কুইজ খেলে টাকা ইনকাম করুন এই সকল App & Website থেকে

অনলাইন থেকে ইনকাম করার যত গুলো মাধ্যম রয়েছে তার মধ্যে একটি হলো কুইজ। এমন কিছু অ্যাপ, ওয়েবসাইট যে গুলোতে প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আনলিমিটেড টাকা ইনকাম করা যায়। এজন্য আপনার হাতে থাকা স্মার্টফোন সঙ্গে ইন্টারনেট কানেকশন হলেই চলবে। প্রযুক্তি সুবিধা কাজে লাগিয়ে অবসর সময়ে যে কেউ কুইজ খেলে টাকা ইনকাম করতে পারে।

কুইজ খেলে টাকা ইনকাম

কুইজ খেলে টাকা ইনকাম এখন খুব সহজে করা যায়। অনেকে কুইজ খেলে টাকা ইনকাম সম্পর্কে জানতে গুগলে সার্চ করে থাকে। যে অ্যাপ, ওযেবসাইটে কুইজ খেলে টাকা ইনকামের কথা ভাবছেন ঐ অ্যাপ, ওয়েবসাইট বিশ্বস্ত হতে হবে।

পোস্ট সূচিপত্রঃ- কুইজ খেলে টাকা ইনকাম

ভূমিকা

এই প্রবন্ধে আমি আপনাদের এমন কিছু অ্যাপস সম্পর্কে জানাব যেখানে আপনি কুইজ খেলার পাশাপাশি সার্ভে করে, ভিডিও দেখে, এড দেখে, গেম খেলে টাকা উপার্জন করতে পারেন। কুইজে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন করা হয়ে থাকে যেমনঃ- সাধারণ জ্ঞান, গণিত, বিজ্ঞান, ধর্মীয়, রাজনীতি, ধেলাধুলা ইত্যাদি সহ আরও অন্যান্য বিষয়ে প্রশ্ন করা হয়ে থাকে। কুইজে সঠিক উত্তর দিয়ে আপনি বিকাশ, নগদ, রকেট, পেপাল ইত্যাদির মাধ্যমে পেমেন্ট উত্তোলন করতে পারেন।

যে কেউ ঘরে বসে কুইজ খেলায় অংশগ্রহণ করতে পারে। এটা ব্রেইনের খেলা। আপনি যদি নিয়মিত কুইজ খেলেন তাহলে আপনার ব্রেইন স্ট্রং হবে। যে কেউ প্রশ্নের উত্তর আপনি সহজে দিতে পারবেন। আর এটা একধরণের বিনোদনমূলক খেলা বটে। অনেক অ্যাপস রযেছে যারা ব্যবহারকারীদের কুইজ খেলে, টাকা ইনকামের সুবর্ণ সুযোগ করে দেয়। একাধিক কুইজ অ্যাপে কুইজ খেলে আপনি দৈনিক ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন।

কুইজ খেলে টাকা ইনকাম করার অ্যাপস

এই অ্যাপস গুলো আপনাকে গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে হবে। গুগল প্লে-স্টোর ব্যতীত অন্য কোন মাধ্যম থেকে অ্যাপ ডাউনলোড করা যাবে না। অ্যাপ গুলো অনেক ভূয়া হতে পারে। এজন্য অ্যাপ ডাউনলোডের পূর্বে রেটিং পয়েন্ট, রিভিউ যাচাই করবেন। রিভিউ, রেটিং পয়েন্ট ভালো হলে তবে অ্যাপ ডাউনলোড করবেন। কুইজ খেলে টাকা ইনকাম করার অ্যাপস নিম্নরুপঃ-

Daily Quiz – Earn Moneyঃ- গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে সাইন ইন করে নিবেন। এখানে সাধারণ জ্ঞান রিলেটেড প্রশ্ন করা হয়ে থাকে। প্রতিবার প্রশ্নের সঠিক উত্তর দিয়ে পয়েন্ট জিততে হবে। যখন একাউন্টে ৫ ডলার পূর্ণ তখন তা উত্তোলন করতে পারবেন। এখানে Paypal এর মাধ্যমে সরাসরি টাকা উত্তোলন করতে হবে। পরবর্তীতে আপনি সেই টাকা বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে নিতে পারবেন। তাছাড়া রেফার করেও এই অ্যাপ থেকে ইনকাম করা যায়। এই অ্যাপসের রেটিং পয়েন্ট ৪.৬, ব্যবহারকারীদের নিকট ইহা বিশ্বস্ত অ্যাপ।

