ভিডিও দেখে টাকা ইনকাম করার অ্যাপস এবং ওয়েবসাইট
সম্মানিত পাঠকবৃন্দ আপনি কি অনলাইনে ভিডিও দেখে টাকা ইনকাম করার অ্যাপস খোঁজ করছেন ? তাহলে বলব আপনি সঠিক জায়গায় এসেছেন। ভিডিও দেখে টাকা ইনকাম করার অনেক গুলো অ্যাপস রয়েছে। অনেকে ভিডিও দেখে টাকা ইনকাম করার সঠিক নিযম জানে না। এই আর্টিকেলে আমরা ভিডিও দেখে টাকা ইনকাম করার খুঁটিনাটি বিষয় গুলো তুলে ধরব।
ভিডিও দেখে টাকা ইনকাম বলবে ইউটিউবে ভিডিও দেখে টাকা ইনকাম কে বোঝায় না। ভিডিও দেখে টাকা ইনকাম করার নিজস্ব কিছু অ্যাপস এবং ওয়েবসাইট রয়েছে। চলুন তাহলে আর দেরি না করে ভিডিও দেখে টাকা ইনকাম করার অ্যাপস গুলো দেখে নেয়া যাক।পোস্ট সূচিপত্রঃ- ভিডিও দেখে টাকা ইনকাম করার অ্যাপস
- ভূমিকা
- ভিডিও দেখে টাকা ইনকাম করতে হলে যে যে বিষয় গুলো আপনার জানা থাকা দরকার
- ভিডিও দেখে টাকা ইনকাম করার ওয়েবসাইট
- ভিডিও দেখে টাকা ইনকাম করার অ্যাপস
- ভিডিও দেখে টাকা ইনকাম করার অ্যাপস সম্পর্কিত প্রশ্নের উত্তর
- ভিডিও দেখে টাকা ইনকাম বিকাশে পেমেন্ট
- ভিডিও দেখে ৫০০/১০০০ টাকা ইনকাম করার অ্যাপ
- ভিডিও দেখে প্রতিদিন ৫০০/১০০০ টাকা ইনকাম করা সম্ভব ?
- অনলাইন থেকে টাকা ইনকামের নিশ্চিত মাধ্যম
- সতর্কবার্তা - ভিডিও দেখে টাকা ইনকাম করার অ্যাপস
- লেখকের মন্তব্য
ভূমিকা
ইন্টারনেটের এ যুগে টাকা ইনকাম করার অনেক গুলো মাধ্যম রয়েছে তার মধ্যে একটি হলো ভিডিও দেখে টাকা ইনকাম। শুনতে অবাক লাগলেও মোটেও অবাস্তব নয়। ইন্টারনেট সুবিধা কাজে লাগিয়ে ঘরে বসে অনলাইন থেকে আমরা এখন ইনকাম করতে সক্ষম হচ্ছি। তাই অলসভাবে সময় না কাটিয়ে ইন্টারনেটের মাধ্যমে ভিডিও দেখে টাকা ইনকামের সুবিধা লুফে নিন। এজন্য আপনাকে ভিডিও দেখে টাকা ইনকামের সঠিক উপায় গুলো জানতে হবে। যদিও ভিডিও দেখে খুব একটা বেশি ইনকাম হয় না।
তারপরেও আপনি যদি প্রদত্ত নিয়মগুলো যথাযথভাবে অনুসরণ করেন এবং পর্যাপ্ত সময় যদি দিতে পারেন তাহলে আশা করা যায় পার্ট-টাইম জবের মতো ভিডিও দেখে ইনকাম করতে সক্ষম হবেন। অনেকে বর্তমানে ভিডিও দেখে টাকা ইনকাম করছে। তাই নিজে পিছিয়ে না থেকে প্রযুক্তি সুবিধা কাজে লাগিয়ে অনলাইন থেকে টাকা ইনকাম শুরু করে দিন। এই প্রবন্ধে কোন কোন অ্যাপস, ওয়েবসাইট থেকে ভিডিও দেখে টাকা ইনকাম করা যায় সেগুলো নিয়ে আলোচনা করা হবে।
ভিডিও দেখে টাকা ইনকাম করতে হলে যে যে বিষয় গুলো আপনার জানা থাকা দরকার
এই ভিডিও দেখে টাকা ইনকাম করা খুবই সহজ। এজন্য কিছু নিয়ম কানুন রয়েছে যা অক্ষরে অক্ষরে মানতে হবে। নতুবা ভিডিও দেখে টাকা ইনকাম করা কঠিন হয়ে পড়বে। আপনি যদি ভিডিও দেখে টাকা ইনকাম করতে চান তাহলে নিম্নোক্ত বিষয় গুলো আপনার জানা থাকা দরকারঃ-
