মোবাইল দিয়ে টাকা আয় বিকাশে পেমেন্ট app ( ১ মিনিটে জানুন )

মোবাইল দিয়ে টাকা আয় বিকাশে পেমেন্ট app সম্পর্কে জানতে চাচ্ছেন তাহলে এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। কেননা, এই প্রবন্ধে আমি আপনাদের এমন কিছু এমন অ্যাপস সম্পর্কে জানাব যেগুলো আপনি মোবাইলে ব্যবহার করতে পারবেন এবং পেমেন্ট বিকাশে তুলতে পারবেন। মোবাইল দিয়ে টাকা আয় বিকাশে পেমেন্ট app অনেক রয়েছে।

মোবাইল দিয়ে টাকা আয় বিকাশে পেমেন্ট app

যারা অলস সময় কাটাচ্ছেন তারা চাইলে এই অ্যাপস গুলোর মাধ্যমে অনলাইন থেকে ইনকাম করতে পারেন। এই অ্যাপস গুলো ব্যবহার করার জন্য প্রয়োজন একটি স্মার্টফোন এবং ইন্টারনেট। চলুন তাহলে আর দেরি না করে মোবাইল দিয়ে টাকা আয় বিকাশে পেমেন্ট app সম্পর্কে জেনে নেয়া যাক।

পোস্ট সূচিপত্রঃ- মোবাইল দিয়ে টাকা আয় বিকাশে পেমেন্ট app

ভূমিকা

বর্তমানে অনলাইন সেক্টরে প্রচুর অ্যাপস রয়েছে যে অ্যাপস গুলোর সাহায্যে আপনি সহজে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। তবে কোন অ্যাপস গুলো থেকে দ্রুত, সহজে ইনকাম শুরু হয় সেই বিষয়ে অনেকের ধারণা নেই। সুতারাং তাদের জন্য আজকের এই প্রবন্ধটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। বর্তমানে সকলের হাতে কম-বেশি স্মার্টফোন রয়েছে। এই স্মার্টফোন গুলো ব্যবহার করে বিকাশের মাধ্যমে খুবই সহজে অ্যাপস থেকে মানি উইড্রো করা যায়।

মোবাইল অ্যাপস গুলো থেকে ইনকাম করে অনেকে বিকাশের মাধ্যমে পেমেন্ট নিচ্ছে। আপনিও চাইলে এই অ্যাপস গুলো থেকে ইনকাম করতে পারেন। অনেকের মনে সন্দেহ জাগে যে, মোবাইল অ্যাপস বা মোবাইলের মাধ্যমে আদৌ ইনকাম করা যায় কিনা ? এই মোবাইল অ্যাপস গুলো চালাতে ল্যাপটপ বা পিসির প্রয়োজন হয় না। আর সবার ল্যাপটপ কেনার সামর্থ্যও নেই। আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই অ্যাপস গুলোর সাহায্যে ইনকাম করে বিকাশের মাধ্যমে পেমেন্ট নিতে পারেন।

মোবাইল দিয়ে টাকা ইনকামের জন্য যা প্রয়োজন

মোবাইল দিয়ে টাকা ইনকাম করা যায় এ কথা শুনে হয়তো আপনারা ‍গুগলে সার্চ করেছেন।  মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে কী কী প্রয়োজন তা আমাদের জানতে হবে। চলুন জেনে নেয়া যাকঃ-

  • একটি স্মার্টফোন
  • ইন্টারনেট কানেকশন
  • ব্যাংক একাউন্ট। কেননা, অনেক এপসে বিকাশের মাধ্যমে টাকা উত্তোলন করা যায় না।
  • ১ থেকে ৩ ঘন্টা সময় হাতে রাখতে হবে।

অ্যাপস থেকে টাকা ইনকাম হালাল না হারাম

ইসলাম আমাদের হালাল রুজি উপার্জন করতে কড়া নির্দেশনা দিয়েছে। হারাম থেকে বিরত থাকার হুকুম দিয়েছে। যেহেতু ইন্টারনেটের যুগ, সবাই অনলাইন থেকে অ্যাপস বা সাইটের মাধ্যমে ইনকাম করতে চায় সেক্ষেত্রে অনেকে হালাল বা হারাম এর মধ্যে পার্থক্য করতে পারে না। অ্যাপস থেকে টাকা ইনকাম হালাল হতে পারে আবার হারাম হতে পারে। আপনাদের জানতে হবে কখন হালাল হয় আর কখন হারাম হয়। চলুন জেনে নেয়া যাকঃ-

হালালঃ- যদি কোন রকম টাকা বিনিয়োগ ছাড়া বা বাজি ধরা ব্যাতীত অ্যাপস গুলো ইনকামের সুযোগ করে দেয় তাহলে তা আপনার জন্য হালাল হবে। এজন্য ফ্রি-অ্যাপস গুলো নিয়ে কাজ করতে পারেন। নিচে ফ্রি-অ্যাপসের তালিকা দিয়ে দিয়েছি। তবে এখানে ইনকামের পরিমাণ খুবই কম।

