অনলাইন টাইপিং জব ডেইলি পেমেন্ট জেনে নিন ( নতুন তথ্য )
এই প্রবন্ধে অনলাইন টাইপিং জব ডেইলি পেমেন্ট সম্পর্কে আলোচনা করা হবে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন অনলাইনে টাইপিং করে ডেইলি পেমেন্ট নেয়া যায়। যারা টাইপিং করতে পছন্দ করেন তাদের জন্য এই জব খুবই সেরা হতে পারে। এই আর্টিকেলে আমরা অনলাইন টাইপিং জব ডেইলি পেমেন্ট সম্পর্কে খুঁটিনাটি আলোচনা করব।
আপনারা যারা অনলাইনে টাইপিং জব করতে চান কিন্তু কীভাবে করবেন জানেন না, তাদের দুশ্চিন্তার কোন কারণ নেই আমি অনলাইন টাইপিং জব ডেইলি পেমেন্ট বিস্তারিত আলোচনা করেছি এই আর্টিকেলে। আপনি তা অনুসরণ করে ইনকাম শুরু করতে পারেন।পোস্ট সূচিপত্রঃ- অনলাইন টাইপিং জব ডেইলি পেমেন্ট
ভূমিকা
বর্তমানে ঘরে বসে বিভিন্ন উপায়ে অনলাইনে টাকা ইনকাম করা যায় যা ইন্টারনেট পূর্ব-যুগে সম্ভব ছিল না। আপনি যদি লেখা-লেখির কাজ করতে অথবা টাইপিং সংশ্লিষ্ট যেকোন ধরণের কাজ করতে পছন্দ করেন তাহলে আজকের এই প্রবন্ধ আপনার উপকারে আসবে। এই প্রবন্ধে আমরা কীভাবে আপনি টাইপিং করে টাকা ইনকাম করবেন সে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যে আইডিয়া গুলো কাজে লাগিয়ে আপনি অনলাইন দুনিয়ায় নতুন যাত্রা শুরু করতে পারেন।
বর্তমানে অনলাইনে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, অ্যাপস, সাইট ব্যবহার করে অনলাইন থেকে নতুন দ্বার উন্মোচন হয়েছে। এখন যেভাবে মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম টাক ইনকামের জন্য ঝুঁকছে অতীতে এমনটা ছিল না। শিক্ষিত বেকার তরুণ সমাজ এই সেক্টর গুলো থেকে ভালো টাকা রোজগার করছে। অনলাইন ইনকাম সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য জানতে প্রায় গুগলে প্রতিনিয়ত সার্চ হয়ে থাকে। পাঠকবৃন্দের চাহিদার কথা মাথায় রেখে এই প্রবন্ধ তৈরি করা হচ্ছে।
আপনার যদি অনলাইনে টাইপিং দক্ষতা থাকে আপনি সেই দক্ষতাকে পুঁজি করে অনলাইন সেক্টরকে ইনকামের মাধ্যম বানাতে পারবেন। অনলাইন থেকে টাকা ইনকাম করতে আপনার প্রয়োজন একাগ্রতা, লেগে থাকার মানসিকতা, ধৈর্য্য। ঘরে বসে আপনি এই কাজ গুলো সম্পাদন করতে পারেন। আপনি যদি এই প্রবন্ধটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আপনি অনলাইন থেকে টাকা ইনকামের কৌশল, নিয়ম জানতে পারবেন।
অনলাইন টাইপিং জব
টাইপিং বলতে আমরা বুঝে থাকি কম্পিউটারের কী-বোর্ড টাইপ করাকে। এই ধরণের টাইপিং বাদে আরও অনেক ধরণের টাইপিং কাজ রয়েছে যেগুলো করে আপনি অনলাইন থেকে অর্থ উপার্জন করতে পারেন। অনলাইন দুনিয়ায় ঘরে বসে এর থেকে সহজ কাজ আর হতে পারে না। এ সকল অনলাইনে কাজ করে আপনি টাকা ইনকাম করতে পারেন। অনলাইন টাইপিং সংশ্লিষ্ট বিভিন্ন ধরণের কাজ রয়েছে যেমনঃ- অনলাইন ট্রান্সক্রিপশন জব, ডাটা এন্ট্রি টাইপিং জব, ফ্রিল্যান্স রাইটিং জব, টাইপিং জব সাইট, ব্লগিং, অনলাইন ট্রান্সলেশন জব, অনলাইন সার্ভে করা, ক্যাপচা টাইপিং জব, স্ক্রিপ্ট রাইটিং জব, কপিরাইটিং জব ইত্যাদি।
অনলাইন সার্ভে জবঃ- এখানে আপনাকে বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে আপনাকে মতামত দিতে হবে। এটাকে বলা হয় সার্ভে। সার্ভে সঠিকভাবে সম্পূর্ণ করার পর আপনার একাউন্টে কিছু টাকা জড়ো হবে। ইহা এক ধরণের কুইজের মতো। যত গুলো সঠিক উত্তর দিতে পারবেন সেই পরিমাণ টাকা আপনার একাউন্টে জড়ো হবে। তাছাড়া সার্ভে কাজ করার জন্য কিছু জনপ্রিয় সাইট রয়েছে যে সাইট গুলো সার্ভে করে আপনি ইনকাম করতে পারেন। এই সাইট গুলোতে আপনাকে ফ্রি-একাউন্ট খুলে কাজ শুরু করে দিতে হবে। সাইট গুলো হলোঃ-
