ডিপোজিট ছাড়া গেম খেলে ইনকাম করুন এক ঝলকে
এই আর্টিকেলে আমরা ডিপোজিট ছাড়া গেম খেলে ইনকাম করার উপায় সম্পর্কে জানব। তরুণ প্রজন্মের অনেকে গেম খেলতে পছন্দ করে। গেম খেলে দিনের অধিকাংশ সময় অতিবাহিত করে। সুতারাং আপনারা যারা ডিপোজিট ছাড়া গেম খেলে ইনকাম এর কথা ভাবছেন তাদের জন্য এই প্রবন্ধটি গুরুত্বপূর্ণ হতে চলেছে।
এজন্য আপনাকে সঠিক গেমিং অ্যাপস, সাইট খুঁজে বের করতে হবে। ভূয়া অ্যাপস, সাইট থেকে দূরে থাকতে হবে। ইন্টারনেট থেকে রিসার্চ করে আমরা গেম খেলে ইনকাম করা যায় এমন কিছু অ্যাপস এবং সাইট সম্পর্কে জেনেছি যেখানে ডিপোজিট ছাড়া গেম খেলে ইনকাম করা যায়।
পোস্ট সূচিপত্রঃ- ডিপোজিট ছাড়া গেম খেলে ইনকাম
- ভূমিকা
- যেভাবে ডিপোজিট ছাড়া গেম খেলে টাকা ইনকাম করা যায়
- ডিপোজিট ছাড়া গেম খেলে ইনকাম অ্যাপস
- ডিপোজিট ছাড়া গেম খেলে টাকা ইনকাম সাইট
- ডিপোজিট ছাড়া গেম খেলে ইনকাম সম্পর্কিত প্রশ্নের উত্তর
- অ্যাপ বা সাইট ব্যবহারের পূর্বে সতর্কতা অবলম্বন করুন
- লেখকের মন্তব্য
ভূমিকা
ডিপোজিট ছাড়া গেম খেলে ইনকাম করা যায় এমন কিছু নিয়ম রয়েছে যেগুলো যথাযথভাবে অনুসরণ করে আপনি ডিপোজিট ছাড়া গেম খেলে উপার্জন করতে পারবেন। বর্তমানে অনলাইনে অনেক গেমিং প্লাটফর্ম রয়েছে। সব ধরণের গেম থেকে ইনকাম করা যায় না। গেম খেলে টাকা ইনকাম করা যায় এমন অ্যাপস, সাইট এর সংখ্যা অনলাইনে খুবই কম। অনেকে প্রতারিত হয়ে থাকেন। প্রতারিত না হয়ে কীভাবে অনলাইনে গেম খেলে টাকা ইনকাম করা যায় সে বিষয়ে এই আর্টিকেলে আলোচনা হবে।
তাছাড়া অনেক প্রতারক অনলাইনকে অর্থ হাতিয়ে নেয়ার মাধ্যম বানিয়েছে। তারা ইনকামের কথা বলে ব্যবহারকারীদের টাকা ডিপোজিট করতে বলে, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চায়। অনেকে এ ফাঁদে পা দিয়ে নিঃস্ব হয়ে গেছে। তাই সিদ্ধান্ত আপনার, আপনি যদি প্রতারিত না হয়ে সঠিক উপায়ে বিশ্বস্ত, অ্যাপস সাইট থেকে উপার্জনের কথা ভাবেন তাহলে এই আর্টিকেলটি আপনার উপকারে আসবে। কেননা, এই আর্টিকেলে আমরা অনলাইন থেকে ইনকামের উপায় এবং সতর্কতামূলত দিক-নির্দেশনা তুলে ধরেছি।
যেভাবে ডিপোজিট ছাড়া গেম খেলে টাকা ইনকাম করা যায়
বর্তমান ইন্টারনেটের এ যুগে বিভিন্ন উপায়ে ডিপোজিট ছাড়া গেম খেলে টাকা ইনকাম সহজে করা যায়। এ সমস্ত গেম খেলে আপনি একদিকে যেমন বিনোদন নিতে পারবেন অন্যদিকে টাকাও ইনকাম করতে পারবেন। এজন্য আপনাকে সঠিক নিয়ম-কানুন জানতে হবে। আপনার হাতে থাকা স্মার্টফোনে ইন্টারনেট সংযোগ থাকলেই চলবে। তাছাড়া গেমিং পিসিতে গেম আরও বেশি ভালো খেলা যায়। চলুন তাহলে গেম খেলার উপায় গুলো জেনে নেয়া যাকঃ-
