গল্প লিখে টাকা আয় করার সুবর্ণ সুযোগ লুফে নিন
সম্মানিত পাঠকবৃন্দ আপনি কি জানেন গল্প লিখে টাকা আয় করা যায় ? শুনে অবাক হচ্ছেন তো ! 😍😍 গল্প লিখে টাকা আয় করার উপায় জানতে অনেকে গুগলে সার্চ করে থাকে। আপনি যদি লেখা-লেখির কাজ করতে পছন্দ করেন তাহলে এই প্রবন্ধটি আপনার উপকারে আসবে। অনেকে তাদের নিজস্ব ওয়েবসাইটে গল্প-কবিতা লিখে লক্ষাধিক টাকা ইনকাম করছে। কীভাবে গল্প লিখে টাকা আয় এই প্রবন্ধে আমি আপনাদের জানাব।
আমরা অনেকে রয়েছে যারা গল্প লিখতে পছন্দ করে। কীভাবে গল্প লিখে আয় করা যায় তারা জানে না। বাংলা ইংরেজি ২ ভাষায় আপনি গল্প লিখতে পারেন। চলুন তাহলে গল্প লিখে টাকা আয় করার উপায় সম্পর্কে জেনে নেয়া যাক।
পোস্ট সূচিপত্রঃ- গল্প লিখে টাকা আয় করার উপায়
- ভূমিকা
- গল্প কি ও গল্প কত প্রকার
- গল্প লিখে টাকা ইনকাম করার মাধ্যম
- নিউজ পোর্টাল, ম্যাগজিনে গল্প লিখে আয়
- ফ্রিল্যান্সিং সাইট গুলো গল্প লিখে আয়
- ওয়েবসাইটে গল্প লিখে আয়
- স্ক্রিপট রাইটার হিসেবে
- অভিনয়, স্টেজ পারফরম্যান্স জন্য গল্প লেখা
- গল্পের ই-বুক প্রকাশ এবং বিক্রি
- গল্প বা কবিতা প্রিন্ট করা ( মগ, পোস্টার, গেঞ্জি )
- টিকটক, ফেসবুক, ইউটিউবে গল্প প্রকাশ করে ইনকাম
- অনলাইন সাবস্ক্রিপশন ও পেইড গ্রুপ
- গল্প লিখে আয় করুন বিকাশে পেমেন্ট নিন
- কবিতা লিখে বিকাশে পেমেন্ট নেয়ার উপায়
- গল্পের বই লিখে টাকা ইনকাম করুন
- ঘরে বসে লেখা-লেখি করে আয় করবেন যেভাবে
- লেখালেখির চাকরি করে ইনকাম করবেন যেভাবে
- যে সকল পত্রিকায় লেখালেখির চাকরি করা যায়
- ফেসবুকে লেখালেখি করে ইনকাম করার উপায়
- ইংরেজী গল্প লিখে টাকা আয় করার ওয়েবসাইট সম্পর্কে জেনে নিন
- গল্প লিখে টাকা আয় করার উপায় সম্পর্কিত প্রশ্নের উত্তর
- লেখকের মন্তব্য
ভূমিকা
অনেকে হাতে কাগজ, কলম পেলে আপন মনে গল্প লিখতে থাকে। যারা লেখালেখির কাজ করে তাদের সৃজনশীল বিদ্যা রয়েছে। আপনি চাইলে আপনার এই সৃজনশীল বিদ্যাকে টাকায় রুপান্তর করতে পারবেন। বর্তমান অনলাইন দুনিয়ায় প্রতিটি সেক্টরে ব্যাপক চাহিদা রয়েছে। মানুষ অবসর সময়ে গল্প পড়তে ভীষণ পছন্দ করে। অনেক ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যম গুলো তাদের লেখা গল্প প্রকাশ করে। এতে লাইক, কমেন্ট ছাড়া কিছুই হয় না। ডিজিটাল দুনিয়া কত বড় তা আপনি কল্পনাও করতে পারবেন না। গল্প লিখে অর্থ উপার্জন এটা আপনার ক্যারিয়ারের আমূল পরিবর্তন এনে দিতে পারে।
আপনি শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, গৃহিনী যাই হোন না কেন এই পেশাটি আপনার জন্য সেরা হতে পারে। আপনার লেখা গল্প গুলো অনলাইনে বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন। আপনার লেখা গল্প নিজের ওয়েবসাইট পাবলিশ করে গুগল এডসেন্স এপ্রোভ করিয়ে প্রতিমাসে ভালো পরিমাণ ট্রাফিক নিয়ে আসতে পারলে প্রতিমাসে লক্ষাধিক টাকা ইনকাম করতে পারেন। অনলাইন থেকে উপার্জিত অর্থ যখন আপনার হাতে আসবে তখন কাজের প্রতি আপনার চাহিদা আগ্রহ আরো বেড়ে যাবে।
জন্মগতভাবে প্রত্যেকটি মানুষের নিজস্ব প্রতিভা, শখ রয়েছে। কেউ বই পড়তে পছন্দ করে, কেউ ছবি তুলতে পছন্দ করে, কেউ লেখালেখি করতে পছন্দ করে। প্রত্যেকটি মানুষের জীবনে আলাদা প্রফেশনাল স্বপ্ন রয়েছে কেউ ডাক্তার হতে পছন্দ করে, কেউ প্রযুক্তিবিদ হতে পছন্দ করে, কেউ লেখক হতে পছন্দ করে। নানান কারণে আমাদের পছন্দের পেশাকে বলি/ত্যাগ দিতে হয়। লেখালেখির মানুষের মেধাকে অনন্য উচ্চতায় নিয়ে যায়। লেখার মাধ্যমে মানুষ তার নিজের প্রকৃত অবস্থান ফুটিয়ে তুলতে সক্ষম হয়।
