অংক করে টাকা ইনকাম করার ২৭টি অ্যাপস দেখে নিন
পোস্ট সূচিপত্রঃ- অংক করে টাকা ইনকাম
- ভূমিকা
- অংক করে টাকা ইনকাম করার অ্যাপস
- ইউটিউব/ফেসবুকে- ম্যাথ শিখিয়ে আয়
- অংক করে প্রতিদিন যেভাবে আয় করবেন
- অনলাইনে প্রাইভেট পড়িয়ে আয়
- অংক করে ইনকাম করা এমন আরো অ্যাপস
- অংক করে যেভাবে দিনে ৫০০ টাকা আয় করবেন
- অংক করে ইনকাম বিকাশে পেমেন্ট
- অংক করে টাকা ইনকামের সুবিধা
- অ্যাপস গুলোর প্রতিবন্ধকতা
- অংক করে টাকা ইনকাম - জরুরি প্রশ্নের উত্তর
- লেখকের মন্তব্য
ভূমিকা
বর্তমানে এমন কিছু অ্যাপস বা সাইট রয়েছে যে গুলো ব্যবহারকারীদের সাধারণ ক্যাটাগরির অংক করে, অংক রিলেটেড প্রশ্নের উত্তর দিয়ে ইনকাম করার সুযোগ দিয়ে থাকে। মূলত ঐ অ্যাপস বা সাইটের মালিকেরা তারা তাদের অ্যাপস, সাইটে বিজ্ঞাপন চালু রাখে ঐ বিজ্ঞাপন থেকে তারা ( অ্যাপস বা সাইটের মালিকরা ) মূলত আয় করে থাকে। এই ইনকাম থেকে অ্যাপস বা সাইট ব্যবহারকারীদের ইনকামের সুযোগ দিয়ে থাকে।
অংক করে টাকা ইনকাম এটা মূলত এক ধরণের কুইজের মতো। এখানে MCQ মতো দেয়া থাকে, ব্যবহারকারীদের সঠিক উত্তর বাছাই করতে হয়। অনলাইনে অনেক বা অ্যাপস বা ওয়েবসাইট অংক করে টাকা ইনকামের সুযোগ দিয়ে থাকে। বেসিক লেভেলের গণিত জানা থাকলে এই সকল অ্যাপসের মাধ্যমে ইনকাম করা যায়।
অংক করে টাকা ইনকাম করার অ্যাপস
এই পর্বে আমি আপনাদের এমন কিছু অ্যাপস সম্পর্কে জানাব যে অ্যাপস গুলোর সাহায্যে আপনি সহজে সাধারণ অংক করে অনলাইন থেকে টাকা ইনকাম পারবেন। এই অ্যাপস গুলোর রিভিউ এবং রেটিং পয়েন্ট অনেক ভালো। তুলনামূলকভাবে এই অ্যাপস গুলো অনেক জনপ্রিয়। চলুন তাহলে অ্যাপস গুলো সম্পর্কে জেনে নেয়া যাক।
Math Champঃ- প্রথমে গুগলে প্লে-স্টোর থেকে অ্যাপস টি ইনস্টল করে সাইন ইন করে নিতে হবে। এই অ্যাপসটি সাধারণ লেভেলের অংক করে ব্যবহারকারীদের ইনকামের সুযোগ করে দেয়। যতটুকু অংক করবেন বিনিময়ে ততটুকু পয়েন্ট দেয়া হবে। নিদিৃষ্ট পরিমাণ পয়েন্ট অর্জন করতে পারলে, সেই পয়েন্ট ডলারে রুপান্তর করে, পেপালের মাধ্যমে উত্তোলনের সুযোগ করে দেয়। মূলত পয়েন্ট হচ্ছে টাকা। প্লে-স্টোর থেকে এই অ্যাপসটি ৫ লক্ষেরও বেশি বার ইনস্টল করা হয়েছে। তাছাড়া এই অ্যাপসটি রেফার করেও ইনকামের সুযোগ রয়েছে।
Love Takaঃ- এই অ্যাপস থেকে কয়েকভাবে ইনকাম করা যায় যেমনঃ- অংক করে, ভিডিও দেখে, রেফার করে, অ্যাড দেখে, স্পিন করে ইত্যাদি। VPN চালু করে এই কাজ গুলো করতে হয়। এখানে টাকা ইনকাম করতে হলে নিদিৃষ্ট সংখ্যক পয়েন্ট অর্জন করতে হয়। পরবর্তীতে এই পয়েন্ট কে টাকায় রুপান্তর করে নগদ, বিকাশের মাধ্যমে উত্তোলন করতে পারেন। এখানে পর্যাপ্ত সময় দিলে দিনে ৩০০/৫০০ টাকা ইনকাম করা সম্ভব।
আরো পড়ুনঃ- মোবাইল দিয়ে টাকা আয় বিকাশে পেমেন্ট app ( ১ মিনিটে জানুন )