- Upwork
- TranscribeMe
- Clickworker
- YSense
- Babbletype
- 2Captcha
- Fiverr.com
- Rev
কপিরাইটিং জবঃ- এখানে নিয়মিত লেখা-লেখি করে ইনকাম করার সুবর্ণ সুযোগ রয়েছে। এখানে আপনাকে একজন দক্ষ কনটেন্ট রাইটার হতে হবে। এই সেক্টরে কাজ করে প্রচুর অর্থ ইনকাম করা সম্ভব। এখানে আপনাকে এমন ধরণের শব্দ প্রয়োগ করে কনটেন্ট তৈরি করতে হবে যাতে করে গ্রাহকরা পন্য বা সেবা নিতে আকৃষ্ট হয় এবং প্রচার প্রচারণার সুবিধা হয়। এখানে কনটেন্ট লেখার মূল-উদ্দেশ্যে হচ্ছে পন্য বা সেবার প্রচার প্রসার করা এবং বিক্রি বৃদ্ধি করা, ইনগেজমেন্ট বাড়ানো।
আরো পড়ুনঃ- মোবাইল দিয়ে টাকা আয় বিকাশে পেমেন্ট app ( ১ মিনিটে জানুন )
ইহা আপনার ক্যারিয়ারের নতুন মাত্রা যোগ করবে। আপনি বড় বড় কোম্পানিতে কনটেন্ট রাইটার হিসেবে কাজ করার পাশাপাশি ফ্রিল্যান্সার হিসেবেও নতুন যাত্রা শুরু করতে পারেন। এই কাজ করে অনেক তরুণ-তরুণী তাদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে। এখানে যে ধরণের কাজ গুলো করতে হয় তা নিম্নরুপঃ-
- বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন পেজের জন্য কনটেন্ট তৈরি করা যাতে গ্রাহকরা ঐ প্রোডাক্ট বা সেবা সম্পর্কে ধারণা নিতে পারে।
- বিভিন্ন ব্রান্ড, কোম্পানি, সংগঠনের হয়ে গ্রাহকদের জানানোর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত পোস্ট পাবলিশ করা।
- এই কনটেন্ট গুলো দিয়ে ই-মেইল মার্কেটিং করা।
- গুগল এবং ফেসবুক এডস গুলোর জন্য কনটেন্ট তৈরি করা।
- বিক্রয় পরিসেবার জন্য সেলস পেজে কনটেন্ট নির্মাণ করা।
- প্রোডাক্টের বিস্তারিত বিবরণ দিয়ে product description তৈরি করা।
নিদিৃষ্ট শ্রেণীর গ্রাহকদের লক্ষ্য করে নিয়মিত কনটেন্ট তৈরি করা বা কপি করা এবং কনটেন্ট এর মান উন্নত করা যাতে গ্রাহকরা আকৃষ্ট হয়।
ট্রান্সক্রিপশন টাইপিং জবঃ- এখানে আপনাকে অডিও, ভিডিও গুলো ভালভাবে শুনে যা বুঝলেন তা লিখিত টেক্সট এ রুপান্তর করতে হবে। ইহা জনপ্রিয় অনলাইন টাইপিং জব। আপনি চাইলে খুব সহজে শুরু করতে পারেন। এখানে আপনাকে বিভিন্ন ধরণের অডিও রেকর্ডিং গুলো শুনতে হবে যেমনঃ- মিটিং, পডকাষ্ট, ইন্টারভিউ ইত্যাদি। এর পর আপনাকে রেকর্ডিং করা বিষয় গুলো সুন্দরভাবে সাজিয়ে কম্পিউটারে টাইপ করতে হবে। এখানে আপনাকে অডিও গুলো ভালোভাবে শুনতে হবে এবং বিষয়বস্তু গুছিয়ে টাইপ করতে হবে। আপনি যেভাবে অনলাইনে ট্রান্সক্রিপশন টাইপিং জব শুরু করতে পারেনঃ-
- কম্পিউটারে টাইপিং স্কিল ভালো হতে হবে অডিও শুনে বিষয়বস্তু বুঝে তা লিপিবন্ধ করার যোগ্যতা থাকতে হবে।
- এখানে আপনাকে বাংলা, ইংরেজি, হিন্দি অর্থ্যাৎ যে ভাষা গুলো আপনি বুঝেন ঐ ভাষার বই, আর্টিকেল, মুভি গুলোর বিষয়বস্তু ট্রান্সক্রিপশন করে টাইপিং করতে হবে। ভাষা বোঝার জন্য গুগল ট্রান্সলেটের সাহায্যে নিতে পারেন।
- প্রথম আপনাকে কম পেমেন্ট পাওয়া যায় ছোট ছোট টাস্ক গুলো সম্পূর্ণ করতে হবে এবং রেটিং ভালো করতে হবে। এরপর ধীরে ধীরে আপনি বড় প্রজেক্ট গুলো নিতে কাজ শুরু করতে পারেন।
- জনপ্রিয় কিছু সাইট Upwork, Fiverr, LinkedIn এগুলোতে নিজের একটি একাউন্ট খুলে সেখানে পোর্টফোলিও তৈরি করে ক্লায়েন্টদের কাছ থেকে কাজ নিতে পারেন।