লেখনী একটি বিশেষ প্রতিভা। যা সৃষ্টিকর্তা প্রদত্ত একটি উপহার। সবাই এই লেখালেখি করতে পারে না। সবাই লেখালেখির মাধ্যমে মুগ্ধতা ছড়াতে পারে না। এই লেখালেখির মাধ্যমে একজন লেখক পরিবার, সমাজ, রাষ্ট্রের প্রকৃত চিত্র ফুঁটিয়ে তুলতে সক্ষম হয়। এতে নিজের প্রতিভা বিকশিত হয়, সমাজের মানুষকে সচেতন করা সম্ভব হয়। গল্প লিখা এটাও একধরণের প্রতিভা, সবাই গল্প লিখতে পারে না। এ গল্প তারাই লিখতে পারে যারা সৃজনশীল জ্ঞানের অধিকারী, যাদের চিন্তার জগৎ প্রশস্ত।
লেখালেখির মাধ্যমে যুগে যুগে মানুষ মুগ্ধতা ছড়িয়ে মানুষের অন্তরে জায়াগা করে নিয়েছে। ইন্টারনেট প্রযুক্তি মানুষের লেখালেখির কাজে আমূল পরিবর্তন এনেছে। মানুষ ইন্টারনেট প্রযুক্তি কাজে লাগিয়ে প্রতিভাকে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে দিচ্ছে। যার কল্যাণে আমরা বড় বড় লেখকদের বই, বিভিন্ন শিক্ষর্ণীয় গল্পের বই, ইসলামিক বই থেকে আমরা জ্ঞান আহরণ করতে সক্ষম হচ্ছি। অনেকে লেখালেখির এই প্রতিভাকে কাজে লাগিয়ে অনলাইন থেকে হাজার হাজার ডলার ইনকাম করছে। তারই ধারাবাহিকতায় গল্প লিখে টাকা আয় করার উপায় জানতে এই প্রবন্ধ তৈরি করেছি।
গল্প কি ও গল্প কত প্রকার
গল্পঃ- গল্প হচ্ছে একটি রচনা মতো যা একটি ঘটনাকে কেন্দ্র করে সাজানো হয়। এই গল্প বাস্তব ও অবাস্তব উভয় হতে পারে। গল্পের মূল আকর্ষণ মানুষের রাগ, ক্ষোভ, অভিমান, বেদনা, আনন্দ ইত্যাদি।
গল্প কত প্রকারঃ- প্রেক্ষাপট বিবেচনায় গল্পকে নানান ভাবে সাজানো হয়ে থাকে। গল্প বিভিন্ন ধরণের হতে পারে। সেগুলো হলোঃ-
- কল্প-কাহিনীঃ- বাস্তব ঘটনার যোগসূত্র থাকলেও পুরো ঘটনা/কাহিনী নির্মাণ করা হয় কাল্পনিক জগতকে ব্যবহার করে। অর্থ্যাৎ, মানুষ যা কল্পনা করে সে অনুযায়ী গল্প তৈরি করা হয়।
- বাস্তব গল্পঃ- এ ধরণের বাস্তব জীবনের ঘটনাকে কেন্দ্র করে সাজানো হয়। যেমনঃ- ইতিহাসের বড় বড় মনীষীদের জীবনী, ইতিহাস এগুলোর গল্প সাজানো হয় বাস্তব ঘটনার পরিপ্রেক্ষিতে।
- প্রেমের গল্পঃ- জীবনে চলার পথে মানুষকে নানান অভিজ্ঞার সম্মুখীন হতে হয়। মানুষকে তার আত্নাকে নিয়ন্ত্রণ করতে না পেরে প্রেম-ভালবাসায় জড়িয়ে পড়ে এ ধরণের ঘটনার প্রেক্ষিতে যে গল্প তৈরি করা হয় তাকে প্রেমেনর গল্প বলে।
- ভৌতিক গল্পঃ- মানুষের মধ্যে ভয়, আতঙ্ক তৈরি করার উদ্দেশ্য এ ধরণের গল্প গুলো তৈরি করা হয়। যেমনঃ- ভূতের গল্প
- অ্যাডভেঞ্চার গল্পঃ- এখানে প্রাচীন ইতিহাস, ঐতিহ্য পুনরায় ফুটিয়ে তোলার জন্য এই ধরণের গল্প গুলো সাজানো হয়ে থাকে।
- কমেডি গল্পঃ- মানুষদের হাসানোর জন্য এই ধরণের গল্প গুলো তৈরি করা হয়। যা কমেডি নাটক, কৌতূক নামেও পরিচিত।
- দুর্ঘটনা গল্পঃ- দূর্ঘটনার ফলে মানুষের মধ্যে যে উদ্বেগ, উৎকন্ঠা থাকে তা এ গল্পে ফুটিয়ে তোলা হয়।
- কল্পবিজ্ঞান গল্পঃ- এখানে মানুষ বিজ্ঞানের বিষয়বস্তু নিয়ে কল্পনা করে। তা বাস্তবে রুপ দেয়ার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে থাকে। যেমনঃ- মহাকাশ অভিযান।
- রহস্য গল্পঃ- এই ধরণের গল্পে গোপন তথ্য গুলো ফুঁটিয়ে তোলা হয়। যেখানে অপরাধমূলক ঘটনা গুলো প্রাধান্য পেয়ে থাকে। যেমনঃ- পুলিশি তদন্ত
- দর্শনমূলক গল্পঃ- এই ধরণের গল্পে সমাজ, জীবনযাত্রা, নৈতিকতা, উদ্দেশ্যে ইত্যাদি বিষয়ে গভীর ভাবে ফুঁটিয়ে তোলা হয়।
- শিক্ষামূলক গল্পঃ- মানুষদের নৈতিকতার মানকে আরও শক্তিশালী করতে, মানুষদের নৈতিকতা শিখাতে এ ধরণের গল্প গুলো তৈরি করা হয়।
- ভবিষ্যৎ কাহিনীঃ- ভবিষ্যৎ পৃথিবীর উন্নতি, বিপর্যয় ইত্যাদি বিষয় এই কাহিনী গুলোতে ফুটিয়ে তোলা হয়।