আরো পড়ুনঃ- বাংলাদেশী অ্যাপ প্রতিদিন 1000 টাকা আয় পেমেন্ট বিকাশ

হারামঃ- যদি অ্যাপস সাইন করার পর টাকা ডিপোজিট করতে বলে অথবা বাজি ধরতে বলে ঐ সকল অ্যাপস, সাইট থেকে উপার্জিত অর্থ আপনার জন্য হারাম হবে। যদি এখানে ইনকামের পরিমাণ বেশি তবে হারলে একবারে জিরো হয়ে যাবেন। অতএব এই সকল সাইট গুলো এড়িয়ে যাওয়া ভালো।

অ্যাপসের মাধ্যমে মোবাইল দিয়ে টাকা ইনকাম সত্য নাকি মিথ্যা

যেহেতু অ্যাপসের মাধ্যমে টাকা ইনকাম করতে বিশেষ কোন দক্ষতার প্রয়োজন হয় না তাই অনেক বেকার অ্যাপসের মাধ্যমে টাকা ইনকামের জন্য অনলাইনে সার্চ করে থাকে। অনলাইন সেক্টরকে হাতিয়ার বানিয়ে অনেক প্রতারক চক্র নিরীহ মানুষদের নিকট থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। সুতারাং কোন অ্যাপস রিয়েল আর কোনটি ধোঁকা ( ফ্রড ) বুঝবেন কেমনে  ? চলুন জেনে নেয়া যাকঃ-

  • কোন অ্যাপস ইনস্টল করার পূর্বে ঐ অ্যাপসের রিভিউ এবং রেটিং পয়েন্ট দেখে নিবেন।
  • ঐ অ্যাপস, সাইটের কমেন্টস গুলো পড়ে নিবেন।
  • যারা ঐ অ্যাপস,সাইট নিয়ে কাজ করছে তাদের সাথে ব্যাক্তিগত যোগাযোগ করতে পারেন ( যদি সম্ভব হয় ) ।
  • মানুষ যদি পজিটিভ রিভিউ দেয় তাহলে বিশ্বাস করতে পারেন নতুবা এড়িয়ে যেতে পারেন। যদি অ্যাপস গুলো আপনার কাছে ঝুঁকিপূর্ণ মনে হয় তাহলে বাদ দিন। 

অ্যাপস থেকে টাকা ইনকামের পূর্বে সতর্কতা অবলম্বন করুন

অনেক এপস বা সাইট রয়েছে যারা চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে মানুষের ব্রেইন ওয়াশ করে ফেলে। অনেক মানুষ সেই প্রতারণার ফান্দে পা দিয়ে সর্বনাশ ডেকে আনে। অ্র্যাপস থেকে টাকা ইনকামের পূর্বে যেভাবে আপনাকে সতর্ক হতে হবেঃ-

  • যদি অ্যাপস, সাইট গুলো আপনাকে টাকা ডিপোজিট করতে বলে অথবা বাজি ধরতে বলে ঐ সকল অ্যাপস, সাইট গুলো পরিহার করুন।
  • যদি আপনার ব্যাক্তিগত ডাটা যেমনঃ- ব্যাংক একাউন্ট নাম্বার, ক্রেডিট কার্ড ইত্যাদি চায় ঐ সকল অ্যাপস, সাইট পরিহার করুন।
  • প্লে-স্টোর ব্যতীত অন্য কোন মাধ্যম থেকে অ্যাপস ইন্সটল করবেন না।
  • অবশ্যই অ্যাপস এর রেটিং পয়েন্ট, রিভিউ, কমেন্টস বিবেচনা করা অ্যাপস ব্যবহার করবেন। পজিটিভ হলে বিশ্বাস করতে পারেন নতুবা পরিহার করুন।

মোবাইল দিয়ে টাকা আয় বিকাশে পেমেন্ট app

তাছাড়া বর্তমানে এমন কিছু অ্যাপস রয়েছে যে অ্যাপস গুলোতে কোন প্রকার টাকা বিনিয়োগ ছাড়াই ফ্রি ভাবে টাকা ইনকাম করা যায়। সুতারাং যারা বেকার আছেন অথবা অলস সময় পার করছেন তারা এই অ্যাপস গুলো ব্যবহারে ইনকাম শুরু করতে পারবেন। যারা মোবাইল দিয়ে ইনকাম বিকাশে পেমেন্ট পেতে চান তারা এই প্রবন্ধ ভালো করে পড়ুন। এখানে আমরা মোবাইল দিয়ে টাকা আয় করার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। 