Quizysঃ- এখানে কুইজ খেলে টাকা ইনকাম করতে হয়। এই অ্যাপসে সাধারণ গণিত, সাধারণ জ্ঞান, খেলাধুলা, বিজ্ঞান ইত্যাদি সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে ইনকাম করতে হয়। সঠিক উত্তর দিতে পারলে টাকা ইনকাম করতে পারবেন। গ্রুপ আকারেও কুইজ খেলা যায়। আপনার উপার্জিত টাকা পেপাল, পেটিএম এর মাধ্যমে উত্তোলন করার সুযোগ রয়েছে। তাছাড়া বিভিন্ন দেশের পতাকার নাম সিলেক্ট করে, প্রশ্ন সত্য না মিথ্যা এই ধরনের বিনোদনমূলক কুইজ এখানে খেলা যায়।
Photomathঃ- এই অ্যাপসের মাধ্যমে অংক করে টাকা ইনকাম করতে হলে গণিতে খুব ভালো দক্ষ হতে হবে। এখানে ক্যামেরার মাধ্যমে স্ক্যান করে অংক গুলো সমাধান করা হয়ে থাকে। এই অ্যাপসে আপনি গণিত সমস্যার সমাধানকারী ( গণিতের শিক্ষক ) হিসেবে কাজ করে টাকা ইনকাম করতে পারেন।
Maths Cash - Redeem Couponsঃ- এই অ্যাপসে সব থেকে বড় সুবিধা হলো এখানে আপনি ম্যাথ শিখতে পারবেন, ম্যাথ করতে পারবেন, প্রতিটি ম্যাথ সলভ করার বিনিময়ে আপনি টাকা পাবেন। এখানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই বেসিক বিষয়ের উপর জোর দেয়া হয়েছে।
Play quiz & earn cashঃ- ইহা একটি কুইজ অ্যাপস। এখানে অংকের পাশাপাশি খেলাধুলা, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল ইত্যাদি নানান প্রশ্নের উত্তর দিয়ে ইনকাম করা যায়। কুইজ প্রশ্নের সঠিক উত্তর দিয়ে কয়েন অর্জন করতে হয়। ৩ হাজার কয়েন অর্জন করতে পারলে ₹৩০ দেয়া হয়।
Solve & Earnঃ- ইহা এমন এক ধরণের অ্যাপস যেখানে কাজ করলে আপনার ব্রেইন তীক্ষ হবে। ব্রেইনকে গতিশীল করতে এই অ্যাপসটি সেরা। এখানে বিভিন্ন মজাদার অংক করে, কুইজ খেলার সুযোগ দেয়া হয়। নিদিৃষ্ট সংখ্যক পয়েন্ট অর্জন করতে পারলে তবে তা উত্তোলনের সুযোগ দেয়া হয়।
Gautmathঃ- এই অ্যাপসে শিক্ষার্থীরা অংক করার পাশাপাশি পদার্থ, রসায়ন সহ অন্যান্য বিষয়ের জটিল প্রশ্নের সমাধান নিতে পারে। এই অ্যাপস থেকে টাকা ইনকাম করতে হলে গণিতে ভালো দক্ষ হতে হবে। বিভিন্ন জটিল প্রশ্নের সঠিক উত্তর দিয়ে এই অ্যাপস থেকে টাকা ইনকাম করা যায়।
Math2. onlineঃ- এখানে গাণিতিক বিভিন্ন সমস্যার সমাধান দিয়ে অংক করা হয়ে থাকে। এই সাইট গুলো ব্যবহার করার পূর্বে একটু সতর্ক থাকবেন। কেননা, স্ক্যাম হওয়ার ঝুঁকি রয়েছে। এই সমস্ত গাণিতিক সমস্যা সমাধান করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে হলে বিশ্বস্ত সাইট বা অ্যাপস বেছে নেয়াটা উত্তম।
আরো পড়ুনঃ- অনলাইনে ইনকাম করার ১৩টি উপায় ২০২৫ঃ ১ ক্লিকে জানুন
Jump Mathঃ- ইহা গণিত শেখার জন্য ডিজাইন করা হয়েছে। এটা কানাডা ভিত্তিক একটি অ্যাপস। এখানে শিক্ষক এবং শিক্ষার্থী উভয় তাদের গণিতের অভিজ্ঞতা শেয়ার করতে পারে। এটা একটি গণিতের প্রোগ্রাম।