গল্প লিখে টাকা ইনকাম করার মাধ্যম
ওয়েবসাইট ছাড়াও আরো অনেক উপায় রয়েছে যার মাধ্যমে গল্প লিখে টাকা আয় করা যায়। আপনি যে ভাষায় কথা বলতে আগ্রহী সেই ভাষায় গল্প লিখে ইন্টারনেটে পাবলিশ করতে পারবেন। অনেক শিক্ষিত তরুণ এই পেশাকে প্যাশন হিসেবে নিয়েছে। এর চাইতে আনন্দদায়ক কাজ আর হতে পারে না। যে যে মাধ্যম গুলো হতে গল্প লিখে আয় করা যায় তা নিম্নরুপঃ-
আরো পড়ুনঃ- অংক করে টাকা ইনকাম করার ২৭টি অ্যাপস দেখে নিন
- নিউজ পোর্টাল, ম্যাগজিনে গল্প লিখে আয়
- ফ্রিল্যান্সিং সাইট গুলো গল্প লিখে আয়
- ওয়েবসাইটে গল্প লিখে আয়
- স্ক্রিপট রাইটার হিসেবে
- অভিনয়, স্টেজ পারফরম্যান্স জন্য গল্প লেখা
- গল্পের ই-বুক প্রকাশ এবং বিক্রি
- গল্প বা কবিতা প্রিন্ট করা ( মগ, পোস্টার, গেঞ্জি )
- টিকটক, ফেসবুক, ইউটিউবে গল্প প্রকাশ করে ইনকাম
আপনি যে ভাষা জানেন ঐ ভাষায় গল্প লিখে অর্থ ইনকাম করতে পারেন। তবে ইংরেজী ভাষায় গল্প লিখলে সেখান থেকে বেশি টাকা ইনকাম করা সম্ভব। কেননা, ইংরেজি হচ্ছে আন্তর্জাতিক ভাষা। আপনার লেখা গল্প যদি একবার জনপ্রিয়তা পেয়ে যায় তাহলে আপনার ক্যারিয়ারে আর পিছনের দিকে ফিরে তাকাতে হবে না।
নিউজ পোর্টাল, ম্যাগজিনে গল্প লিখে আয়
পেপার-পত্রিকা, ম্যাগাজিন, বিভিন্ন সংবাদ মাধ্যমে গল্প লিখে আয় করা যায়। আপনি যদি গল্প লিখতে পারেন তাহলে এই সকল মাধ্যম থেকে একটি ভালো ইনকামের সুযোগ রয়েছে। এই কাজ আপনি দিনের যেকোন সময় করতে পারেন। নিউজ পোর্টাল গুলো আপনার গল্প পছন্দ করলে ভালো দামে তা কিনে নিবে। যে সকল নিউজ পোর্টাল, ম্যাগাজিনে গল্প লিখে ইনকাম করা যায়ঃ-
আরো পড়ুনঃ- মোবাইল দিয়ে টাকা আয় বিকাশে পেমেন্ট app ( ১ মিনিটে জানুন )
- কালি ও কলম
- কালের কন্ঠ
- দৈনিক ইত্তেফাক
- প্রথম আলো
এই গল্প গুলো অনলাইনের মাধ্যমে নিউজ পোর্টাল,ম্যাগাজিন কর্তৃপক্ষের নিকট পাঠাতে হবে। পছন্দ হলে তারা তা প্রকাশ করবে। মোবাইল ব্যাংকিং যেমনঃ- নগদ, বিকাশ, রকেট ইত্যাদির মাধ্যমে আপনি পেমেন্ট সংগ্রহ করতে পারেন।
ফ্রিল্যান্সিং সাইট গুলো গল্প লিখে আয়
ফ্রিল্যান্সিং সেক্টর গুলোতেও গল্প লিখে আয় করা যায়। হয়তো আপনি অবাক হচ্ছেন কিন্তু এটা সত্য। কনটেন্ট রাইটিং সেক্টর গুলোতে গল্প, কবিতা লিখে লক্ষাধিক টাকা ইনকাম করা যায়। ফ্রিল্যান্স সেক্টর গুলোতে কনটেন্ট রাইটিং, স্ক্রিপ্ট, গল্প এর জন্য কনটেন্ট রাইটার নিয়োগ দেয়া হয়ে থাকে। আপনি এখানে কাজ করে মাসে শেষে একটি ভালো এমাউন্ট ইনকাম করতে পারেন। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফ্রিল্যান্সিং প্লাটফর্ম গুলো হলোঃ-
আরো পড়ুনঃ- ফ্রি লটারী খেলে টাকা ইনকাম ১৭টি অ্যাপস ও ৮টি ওয়েবসাইট
- Fiverr
- Upwork
- Freelancer
এই সেক্টর গুলোতে কাজ করে আপনি নিজের ভাগ্য বদলাতে পারেন। তবে বাংলাদেশী কনটেন্ট রাইটিং সেক্টর গুলোতে কাজ করলে ইনকাম কম হবে। কেননা, গল্প প্রতি ৭০ থেকে ১২০ টাকা দেয়া হয়। অন্যদিকে আন্তর্জাতিক প্লাটফর্ম গুলোতে কনটেন্ট রাইটিং এর কাজ করেন ডলার ইনকাম করতে পারবেন। বর্তমানে ১ ডলার = ১২০ টাকা ( বাংলাদেশী মুদ্রা )। আন্তর্জাতিক প্লাটফর্ম গুলোতে ফ্রিল্যান্সিং করাটা শ্রেয়।
ওয়েবসাইটে গল্প লিখে আয়
গল্প লিখে আয় করার সহজ ও জনপ্রিয় মাধ্যম হলো ওয়েবসাইট। আপনার নিজের একটি ওয়েবসাইট থাকলে, সেখানে আপনি প্রতিনিয়ত গল্প লিখে পাবলিশ করলে, আর যদি ভালো পরিমাণ ভিজিটর আসে, তাহলে গুগল এডসেন্স এপ্রোভ করিয়ে নিয়ে ব্লগিং/ওয়েবসাইট থেকে ইনকাম শুরু করে দিতে পারেন। এতে আপনার লেখালেখি কনটেন্ট অন্যের কাছে বিক্রি করতে হলো না। নিজের লেখা গল্প নিজের ওয়েবসাইটে থেকে গেলো মানুষ এই গল্প যত পড়বে তত ইনকাম হতে থাকবে। আপনি ওয়েবসাইটে শুধু কনটেন্ট লিখে নয়, গল্প লিখেও ইনকাম করা যায়। আশা করি স্পষ্ট ধারণা পেয়েছেন।