আরো পড়ুনঃ- প্রতিদিন ৩০০ ৪০০ টাকা ইনকাম করুন বিকাশে পেমেন্ট নিন আজই

Quizys: Play Quiz & Earn Cashঃ- কুইজ খেলার জনপ্রিয় অ্যাপ এটি। ইহা আপনার পছন্দনীয় অ্যাপ হতে পারে। এটিও আগের মত গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে সাইন ইন করতে হবে। বিভিন্ন প্রশ্নের সঠিক উত্তর দিয়ে কয়েন জিততে হয় যেমনঃ- ইতিহাস, বিজ্ঞান, সাধারণ জ্ঞান ইত্যাদি। এখানে কুইজ খেলার পাশাপাশি এড দেখে ইনকাম করা যায়। এই অ্যাপসটি ৫ লক্ষ এর বেশি ডাউনলোড করা হয়েছে। রেটিং স্টার ৪.৩। উপার্জিত অর্থ প্রথমে Paypal এর মাধ্যমে উইড্রো করতে হবে, এর পর বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে নিতে হবে।

আরো পড়ুনঃ- গল্প লিখে টাকা আয় করার সুবর্ণ সুযোগ লুফে নিন

mCrypto: Play to Earn Cryptoঃ- এখানে কুইজ খেলার পাশাপাশি সার্ভে করে, রেফার করে ইনকাম  করা যায়। প্রতিদিন ২ -৩ ঘন্টা সময় দিলে দৈনিক ৩০০ টাকার বেশি ইনকাম করা সম্ভব। প্লে-স্টোর থেকে ইনস্টল করে একাউন্ট খুলে প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। প্রতিটি সঠিক উত্তর দিতে পারলে কয়েন জিতা যায়। তাছাড়া এই অ্যাপসে একাউন্ট খুললে বোনাস পাওয়া যায়। পেমেন্ট পেপাল এর মাধ্যমে উত্তোলন করে নগদ, বিকাশ, রকেটের মাধ্যমে নিতে হবে।

আরও অন্যান্য অ্যাপস রয়েছে সেগুলোর তালিকা দেয়া হলোঃ-

  1. PointClub
  2. Inboxdollars
  3. Big Time
  4. CashApp
  5. Mistplay
  6. Survey Junkie
  7. Rewarded Play
  8. BuzzBreak
  9. TapCash
  10. PlaySpot
  11. Gamehag
  12. Givvy
  13. Skillz

কুইজ খেলে ইনকামে শর্ত

কুইজ খেলে টাকা ইনকামের পূর্বে নিম্নোক্ত শর্ত গুলো আপনাকে মানতে হবেঃ-

  • বেসিক লেভেলের গণিত ( যোগ, বিয়োগ, গুণ, ভাগ ) জানতে হবে
  • যেকোন টপিকসের সাধারণ জ্ঞান থাকতে হবে
  • পেপাল পাশাপাশি নগদ/বিকাশ/রকেট একাউন্ট থাকতে হবে
  • মোবাইলে ইন্টারনেট সংযোগ থাকতে হবে 
প্রতিবন্ধকতাঃ- এখান থেকে খুব বেশি ইনকাম হয় না, অ্যাপস গুলো স্থায়ী নয়,  হঠাৎ কাজ বন্ধ হয়ে যেতে পারে।


নির্দেশনাঃ-  রেটিং স্কোর, রিভিউ দেখে অ্যাপ ডাউনলোড/ব্যবহার করবেন। প্রতিটি অ্যাপ নিজ দায়িত্বে ব্যবহার করতে হবে। কেননা, অ্যাপস গুলো প্রতিনিয়ত তাদের নীতিমালা পরিবর্তন করে।