ট্রান্সক্রিপশন টাইপিং জবের বৈশিষ্ট্যঃ-
- ভবিষ্যৎতে এই কাজের চাহিদা আরও বাড়বে। বর্তমানে অনেক গবেষণা প্রতিষ্ঠান, বিভিন্ন ব্রান্ড, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এই কাজ গুলো করিয়ে নেয়।
- সহজে কাজ পাওয়া যায় যেমনঃ- TranscribeMe, GoTranscript, Re এই সাইট গুলোতে সহজে কাজ পাওয়া যায়। এখানে আপনি একাউন্ট খুলে কাজ শুরু করে দিতে পারেন।
- এখানে আপনার কাজের স্বাধীনতা রয়েছে। আপনার কাছে ইন্টারনেট, কম্পিউটার থাকলে পৃথিবীর যেকোন জায়গা থেকে এই কাজ গুলো করতে পারবেন। কত টাকা পারিশ্রমিক নিবেন এই স্বাধীনতাও আপনার।
এই কাজ গুলো করার জন্য আপনার যা প্রয়োজন হবেঃ- কম্পিউটার, ইন্টারনেট, হেডফোন, শোনার দক্ষতা, নির্ভূল টাইপিং ইত্যাদি।
ডাটা এন্ট্রি টাইপিং জবঃ- এটাকে ডিজিটাল ফাইলিং জবও বলা হয়। এখানে আপনাকে বিভিন্ন ধরণের ফাইল বা পেপার থেকে তথ্য নিয়ে সেগুলোকে সুন্দর করে নিজ অনলাইন ক্লাউড স্টোরেজ টুল বা ল্যাপটপ বা কম্পিউটারে এন্ট্রি করতে হবে। এখানে আপনার প্রয়োজন হবে একটি সফটওয়্যারের যার মাধ্যমে আপনি ক্লাইন্ট এর তথ্য সুন্দর করে নিজ কম্পিউটারে এন্ট্রি করতে পারেন। যেভাবে এই কাজ গুলো করা যায়ঃ-
- এখানে আপনাকে বিভিন্ন পেপার বা ইমেজের তথ্য গুলো অনুধাবণ করার ক্ষমতা থাকতে হবে। এরপর সেগুলো এডিটিং টুলস বা কম্পিউটার সফটওয়্যার গুলোতে এন্ট্রি করতে হবে। যে বিষয়বস্তু গুলো এন্ট্রি করতে হবে তা হতে পারে বিভিন্ন প্রতিষ্ঠানের দৈনিক গুরুত্বপূর্ণ কাজের হিস্টরি, ব্যাক্তি বা প্রতিষ্ঠানের বায়োডাটা, নাম, নাম্বার, ঠিকানা ইত্যাদি। যেখানে এই কাজ গুলো পাওয়া যায়ঃ- গুগলে অনলাইনে ডাটা এন্ট্রি লিখে সার্চ করতে হবে।
- এখানে বিভিন্ন ধরণের ডাটা এন্ট্রি জব অফার করা হয়ে থাকে। Fiverr, upwork, toptal আন্তর্জাতিক প্লাটফর্ম গুলোতে এই কাজ গুলো করলে বেশি টাকা ইনকাম করা সম্ভব। এই কাজ গুলো অত্যন্ত সর্তকতার সাথে করতে হবে যাতে কোন প্রকার ভূল যেন না হয়। টাইপিং স্কিল বাড়াতে হবে। ভূল হলে ক্লায়েন্ট অসন্তুষ্টু হলে কাজ হারানোর সম্ভাবনা রয়েছে।
ফ্রিল্যান্স রাইটিং জবঃ- বর্তমানে বেকার তরুণদের নিকট ফ্রিল্যান্সিং একটি জনপ্রিয় পেশা। যেকেউ এই ফ্রিল্যান্সিং করতে পারে। ফ্রিল্যান্সিং সব থেকে সহজ কাজ হলো কনটেন্ট লেখা। আপনি স্বাধীনভাবে এই কাজ করতে পারেন। নিজস্ব একটি সাইট খুলে অথবা বিভিন্ন ব্রান্ড, কোম্পানির জন্য কনটেন্ট লিখে ফ্রিল্যান্সিং রাইটিং জব শুরু করতে পারেন। নিজের চাহিদা মতো পারিশ্রমিক দাবী করতে পারবেন। আপনি যদি একজন দক্ষ কনটেন্ট রাইটার হয়ে থাকেন তাহলে তাহলে আপনার ডিমান্ড বাড়বে। ইন্টারনেট যতদিন থাকবে এই কাজের চাহিদা ততদিন থাকবে। ফ্রিল্যান্সিং রাইটিং জবের যে যে সুবিধা রয়েছেঃ-
- দিনের যেকোন সময় কাজ করা যায়। ঘরে বসে ইন্টারনেটের সাহায্যে এই কাজ গুলো করতে হয়। পুরোপুরি কাজের স্বাধীনতা রয়েছে।
- পড়াশোনার পাশাপাশি ছাড়া পার্ট-টাইম জব খুঁজছেন অথবা ফ্রিল্যান্সিং নতুন যাত্রা শুরু করতে চান তাদের জন্য কনটেন্ট রাইটিং সেরা হতে পারে। এখানে আপনি নিজে ওয়েবসাইট তৈরি করে এডসেন্স মনিটাইজ করে ইনকাম করতে পারেন অথবা অন্যের ওয়েবসাইটে চুক্তিভিত্তিক কাজ করতে পারেন।