আরো পড়ুনঃ- মাসে ২০ হাজার টাকা আয় করার উপায়ঃ- ৩০ টি আইডিয়া
একটি ওয়েবসাইট তৈরি করতে ডোমেইন ও হোস্টিং এর প্রয়োজন। একটি ওয়েবসাইটে বিভিন্ন এড-নেটওয়ার্ক চালিয়ে ইনকাম করা যায় যেমনঃ- গুগল এডসেন্স, এডস্ট্রা ইত্যাদি। এগুলোর মাধ্যমে একটি ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখানো হয়। ভিজিটরার যখন সেই বিজ্ঞাপন দেখবে এবং ক্লিক করবে তখন ওয়েবসাইট মালিকের ইনকাম হবে। এজন্য প্রচুর ভিজিটর আসতে হবে। শুধু বিজ্ঞাপন হয় এফিলিয়েট মার্কেটিং, স্পন্সর শীপ করেও ইনকামের সুবর্ণ সুযোগ রযেছে।
ওয়েবসাইটে গুগল এডসেন্স এড-নেটওয়ার্ক এপ্রোভ করলে ১০০ ডলার হওয়ার পর উত্তোলন করতে পারবেন। এডস্ট্রা এড নেটওয়ার্ক এপ্রোভ করলে ৫ ডলার বা ১০০ ডলার হওয়ার পর টাকা উত্তোলন করা যাবে। তাছাড়া ব্লগার ওয়েবসাইট মালিকদের সাথে যোগাযোগ করে সেখানে আপনার নিজের গল্প প্রকাশ করে বিকাশে পেমেন্ট নেয়ার সুযোগ রয়েছে।
স্ক্রিপট রাইটার হিসেবে
গল্প, কবিতা লিখে ইনকাম করার সেরার উপায় স্ক্রিপ্ট লেখা। নাটক, সিনেমার জন্য মূলত গল্প সংগ্রহ করা হয়ে থাকে। এখানে আপনি নিজের লেখা গল্প নাটক বা সিনেমার জন্য বিক্রি করতে পারেন। আপনার গল্প যদি তারা পছন্দ করে তাহলে নাটক, সিনেমার জন্য স্ক্রিপ্ট রাইটার হিসেবে তারা আপনাকে হায়ার করবে। স্ক্রিপ্ট লিখে আয় করার বাংলাদেশী প্লাটফর্ম হলোঃ-
- Bongo BD
- Hoichoi
- Bioscope
- Netflix
- Chorki
এই প্লাটফর্ম গুলোতে স্ক্রিপ্ট লিখে পাঠাতে পারেন। নির্মাতারা আপনার গল্প পছন্দ করলে তারা আপনার সাথে যোগাযোগ করবে। ভালো দামে স্ক্রিপ্ট ক্রয় করে নিবে।
অভিনয়, স্টেজ পারফরম্যান্স জন্য গল্প লেখা
আমরা টিভি চ্যানেল, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন প্রোগ্রামে লাইভ অভিনয় বা স্টেজ পারফমেন্স দেখে থাকি। এই অভিনয়ের পিছনে রয়েছে গল্প। কোথায় কোন ডায়ালগ বলতে হবে, কি বলতে হবে, কাকে কী বলবে ইত্যাদি বিস্তারিত গল্পে লিপিবদ্ধ থাকে। অভিনয় শিল্পীরা তা অভিনয় করে দর্শকদের দেখায়। লাইজ স্টেজ প্রোগ্রামের জন্য আপনি গল্প লিখে ইনকাম করতে পারেন।
গল্পের ই-বুক প্রকাশ এবং বিক্রি
যাদের গল্পের প্রতি প্রবল আগ্রহ তারা ই-বুক প্রকাশ করতে পারেন এবং তা বিক্রি করতে পারেন। বর্তমানে অনলাইনে আপনি গল্পে ই-বুক প্রকাশ করে ভালো দামে বিক্রি করতে পারবেন। একবার যদি আপনার লেখা গল্পের ই-বুক জনপ্রিয় হয়ে যায় তাহলে পিছনের দিকে ফিরে তাকাতে হবে না। যে যে মাধ্যম গুলোতে আপনি ই-বুক প্রকাশ করতে পারবেনঃ-
- Google Play Books
- Rokomari.com (বাংলাদেশে)
- Amazon Kindle Direct Publishing (KDP)
গল্প বা কবিতা প্রিন্ট করা ( মগ, পোস্টার, গেঞ্জি )
আপনার লেখা গল্প প্রিন্ট করে করে অর্থ উপার্জন করা যায়। এখন প্রশ্ন আসতে পারে আপনার লেখা গল্প কোথায় প্রিন্ট করবেন ? উত্তরঃ- মগ, পোস্টার, গেঞ্জি এগুলোতে গল্প প্রিন্ট করা যায়। এখানে আপনার হাতে লেখা, উক্তি, কবিতা ইত্যাদি এগুলো মগ, পোস্টার, গেঞ্জিতে প্রিন্ট করে অর্থ উপার্জন করতে পারেন। গল্প বা কবিতা সম্বলিত প্রিন্ট করা আইটেম ( মগ, গেঞ্জি, পোস্টার ) গুলোর ব্যাপক চাহিদা আছে। অনলাইন, অফলাইন দুইভাবে এগুলো বিক্রি করা যায়।
টিকটক, ফেসবুক, ইউটিউবে গল্প প্রকাশ করে ইনকাম