Wyzantঃ- ইহা আমেরিকা ভিত্তিক একটি অ্যাপস। আপনি শিক্ষক হিসেবে কাজ করতে পারেন। এজন্য আপনাকে গনিতে খুব ভালো দক্ষ হতে হবে। শিক্ষার্থীদের বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান দিয়ে এই অ্যাপস থেকে ডলার ইনকামের সুযোগ রয়েছে।
Skooliঃ- ইহা একটি আন্তর্জাতিক শিক্ষাদানের প্লাটফর্ম। এখানে শিক্ষকতা করে অর্থ উপার্জন করতে হবে। এখানে শিক্ষকতা করতে হলে ইংরেজিতে দক্ষ হওয়ার পাশাপাশি নিদিৃষ্ট সাবজেক্টের উপর ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।
MathElfঃ- ইহা অনলাইনে গাণিতিক পাঠদানের একটি প্লাটফর্ম। এখানে শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে সরাসরি গাণিতিক সমস্যার সমাধান নিয়ে থাকে। তাই আপনি যদি গণিতে এক্সপার্ট হয়ে থাকেন, আপনি এখানে কাজ করতে পারেন এবং ইনকাম শুরু করতে পারেন।
Eduboardঃ- এটি একটি অনলাইন ভিত্তিক শিক্ষাদানের প্লাটফর্ম। এখানে গণিতের পাশাপাশি অন্যান্য সাবজেক্টের পাঠদান করানো হয়। তাই আপনি যদি শিক্ষকতা করতে চান তাহলে এই প্লাটফর্ম আপনার জন্য সেরা হতে পারে। ইহা একটি আন্তর্জাতিক প্লাটফর্ম, কোন নিদিৃষ্ট সাবজেক্টে এক্সপার্ট না হলে এখানে কাজ করা যায় না।
Studypoolঃ- এখানে আপনি একজন শিক্ষক হিসেবে কাজ করতে পারেন। এখানে আপনাকে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে কাজ করতে হলে আপনাকে জাতীয় পরিচয় পত্র, পাসপোর্ট, বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড দিয়ে আবেদন করতে হবে। নিদিৃষ্ট সাবজেক্টের উপর আপনার বিশেষ দক্ষতা থাকলে তবে আপনি এই প্লাটফর্ম থেকে ইনকাম করতে পারবেন।
Guru.comঃ- এখানে আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারবেন। আপনি গণিতে বা ইংরেজীতে দক্ষ হলে আপনার দক্ষতা প্রদর্শন করিয়ে কাজ করতে পারেন।
Brainmassঃ- ইহা একাডেমিক শিক্ষা দেয়ার একটি প্রতিষ্ঠান। এখানে আপনি ম্যাথের শিক্ষক হিসেবে কাজ করতে পারেন। শিক্ষার্থীদের গাণিতিক সমস্যার সমাধান দিয়েই এখান থেকে টাকা উপার্জন করতে পারেন।
Camblyঃ- এখানে আপনি গণিতের শিক্ষক হিসেবে কাজ করতে পারবেন। তবে আপনাকে ইংরেজী ভাষায় দক্ষ হতে হবে। ঘন্টা হিসেবে কাজ করে পেপাল এর মাধ্যমে ডলার উত্তোলন করতে পারবেন।
Chegg Tutorsঃ- এখানে গণিত, বিজ্ঞান, ইংরেজী সহ আরো অন্যান্য সাবজেক্টের শিক্ষক হিসেবে কাজ করার সুযোগ আছে। এজন্য আপনাকে নিদিৃষ্ট একটি সাবজেক্টে এক্সপার্ট হতে হবে। এখানে শিক্ষার্থীদের লাইভ ক্লাস এবং বিভিন্ন সমস্যার সমাধান দিয়ে অর্থ উপার্জন করা যায়। ঘন্টা প্রতি ডলার দেয়া হবে যা আপনি পেপাল এর মাধ্যমে উত্তোলন করতে পারবেন।
Taka Gorঃ- অ্যান্যন্য অ্যাপস এর মতো এটাও প্লে-স্টোর থেকে ইনস্টল করতে হবে। এখানে বিভিন্নভাবে টাকা ইনকাম করতে পারবেন যেমনঃ-
- স্পিন করে - ইহা আপনার ভাগ্যের উপর নির্ভর করে।
- রিঅ্যারেঞ্জ করে - এলামেলো অক্ষর গুলো সাজিয়ে শব্দ তৈরি করা।