- তাছাড়া অনলাইন মার্কেটপ্লেসে যেমনঃ- Fiverr, Upwork, LinkedIn, Freelancer.com এরকম আন্তর্জাতিক প্লাটফর্ম গুলোতে কনটেন্ট রাইটার হিসেবে যাত্রা শুরু করতে পারেন। একজন ইংরেজী ভাষার কনটেন্ট রাইটারের জনপ্রিয়তা অনেক এবং কদর বেশী। আপনি যদি লেখা-লেখীর কাজ করতে পছন্দ করেন তাহলে এটা আপনার জন্য সেরা হতে পারে। বর্তমানে বিশ্ব-ব্যাপী এই কাজের চাহিদা অনেক।
- আপনার নিজ সাইট থাকলে ইচ্ছা-স্বাধীন কনটেন্ট লেখা যায় যেমনঃ- ব্লগ পোস্ট, নিউজ, প্রোডাক্ট ডিসক্রিপশন, খেলাধূলা, পড়াশোনা নানান যাবতীয় বিষয়ে কনটেন্ট লেখা যায়।
অনলাইন ট্রান্সলেশন জবঃ- এখানে আপনাকে এক ভাষাকে অন্য ভাষায় রুপান্তর করতে হবে। যেমনঃ- ইংরেজী ভাষাকে বাংলা ভাষায় রুপান্তর। এখানে আপনি পার্ট টাইম বা ফুল টাইম জব করতে পারেন। এটা অনলাইনে ট্রান্সলেশন জব বলা হয়। এই কাজের চাহিদা রয়েছে। অনুবাদ করার সময় অরজিনাল মীনিং, ফরম্যাট, লেখার বিষয়বস্তু সব কিছু ঠিক রাখতে হবে। ইহা মূলত বিভিন্ন প্রজেক্ট, রিসার্চ পেপার,বই এগুলো ট্রান্সলেট করানো হয়ে থাকে। যেমনঃ- বাংলা অনেক লেখকের বই রয়েছে যা ইংরেজী লেখকের বই বাংলা অনুবাদ করে পাবলিশ করা হয়েছে এবং শিক্ষা-প্রতিষ্ঠানে আমাদের তা পড়ানো হয়।
টাইপিং জব সাইটঃ- অনলাইনে বড় বড় মার্কেট প্লেসে টাইপিং জব রাইটার নিয়োগ দিয়ে থাকে। এখানে বিভিন্ন টপিকস উপর কনটেন্ট লিখতে হয়। তাছাড়া বিভিন্ন ওয়েবসাইট মালিকেরা তাদের ওয়েবসাইটের জন্য টাইপিং জব রাইটার নিয়োগ দিয়ে থাকে। আপনি ঐ সকল কন্টেন্ট গুলো নিয়ে কাজ করবেন যে কনটেন্ট গুলোতে আপনার রুচি, আগ্রহ, দক্ষতা রয়েছে। এটা আপনার জন্য ভালো হবে। যে সকল সাইটে আপনি অনলাইনে টাইপিং জব করতে পারবেন তা নিম্নরপঃ-
- Rev.com এবং TranscribeMe এই সাইট গুলোতে আপনি অনলাইনে টাইপিং জব করতে পারেন। এগুলোতে সহজে কাজ পাওয়া যায়। এবং কাজের পারিশ্রমিক বেশি থাকে।
- ছোট ছোট কাজ করে Microworkers এর মতো সাইটগুলো আপনি অনলাইনে সার্চ করে পেয়ে যাবেন। যেখানে বিভিন্ন ধরনের ডাটা টাইপিং করে এন্ট্রি করতে হয়।
- Branded Surveys, Survey Junkie এই ওয়েবসাইট গুলোতে সার্ভে করে ইনকাম করতে পারেন। সার্ভে বলতে এখানে বিভিন্ন প্রশ্নের উত্তর টাইপ করে মতামত দিতে হয়।
- আপনি নিজেই একটি ব্লগার ওয়েবসাইট অথবা নিউজ পোর্টাল খুলে সেখানে আর্টিকেল পাবলিশ করে এডসেন্সের মাধ্যমে ইনকাম করতে পারেন।
- Fiver, LinkedIn, Upwork, Freelancer, PeoplePerHour, Guru ইত্যাদি এ আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম গুলোতে টাইপিং জব রিলেটেড কাজ পাওয়া যায়। শিক্ষিত তরুণেরা এ সাইডগুলোতে কাজ করে নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটাচ্ছে।
স্ক্রিপ্ট রাইটিং জবঃ- এই যে আমরা টিভির পর্দায় নাটক, পডকাষ্ট, বিজ্ঞাপন, সিনেমা, কৌতূক, অভিনয় দেখে থাকি এর পেছনে রয়েছে একটি সাজানো গোছানো স্ক্রিপ্ট। এখানে প্রতিটি ডায়ালগ নান্দনিক ভাবে লিখে থাকি স্ক্রিপ্ট রাইটারা। অভিনয় শিল্পীরা তা অভিনয় করে আমাদের দেখায়। বর্তমান সময়ে এই কাজের চাহিদা অনেক বেশি। আপনি যদি একজন সৃজনশীল ব্যাক্তি হয়ে থাকেন, আপনার যদি গভীর চিন্তা করার সক্ষমতা থাকে তাহলে আপনি স্কিপ্ট রাইটার হিসেবে কাজ শুরু করতে পারেন বর্তমানে এই কাজের অনেক কদর রয়েছে।
আরো পড়ুনঃ- মাসে ২০ হাজার টাকা আয় করার উপায়ঃ- ৩০ টি আইডিয়া