এ মাধ্যম গুলো ওয়েবসাইটের মতো এখানে নিয়মিত গল্প, কবিতা প্রকাশ করে গুগল এডসেন্স এপ্রোভ করিয়ে ইনকাম করা যায়। অনলাইন জগতে ভিডিও দেখার সেরা প্লাটফর্ম হলো টিকটক, ফেসবুক, ইউটিউব ইত্যাদি। মানুষ কনটেন্ট পড়ার চাইতে ভিডিও দেখতে বেশি পছন্দ করে। আপনি ফেসবুক, টিকটক, ইউটিউবে একটি একাউন্ট খুলে সেখানে নিয়মিত ভিডিও পাবলিশ করে এডসেন্স এপ্রোভ করানোর মাধ্যমে হাজার হাজার টাকা উপার্জন করতে পারবেন। অনলাইন দুনিয়া ব্যবহারকারীদের জন্য অর্থ উপার্জনের বিশাল ক্ষেত্র।
অনলাইন সাবস্ক্রিপশন ও পেইড গ্রুপ
অনলাইনে গল্প পড়ার অনেক গ্রুপ রয়েছে। ঐ সকল গ্রুপে সরাসরি গল্প পড়া যায় না। সেখানে গল্প পড়তে হলে নিদিৃষ্ট মেয়াদে টাকা দিয়ে জয়েন করতে হয় যেমনঃ- ৩ মাস গল্প পড়তে পারবেন বিনিময়ে ২০০০ টাকা দেয়া লাগবে এটাকে বলে পেইড গ্রুপ। পেইড গ্রুপে আপনার লেখা গল্প গুলো হতে হবে আকর্ষণীয় যাতে করে পাঠকরা পছন্দ করে, অনুপ্রাণিত হয়। অতএব আপনি ফেসবুকে পেইড গ্রুপ খুলতে পারেন।
অনলাইনে গল্প কবিতা প্রকাশ করে পাঠকদের কাছ থেকে ইনকাম করা যায় এমন একটি সাইট হলো Patreon.com. এই সাইট গুলোতে পাঠকরা টাকার বিনিময়ে গল্প পড়ে থাকে। আপনি এই সাইটে নিজে একাউন্ট তৈরি করে নিজের গল্প প্রকাশ করে মাসিক সাবস্ক্রিপশন প্যাক এর মাধ্যমে ইনকাম করতে পারেন।
গল্প লিখে আয় করুন বিকাশে পেমেন্ট নিন
অনেকে গল্প লিখে বিকাশে পেমেন্ট নিতে চায় কিন্তু নিয়ম জানে না। গল্প লিখে বিকাশে পেমেন্ট নেয়া যায় খুব সহজে। আপনি এই উপায় গুলো অনুসরণ করে গল্প লিখে বিকাশে পেমেন্ট নিতে পারেন। গল্প লিখে বিকাশে পেমেন্ট নেয়ার উপায়ঃ-
- অন্যের ওয়েবসাইটে গল্প প্রকাশ করা
- গল্পের বই প্রকাশ
অন্যের ওয়েবসাইটে গল্প প্রকাশ করাঃ- বাংলাদেশে গল্প লেখার অনেক ওয়েবসাইট রয়েছে। সেখানে আপনার হাতে লেখা গল্প নিয়মিত প্রকাশ করতে পারেন। তবে আপনার লেখা গল্প গুলো হতে হবে আর্কষণীয়। আপনি নিজ মাতৃ-ভাষায় এই গল্প লিখতে পারবেন। গল্প লেখার বিশেষ দক্ষতা থাকলে আপনি এই সাইট গুলো যেমনঃ- জে আইটি, ট্রিকবিডি, লেখক ডট মি, টেকটিউনস, গ্রাথোড়, প্রতিবর্তন তে কাজ করতে পারেন। এখানে শুধু গল্প নয়, আর্টিকেল লিখে, কনটেন্ট লিখে ইনকাম করা যায়।
আপনার উপার্জিত অর্থ আপনি নগদ, বিকাশ, রকেটের মাধ্যমে উত্তোলন করতে পারবেন। আপনার যদি গল্প লেখার প্রবল আগ্রহ থাকে, গল্প লেখা যদি আপনার প্যাশন হয়ে থাকে তাহলে আপনি এই সাইট গুলোতে আর্টিকেল রাইটার পদে জব করতে পারেন।
গল্পের বই প্রকাশঃ- আপনার হাতে লেখা গল্প গুলো আপনি বই আকারে প্রকাশ করতে পারেন। পাঠক সমাবেশ, আদর্শ, বেঙ্গল পাবলিকেশনস এই প্রকাশনীর মাধ্যমে বই প্রকাশ করলে রয়্যালটি পাওয়া যাবে। বই প্রকাশের আরও একটি মাধ্যম হলো স্ব-প্রকাশনা (Self-Publishing). এখানে আপনাকে নিজ উদ্যোগে বই প্রিন্ট করতে হবে। বিভিন্ন বই মেলা, অনলাইনে বই বিক্রির প্লাটফর্ম গুলোর মাধ্যমে বই বিক্রি করতে হবে। যেমনঃবই বাজার, একুশে বই মেলা, রকমারি ইত্যাদি।
কবিতা লিখে বিকাশে পেমেন্ট নেয়ার উপায়
গল্প লিখে যেভাবে বিকাশে পেমেন্ট নেয়া যায় অনুরুপভাবে কবিতা লিখেও বিকাশে পেমেন্ট নেয়া যায়। এই কবিতা আপনি নিজ ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, ফেসবুকে প্রকাশ করে এডসেন্স এপ্রোভ করানোর মাধ্যমে নিজে ইনকাম করতে পারেন। যদি নিজের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল না থাকে তাহলে অন্যের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেলে নিজের কবিতা প্রকাশ করে বিকাশের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। তবে কবিতা হতে হবে ইউনিক। কোন কপি, পেস্ট করা কবিতা প্রকাশ করা যাবে না।