- Mistplayঃ- এই অ্যাপটি ফ্রিতে ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে ছোট ছোট গেম খেলে পয়েন্ট অর্জন করতে হয়। এখানে অর্জিত পয়েন্ট ডলার হিসেবে উত্তোলন করার সুযোগ রয়েছে।
- Lucktasticঃ- এখানে কার্ড খেলে জিতলে রিওয়ার্ড দেয়া হয়। নিদিৃষ্ট পরিমাণ রি-ওয়ার্ড একাউন্টে জড়ো হলে পেপালের মাধ্যমে পেমেন্ট সংগ্রহ করার সুযোগ দেয়।
- Free Fire
- PUBG Mobile
- Ludu
এ ধরণের গেমিং টুর্নামেন্ট গুলোতে প্রায় ফ্রি তে আয়োজন করে থাকে। সেখানে জিতে সামান্য কিছু টাকা পাওয়া যায়। তবে ডিপোজিট করে গেমে অংশ নিলে জিতলে বেশি টাকা পাওয়া যায়। ডিপোজিট করে গেমে অংশ নেয়া এটা জুয়ার মতো বটে, ইসলামের দৃষ্টিতে হারাম। এজন্য ফ্রিতে গেম খেলাই ভালো।
- বিজ্ঞাপন দেখেঃ- নিয়মিত ফেসবুক, ইউটিউবে গেমিং ভিডিও আপলোড করে এড মনিটাইজেশনের মাধ্যমে বিজ্ঞাপন দেখিয়ে প্রচুর অর্থ ইনকাম করা যাচ্ছে। অনেকে এ কাজ করে মাসে হাজার হাজার ডলার ইনকাম করছে।
- স্পন্সরশিপঃ- আপনি যদি খুব ভালো গেমার হয়ে থাকেন, নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে গেমিং ভিডিও আপলোড করে যখন প্রচুর ভিউজ পাবেন, জনপ্রিয়তা যত বাড়বে তখন বিভিন্ন কোম্পানি তাদের প্রোডাক্ট বা সার্ভিস প্রোমোট করার জন্য আপনার সাথে যোগাযোগ করবে। আপনি ঐ কোম্পানির স্পন্সরশিপ এর কাজ করে টাকা ইনকাম করতে পারবেন।
গেম টেস্টার হিসেবে কাজঃ- অনলাইন বিশ্বে প্রতিনিয়ত গেমিং কোম্পানি গুলো নিত্য-নতুন গেম আবিষ্কার করছে। ব্যবহারকারীরা যেন তাদের গেম ডাউনলোড করে এবং খেলে, গেম প্রোমোটের জন্য কোম্পানিগুলো জনপ্রিয় গেমার নিয়োগ দিয়ে থাকে। তাদের ( গেমারাদের ) রিভিউ পাবলিশ করে থাকে। আপনি গেম রিভিউয়ার হিসেবে ইনকাম করতে পারেন। এজন্য আপনাকে অনলাইনে জনপ্রিয় গেমার হতে হবে।
আরো পড়ুনঃ- প্রতিদিন ৩০০ ৪০০ টাকা ইনকাম করুন বিকাশে পেমেন্ট নিন আজই
রেফার করেঃ- গেমিং অ্যাপসের লিংক অন্যদের নিকট শেয়ার করে ঐ লিংকে ক্লিক কেউ গেমিং ডাউনলোড করলে আপনি বোনাস পাবেন। একে বলে রেফার করে ইনকাম। এই সকল অ্যাপস গুলোতে গেম খেলে, গেম রেফার করে ইনকাম করা যায়।
ব্লকচেইন গেমিংঃ- এখানে গেম খেলে ক্রিপ্টো-কারেন্সি অর্জন করতে হয়। পরবর্তীতে এই ক্রিপ্টো-কারেন্সি বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন। যে সকল অ্যাপে গেম খেলে ক্রিপ্টো-কারেন্সি কয়েন অর্জন করতে হয় ঐ সকল অ্যাপ গুলো নিম্নরুপঃ-
- Wild Cash
- Kucoin
- Free cash
ডিপোজিট ছাড়া গেম খেলে ইনকাম অ্যাপস
এমন কিছু অ্যাপস রয়েছে যে অ্যাপস গুলোতে কোন প্রকার টাকা বিনিয়োগ করতে হয় না, ফ্রি ফ্রি গেম খেলে টাকা ইনকাম করা যায়। যারা বেকার বসে আসে অথবা পার্ট-টাইম জবের কথা ভাবছেন তাদের জন্য এটা উপকারী হতে পারে। এই সকল গেমিং অ্যাপস গুলোতে কাজ করে দৈনিক ৫০ থেকে ১০০ টাকা ইনকাম করা যায়। আপনি যদি একাধিক গেমিং অ্যাপস নিয়ে কাজ করেন তাহলে দৈনিক ৫০০ টাকার উপর ইনকাম করতে পারবেন। তবে এখানে পর্যাপ্ত সময় দিতে হবে। যে সকল গেমিং অ্যাপস গুলোতে ডিপোজিট ছাড়া ইনকাম করা যায় তার তালিকা নিম্নরুপঃ-