স্ক্রিপ্ট যত সুন্দরভাবে সাজানো থাকে তত সুন্দরভাবে দৃশ্যমান কনটেন্ট বা ভিডিও নির্মাণ করা সহজ হয়। আপনি যদি স্ক্রিপ্ট রাইটার হিসেবে কাজ করতে চান তাহলে ডায়ালগ বলা, সুন্দর দৃশ্য নির্মাণ, কখন কী বলতে হবে এই সবকিছু আপনাকে করতে হবে। একজন স্ক্রিপ্ট রাইটার এর কদর অনেক বেশী। ভবিষ্যৎতে এই কাজের চাহিদা আরও বাড়বে। আপনি যদি একজন ক্রিয়েটিভ ব্যাক্তিত্ব হয়ে থাকেন, আপনার লেখার মধ্যে যদি জাদুকরী কৌশল থাকে এই পেশাকে আপনি অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবেন। স্ক্রিপ্ট রাইটিং এর কাজ করে যেভাবে ইনকাম করা যায়ঃ-
ফ্রিল্যান্সিংঃ- Fiver, Upwork, Freelancer এরকম বড় বড় মার্কেট-প্লেস গুলোতে ক্লায়েন্টরা একটি নিদিৃষ্ট টপিকসের উপর আপনাকে স্ক্রিপ্ট লিখতে বলবে। ক্লায়েন্টের চাহিদা মোতাবেক আপনাকে স্ক্রিপ্ট লিখতে হবে। ক্লায়েন্ট আপনার কাজে সন্তুষ্ট হলে আপনাকে আরও কাজ অফার করবে। ভালো বেতনে এই কাজ আপনি করতে পারবেন।
ইউটিউবারদের হয়ে স্ক্রিপ্ট লেখাঃ- একজন ইউটিউবার বিভিন্ন টপিকসের উপর নান্দনিক ভিডিও তৈরি করে থাকে। এর পেছনে রয়েছে স্ক্রিপ্ট। আপনি ইউটিউব মালিকদের সাথে যোগাযোগ করে স্ক্রিপ্ট কাজ করতে পারেন। ভবিষ্যৎতে ইউটিউব চ্যানেলের জনপ্রিয়তা বাড়বে। এই কাজের চাহিদাও বাড়বে।
ব্লগিংঃ- সকল সফল ফ্রিল্যান্সারদের ক্যারিয়ারের প্রথম পছন্দ ছিল ব্লগিং। অনলাইনে এর থেকে সহজ কার আর নেই। আপনি যদি ব্লগিং থেকে ইনকাম করতে না পারেন ফ্রিল্যান্সিং জগতে অন্য কোন সেক্টর থেকে ইনকাম করতে পারবেন না। এখানে লেখা-লেখির মাধ্যমে আপনি চিন্তা, দক্ষতা, অভিজ্ঞতা অন্যের সাথে শেয়ার করতে পারবেন। এই যে আপনি আর্টিকেল পড়ছেন এটা আমার ব্লগি কনটেন্ট। আমি এখানে বিভিন্ন কনটেন্ট নিয়ে কাজ করে থাকি। আমার নিজের জ্ঞানকে প্রতিনিয়ত পাঠকদের সাথে শেয়ার করে থাকি।
এই ব্লগ সাইটে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাঠকরা ভিজিট করে আর্টিকেল গুলো পড়তে পারবে। বিভিন্ন টপিকসের উপর ব্লগ লেখা যায় যেমনঃ- খেলাধূলা, বিজ্ঞান, ধর্মীয়, টিউটোরিয়াল, রান্না, ফ্যাশন, নিউজ সহ আরও অন্যান্য। আপনি যে বিষয়ে লেখা-লেখি করতে পছন্দ করেন সেই বিষয়ে আপনি আর্টিকেল লিখবেন। ব্লগিং করে অনেকে লক্ষাধিক টাকা ইনকাম করছে। তরুণ-প্রজন্মের ব্লগিং প্রতি যে আগ্রহ তা অবাক করার মতো। ব্লগিং হতে পারে আপনার জন্য স্থায়ী পেশার মতো।
ইন্টারনেট ব্যবস্থা পৃথিবীতে যতদিন থাকবে ব্লগিং ততদিন থাকবে। ইহা প্যাসিভ ইনকামে নতুন দ্বার। আপনার সাইটে যদি প্রচুর ভিজিটর আসে তাহলে প্রতিদিন কাজ না করেও ঘুমিয়ে থেকেও ইনকাম করা যায়। এটাকে বলা হয় প্যাসিভ ইনকাম। দিনের পর দিন আপনি কাজ করছেন না অথচ আপনার ইনকাম হতেই আছে। এজন্য আপনার ওয়েবসাইটে প্রচুর ট্রাফিক আসতে হবে। ব্লগিং করে যেভাবে ইনকাম করা যায় তা নিম্নরুপঃ-
- এখানে ব্লগ ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখিয়ে ইনকাম করতে হয়। ইনকামের জন্য কিছু এড নেটওয়ার্ক রয়েছে যেমনঃ- এডসেন্স, এডস্ট্রা, এডমভ এরকম আরও অন্যান্য। আপনার পাঠকরা যখন আপনার সাইটে আসবে বিজ্ঞাপন দেখবে, সেখানে ক্লিক করবে তা থেকে আপনার ইনকাম হবে।
- আপনি চাইলে আপনার সাইটে বিভিন্ন কোম্পানির পন্য বা সেবার লিংক শেয়ার করতে পারেন যেখানে পাঠকরা ঐ লিংকে ক্লিক করে যখন কোম্পানির পন্য বা সেবা ক্রয় করবে তার বিনিময়ে আপনি টাকা পাবেন যেটাকে বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং।