আরো পড়ুনঃ- সরকার অনুমোদিত অনলাইন ইনকাম সাইট থেকে আয় করুন আনলিমিটেড
- ফ্রি টাইম ২/৩ ঘন্টা থাকতে হবে
- ইনকাম প্রতিদিন একই নাও হতে পারে
- বিশ্বস্ত অ্যাপ/সাইটে কাজ করতে হবে
- কতটা ভিডিও দেখলে কত টাকা ইনকাম হচ্ছে। প্রতিটি ভিডিও দেখার জন্য কেমন টাকা ইনকাম হচ্ছে এ বিষয় গুলো মাথায় রাখতে হবে।
- অ্যাপ/সাইট থেকে ইনকামের পূর্বে রিভিউ, রেটিং স্কোর, কমেন্টস গুলো পড়ে নিবেন। তাহলে ঐ অ্যাপ/সাইট সম্পর্কে একটি স্পষ্ট ধারণা তৈরি হবে।
- কোন কোন পেমেন্ট মেথড ব্যবহার করে পেমেন্ট উত্তোলন করা যায় তা আপনাকে জানতে হবে।
- ভিডিও দেখা ছাড়াও আর কোন কোন উপায়ে ইনকাম করা যায় ঐ সমস্ত অ্যাপ/সাইট থেকে
অনলাইন থেকে ইনকামের পূর্বে ঐ সমস্ত অ্যাপ/সাইট সম্পর্কে রিসার্চ করা অত্যন্ত জরুরি। যাতে অ্যাপ/সাইট গুলোতে কাজ করে ইনকাম করা যায় এ নিশ্চয়তা যেন পাওয়া যায়। উপরে বর্ণিত উক্ত বিষয় গুলো যদি ঠিক ঠাক পালন করেন আশা করি ভিডিও দেখে ইনকাম করতে সক্ষম হবেন।
ভিডিও দেখে টাকা ইনকাম করার ওয়েবসাইট
ইউটিউব, ফেসবুক এগুলো হলো ভিডিও দেখে ইনকাম করার জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম। এসব প্লাটফর্ম থেকে ভিডিও দেখে ইনকাম করা যায় না। বিভিন্ন কোম্পানি, ব্যবসা প্রতিষ্ঠান, সার্ভিস প্রতিষ্ঠান প্রায় তাদের প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে ভিডিও দেখানোর মাধ্যমে প্রচার-প্রচারণা চালায়। আর আমরা ঐ সমস্ত ভিডিও গুলো দেখে থাকি। ওয়েবসাইট কর্তৃপক্ষের সাথে ঐ সকল কোম্পানি গুলোর অর্থের বিনিময়ে একটি চুক্তি থাকে। আমরা যখন ঐ সকল ওয়েবসাইটে গিয়ে ভিডিও গুলো দেখবো বিনিময়ে ওয়েবসাইট কর্তৃপক্ষ আমাদের টাকা দিবে। এটা ভিডিও মার্কেটিং এর একটি পলিসি। যে সকল সাইটে ভিডিও দেখে ইনকাম করা যায় ঐ সকল সাইট গুলো হলোঃ-
Prizerebel.comঃ- এই সাইটে প্রচুর অনলাইন সার্ভে কাজ গুলো পাওয়া যায়। সেই সার্ভে গুলো ঠিক মতো সম্পন্ন করে জিতে নিতে পারেন পয়েন্টস। সার্ভের পাশাপাশি ভিডিও দেখে, অন্যান্য মাইক্রোজবগুলো সম্পন্ন করে জিতে নিতে পারেন পয়েন্টস। এরপর বিটকয়েন, Amazon Gift Card, PayPal এর মাধ্যমে পেমেন্ট নিতে পারেন। একাউন্টে ৫ ডলার জড়ো হলে উইড্রো করা যাবে।