Ludo Supremeঃ- অ্যাপের নাম শুনে বুঝতে পেরেছেন যে, এখানে লুডু খেলে টাকা উপার্জন করতে হয়। মূলত এটা লুডু খেলার গেম। এখানে লুডু গেম খেলে আকর্ষণীয় পুরষ্কার জিতার সুবর্ণ সুযোগ রয়েছে এবং পেমেন্ট নগদ, বিকাশ, রকেটের মাধ্যমে উত্তোলন করা যায়। এখানে বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করা হয় যেখানে ডিপোজিট ছাড়া গেম খেলা যায়। তাছাড়া এই অ্যাপে রেফার করে, ছোট ছোট টাস্ক সম্পন্ন করে ইনকামের সুবর্ণ সুযোগ তো রয়েছে।
Chessঃ- চেজ গেম এটা অনলাইনে জনপ্রিয় এবং বুদ্ধিমত্তার গেমও বটে। এখানে বুদ্ধি খাঁটিয়ে গেম খেলতে হয়। আপনার হাতে থাকা স্মার্ট-ফোন দিয়েই আপনি এই গেম খেলতে পারেন। বড় বড় আন্তর্জাতিক পর্যায়ে এই গেমের নিয়মিত আয়োজন করা হয়ে থাকে। এই গেম খেলে প্রচুর টাকা ইনকাম করা সম্ভব। এই গেম খেলে আপনি আপনার বুদ্ধির জায়গা আরও তীক্ষ্ণ করতে পারেন।
আরো পড়ুনঃ- গল্প লিখে টাকা আয় করার সুবর্ণ সুযোগ লুফে নিন
MPL – Biggest Gaming Appঃ- ইহা ভারতীয় গেমিং প্লাটফর্ম। এখানে গেম খেলে পয়েন্ট অর্জন করতে হয়। নিদিৃষ্ট পরিমাণ পয়েন্ট একাউন্টে জড়ো হলে পরবর্তীতে পেপাল এর মাধ্যমে পেমেন্ট উত্তোলন করতে হয়। ক্রিকেট, ফুটবল, লুডো, ক্যারাম, PUBG, Free Fire সহ আরও অনেক আকর্ষণীয় গেম খেলার সুবর্ণ সুযোগ রয়েছে। এই অ্যাপটি রেফার করে, ডেইলি চ্যালেঞ্জ কমপ্লিট করে ইনকাম করা যায়।
Money Well – Games for rewardsঃ- এখানে ছোট ছোট গেম খেলতে হয় এবং পয়েন্ট অর্জন করতে হয়। ঐ পয়েন্ট গুলো পরবর্তীতে অনলাইন পেমেন্ট মেথডের মাধ্যমে ডলারে রুপান্তর করতে হয়। পরবর্তীতে নিজস্ব ব্যাংকে ট্রান্সফার করে বিকাশের মাধ্যমে উত্তোলন করা যায়। তবে এই সব অ্যাপস ফ্রি-অ্যাপস গুলো থেকে খুব বেশি ইনকাম করা যায় না। প্রচুর সময় দেয়া লাগে।
Taka Income proঃ- ইহা বাংলাদেশি গেমিং অ্যাপ। এখানে ব্যবহারকারীদের ছোট ছোট গেম খেলে টাকা ইনকামের সুযোগ করে দেয়। এই অ্যাপে ইনকাম খুব একটা বেশি হয় না। উপার্জিত অর্থ নগদ বিকাশ রকেট এর মাধ্যমে উত্তোলন করা যায়। প্লে স্টোর থেকে অ্যাপসটি ইনস্টল করে সাইন ইন করতে হবে। এরপর বিভিন্ন ধরনের গেম রয়েছে যেগুলো খেলে আপনি টাকা ইনকাম করতে পারবেন। এই গেমটি খেলতে কোন প্রকার টাকা ডিপোজিট করতে হয় না, সম্পূর্ণ বিনামূল্যে খেলা যায়। তাছাড়া এই অ্যাপটিতে রেফার করে পয়েন্ট অর্জন করা যায়, পরবর্তীতে এক্সচেঞ্জ করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট উত্তোলন করা যায়।