- বিভিন্ন কোম্পানি, ব্রান্ডের সাথে চুক্তি করে তাদের পন্য বা সেবার বিষয়ে কনটেন্ট আপনার সাইটে পাবলিশ করে ইনকাম করতে পারেন।
- আপনার তৈরি বা অন্যের তৈরিকৃত কোন প্রোডাক্ট, নিজের কোন কোর্স ইত্যাদি নিজের সাইটের মাধ্যমে বিক্রি করে অনলাইন থেকে ইনকাম করতে পারেন।
ক্যাপচা টাইপিং জবঃ- যদি আপনি কোন ধরণের আর্টিকেল লিখে ইনকাম করতে আগ্রহী না হন তাহলে ক্যাপচা টাইপিং করে আপনি ইনকাম করতে পারেন। ক্যাপচা হচ্ছে এলোমেলো বিভিন্ন ডিজিট বা অক্ষর যা ওয়েবসাইটের নিদিৃষ্ট জায়গায় বসাতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে ফর্ম ফিলাপ বা একাউন্ট লগ ইন করার ক্যাপচা পূরণ করতে হয়। ক্যাপচা এই কাজ গুলো করতে আপনার স্মার্টফোন অথবা ডেক্সটপ/ল্যাপটপ, ইন্টারনেট কানেকশন থাকতে হবে। টাইপিং স্পিড বৃদ্ধি করতে হবে এবং কোন প্রকার ভূল হওয়া যাবে না। প্রয়োজনে আপনি টাইপিং কোর্স অথবা ফ্রি টেস্ট গুলো সম্পন্ন করার মাধ্যমে নিজের টাইপিং স্পিড গতিশীল করতে পারেন।
এই কাজ গুলো খুবই সহজ । যে কেউ এই কাজ গুলো করতে পারে। এই কাজ গুলো আপনি পার্ট টাইম অথবা ফুল টাইম হিসেবে গ্রহণ করতে পারেন। আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই এই কাজ করা সম্ভব। এই কাজ করে ৮/১০ হাজার টাকা ইনকাম সম্ভব। এই কাজ করতে বিশেষ কোন ডিগ্রীর প্রয়োজন হয় না। ল্যাপটপ বা পিসি থাকলে ভালো হয়। কেননা, এগুলোর মাধ্যমে আপনি দ্রুত গতিতে টাইপিং কাজ গুলো করতে পারবেন। যদি ল্যাপটপ না থাকে তাহলে ঐ স্মার্টফোন দিয়ে হবে। তবে আপনার ইন্টারনেট কানেকশন ভালো হতে হবে এবং দ্রত গতিতে টাইপিং করা আপনাকে জানতে হবে। ক্যাপচা টাইপিং করে যেভাবে ইকানকাম করা যায়ঃ-
- ক্যাপচা টাইপিং এ জব করতে বিশেষ কোন দক্ষতাুর প্রয়োজন নেই। এখানে ইনকাম নির্ভর করে টাইপিং স্পিড এবং নির্ভূলতার উপর। ঘন্টা প্রতি প্রায় $2 থেকে $5 মতো ইনকাম করা যায়।
- 2CAPTCHA, Captcha Typers, SolveCaptcha এই সাইট গুলোতে ফ্রি একাউন্ট লগ ইন করে আপনি কাজ শুরু করতে পারেন।
- এই কাজটি আপনি ঘরে বসে ইন্টারনেটের সাহায্যে করতে পারবেন। ১০০০টি ক্যাপচা পূরণ করতে পারলে প্রায় $0.5 থেকে $3 ইনকাম করতে পারেন।
অনলাইন টাইপিং জব ডেইলি পেমেন্ট ( সহজ মাধ্যম )
টাইপিং জব বলতে এটা এমন এক ধরণের কাজ কে বোঝায় যেখানে কোন নিদিৃষ্ট ডেটা বা তথ্য মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে টাইপ করতে হয়। এর বিনিময়ে টাকা ইনকাম করা হয়। অনলাইনের মাধ্যমে এই কাজ সম্পন্ন করা হয় বিধায় একে ফ্রিল্যান্সি জবও বলা হয়। কাজের ধরণ অনুযায়ী টাইপিং এর কাজ গুলো ভিন্ন ভিন্ন হয়ে থাকে। নিম্নে কিছু টাইপিং জব সম্পর্কে ধারণা দেয়া হলোঃ-
- স্ক্রিপ্ট টাইপিং
- ট্রান্সলেশন রাইটিং
- ক্যাপচা টাইপিং
- কনটেন্ট রাইটিং
- গল্প লিখা
- ফরম ফিল-আপ
- ডেটা এন্ট্রি
এই টাইপিং জব গুলো এতটাই সহজ যে, যেকেউ এই কাজ গুলো করতে পারে। বেকার যুবকদের টাকা ইনকামের নতুন দরজা বলা চলে। তাই সময় নষ্ট না করে এই কাজ গুলো একজন বেকার যুবক নিজের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে। টাইপিং গতি ভালো হলে এই কাজ গুলো করে আপনি ২০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন। এখানে ইনকাম পুরোটা নির্ভর করবে আপনার সময় এবং দক্ষতার উপর।