- এড দেখে - এখানে বিভিন্ন প্রোডাক্টের বিজ্ঞাপন দেখানো হয় যা দেখে আপনি ইনকাম করতে পারবেন।
- কুইজ খেলে - এখানে জ্ঞান মূলক বিভিন্ন প্রশ্নের ( অংক, বিজ্ঞান, সাধারণ জ্ঞান ) উত্তর দিয়ে ইনকাম করার সুযোগ দেয়া হয়।
তাছাড়া গেমস খেলে, বিভিন্ন ধরণের আর্টিকেল পড়ে এখানে ইনকামের সুবর্ণ সুযোগ রয়েছে।
ইউটিউব/ফেসবুকে- ম্যাথ শিখিয়ে আয়
বর্তমানে ভিডিও দেখার জনপ্রিয় প্লাটফর্ম হলো ইউটিউব এবং ফেসবুক। আপনি এই প্লাটফর্ম গুলোতে গণিতের শিক্ষক হিসেবে কাজ করতে পারেন। এজন্য আপনাকে গণিতে এক্সপার্ট হতে হবে। কেননা, এরকম মাধ্যম গুলোতে মানুষ গণিতে কঠিন কঠিন বিষয় গুলো জানতে সার্চ করে থাকে। একজন দক্ষ গণিত শিক্ষকের অনলাইন, অফলাইনে ব্যাপক চাহিদা রয়েছে।
আরো পড়ুনঃ- মাসে ২০ হাজার টাকা আয় করার উপায়ঃ- ৩০ টি আইডিয়া
আপনি নিয়মিত অধ্যায়ভিত্তিক ভিডিও আপলোড করবেন। এতে লক্ষ লক্ষ শিক্ষার্থী উপকৃত হবে। তাদের নিকট আপনার চ্যানেল ( ইউটিউব, ফেসবুক ) ব্যাপক জনপ্রিয় হয়ে উঠবে। এরপর আপনার ইউটিউব, ফেসবুকে মনিটাইজেশন চালু করে সেখান থেকে লক্ষ লক্ষ টাকা রোজগার করতে পারেন।
অংক করে প্রতিদিন যেভাবে আয় করবেন
অনেকে অংক করে প্রতিদিন ইনকাম করার আগ্রহ প্রকাশ করে। এজন্য গণিতে এক্সপার্ট হতে হবে আপনাকে। একজন দক্ষ শিক্ষক হতে পারলে দৈনিক আয় করা কঠিন কাজ নয়। যে কেউ এই অ্যাপস গুলো ব্যবহার করে ইনকাম শুরু করে দিতে পারে। এপস গুলো হলোঃ-
- Math app
- Study pool
- Online tuition
এই অ্যাপস গুলোতে গাণিতিক সমস্যা সমাধান করে, অনলাইনে পাঠদান করিয়ে, ঘন্টা প্রতি হিসেব করে দৈনিক ৫০০ - ১০০০ টাকা পর্যন্ত আয় করা যায়।
অনলাইনে প্রাইভেট পড়িয়ে আয়
যেহেতু বর্তমান এটা ইন্টারনেটের যুগ ঘরে বসে অনলাইনে পাঠদান ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। তাই আপনি যদি টিচিং করে অর্থ উপার্জন করতে চান তাহলে অনলাইনে পাঠদান আপনার জন্য সেরা হতে পারে। দেশের এক প্রান্ত অন্য প্রান্তে বহু শিক্ষার্থী অনলাইনে পাঠদানের সাথে যুক্ত। অনলাইনে পাঠদানের মাধ্যমে সময় সাশ্রয় হয়। ঘরে বসে অনলাইনে ক্লাস করা যায়। এবং যেকোন জটিল প্রশ্নের সমাধান নেয়া যায়।
আরো পড়ুনঃ- ফ্রি ইনকাম সাইট ২০২৫ | ডিপোজিট ছাড়া টাকা ইনকাম করুন
অনলাইনে পাঠদানের জন্য আপনি জুম অ্যাপ এবং গুগল মিট ব্যবহার করতে পারেন। শুধু অংক নয়, অন্যান্য সাবজেক্টের ক্লাস নিতে পারেন। এজন্য আপনাকে ঐ সাবজেক্টে দক্ষ হতে হবে। যাতে করে শিক্ষার্থীরা উপকৃত হয়। শিক্ষার্থীরা যত উপকৃত হবে অনলাইনে আপনার জনপ্রিয়তা তত বেড়ে যাবে। সাবজেক্ট প্রতি নিদিৃষ্ট পরিমাণ ফি চার্জ করে প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকামের সুবর্ণ সুযোগ রয়েছে।
অংক করে ইনকাম করা এমন আরো অ্যাপস