PlayerzPotঃ- এই অ্যাপ থেকে গেম খেলে টাকা উপার্জন করতে হলে আপনাকে দক্ষ গেমার হতে হবে। কেননা, এই অ্যাপে প্রতিনিয়ত গেমিং টুর্নামেন্টের আয়োজন করা হয়ে থাকে। এখানে উপার্জিত অর্থ সঙ্গে সঙ্গে উত্তোলন করা যায়, এটা এই অ্যাপের বিশেষায়িত। Paytm, Bank transfer এর মাধ্যমে পেমেন্ট উত্তোলন করা যায়।
Pocket7Gamesঃ- এই অ্যাপে একাধিক ক্যাজুয়াল গেম রয়েছে। এখানে জনপ্রিয় গেম হচ্ছে বোর্ড গেম, card game. যারা এ দুটি গেম খেলতে পছন্দ করেন তারা ডিপোজিট ছাড়া গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন। ফেসবুকে এই গেমটি খেলা যায়, এই অ্যাপটি ব্যবহারকারীদের রেফার করে ইনকামের সুযোগ করে। এখানে Paytm, Bank transfer এর মাধ্যমে পেমেন্ট উত্তোলনের সুযোগ রয়েছে।
Winzo Gameঃ- এটা ইন্ডিয়ান গেমিং প্ল্যাটফর্ম। যেখানে ফ্রি গেম খেলে, প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে অংশ নিয়ে আয় করা যায়। গুগলে Winzo Game এটা লিখে সার্চ করুন, একাউন্ট রেজিস্ট্রেশন করে মিনি গেম খেলে আপনাকে পয়েন্ট আর্নিং করতে হবে। নির্দিষ্ট পরিমাণ পয়েন্ট আর্নিং হলে তবেই উত্তোলন করা যাবে।
অথবা, গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে সাইন ইন করুন। ড্যাশবোর্ডে বিভিন্ন ধরনের গেম রয়েছে সেখান থেকে গেম সিলেক্ট করুন। উপার্জিত অর্থ paypal, Bkash এর মাধ্যমে ক্যাশ আউট করুন।
WinZO Goldঃ- এখানে ৮০+ গেম রয়েছে। এই অ্যাপে কার্ড খেলে, কুইজ/লুডো/ পাজল খেলে ইনকাম করা যায়। এখানে প্রতিদিনের টাক্স প্রতিদিন কমপ্লিট করতে হয়। অ্যাপটি রেজিস্ট্রেশন করলেই কয়েন জেতা যায়। Paytm এর মাধ্যমে পেমেন্ট উত্তোলন করতে হয়।
আরো পড়ুনঃ- নগদে গেম খেলে টাকা ইনকাম শুরু করুন আজই
Pocket Ludoঃ- অ্যাপটি রেজিস্ট্রেশন করলেই কয়েন জেতা যাই। এই কয়েন দিয়ে ম্যাচ খেলতে হয়। নির্দিষ্ট পরিমাণ কয়েন যখন একাউন্টে জড়ো হবে, তখন এক্সচেঞ্জ করে বিকাশের মাধ্যমে ক্যাশ আউট করা যাবে।
RummyCircleঃ- যারা কার্ড খেলতে পছন্দ করেন তাদের জন্য এই অ্যাপটি সেরা। এখানে বিভিন্ন ধরণের কার্ড খেলে অর্থ ইনকাম করা যায়। পেমেন্ট PayPal, Paytm এর মাধ্যমে উত্তোলন করা যায়।
Loco Live Trivia Quiz Gameঃ- ইহা কুইজ খেলার অ্যাপ। কুইজে সঠিক উত্তর দিয়ে কয়েন জিতা যায়। ইহা জ্ঞানভিত্তিক গেম।
Gamezyঃ- এখানে ফ্রি টুর্নামেন্টের আয়োজন করা হয়ে থাকে যেমনঃ- ক্রিকেট, ফুটবল, কাবাডি। ডিপোজিট ছাড়া গেম খেলে ইনকামের সুবর্ণ সুযোগ রয়েছে।
Hagoঃ- অনলাইনে রিসার্চ এতটুকু জানলাম এই অ্যাপসে ১০০+ গেম রয়েছে। এখানে গেমে খেলে অনেকে টাকা ইনকাম করছে। গেমগুলো হলোঃ- Ludo, Fruit Master, Snakes & Ladders, Carrom, Pool Winner, Sheep Fight, Juice Slash.