নিজের মেধা দিয়ে এগুলো লিখে পাবলিশ করতে হবে। এজন্য আপনি লেখক ডট মি, জে আইটি, ট্রিকবিডি, টেকটিউনস, এই ওয়েবসাইট মালিকদের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের সাইটে আপনার লেখা প্রকাশিত হলে তারা আপনাকে নগদ, বিকাশ, রকেটের মাধ্যমে টাকা পাঠিয়ে দিবে।
গল্পের বই লিখে টাকা ইনকাম করুন
বই লিখে টাকা ইনকাম কঠিন কাজ হলেও অসম্ভব নয়। আপনি যদি একজন ভালো লেখক হয়ে থাকেন তাহলে অনলাইন, অফলাইন দুইভাবে বই লিখে বিক্রি করতে পারেন। সাধারণত গল্পের বইয়ের প্রতি মানুষের আলাদা একধরণের আকর্ষণ রয়েছে। ছোট ছোট গল্পের বই পড়তে আমরা আনন্দ পাই। যেভাবে আপনি গল্পের বই লিখতে পারেনঃ-
অফলাইনঃ- বই লেখার পর আপনাকে পাবলিশারদের ( যারা বই প্রকাশ করে ) সাথে যোগাযোগ করতে হবে। আপনার বইয়ের একটি কপি তাদের দিতে হবে। তারা যদি আপনার বই পড়ে আগ্রহী হয় তাহলে তারা আপনার লেখা বই পাবলিশ করবে। বিনিময়ে আপনার বই বিক্রি আয়ের একটি অংশ প্রকাশকদের দিতে হবে। কেননা. তারা আপনার বই তাদের মাধ্যমে প্রকাশ করছে।
নতুবা নিজ উদ্যোগে বই লিখে তা প্রিন্ট করে নিজেকে পাবলিশ করতে হবে। যেহেতু আপনি নতুন, আপনার তেমন পরিচিতি নেই তো আপনার জন্য কঠিন হবে। প্রকাশকদের মাধ্যমে প্রকাশ হলে এটা আপনার জন্য সহজ হবে।
অনলাইনঃ- বর্তমান তো অনলাইনের যুগ। আপনি অনলাইনে বই লিখে পাঠকদের নিকট বিক্রি করতে পারেন। প্রচার-প্রচারণার জন্য ফেসবুক, ইউটিউব, ওযেবসাইট এগুলোর আশ্রয় নিতে পারেন। বই গুলো এমনভাবে লিখবেন যেন পাঠকরা যেন মানসিক শান্তি পায়, পরবর্তীতে যেন তারা আপনার প্রকাশিত বই কিনতে আগ্রহী হয়।
ঘরে বসে লেখা-লেখি করে আয় করবেন যেভাবে
বর্তমান সময়ে অনেকে ঘরে বসে লেখালেখি করে ইনকাম করছে। ইন্টারনেট প্রযুক্তি গোটা বিশ্ববাসীর জন্য অর্থ উপার্জনের নতুন দ্বার উন্মোচন করেছে। ঘরে বসে অনলাইন প্লাটফর্মগুলোর সাথে যুক্ত হলে লক্ষাধিক টাকা ইনকাম করতে পারবেন। ঘরে বসে যা যা লেখালেখি করবেনঃ-
- ওয়েবসাইটে আর্টিকেল লেখা
- ইউটিউব, ফেসবুকে কনটেন্ট লেখা
- স্ক্রিপ্ট রাইটার হিসেবে জব করতে পারেন
- নিউজ পোর্টালে জব করে
অবশ্যই এই লেখা গুলো ইউনিক হতে হবে। কোন প্রকার কপি-পেষ্ট থাকা যাবে না। আপনি নিজের লেখা কনটেন্ট বিক্রি করে, নতুবা ওয়েবসাইটে প্রকাশ করে গুগল এডসেন্স এপ্রোভ করিয়ে নিয়ে লক্ষাধিক টাকা উপার্জন করতে পারেন। আশা করি লেখালেখি সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়েছেন।
লেখালেখির চাকরি করে ইনকাম করবেন যেভাবে
প্রিয় পাঠক আপনি কি জানেন অনলাইন দুনিয়া এতটা বড় যে লেখালেখি করেও ইনকাম করা যায় ! আপনি অফিসে না গিয়ে ঘরে বসে লেখালেখির চাকরি করে মাসে শেষে ভালো টাকা উপার্জন করতে পারেন। যে সকল ওয়েবসাইটে লেখালেখির চাকরি করা যায় তা নিম্নরুপঃ-
- অর্ডিনারী আইটি
- লেখক ডট মি
- টেকটিউনস
- জে আইটি
- ট্রিকবিডি
- গ্রাথোড়
- আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং প্লাটফর্ম যেমনঃ- ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার ডটকম
যে সকল পত্রিকায় লেখালেখির চাকরি করা যায়
আপনি কি জানেন যে, নিউজ পেপারের আর্টিকেল রাইটার হিসেবে জব করা যায়। এখানে মাস শেষে বেতন দেয়া হয়। যারা বেকার রয়েছেন তারাও এই পেপার পত্রিকায় কাজ করে অর্থ উপার্জন করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন। এজন্য আপনাকে সৃজনশীল জ্ঞানের অধিকারী হতে হবে, আপনার টাইপিং স্কিল দক্ষ হতে হবে। নিয়মিত আর্টিকেল লিখলে ধীরে ধীরে আর্টিকেল লেখার উপর আপনার বিশেষ দক্ষতা তৈরি হবে। যখন আপনি ভালো মানের আর্টিকেল রাইটার হবেন তখন আপনি ভালো বেতনে চাকরির সুযোগ তৈরি হবে। মূলত পেপার পত্রিকায় দেশে-বিদেশে যা যা সংঘটিত হচ্ছে তা লেখালেখি করা হয়। যে সকল পত্রিকায় লেখা-লেখি করে চাকরি করা যায় তা হলোঃ-