অনলাইনে পাঠদান করিয়ে, গাণিতিক সমস্যার সমাধান করে ইনকাম করা যায় এমন আরো কিছু অ্যাপস সম্পর্কে আপনাদের জানানো হবে। যেগুলো আপনাদের উপকারে আসতে পারে। আপনি যদি ভালো অংক পারেন তাহলে এই অ্যাপস গুলোতে কাজ করে ইনকাম করতে পারেন। অ্যাপস গুলোর তালিকা নিম্নরুপঃ-
- Tutor.com
- unacademy
- Byju's
- Tutor me
- Tuteria
- Mathway
- Amazing talker
অংক করে যেভাবে দিনে ৫০০ টাকা আয় করবেন
গণিত করে দিনে ৫০০ টাকা ইনকাম করা যায় এমন একটি অ্যাপস এর নাম হলো Taka bdt. এখানে অংকের পাশাপাশি গেম খেলে, আর্টিকেল পড়ে ইনকাম করা যায়। প্লে-স্টোর থেকে অ্যাপসটি ইনস্টল করে জিমেইল, পাসওয়ার্ড দিয়ে অ্যাপসটি সাইন ইন করতে হবে। এখানে আপনি প্রতিটি টাস্ক সম্পন্ন করতে হবে। প্রতিটি টাস্ক সম্পন্ন করার ৬০ সেকেন্ডের মধ্যে আপনার একাউন্টে টাকা জমা হবে।
এভাবে যত বেশি টাস্ক সম্পন্ন করবেন তত বেশি ইনকাম হবে। এভাবে দিনে একটি নিদিৃষ্ট সময় পর্যন্ত সময় দিলে আশা করা যায় এই অ্যাপস থেকে আপনি ৩০০ - ৫০০ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। এখান থেকে আপনি মোবাইল রিচার্জ, নগদ, বিকাশের মাধ্যমে পেমেন্ট নিতে পারেন।
অংক করে ইনকাম বিকাশে পেমেন্ট
অংক করে ইনকাম করে বিকাশে পেমেন্ট নেয়া যায় এমন একটি অ্যাপস হলো PMA Cash. এখানে আপনাকে গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটি ইনস্টল করে সাইন ইন করে নিতে হবে। উপার্জিত টাকা আপনি বিকাশের মাধ্যমে উত্তোলন করতে পারেন। এখানে আপনি সাধারণ লেভেলের যোগ, বিয়োগ, গুণ, ভাগ করে পয়েন্ট অর্জন করতে পারেন। তাছাড়া স্পিন করে ও পয়েন্ট অর্জন করতে পারবেন।
যখন আপনার একাউন্টে ৫০ টাকা হবে তখন আপনি তা উইড্রো নিতে পারবেন। বিভিন্ন ভাবে এই টাকা উত্তোলন করা যায় যেমনঃ- নগদ, বিকাশ, পেপাল ইত্যাদি। বিকাশে পেমেন্ট নিতে হলে এই অ্যাপসে গিয়ে আপনাকে বিকাশ অপশন সিলেক্ট করে বিকাশ অপশন দিতে হবে।
অংক করে টাকা ইনকামের সুবিধা
- হাতে থাকা স্মার্ট-ফোন থাকলেই উপরোক্ত অ্যাপস গুলো ব্যবহার করা যায়। এখানে ল্যাপটপ বা ডেক্সটপের প্রয়োজন হয় না।
- প্রাইমারি লেভেলের অংক করে ইনকাম করা যায়।
- এই অ্যাপস গুলোতে অংকের পাশাপাশি ছোট ছোট টাস্ক সম্পন্ন করে ইনকামের সুবর্ণ সুযোগ রয়েছে।
- এখানে পর্যাপ্ত সময় দিতে হয়। অ্যাপস গুলো ব্যবহার করতে বিশেষ কোন দক্ষতার প্রয়োজন হয় না।
অ্যাপস গুলোর প্রতিবন্ধকতা
- এই অ্যাপস গুলো থেকে খুব বেশি ইনকাম করা যায় না।
- এই অ্যাপস গুলো স্থায়ী নয়। হঠাৎ করে অ্যাপস গুলো কাজ বন্ধ করে দিতে পারে।
- অ্যাপস ইনস্টল করার আগে রিভিউ, রেটিং পয়েন্ট দেখে নিবেন। রিভিউ যদি পজিটিভ হয়, রেটিং পয়েন্ট যদি বেশি হয় তাহলে বিশ্বাস করতে পারেন।
সুতারাং যেকোন ধরণের অ্যাপস নিজ দায়িত্বে ব্যবহার করুন।
অংক করে টাকা ইনকাম - জরুরি প্রশ্নের উত্তর
১) অংক করে দিনে ৫০০ টাকা ইনকাম করার অ্যাপসের নাম কী ?