Freecashঃ- অনলাইন থেকে টাকা ইনকামের একটি কার্যকরী অ্যাপস এটি। এই অ্যাপসে প্রচুর গেম রয়েছে। তাছাড়া সার্ভে করে, রেফার করে, একাউন্ট খুলে ইনকামের সুবর্ণ সুযোগ রয়েছে। এখানে একাউন্ট খুললে বোনাস পাওয়া যায়, টাকা উত্তোলন করার প্রক্রিয়া খুবই সহজ। PayPal, Amazon গিফট কার্ডের মাধ্যমে পেমেন্ট উত্তোলন করা যাবে।
.Rewarded Playঃ- গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে হবে। এই অ্যাপের রেটিং স্কোর ৪.৪। এখানে মজার মজার প্রচুর গেম রয়েছে। গেম খেলার বিনিময়ে কিছু পয়েন্ট দেয়া হয়। এই অ্যাপে এমাজন গিফট কার্ড জিতার সুযোগ রয়েছে।
AppStationঃ- এই অ্যাপসটি ফ্রি ডাউনলোড করে ব্যবহার করা যায়। কোন প্রকার বিনিয়োগ করতে হয় না। ড্যাশবোর্ড থেকে পছন্দ মতো গেম সিলেক্ট করে খেলা যায়। যত গেম খেলবেন তত বেশি পয়েন্ট অর্জন করতে পারবেন। এই অ্যাপ থেকে Gift card, Paypal এর মাধ্যমে ক্যাশ-আউট করা যাবে।
Gamezopঃ- এখানে প্রায় ২০০+ গেম রয়েছে, এক কথায় বলা যায় জনপ্রিয় অনলাইন গেমিং প্লাটফর্ম। মোবাইলে ইন্টারনেট কানেক্ট করে খুব সহজে এই গেম গুলো খেলা যায়। গুগলে gamezop.com লিখে সার্চ করতে হবে। একাউন্ট রেজিস্ট্রেশন করে ছোট ছোট গেম খেলে সরাসরি আয় করা যায়। তাছাড়া এই প্লাটফর্মটি রেফার করে ইনকামের সুযোগ করে দেয়। উপার্জিত অর্থ Paytm এর মাধ্যমে উত্তোলন করতে হয়।
আরও অন্যান্য ফ্রি-গেমিং অ্যাপস এর তালিকাঃ-
- Mobile Legends
- mCrypto
- Brain Quiz
- 8 Ball Pool
- SkillClash
- Zupee Ludo
- Big Cash
ডিপোজিট ছাড়া গেম খেলে টাকা ইনকাম সাইট
ফ্রি অ্যাপসে গেম খেলে যেমন ইনকাম করা যায় তেমনি অনরুপভাবে কিছু ফ্রি ইনকাম সাইট রয়েছে যেখানে ডিপোজিট ছাড়া ইনকাম করা যায়। আপনি এই সকল সাইটে পর্যাপ্ত সময় দিয়ে দৈনিক ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন। ফ্রি ইনকাম সাইট গুলোর তালিকা নিম্নরুপঃ-
আরো পড়ুনঃ- অনলাইন টাইপিং জব ডেইলি পেমেন্ট জেনে নিন ( নতুন তথ্য )
- Pogo
- InboxDollars
- Play and Win
- Skillz
- Cashyy
- Daily taka
- QuizWin
- Lucky Day
- Swagbucks
- WorldWinner
- Ludo Ninja
- workup place
- Brain Battle
- Taka Income
- Big Time Cash
- Survey junkie
- workup job
ডিপোজিট ছাড়া গেম খেলে ইনকাম সম্পর্কিত প্রশ্নের উত্তর
১) গেম খেলে উচ্চ আয়ের সম্ভাবনা কেমন ?
