নিয়মিত সময় দিলে দৈনিক ৩০০ - ৫০০ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব। অবশ্যই গেমিং অ্যাপসের রিভিউ, রেটিং পয়েন্ট, কমেন্টস এগুলো চেক করে নিবেন।

গেমিং অ্যাপ যেভাবে ডাউনলোড বা ইনস্টল করবেন

যে অ্যাপসটি আপনি খুঁজেছেন গুগল প্লে-স্টোরে গিয়ে ঐ অ্যাপসের নাম লিখে সার্চ করুন। অ্যাপস ইনস্টল করার পূর্বে ঐ অ্যাপসের রিভিউ, রেটিং পয়েন্ট, কমেন্ট ভালো করে চেক করে নিন। তার পর তা ইনস্টল করুন। এর আপনার জি-মেইল সহ অন্যান্য আইডি কার্ড দিয়ে লগ ইন করুন। রেফারেল কোড থাকলে তা যুক্ত করুন। অনেক অ্যাপস রয়েছে যেখানে সাইন ইন করার পর পর বোনাস দিয়ে থাকে। নিদিৃষ্ট পরিমাণ এমাউন্ট আপনার একাউন্টে জড়ো হলে নগদ, বিকাশ, রকেটের মাধ্যমে উত্তোলন করতে পারবেন।

নোটিশ - গেমিং অ্যাপ ব্যবহারের পূর্বে যেভাবে সতর্কতা অবলম্বন করতে হবে

যেকোন অ্যাপস ব্যবহারের পূর্বে সতর্কতার কোন বিকল্প নেই। কেননা, অনলাইন জগৎ যেমন বাস্তব, তেমনি ভূয়া। আপনার ব্যবহৃত অ্যাপস গুলো বাস্তব নাকি ভূয়া ? অ্যাপ ব্যবহারের পূর্বে কিভাব সতর্কতা অবলম্বন করব  ? অ্যাপস থেকে উপার্জিত অর্থ বৈধ না অবৈধ ইত্যাদি সম্পর্কে যাবতীয় প্রশ্নের উত্তর জানতে এই লিংকে ক্লিক করুন এবং অ্যাপস গুলোর প্রতিবন্ধকাত সম্পর্কে জানতে এই লিংকে ক্লিক করুন। প্রত্যকটি অ্যাপস নিজ দায়িত্বে ব্যবহার করুন।

বিকাশে পেমেন্ট নেয়ার পূর্বে যে বিষয়গুলো আপনাকে মানতে হবে

অনেক সময় কিছু সিস্টেমিক ভূলের কারণে বিকাশে পেমেন্ট আটকে যায়। এজন্য ঐ ভূল গুলো করা যাবে না। বিকাশে পেমেন্ট নেয়ার পূর্বে যে বিষয় গুলোতে সতর্ক থাকতে হবেঃ-

  • যে সিমের দিয়ে বিকাশ একাউন্ট খূলেছেনে ঐ সিম, এবং বিকাশ একাউন্ট সচল রাখতে হবে
  • পেমেন্ট উত্তোলনের সময় অ্যাপে যে বিকাশ নাম্বার সাবমিট করছেন তা সত্যতা যাচাই করতে হবে।
  • পেমেন্ট উত্তোলনের সময় যদি OTP  কোডের প্রয়োজন না, তাহলে হাতের কাছে মোবাইল থাকতে হবে।
  • কিছু কিছু অ্যাপস রযেছে নূন্যতম পেমেন্ট একাউন্টে জড়ো না হলে উত্তোলন করা যায় না যেমনঃ- ১০০, ২০০ টাকা।
  • অ্যাপের Payment History অপশনগুলো যাচাই করুন।

লেখকের মন্তব্য

সম্মানিত পাঠকবৃন্দ এই প্রবন্ধে আমরা গেম খেলে টাকা আয় বিকাশে 2025 সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি পোস্টটি পড়ে আপনারা উপকৃত হয়েছেন। এই রকম তথ্য বহুল পোস্ট আমরা প্রতিনিয়ত আমাদের সাইটে পাবলিশ করে থাকি।

এতক্ষণ ধৈর্য্য ধরে পোস্টটি উপভোগ করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। পরবর্তীতে আলোচনা হবে ভিন্ন কোন টপিকস নিয়ে। এরকম অনলাইন ইনকাম সম্পর্কিত নিত্য-নতুন আইডিয়া নিতে আমাদের সাইটটি নিয়মিত ভিজিট করার অনুরোধ রইল। আপনার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। 10.09.25

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনি পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url