- বাংলাদেশ প্রতিদিন
- ইনকিলাব
- কালের কন্ঠ
- প্রথম আলো
- যুগান্তর
- জনকন্ঠ
- ইত্তেফাক
আপনি যদি এই সকল পেপার পত্রিকায় কাজ করতে আগ্রহী হন তাহলে গুগলে সার্চ ( যেমনঃ- প্রথম আলো ) দিয়ে এই পেপার পত্রিকার ওয়েবসাইট গুলোতে যোগাযোগের ঠিকানা দেয়া থাকে। সেখানে যোগাযোগ করুন। অথবা এই পেপার গুলোতে যোগাযোগের যাবতীয় ঠিকানা দেয়া থাকে। সেখান সংগ্রহ করুন।
ফেসবুকে লেখালেখি করে ইনকাম করার উপায়
ফেসবুকে লেখালেখি করে ইনকামের কথা শুনে অবাক হচ্ছেন তো ! আমরা প্রতিনিয়ত ফেসবুকে প্রচুর সময় ব্যয় করি। ফেসবুকে আমরা লাইক, কমেন্ট ছাড়া আর বেশি কিছু করি না। ফেসবুকে সময় নষ্ট না করে ফেসবুক কে ইনকামের মাধ্যম বানালে কেমন হয় 😍 চলুন তাহলে নিয়ম জেনে নেয়া যাকঃ-
স্পন্সর কনটেন্টঃ- এখানে টাকা ইনকাম করতে কোন প্রকার ঝামেলা নেই। কোম্পানি আপনাকে বলবে তাদের এই প্রোডাক্ট সম্পর্কে একটি ভালো কনটেন্ট তৈরি করতে। বিনিময়ে তারা আপনাকে টাকা দিবে। এজন্য আপনার ফেসবুক পেজে প্রচুর ফলোয়ারস থাকতে হবে। কোম্পানি গুলোর সাথে যোগাযোগ করতে হবে। তারা সব কিছু যাচাই-বাচাই করে তারা স্পন্সর দিবে।
ফেসবুক মার্কেটপ্লেসঃ- গোটা বিশ্বের মানুষ এই ফেসবুক ব্যবহার করে। এখানে আপনি যে পন্য বা সেবা নিয়ে কাজ করছেন ঐ পন্য বা সেবা সম্পর্কে বিস্তারিত বিবরণ দিয়ে ছবি সহ আর্টিকেল পাবলিশ করবেন। মানুষ যখন ঐ প্রোডাক্ট বা সেবা সম্পর্কে জানবে তারা যদি ক্রয়ে আগ্রহী তারা আপনার সাথে যোগাযোগ করবে।
গল্প লিখুনঃ- আপনাকে এমন গল্প লিখতে হবে যে গল্প পাঠকরা পছন্দ করে যেমনঃ- সফল ক্যারিয়ারের গল্প, ইসলামিক গল্প, শিক্ষণীয় গল্প ইত্যাদি। এজন্য আপনার একটি ওয়েবসাইট তৈরি করতে হবে। পরে ঐ ওয়েবসাইটের নাম দিয়ে ফেসবুকে একটি পেজ ক্রিয়েট করতে হবে। আপনি যে গল্প ওয়েবসাইটে পাবলিশ করেছেন ঐ গল্পের লিংক বা ছবি ফেসবুকে পেজে আপলোড করতে হবে। নিয়মিত গল্প লেখার অভ্যাস করতে হবে। তাহলে দিনশেষে একটি ভালো রেজাল্ট পাওয়া যাবে।
ফেসবুকে কনটেন্ট রাইটার গ্রুপঃ- ফেসবুকে কনটেন্ট রাইটিং এর অনেক গ্রুপ পাওয়া যাবে। সেখানে আপনি নিয়মিত কনটেন্ট লিখে লিখে পাবলিশ করবেন। বায়ারার যদি আপনার কনটেন্ট পছন্দ করে তারা তা ক্রয় করে নিবে।
এফিলিয়েট মার্কেটিংঃ- আপনার ফেসবুকে যদি ভক্ত অনুরাগীর সংখ্যা বেশি থাকে আপনি এই সুযোগটি কাজে লাগাতে পারেন। যে কোম্পানি, ব্রান্ড, সেবা-দানকারী প্রতিষ্ঠানের হয়ে এফিলিয়েট মার্কেটিং করতে চন আপনি ঐ প্রতিষ্ঠানের প্রোডাক্ট বা সার্ভিসের লিংকে আপনার ফেসবুক পেজে শেয়ার করবেন। কেউ ঐ লিংকে ক্লিক করে উক্ত প্রতিষ্ঠানের প্রোডাক্ট বা সার্ভিস ক্রয় করলে বিনিময়ে আপনি কমিশন পাবেন। একে বলে এফিলিয়েট মার্কেটিং।
ইংরেজী গল্প লিখে টাকা আয় করার ওয়েবসাইট সম্পর্কে জেনে নিন
এখন আমি আপনাদের এমন কিছু ইংরেজী গল্প লেখার ওয়েবসাইট সম্পর্কে জানাব যেখানে আপনি ইংরেজি কনটেন্ট রাইটার হিসেবে জব করতে পারেন। এজন্য আপনাকে ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। বাংলা গল্পের চেয়ে ইংরেজি গল্প লিখে বেশি টাকা ইনকাম করা সম্ভব। কোন কোন ওয়েবসাইটে ইংরেজি গল্প লিখে ইনকাম করা যায় চলুন জেনে নেওয়া যাকঃ-