আরো পড়ুনঃ- প্রতি সপ্তাহে 4000 টাকা পর্যন্ত আয় করুন ৪০টি দুর্দান্ত উপায়ে

এই অ্যাপস গুলো থেকে টাকা ইনকাম করতে হলে আপনাকে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে অ্যাকাউন্ট খুলে সাইন ইন করতে হবে। অনলাইন থেকে আয় করার জন্য জনপ্রিয় অনেক অ্যাপস রয়েছে। যে অ্যাপস গুলোর সাহায্যে সহজে ইনকাম করে বিকাশের মাধ্যমে পেমেন্ট নেয়া যাবে।  মোবাইল দিয়ে টাকা আয় বিকাশে পেমেন্ট app গুলো নিম্নরুপঃ-

Winzo Game Appঃ- ইহা একটি গেমিং অ্যাপ। ইহা গেম খেলার একটি প্লাটফর্ম। যারা গেম খেলতে পছন্দ করেন অথবা গেম খেলে টাকা ইনকাম করার কথা ভাবছেন তাদের জন্য এই অ্যাপসটি সেরা হতে পারে। এখানে গেম খেলে টাকা ইনকাম করে বিকাশের মাধ্যমে আপনি পেমেন্ট নিতে পারবেন। গুগল প্লে-স্টোর থেকে ইনস্টল করে সাইন ইন করে নিবেন। অ্যাপসটি সাইন ইন করলেই টাকা পাওয়া যাবে।

Web Pay Appঃ- মোবাইল দিয়ে টাকা ইনকাম করার আরও একটি জনপ্রিয় অ্যাপস হলো এটা। এই অ্যাপসে প্রবেশ করার পর কয়েক ধরণের কাজ পাওয়া যায় যেমনঃ- Web Task, Video Task, Link Task, Admob Task etc. এই কাজ গুলো কমপ্লিট করে আপনি প্রতি মাসে পেমেন্ট উত্তোলন করতে পারবেন। তবে আপনার একাউন্টে নিদিৃষ্ট পরিমাণ পেমেন্ট জড়ো হতে হবে। এজন্য আপনাকে প্রতিদিন কাজ করে যেতে হবে।

Dream 11 Appঃ- ইহা ভারতের একটি জনপ্রিয় অ্যাপস। আন্তর্জাতিক যে সকল টুর্নামেন্ট লাইভ ম্যাচ হয়ে থাকে যেমনঃ- ক্রিকেট, ফুটবল, হকি ইত্যাদি এখানে একটি ভার্চুয়াল দল তৈরি করা হয় এবং পছন্দ মতো খেলোয়ার সিলেক্ট করা হয়। আপনার বাছাইকৃত দল বা খেলোয়ার কেমন পারফম্যান্স করতে পারে তার উপর ভিত্তি করে পয়েন্ট নির্ধারণ করা হয়। পরবর্তীতে এই পয়েন্ট কে টাকা বা ভারতীয় মুদ্রা রুপিতে কনভার্ট করা হয়। আপনি এই টাকা থার্ড পার্টির মাধ্যমে বিকাশে নিতে পারেন।

আরো পড়ুনঃ- মাসে ৩০ হাজার টাকা আয় করার ৩০টি সেরা উপায়

MPL Appঃ- গেম খেলে টাকা ইনকাম করার আরও একটি জনপ্রিয় অ্যাপস হলো MPL. বিশ্বের বহু দেশের মানুষ এই অ্যাপসটি ব্যবহার করছে। এখানে মূলত গেম খেলে টাকা ইনকাম করতে হয়। গুগল প্লে-স্টোর থেকে এই অ্যাপসটি ইনস্টল করতে হবে।

এখানে মূলত নিজ একাউন্টে টাকা ইনভেস্ট করে অন্যদের সাথে গেম খেলতে হয়। এটা এক ধরণের জুয়ার মতো, যা ইসলামিক দৃষ্টিতে হারাম। এছাড়া আপনি অন্যান্যদের সাথে বাজি ধরতে পারেন। এখানে বিভিন্ন ধরণের গেমস রয়েছে যেমনঃ- লুডু খেলা, বাস্কেটবল, বাবুল গেম ইত্যাদি। আপনি জিতলে সেই টাকা পেপাল, Paytm,  ব্যাংক একাউন্ট এর মাধ্যমে নিতে পারেন। বাংলাদেশ থেকে বিকাশে পেমেন্ট নেয়ার সুযোগ আছে।

Telegram appঃ- এই অ্যাপে টাকা ইনকাম করার বিভিন্ন মাধ্যম রয়েছে। এই অ্যাপ থেকে প্রচুর ইনকাম সম্ভব হয়। এখন বিজ্ঞাপন দেখে টাকা ইনকাম করার অপশন চালু হয়েছে। উপার্জিত ইনকাম বিকাশের মাধ্যমে নেয়া সম্ভব। আপনি এই অ্যাপে এড দেখিয়ে বা এড দিয়ে অর্থ উপার্জন করতে পারবেন।