উত্তরঃ- Taka bdt অ্যাপস। এখানে অংকের পাশাপাশি গেম খেলে, আর্টিকেল লিখেও টাকা ইনকাম করতে পারেন।
২) অংক করে বিকাশে পেমেন্ট নেয়ার অ্যাপ কোনটি ?
উত্তরঃ- PMA Cash অ্যাপ.
৩) গণিত করে কত ভাবে ইনকাম করা যায় ?
উত্তরঃ- অনলাইন টিউটোরিয়াল, ম্যাথ অ্যাপস, ফ্রিল্যান্সিং এর মাধ্যমে.
৪) কোন ধরণের অংক করে বেশি ইনকাম করা যায় ?
উত্তরঃ- Algebra, Calculus Geometry statistic এই ধরণের.
৫) অংক করে দিনে কত টাকা আয় করা যায় অনলাইনে ?
উত্তরঃ- এটা আপনার দক্ষতার এবং আপনি যে অনলাইন প্লাটফর্মে কাজ করবেন তার উপর নির্ভর করে.
৬) গণিত করে ইনকাম করতে বিশেষ কোন ডিগ্রীর প্রয়োজন আছে ?
উত্তরঃ- যদি আপনি শিক্ষক হিসেবে কাজ করতে চান তাহলে গণিতে ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে। কিছু অ্যাপস বা সাইট সম্পর্কে এই আর্টিকেলে আলোচনা করা হয়েছে যেখানে সাধারণ জ্ঞান থাকলে ঐ সকল অ্যাপস থেকে ইনকাম করা যাবে।
৭) মোবাইল দিয়ে গণিতে ইনকাম করা যায় ?
উত্তরঃ- অ্যাপস ব্যবহার করতে স্মার্টফোন হলেই যথেষ্ট। mathcash, photomath ইত্যাদি এ ধরণের অ্যাপস থেকে ইনকাম করতে পারবেন।
৮) গণিতে ভিডিও বানিয়ে ইনকাম হয় ?
উত্তরঃ- ফেসবুক, ইউটিউব চ্যানেলে গণিতের ভিডিও আপলোড করে গুগল এডসেন্স ইমপ্রুভ করে নিয়ে ইনকাম করতে পারেন। তাছাড়া কোর্স বিক্রি করেও ইনকাম করা যায়।
৯) একসাথে কয়টি প্লাটফর্মে যুক্ত হয়ে অনলাইন পাঠদানের কাজ করা যায় ?
উত্তরঃ- একাধিক.
লেখকের মন্তব্য
সম্মানিত পাঠকবৃন্দ এই আর্টিকেলে অংক করে টাকা ইনকাম সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় বিস্তারিত আলোচনা করেছি। আমরা প্রতিনিয়ত পাঠকদের অনলাইন ইনকাম সম্পর্কে ধারণা দিতে আর্টিকেল লিখে থাকি। আশা করি পোস্টটি পড়ে আপনারা উপকৃত হয়েছে।
এই রকম অনলাইন ইনকাম সংশ্লিষ্ট পোস্ট আরও পেতে আমাদের সাইটটি নিয়মিত ভিজিট করুন। আজ এ পর্যন্ত, আপনার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। 01.09.25
আপনি পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url