উত্তরঃ- খুবই সীমিত। ইনকাম বাড়াতে একাধিক গেমিং অ্যাপ নিয়ে কাজ করতে পারেন।
২) গেমিং অ্যাপ গুলোর ঝুঁকি কেমন ?
উত্তরঃ- কিছু কিছু অ্যাপস রয়েছে হঠাৎ করে বন্ধ করে দেয়। ফলে একাউন্টে জড়ো হওয়া পেমেন্ট গুলো পাওয়া যায় না। এজন্য অ্যাপ গুলো রিভিউ, রেটিং স্কোর, কমেন্ট দেখে ব্যবহার করবেন।
৩) অ্যাপসের টাকা উত্তোলনের নিয়ম কী ?
উত্তরঃ- বাংলাদেশী অ্যাপ হলে নগদ, বিকাশ, রকেটের মাধ্যমে উত্তোলন করতে পারবেন। বিদেশী অ্যাপ হলে অনলাইন পেমেন্ট মেথড ( Gift card, PayPal, Paytm ) ব্যবহারের প্রযোজন হবে।
৪) গেম খেলে কত টাকা যায় ইনকাম করা যায় ?
উত্তরঃ- এটা নিদিৃষ্ট করে বলা যায় না, এটা নির্ভর করে আপনি যে অ্যাপ বা সাইটে কাজ করছেন সেটার উপর।
৫) গেম খেলে টাকা ইনকামের সত্যতা কতটুকু ?
উত্তরঃ- অনলাইনে জগতে প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি। এজন্য গেমস খেলার পূর্বে ঐ অ্যাপ, সাইটের রিভিউ, রেটিং স্কোর, কমেন্টস, নীতিমালা পড়ে নিবেন। অনলাইন গেমে কোন প্রকার টাকা বিনিয়োগ করবেন না, কেননা এটা ঝুঁকিপূর্ণ এবং ইসলামিক দৃষ্টিভঙ্গিতে হারাম। ফ্রি গেম বা ডিপোজিট ছাড়া হলে গেম খেলতে পারেন।
অ্যাপ বা সাইট ব্যবহারের পূর্বে সতর্কতা অবলম্বন করুন
অনলাইন জগতে প্রচুর ভূয়া অ্যাপস এবং সাইট রয়েছে যা মানুষকে আর্থিকভাবে ধ্বংস করে দেয়। অ্যাপস বা সাইট ব্যবহারের পূর্বে কীভাবে সতর্কতা অবলম্বন করবে ? অ্যাপস থেকে উপার্জিত অর্থ বৈধ না অবৈধ ? জানতে এই লিংকে ক্লিক করুন। অ্যাপস গুলো প্রতিবন্ধকতা সম্পর্কে জানতে এই লিংকে ক্লিক করুন।
প্রত্যেকটি অ্যাপস, সাইট নিজ দায়িত্বে ব্যবহার করুন। কেননা, চলন্ত অ্যাপস, সাইট হঠাৎ বন্ধ হয়ে যায়, অ্যাপসের নীতিমালাগুলো প্রতিনিয়ত পরিবর্তন করে। অ্যাপস ব্যবহারের পূর্বে নীতিমালাগুলো পড়ে নিন।
লেখকের মন্তব্য
অবশ্যই বাধ্যতামূলকভাবে অ্যাপস, সাইট থেকে ইনকামের পূর্বে রিভিউ, রেটিং-স্কোর, কমেন্টস যাচাই করে নিবেন।
সম্মানিত পাঠকবৃন্দ এই আর্টিকেলে আমরা ডিপোজিট ছাড়া গেম খেলে ইনকাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি পোস্টটি পড়ে আপনারা উপকৃত হয়েছেন। এই রকম তথ্যবহুল অনলাইন ইনকাম সম্পর্কিত পোস্ট আমরা প্রতিনিয়ত আমাদের সাইটে পাবলিশ করে থাকি। এতক্ষণ ধৈর্য্য ধরে পোস্টটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ।
পরবর্তীতে আলোচনা হবে অনলাইন ইনকাম সম্পর্কিত ভিন্ন কোন টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আপনার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আমাদের সাথে থাকার অনুরোধ রইল। 12.09.25
আপনি পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url