Taka Income pro Appঃ- এই অ্যাপস মাল্টি-টাস্ক যেমনঃ- কুইজ/গেম খেলে, সার্ভে কাজ কমপ্লিট করে টাকা ইনকাম করে বিকাশে পেমেন্ট নেয়া যায়। গুগল প্লে-স্টোর থেকে এই অ্যাপসটি ইনস্টল করতে হবে। ইহা বাংলাদেশী অ্যাপ। শুধু বিকাশ নয়, নগদ ও মোবাইল রিচার্জ এর মাধ্যমে টাকা উত্তোলনের সুযোগ আছে। যারা প্রতিদিন ৫০/১০০ টাকা ইনকাম করতে চান তারা এই অ্যাপস ব্যবহার করতে পারেন।

Taka Income Appঃ- যারা বেশি টাকা ইনকাম করতে চান তাদের জন্য এই অ্যাপসটি সেরা হতে পারে। এখানে গেম খেলে, কুইজ খেলে পয়েন্ট অর্জন করতে হয়। নিদিৃষ্ট পরিমাণ পয়েন্ট আপনার একাউন্টে জড়ো হলে তা আপনি নগদ টাকায় রুপান্তর করে বিকাশ, নগদ, মোবাইল রিচার্জ এর মাধ্যমে উত্তোলন করতে পারেন। এটিও বাংলাদেশী অ্যাপ।

Daraz Appঃ-  ইহা বাংলাদেশী ই-কমার্স অ্যাপ। এখানে মূলত কাজটা হচ্ছে দারাজের প্রোডাক্টের প্রমোশন চালিয়ে ইনকাম করতে হয়। নিয়ম হলোঃ- আপনি দারাজের যে লিংকটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইটে শেয়ার করেছেন ঐ লিংকে ক্লিক করে কেউ দারাজের প্রোডাক্ট ক্রয় করলে বিনিময়ে আপনি নিদিৃষ্ট পরিমাণে কমিশন পাবেন। এটাকে বলা অ্যাফিলিয়েট মার্কেটিং। এই অ্যাপস গুলোর কিছু নীতিমালা রয়েছে। সেগুলো পড়ে নিয়ে কাজ শুরু করবেন।

Pocket Money Appঃ- এই অ্যাপসে বিভিন্ন ধরণের কাজ রয়েছে যে কাজ গুলো করার মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন। এখানে মূলত এড দেখে ইনকাম করতে হয়। নিয়মিত কাজ করলে এখান থেকে ভালো টাকা উপার্জন করা সম্ভব হবে। তবে এখানে যে এড গুলো আপনার সামনে আসবে সেখানে ক্লিক করবেন না। নতুবা একাউন্ট ব্যান হয়ে যাবে। এখানে কাজের বিনিময়ে আপনার একাউন্টে পয়েন্ট যুক্ত হবে। অ্যাপসটি ব্যবহার করার জন্য Super VPN চালু করলে ভালো হয়। নিদিৃষ্ট পরিমাণ পয়েন্ট আপনার একাউন্টে জড়ো হলো বিকাশের মাধ্যমে উত্তোলন করতে পারবেন।

ySense Appঃ- অনলাইন থেকে টাকা ইনকামের জন্য এই অ্যাপসটি অনেক জনপ্রিয়। ইহা প্লে-স্টোর থেকে ডাউনলোড করে ছোট ছোট কাজ করে ইনকাম শুরু করতে পারেন যেমনঃ- সার্ভে, কুইজ, রেফারেল প্রোগ্রাম ইত্যাদি। অন্য বন্ধুদের নিকট অ্যাপসটি রেফার করেও টাকা ইনকাম করতে পারেন। পেপাল, অ্যামাজন গিফট কার্ডের মাধ্যমে এই টাকা উত্তোলন করতে পারেন।

Toloka Appঃ- এই অ্যাপসে কমেন্টস করে, সার্ভে করে, ছবি চেক করে টাকা ইনকাম করা যায়। এপসটি অন্যদের রেফার করেও বোনাস পাওয়া যায়। উপার্জিত টাকা পেপাল, পেওনিয়ার এর মাধ্যমে উত্তোলনের সুযোগ রয়েছে।

Earn Easy appঃ- বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এই অ্যাপসটি ব্যবহার করে আসছে। এই এপসটি সাইন ইন করলে ৫০ টাকা পর্যন্ত বোনাস পাওয়া যায়। এখানে ছোট ছোট কাজ করে, ভিডিও দেখে ইনকাম করা যায়। নিয়মিত কাজ করলে প্রতিদিন আপনি এখান থেকে হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন।

mCent appঃ- এখানে বিজ্ঞাপন দেখে, রেফার করে পয়েন্ট অর্জন করতে হয়। নিদিৃষ্ট পরিমাণ পয়েন্ট আপনার একাউন্টে জড়ো হলে টাকা বিকাশের মাধ্যমে উত্তোলন করতে পারবেন।