আরো পড়ুনঃ- ফ্রি ইনকাম সাইট ২০২৫ | ডিপোজিট ছাড়া টাকা ইনকাম করুন
প্রতি ১ হাজার শব্দ টাইপিং করার বিনিময়ে আপনি ৫০ থেকে ২০০ টাকা েইননকাম করতে পারেন। এই জন্য আপনার টাইপিং স্কিল ভালো হতে হবে। তাছাড়া আপনি আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং প্লাটফর্ম যেমনঃ-fiverr, upwork গুলোর সাথে যুক্ত হয়ে PayPal, Payoneer এর মাধ্যমে পেমেন্ট সংগ্রহ করতে পারেন। যদি বাংলাদেশী ক্লায়েন্টদের সাথে কাজ করেন তাহলে নগদ, বিকাশ, রকেটের মাধ্যমে পেমেন্ট সংগ্রহ করতে পারবেন। ক্লায়েন্টরা কতটুকু বিশ্বস্ত তা যাচাইয়ের জন্য রিভিউ দেখে নিবেন।
বাংলাদেশ অনলাইন টাইপিং জব
বাংলাদেশে ঘরে বসে টাইপিং করে টাকা ইনকাম করা যায় এটা অবাস্তব নয়। তবে এখানে আপনি যার হয়ে কাজ করবেন তার বিশ্বস্ততা যাচাই করতে হবে। এমন কিছু নির্ভরযোগ্য সাইট, ফেসবুক রয়েছে যেখান থেকে আপনি ক্লায়েন্টের কাজ গুলো সংগ্রহ করতে পারবেন এবং কাজ শেষে পেমেন্ট সংগ্রহ করতে পারবেন। আপনি যদি এই কাজ গুলো করতে আগ্রহী তাহলে ফেসবুকে ফলো দিয়ে রাখবেন, সেখানে ক্লায়েন্টের সাথে যোগাযোগ করে কাজ সংগ্রহ করতে পারবেন। এ ধরণের কাজ পাওয়া যায় এমন কিছু গ্রুপের নাম দেয়া হলোঃ-
- Freelancing & outsourcing community BD
- টাইপিং জব ও অনলাইন ইনকাম
- Freelancing typing job Bangladesh
- Online data entry jobs BD
মোবাইল দিয়ে টাইপিং জব
আপনার কাছে যদি ল্যাপটপ বা ডেক্সটপ না থাকে কোন সমস্যা নেই। ফোনে ইন্টারনেট কানেকশন করা যায় এমন স্মার্টফোন থাকলেই হবে। এই ফোন গুলো দিয়ে আমরা ইনকাম না করে অযথা সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করে থাকি। অনেকে জানেই না কীভাবে মোবাইল দিয়ে টাইপিং জব করা যায়। চলুন মোবাইল দিয়ে টাইপিং জব কীভাবে করা যায় জেনে নেয়া যাক।
এলোমেলোভাবে থাকা ডিজিট গুলো একটি ঘরে পূরণ করতে হয়। একে বলে ক্যাপচা টাইপিং। ইউটিউবে সার্চ দিলে ক্যাপচা টাইপিং সম্পর্কে তথ্য পাবেন। এই কাজ গুলো মোবাইল ফোন দিয়ে টাইপিং করে করতে হয়।
- ফর্ম পূরণ এই কাজ গুলো টাইপিং করে করতে হয়। এগুলো হাতে মোবাইলের মাধ্যমে করা যায়।
- যারা কনটেন্ট রাইটার হিসেবে কাজ করতে আগ্রহী তারা মোবাইল দিয়েও কনটেন্ট রাইটিং করতে পারবেন। ইহা আপনি নিজের বা অন্যের ওয়েবসাইটে কাজ করতে পারবেন।
- অনেক ক্লায়েন্ট Facebook, whatsapp টাইপিং জব গুলো দিয়ে থাকে। আপনি তাদের কাজ গুলো করে বিকাশের মাধ্যমে পেমেন্ট সংগ্রহ করতে পারবেন।
টাইপিং জব করার জন্য বিশ্বস্ত অ্যাপস
এমন কিছু অ্যাপস বা সাইট রয়েছে যেগুলো বিশ্বস্ত। এই কাজ গুলো অনলাইনের মাধ্যমে সম্পাদন করতে হবে। নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে আপনি টাইপিং জব গুলো বেছে নিতে পারেন। বিশ্বস্ত কিছু অ্যাপস বা সাইটের নাম দেয়া হলোঃ-
- Freelancer.com
- People per hour
- Clickworker
- Upwork
- 2captcha
- Fiverr
ইমেজ ফাইল থেকে বাংলা টাইপিং জব করে পেমেন্ট
এখানে মূলত আপনাকে ইমেজ ফাইল থেকে টাইপিং জব গুলো করতে হবে। এই কাজ গুলো আপনি অনলাইন জব বিডি, টাইপিং জব বাংলাদেশ, বাংলা টাইপিং জব এই সকল ফেসবুক গ্রুপে পাবেন। এই কাজ ২ ভাবে করা যাবেঃ-
- ১ম, এই কাজটি আপনি বই এর ছবি দেখে গুগল ডক্স বা এম এস ওয়ার্ড টাইপ করতে হবে।
- ২য়, পিডিএফ ফাইল থেকে বাংলা লেখা কপি করে তা টাইপ করতে হবে।