কুইজ খেলে টাকা ইনকাম করার Website 

যেসকল ওয়েবসাইট থেকে কুইজ খেলে টাকা ইনকাম করা যায় আমরা এখন ঐ সকল ওয়েবসাইটের লিস্ট আপনাদের জানাব। এই সকল ওয়েবসাইটে কুইজ খেলে আপনি অনলাইন থেকে টাকা উপার্জন করতে পারেন। ওয়েবসাইট গুলো হলোঃ-

  1. Playbuzz
  2. JetPunk
  3. Bing Rewards
  4. Fun Trivia
  5. Pogo
  6. ySsense
  7. Trivia Plaza
  8. Opinion Outpost
  9. Quzelet
  10. Trivia Crack

কুইজ খেলে টাকা ইনকাম - প্রশ্নের উত্তর

১) কুইজ খেলে ইনকাম আদৌ সত্য কি  ?

উত্তরঃ- হ্যাঁ, তবে আপনি যে অ্যাপ নিয়ে কাজ করছেন ঐ অ্যাপটি বিশ্বস্ত হতে হবে।

২) কুইজ খেলায় অংশ নিতে ডিপোজিট করা লাগে  ?

উত্তরঃ- অধিকাংশ অ্যাপে ফ্রি তে কুইজ খেলা যায়। তবে কিছু অ্যাপে ডিপোজিট করা লাগতে পারে। যে সকল অ্যাপ, ওয়েবসাইটে ডিপোজিট করা লাগে ঐ সকল অ্যাপ, ওয়েবসাইট পরিহার করা উত্তম।

৩) কুইজ খেলে সরাসরি বিকাশে পেমেন্ট নেয়া যায়  ?

উত্তরঃ- বাংলাদেশী অ্যাপ, সাইট হলে সরাসরি বিকাশে পেমেন্ট নেয়া যাবে। বিদেশী অ্যাপ, সাইট হলে পেপালের মাধ্যমে উত্তোলন করতে হবে পরে বিকাশের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন।

৪) একাধিক অ্যাপ, সাইটে কুইজ খেলার সুযোগ রয়েছে  ?

উত্তরঃ- জ্বি, যেহেতু কুইজ খেলে খুব বেশি ইনকাম হয় না। তো ইনকাম বৃদ্ধির জন্য আপনি একাধিক সাইটে কুইজ খেলতে পারেন।

৫) কুইজ খেলায় বয়স কি ফ্যাক্টর  ?

উত্তরঃ- না, যেকোন বয়সের মানুষের কুইজ খেলতে পারে।

সতর্কবার্তা - কুইজ খেলে টাকা ইনকাম

অ্যাপ থেকে টাকা ইনকামের পূর্বে যে সকল সতর্কবার্তা আপনার মেনে চলা দরকার তা জানতে এই লিংকে ক্লিক করুন, এখানে ক্লিক করে আপনারা জানতে পারবেন অ্যাপ থেকে উপার্জিত অর্থ হালাল নাকি হারাম, অ্যাপ গুলো ভূয়া নাকি বাস্তব, অ্যাপ ব্যবহারে সতর্কতা জানতে পারবেন। প্রতিটি অ্যাপ নিজ দায়িত্বে ব্যবহার করুন। কেননা, অ্যাপ গুলো প্রতিনিয়ত নীতিমালা পরিবর্তন করে। সব কিছু যাচাই বাচাই করে অ্যাপ ব্যবহার করবেন। অবশ্যই অ্যাপের রেভিউ, রেটিং স্কোর দেখে নিবেন। 

লেখকের মন্তব্য

সম্মানিত পাঠকবৃন্দ এই পোস্টে আমরা কুইজ খেলে ইনকা ম সম্পর্কে বিস্তারিত বিষয় আলোচনা করেছি। আশা করি পোস্টটি পড়ে আপনারা উপকৃত হয়েছেন। এই রকম অনলাইন ইনকাম সম্পর্কিত পোস্ট আমরা প্রতিনিয়ত আমাদের সাইটে পাবলিশ করে থাকি।

এতক্ষণ ধৈর্য্য ধরে পোস্টটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আলোচনা হবে ভিন্ন কোন পোস্ট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আপনার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি, আমাদের সাথেই থাকুন। 11.10.25

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনি পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url