Timebucks appঃ- এখানে পেইড সার্ভে করে, লিংক শেয়ার করে, ছোট ছোট কাজ করে অনলাইন থেকে অনেক টাকা উপার্জন করতে পারেন। এখানে বিশেষ কোন দক্ষতার প্রয়োজন নেই। এই কাজ গুলো খুবই সহজ। আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই এই কাজ আপনি করতে পারেন।

Five Surveys appঃ- এই অ্যাপস যেসকল ছোট ছোট টাস্ক রয়েছে সেই সকল কাজ গুলো করে আপনি দিনে ১ হাজার টাকার বেশিও ইনকাম করতে পারবেন। প্রতিদিন কাজের জন্য ১ ডলারের মতো পাওয়া যায়। হাতে থাকা স্মার্টফোন দিয়েই খুবই সহজে এই কাজ করা যায়।

Earn Cash appঃ- এই অ্যাপসটি এতটাই জনপ্রিয় যে, ১ মিলিয়নের বেশি মানুষ এপসটি ইনস্টল করেছে। এখানে অ্যাপ ইনস্টল, গেম/কুইজ খেলা, রেফার করা ইত্যাদি এই সমস্ত কাজ করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারেন। উপার্জিত অর্থ বিকাশের মাধ্যমে উত্তোলনের সুযোগ রয়েছে।

Earn Rewards appঃ- ইহা মূলত একটি রি-ওয়ার্ড অ্যাপ। প্লে-স্টোর থেকে অ্যাপসটি ইনস্টল করে রেজিস্ট্রেশন করতে হবে। আপনি এখান থেকে গেম খেলে, সার্ভে করে, কুইজ খেলে টাকা ইনকাম করতে পারবেন। এই টাকা পেপাল, এমাজন গিফট কার্ডের মাধ্যমে নিতে পারবেন।

Cointiply appঃ- এখানে এড দেখে, ভিডিও দেখে, গেম খেলে, সার্ভে করে, রেফার করে আপনি কয়েন অর্জন করতে পারবেন। এই কয়েন পরবর্তীতে টাকায় রুপান্তর করতে হবে। ৩৫ হাজার কয়েন অর্জন করতে পারলে ৫% বোনাস পাবেন।

Make Money Cash appঃ- টাকা ইনকামের একটি বিশ্বস্ত অ্যাপ। ছোট ছোট টাস্ক সম্পন্ন করে ইনকাম শুরু করতে পারেন। তাছাড়া রেফার করেও টাকা ইনকাম করা যায়। ৫ ডলার পূর্ণ হলেই টাকা উত্তোলন করা যায়।

Slidejoy appঃ- এই অ্যাপসে শুধু বিজ্ঞাপন দেখেই টাকা ইনকাম করতে হয়। এই অ্যাপের সাহায্যে আপনি দৈনিক ৩০০-৫০০ টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন।

মোবাইল দিয়ে টাকা ইনকাম করা যায় এমন আরও কিছু অ্যাপসঃ-

  • Swagbucks
  • CashQuizz
  • Microworkers
  • Inboxdollars
  • Picoworkers
  • PeoplePerHour
  • admob
  • Workup job
  • QuizWin

ফ্রি টাকা ইনকাম অ্যাপ

কোন প্রকার বিনিয়োগ ছাড়া ফ্রি তে টাকা ইনকাম করা যায় এমন কিছু অ্যাপস দেখে নিন। এই সব অ্যাপস থেকে টাকা ইনকাম এর পরিমাণ খুবই কম এবং এখানে সব থেকে বড় সুবিধা হলো এখানে কোন প্রকার টাকা বিনিয়োগ করতে হয় না। জিতলে ঐ টাকা উত্তোলন করা যায়। বারে বারে ট্রাই করা যায়। অনলাইনে ফ্রি- টাকা ইনকামের বিভিন্ন ধরণের অ্যাপস পাওয়া গেলেও সব ধরণের অ্যাপস থেকে টাকা বিকাশে উত্তোলন করা যায় না। এজন্য আপনাকে এমন কিছু সাইটে কাজ করতে হবে যে সাইট গুলোতে সহজে বিকাশের মাধ্যমে টাকা উত্তোলন করা যাবে। 

আবার এমন কিছু সাইট রয়েছে যেগুলো প্রতারণা করে থাকে। এজন্য আপনাকে এমন সাইটে কাজ করতে হবে যে সাইট গুলো বিশ্বস্ত। আপনি অনলাইনে যে সাইটে কাজ করতে আগ্রহী ঐ সাইটে কী কী কাজ করতে হয় তা আপনার জানা দরকার। আপনি যদি গেমস খেলতে পছন্দ করেন, তাহলে অনলাইনে ফ্রি-গেমিং অ্যাপস রয়েছে যেখানে আপনি গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন। ফ্রি-টাকা ইনকামের আরও অনেক সাইট রয়েছে যেখানে ছোট ছোট কাজ করে বিকাশের মাধ্যমে পেমেন্ট নেয়া সম্ভব। এই প্রবন্ধে আমি ফ্রি-টাকা ইনকামের অ্যাপস গুলো বর্ণনা দিব।