তাছাড়া আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং প্লাটফর্ম ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.কম এই সকল সাইট গুলোতে ক্লায়েন্টদের সাথে কাজ করতে পারেন। তাদের লোকাল জব যেমনঃ- বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং সেন্টার এগুলো টাইপিং জব পাওয়া যায়। এজন্য বাংলা, ইংরেজী উভয় শব্দ টাইপিং করার দক্ষতা থাকতে হবে। টাইপিং স্পিড ভালো হতে হবে। পাশাপাশি আপনার থাকতে হবে মাইক্রোসফট ওয়ার্ড, গুগল ডক্স, শব্দ বানানে দক্ষতা ( Spelling )। মিনিটে ২০-২৫ টি শব্দ টাইপিং করতে হবে।
টাইপিং করে প্রতিদিন কত আয় হয়
টাইপিং করে প্রতিদিন কত টাকা ইনকাম করা যাবে এটা সরাসরি বলা যাচ্ছে না। এটা নির্ভর করবে আপনি যে কোম্পানির হয়ে কাজ করছেন তার উপর। পেমেন্ট পরিমাণ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আপনি নিদিৃষ্ট সময়ে কাজ জমা দিলে বিকাশে পেমন্ট রিসিভ করতে পারবেন। তবে কত টাকা ইনকাম করা যায় সে বিষয়ে একটি ধারণা থাকলে ভালো হয় সেগুলা নিম্নরুপঃ-
- বাংলা টাইপিং করে ২০০ থেকে ৫০০ টাকা ইনকাম করা যায়।
- ফর্ম ফিলাপ করে প্রতিদিন গড়ে ১০০ থেকে ৩০০ টাকা ইনকাম করা যায়।
- সাবটাইটেল টাইপিং করে গড়ে প্রতিদিন ১০০ থেকে ৫০০ টাকা ইনকাম করা যায়।
- ইমেজ টাইপিং করে প্রতিদিন ২০০ থেকে ৫০০ টাকা ইনকাম সম্ভব।
- আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করে ১ হাজার টাকার বেশি আয় করা সম্ভব।
অনলাইনে টাইপিং জব ডেইলি পেমেন্ট সম্পর্কিত প্রশ্নের উত্তর
১) বাংলা টাইপিং জব কি? টাইপিং জব মানে কি ?
উত্তর: এখানে শব্দ গুলো ডকুমেন্টে টাইপ করতে হয়। বিনিময়ে টাকা পাওয়া যায়।
২) PDF বা ইমেজ টাইপিং বলতে কি বোঝায় ?
উত্তর: স্ক্যান করা ডকুমেন্ট গুলোকে ওয়ার্ড বা গুগল ডক্স এ টাইপ করতে হয়।
৩) ফ্রিল্যান্সিং প্লাটফর্ম ( ফাইবার, আপওয়ার্ক ) এখানে টাইপিং জব পাওয়া যায় ?
উত্তর: হ্যাঁ, এখানে আপনাকে গিগ তৈরি করতে হবে "Typing job" বা "data entry"নামে।
৪) কোন সাইট গুলোতে সহজে টাইপিং জব পাওয়া যায় ?
উত্তরঃ- Facebook group, Microworkers
৫) নতুরা কিভাবে টাইপিং জব শুরু করবে ?
উত্তরঃ- টাইপিং স্পিড বাড়াতে হবে, প্রথমে ছোট ছোট টাইপিং টাস্ক গুলো করতে হবে, রিভিউ চেক করে ক্লায়েন্টের কাজ নিবেন।
৬) কোন প্লাটফর্ম গুলো থেকে ডেইলি পেমেন্ট পাওয়া যায় ?
উত্তরঃ- লোকাল এজেন্সি, ছোট ক্লায়েন্ট তারা। পেমেন্টের বিষয়টা হচ্ছে কাজের সাথে চুক্তিভিত্তিক সম্পর্ক।
৭) মোবাইল দিয়ে টাইপিং জব করা সম্ভব ?
উত্তরঃ- জ্বি, Google docs, Microsoft word এই কাজ গুলো মোবাইল দিয়ে সম্ভব।
লেখকের মন্তব্য
সম্মানিত পাঠকবৃন্দ আমরা এই পোস্টে অনলাইন টাইপিং জব ডেইলি পেমেন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি পোস্টটি পড়ে আপনার উপকৃত হয়েছেন। এই ধরণের অনলাইন ইনকাম সম্পর্কিত পোস্ট আমরা প্রতিনিয়ত আমাদের সাইটে পাবলিশ করে থাকি।
এতক্ষণ ধৈর্য্য ধরে পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। কোন কোন বিষয়ে আর্টিকেল চাচ্ছেন ? তা কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন। পরবর্তীতে আলোচনা হবে ভিন্ন কোন পোস্ট নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। 06.09.2025
আপনি পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url