The People’s Friendঃ- ইহা ইংরেজি গল্প লেখার বিদেশি সাইট। এখানে আপনি যেমন নিজের পরিচিতি বাড়াতে পাচ্ছেন অনুরুপভাবে কাজের বিনিময়ে পেমেন্ট সংগ্রহ করতে পাচ্ছেন। এখানে গল্প বা উপন্যাসের জন্য ১৫০ ইউরো, কবিতার জন্য ১৫ ইউরো দেয়া হয়।
One Storyঃ- নিজের গল্পকে সকলের নিকট পৌছে দিতে এই সাইটটি আপনার জন্য সেরা হতে পারে। আপনার লেখা গল্প গুলো এই ওযেবসাইট কর্তৃপক্ষের নিকট PDF, DOCX, DOC, RTF ফরমেট আকারে পাঠাতে হবে এমনকি তার অনুবাদ থাকতে হবে। প্রতি শব্দের জন্য ৮ থেকে ১২.৫ সেন্ট পর্যন্ত দেয়।
FireSideFictionঃ- ইহা একটি জনপ্রিয় ম্যাগাজিন। ২০১৭ সাল থেকে এটা যাত্রা শুরু করেছে। ইহা বিভিন্ন প্রতিযোগীতায় একাধিকবার বিজয়ী হয়েছে। এই ম্যাগাজিনে কাজ করে ৫০০ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন যা বাংলাদেশীর মুদ্রা ৫০,০০০ টাকা সমতূল্য।
introvertdearঃ- এই সাইটের মাধ্যমে নিজের লেখা গল্প গুলো গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে দিন। আয় করুন আনলিমিটেড। এই সাইটে কাজ করে লক্ষাধিক টাকা ইনকামের সম্ভাবনা আছে।
HealthyMummyঃ- এখানে আপনার বাস্তব জীবনে বিভিন্ন আকর্ষণীয় মূহূর্ত, বেদনাদায়ক মুহূর্ত এখানে শেয়ার করতে পারেন। আপনার লেখা গল্প গুলো জনপ্রিয় হলে মাস শেষে ভালো টাকা উপার্জন করতে পারবেন।
গল্প লিখে টাকা আয় করার উপায় সম্পর্কিত প্রশ্নের উত্তর
১) কোন কোন ওয়েবসাইটে বাংলা গল্প লিখে টাকা ইনকাম করা যায় ?
উত্তরঃ-প্রতিবর্তন, লেখক ডট মি, টেকটিউনস, জে আইটি, ট্রিকবিডি, গ্রাথোড় ইত্যাদি। এই ওয়েবসাইট গুলোতে বাংলা গল্প লিখে বিকাশের মাধ্যমে পেমেন্ট উত্তোলন করতে পারবেন।
২) ইংরেজিতে গল্প লিখে টাকা করার ওয়েবসাইট ?
উত্তরঃ- Wattpad, Amazon Kindle, The People’s Friend, One Story, FireSideFiction, introvertdear, HealthyMummy
৩) কোন কোন ধরণের গল্প লিখে আয় করা হয় ?
উত্তরঃ- ইসলামিক গল্প, ভূতের গল্প, ভালবাসার গল্প, শিক্ষণীয় গল্প ইত্যাদি।
৪) বই লিখে কত টাকা আয় করা সম্ভব ?
উত্তরঃ- আপনার লেখা বই যত জনপ্রিয় হবে তার উপর নির্ভর করে। বিক্রি যদি ইনকাম বেশি, বিক্রি না হলে ইনকাম হবে না। পাঠকরা যেন আপনার লেখা বই পছন্দ করে সেভাবে লিখতে হবে।
৫) বই লিখে জীবিকা নির্বাহ সম্ভব ?
উত্তরঃ- হ্যাঁ, তবে শুরুর দিকে এটা খুবই কঠিন। অনেক সময় লাগবে।
৬) কোন কোন মাধ্যমে গল্প লিখে টাকা পাওয়া যায় ?
উত্তরঃ- বাংলাদেশী সাইট হলে নগদ, বিকাশ, রকেটের মাধ্যমে। আর আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং প্লাটফর্ম হলে যেমনঃ- ফাইবার, আপওয়ার্ক এগুলোর মাধ্যমে হলে পেওনিয়ার, পেপাল এর মাধ্যমে ব্যাংকে টাকা ট্রান্সফার করতে হবে। এর পর নগদ, বিকাশ, রকেটর মাধ্যমে উত্তোলন করা যাবে।
লেখকের মন্তব্য
সম্মানিত পাঠকবৃন্দ এই পোস্টে আমরা গল্প লিখার আয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি বেকার হয়ে থাকেন তাহলে গল্প লিখে টাকা উপার্জন করতে পারেন। অনলাইন থেকে টাকা ইনকামের এর থেকে সহজ মাধ্যম আর হতে পারে না। এজন্য আপনাকে লেখালেখির কাজে দক্ষতা হতে হবে।
আপনি যদি গল্প লিখে টাকা ইনকাম করতে চান তাহলে যে ওয়েবসাইট গুলোর কথা এই প্রবন্ধে আলোচনা করেছি সেই সকল ওয়েবসাইটে কাজ করতে পারেন। আশা করি পোস্টটি পড়ে আপনারা উপকৃত হয়েছেন। এই ধরণের তথ্যবহুল পোস্ট আমরা প্রতিনিয়ত আমাদের সাইটে পাবলিশ করে থাকি। অনলাইন ইনকাম সম্পর্কিত আর কোন তথ্য জানতে চাইলে ওয়েবসাইটে কমেন্ট বক্সে জানাবেন। আজ এ পর্যন্ত, আপনার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আমাদের সাথেই থাকুন। 08.09.25
আপনি পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url