Work Up Jobঃ- আপনার মোবাইল অ্যাপসটি ইনস্টল করে ছোট ছোট টাস্ক কমপ্লিট করে ইনকাম শুরু করতে পারেন এবং বিকাশের মাধ্যমে পেমেন্ট উত্তোলনের সুযোগ রয়েছে। এই কাজ গুলো করে আপনি দৈনিক ৩০০/৫০০ টাকা উপার্জন করতে পারবেন। এখানে যে সকল কাজ গুলো করতে হয় যেমনঃ- ভিডিও দেখা, লাইক, কমেন্ট, শেয়ার, সাইন ইন করা, ওয়েবসাইট ভিজিট করা, সাবস্ক্রাইব করা ইত্যাদি।

Swagbucksঃ- এই অ্যাপে ছোট ছোট বিভিন্ন ধরণের কাজ করতে হয়। আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই এই কাজ করতে পারেন। উপার্জিত অর্থ বিকাশের মাধ্যমে উত্তোলন করতে পারেন। এখানে মাল্টি-টাস্কের কাজ করতে হয় যেমনঃ- সার্ভে করা, ভিডিও দেখা, গেম খেলা, এড দেখা ইত্যাদি। এখানে বিশেষ কোন দক্ষতার প্রয়োজন হয় না। ইহা বহু জনপ্রিয় একটি অ্যাপস। একাউন্টে ৫ ডলার জড়ো হলেই আপনি উত্তোলন করতে পারবেন।

Sproutgigsঃ- এটিও একটি জনপ্রিয় অ্যাপস। প্লে-স্টোর থেকে ইনস্টল করে সাইন করার পর সুবিধামতো বিভিন্ন ধরণের মাইক্রো জব কমপ্লিট করে বিকাশের মাধ্যমে পেমেন্ট উত্তোলন করা যাবে। এখানে যেসকল কাজ করতে হয় যেমনঃ- রেফারেল করে আয়, রিভিউ দেয়া, ডাটা এন্ট্রি, গ্রাফিক্স এই সকল কাজ করে অর্থ উপার্জন করা যাবে। ভালো মতো কাজ করতে পারলে দৈনিক হাজার টাকা ইনকাম করতে পারবেন।

Gigclickersঃ- বহু জনপ্রিয় একটি অ্যাপস। এই অ্যাপস থেকে ইনকাম করতে বিশেষ কোন দক্ষতার প্রয়োজন নেই। এই অ্যাপসে সার্ভে করে, গেম খেলে, ভিডিও দেখে, রেফারেল প্রোগ্রাম এর মাধ্যমে আয় করতে পারেন। যত বেশি কাজ করবেন তত বেশি উপার্জন। উপার্জিত অর্থ বিকাশের মাধ্যমে উত্তোলন করা যাবে।

Free Cashঃ- এখানেও ছোট ছোট মাল্টি টাস্ক গুলো কমপ্লিট করে টাকা ইনকাম করতে হয়। যেমনঃ- সার্ভে করা, ভিডিও দেখা, গেম খেলা, অ্যাপস ডাউনলোড করা ইত্যাদি।

Taskbucksঃ- কম সময়ে কোন অভিজ্ঞতা ছাড়া টাকা ইনকামের জন্য এই অ্যাপসটি আপনার জন্য সেরা হতে পারে। গুগল প্লে-স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করে কোন প্রকার অভিজ্ঞতা ছাড়া ছোট ছোট কাজ সম্পন্ন করে টাকা ইনকাম শুরু করে দিতে পারেন। এই অ্যাপসে কাজ হলোঃ- কুইজ খেলা, প্রি-কোডিং, অ্যাপ ইনস্টল, সার্ভে এই  সমস্ত কাজ।

pico-workersঃ- এখানে ১/২ মিনিটের মিনি টাস্ক গুলো সম্পন্ন করতে হয়। ধৈর্য্যসহকারে ছোট ছোট মাইক্রো-জব গুলো সম্পন্ন করে বিকাশের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন। যত কাজ করবেন তত বেশি ইনকাম বৃদ্ধি পাবে।

J-IT Earning programmeঃ- এটা বাংলাদেশের একটি বিশ্বস্ত অনলাইন ইনকাম সাইট। এটা আর্টিকেল লিখে পাবলিশ করতে হয়। যেখানে প্রতি আর্টিকেল প্রতি ১০ থেকে ১০০ টাকা পর্যন্ত দেয়া হয়। শুধু আর্টিকেল লেখা নয়, আর্টিকেল পড়ে/শেয়ার/রেফার করে ইনকাম করতে পারেন এবং উপার্জিত অর্থ বিকাশের মাধ্যমে উত্তোলন করতে পারবেন।

hotovaga.comঃ- এখানে মূল কাজ হলো ক্যাপচা এন্ট্রি। ইহা বাংলাদেশী একটি ইনকাম সাইট। ইহা খুবই সহজ একটি কাজ। এটা প্রায় ডাটা এন্ট্রিন মতো। এখানে এলামেলো কিছু সংখ্যক ডিজিট বা অক্ষর নিদিৃষ্ট বক্সে বসাতে হয়। এই কাজ করে আপনি বিকাশ থেকে টাকা উত্তোলন করতে পারেন।

দারাজ এবং রকমারি.কমঃ- উভয় ই-কমার্স সাইট। এখানে আপনি অ্যাফিলিয়েট মার্কটিং করে আপনি ইনকাম শুরু করতে পারেন। দারাজ হলো এমন একটি প্রতিষ্ঠান যেখানে বিভিন্ন ধরণের প্রোডাক্ট পাওয়া যায় এবং রকমারি.কম হলো বাংলাদেশের মধ্যে বিখ্যাত বই বিক্রি প্রতিষ্ঠান। আপনি দারাজ এবং রকমারি.কম এ দুটি সাইটের লিংক বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, ওয়েবসাইটে শেয়ার করবেন এবং ঐ লিংকে ক্লিক করে কেউ দারাজ বা রকমারি.কম থেকে প্রোডাক্ট ক্রয় করলে বিনিময়ে আপনি কমিশন পাবেন। এটাকে বলা অ্যাফিলিয়েট মার্কেটিং।

বিকাশ অ্যাপঃ- বাংলাদেশে বহু জনপ্রিয় একটি অ্যাপস। বিকাশ থেকে আপনি ফ্রি-টাকা ইনকাম করতে পারেন যেমনঃ- বিকাশ অ্যাপে লেনদেন করে, ফেক্সিলোড করে ইত্যাদি। বিকাশ অ্যাপ দিয়ে কাউকে একাউন্ট খুলে দিলে এখান থেকে আপনি কমিশন পাবেন।

ফ্রি-টাকা ইনকাম এর অন্যান্য অ্যাপ নিম্নরুপঃ-

  • BD Cash
  • Uber
  • Food Panda
  • Big Cash
  • Flipkart
  • Cash App
  • Swagbucks
  • Current Rewards
  • Patho
  • Tusk bucks Earn Rewards
  • Pocket Money
  • Google Opinion Rewards

সার্ভে করে টাকা ইনকাম অ্যাপ

এখানে আপনি বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে টাকা ইনকাম করতে পারেন। যেটাকে বলা হয় সার্ভে করে টাকা ইনকাম। যে সকল অ্যাপস গুলোতে সার্ভে করে টাকা ইনকাম করা যায় তা নিম্নরুপঃ-

  • Poll pay
  • Free Cash
  • Time Bucks
  • Survey Junkei
  • Gigclickers
  • Zoom Bucks

এড দেখে টাকা ইনকাম অ্যাপ

এটা এমন এক ধরণের প্লাটফর্ম যেখানে ৫/১০ সেকেন্ডের এড দেখে টাকা ইনকাম করতে হয়। যা একেবারে সহজ কাজ। যারা এড দেখে টাকা ইনকাম করতে চান তাদের জন্য এটা সেরা হতে পারে। এড দেখে টাকা ইনকাম করার অ্যাপস গুলো নিম্নরুপঃ-

  • Clixsense 
  • Paidverts
  • Slidejoy App 
  • Quick Rewards
  • Cash App
  • Prizerebel
  • AdWallet
  • JumpTask

ভিডিও দেখে টাকা ইনকাম অ্যপ

এসব ভিডিও দেখার প্লাটফর্ম গুলো ভিডিও দেখার মাধ্যমে বিকাশে পেমেন্ট করে থাকে। অনেক গুলো অ্যাপস রয়েছে ভূয়া। এসব থেকে সতর্ক থাকতে হবে। যে সকল অ্যাপস গুলোর মাধ্যমে ভিডিও দেখে টাকা ইনকাম সেগুলো নিম্নরুপঃ-

  • FusionCash
  • Vidcash
  • Clip Claps
  • Givvy Videos
  • irazoo
  • Tulona 
  • Roz Dhan

গেম খেলে টাকা ইনকামের সাইট

এখন আমি আপনাকে এমন কিছু সাইট সম্পর্কে জানাব যেখানে আপনি গেমস খেলে টাকা ইনকাম করতে পারবেন এবং তা বিকাশের মাধ্যমে উত্তোলন করতে পারবেন। এপস গুলো হলোঃ-

  • 1xbet
  • Ludo king
  • ফ্রী ফায়ার
  • পাবজি
  • Winzo

ফ্রিল্যান্সিং জব - মোবাইল দিয়ে টাকা আয়

অ্যাপ এবং সাইট ছাড়া আরও অনেক ‍উপায় রয়েছে যার মাধ্যমে আপনি অনলাইন  থেকে ইনকাম করতে পারেন এবং বিকাশে পেমেন্ট উত্তোলন করতে পারেন। যারা মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে চাচ্ছেন তারা ফ্রিল্যান্সিং এই জব গুলো করতে পারেন।

আর্টিকেল লেখাঃ- ফ্রিল্যান্সিং জগতে সব থেকে সহজ কাজ। আপনি চাইলে অন্যের সাইটে আর্টিকেল লিখে অথবা নিজে একটি ওয়েবসাইট খুলে সেখানে আর্টিকেল লিখে গুগল এডসেন্স এপ্রোভ করিয়ে নিয়ে ব্লগিং থেকে লক্ষ লক্ষ টাকা রোজগার করতে পারেন। ব্লগিং থেকে উপার্জিত অর্থ সরাসরি ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন এবং পরবর্তীতে বিকাশের মাধ্যমে সেই টাকা উত্তোলন করতে পারবেন।

অ্যাফিলিয়েট মার্কেটিংঃ- এখানে কাজ হলো কোন প্রতিষ্ঠান বা কোম্পানির প্রমোশন চালানো। অর্থ্যাৎ, ঐ প্রতিষ্ঠান বা কোম্পানির প্রোডাক্টের বিভিন্ন ধরণের লিংক সামাজিক যোগাযোগ মাধ্যম, ওয়েবসাইটে শেয়ার করবেন। আপনার শেয়ারকৃত লিংকে ক্লিক করে কেউ ঐ কোম্পানির প্রোডাক্ট ক্রয় করলে তার বিনিময়ে আপনি কমিশন পাবেন। এটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং করে উপার্জিত অর্থ আপনি বিকাশের মাধ্যমে নিতে পারবেন।

Skilled Based ফ্রিল্যান্সিংঃ- ফ্রিল্যান্সিং সেক্টর গুলোতে কাজ করে বর্তমানে অনেক বেকার যুবক আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে। ফ্রিল্যান্সিং সেক্টরে কোন একটি বিষয়ে যেমনঃ- গ্রাফিক্স ডিজাইন, SEO, ওয়েব ডিজাইন, ফেসবুক, ইউটিউব, ই-মেইল মার্কেটিং, ডাটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং ইত্যাদি দক্ষ হয়ে আপনি আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন। মার্কেটপ্লেসে কাজ করলে ব্যাংকের মাধ্যমে টাকা সংগ্রহ করতে হবে এবং মার্কেটপ্লেসের বাইরে কাজ করলে বিকাশের মাধ্যমে পেমেন্ট পাওয়া যাবে। ফ্রিল্যান্সিং সেক্টরে সহজ কাজগুলোর একটি হলো ডাটা এন্ট্রি।

মোবাইল দিয়ে টাকা ইনকামের অন্যান্য উপায়ঃ-

  • লোগো বানিয়ে
  • মাইক্রো জব সাইট থেকে
  • ফেসবুক পেজের মাধ্যমে
  • লুডু খেলে
  • ভিডিও বানিয়ে
  • ই-কমার্স ব্যবসা চালু করে

নোটিশ/সতর্কবার্তা - মোবাইল দিয়ে টাকা আয় বিকাশে পেমেন্ট app

অ্যাপসের মাধ্যমে উপার্জিত অর্থ হালাল না হারাম, অ্যাপস গুলো বাস্তব নাকি ভূয়া, অ্যাপস ব্যবহারের পূর্বে কীভাবে সতর্কতা অবলম্বন করবেন ইত্যাদি বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। মোবাইল দিয়ে টাকা আয় বিকাশে পেমেন্ট app সম্পর্কে জানতে অনেকে গুগলে সার্চ করে সেই ধারাবাহিকতায় আপনাদের ধারণা দেয়ার জন্য বিভিন্ন অ্যাপস নিয়ে আলোচনা করেছি।

প্রত্যেকটি অ্যাপস আপনারা নিজ দায়িত্বে ব্যবহার করবেন। অ্যাপস ব্যবহার করে উপকৃত হলে অথবা ক্ষতির সম্মুখীন হলে আমরা দায়ী নই।

লেখকের মন্তব্য

সম্মানিত পাঠকবৃন্দ আমরা প্রতিনিয়ত পাঠকদের সার্চকৃত টপিকস অনলাইন ইনকাম প্রায় আর্টিকেল লিখে থাকি। এই আর্টিকেল গুলো থেকে অনেকে অনলাইন ইনকাম সম্পর্কে প্রাথমিক পর্যায়ের ধারণা নিয়ে থাকে।

আশা করি এই পোস্ট পড়ে আপনি উপকৃত হয়েছেন। অনলাইন ইনকাম সংশ্লিষ্ট এরকম দিক-নির্দেশনামূলক পোস্ট পেতে আমাদের সাইটটি নিয়মিত ভিজিট করুন। আপনার সুস্থতা কামনা করে আজ এখানে শেষ করছি। 27.08.25

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনি পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url