Instagc.comঃ- এই ওয়েবসাইটে উপার্জিত অর্থ গুলো ক্যাশ আউট করা যায় না বরং Free Gift Card হিসেবে উত্তোলন করা যায়। এখানে সার্ভে করে, ভিডিও দেখে, ইন্টারনেট ব্রাউজ করে ইনকাম করা যায়। বিভিন্ন কোম্পানি যেমনঃ- Apple Store, Battle.net গিফট কার্ড গুলো রেডিম করা যায়। একাউন্টে নিদিৃষ্ট পরিমাণ পয়েন্ট জড়ো হলে ইচ্ছেমত গিফট কার্ড সিলেক্ট করা যায়। এখানে ইনকাম করতে কোন প্রকার টাকা বিনিয়োগ করতে হয়। এখানে ভিডিও দেখার পাশাপাশি অন্যান্য ছোট ছোট টাস্ক সম্পন্ন করে ইনকাম করা যায়।
আরো পড়ুনঃ- বাবুল গেম খেলে টাকা ইনকাম শুরু করে দেন আজ থেকে
Earnablyঃ- ইহা বর্তমান সময়ে অত্যাধিক জনপ্রিয় একটি সাইট। এখানে গেম খেলে, ভিডিও দেখে, সার্ভে সম্পন্ন করে অনলাইন থেকে ইনকাম করা যায়। এ ওয়েবসাইট থেকে ইনকাম করা রিওয়ার্ড গুলো PayPal, Gift Card এর মাধ্যমে উত্তোলন করা যায়। এই ওয়বসাইটটি ডিপোজিট ছাড়া ফ্রি একাউন্ট খুলে ইনকাম করার সুযোগ দেয়। এই সাইটের একাউন্টটি সহজে খোলা যায়।
Freecash.comঃ- এটা হচ্ছে মাইক্রো জব প্লাটফর্ম। বিভিন্ন ধরণের কাজ করে এই প্লাটফর্ম বা ওয়েবসাইট থেকে ইনকাম করা যায় যেমনঃ- অ্যাপ ডাউনলোড করে, রেফার করে, গেম খেলে এই সাইট থেকে ইনকাম করা যায়। প্রতিটি কাজ সঠিকভাবে সম্পন্ন করলে রিওয়ার্ড হিসেবে কয়েন পাওয়া যায়। পরবর্তীতে এই কয়েন গুলো ব্যাংক ট্রান্সফার, Gift Card, PayPal এর মাধ্যমে তুলে নেয়া যায়। পর্যাপ্ত সময় দিলে এই সাইট থেকে ৫ থেকে ১০ ডলার পর্যন্ত ইনকাম হবে। এই ওয়েবসাইট গুলো ফ্রি রেজিস্টার করা যায়।
Fusioncash.netঃ- এই একাউন্টটি জিমেইল, পাসওয়ার্ড দিয়ে ফ্রি রেজিস্টার করুন। একাউন্ট রেজিস্টার করলে ৫ ডলার বোনাস পাওয়া যাচ্ছে। এই সাইট থেকে একাউন্ট খুলে, বিজ্ঞাপন দেখে, ভিডিওতে ক্লিক করে ইনকাম করা যায়। এখানে কোন প্রকার বিনিয়োগ করতে হয় না। তাছাড়া পেইড সার্ভে করেও ইনকাম করা যায়। একে মাইক্রো জবের জন্য সেরা ওয়েবসাইটও বলা চলে।
Vindale Researchঃ- ইহা মার্কেট রিসার্চ প্লাটফর্ম। মূলত এটা সার্ভে করার জন্য তৈরি করা হলেও ভিডিও দেখেও এই প্লাটফর্ম থেকে ইনকাম করা যায়। এই সাইটে পর্যাপ্ত সময় দিলে দৈনিক ৫০০ টাকার বেশি ইনকাম করা যাবে। কোন প্রকার ডিপোজিট ছাড়া ফ্রি একাউন্ট খুলে ইনকাম করতে যায়। একাউন্টে ৫০ ডলার জড়ো হলে PayPal এর মাধ্যমে ক্যাশ আউট করা যাবে। একাউন্ট খুললে ৫ ডলার বোনাস পাওয়া যায় এই সাইট থেকে।
Inboxdollars.comঃ- এই ওয়েবসাইট থেকে ইনকাম করার একাধিক উপায় রয়েছে। যেমনঃ- ভিডিও দেখে, এড দেখে এখান থেকে ইনকাম করা যায়। এখান থেকে পাওয়া রিওয়ার্ড বা পয়েন্ট গুলো সহজে ক্যাশ আউট করা যায়। এই সাইটটে একাউন্ট খুললে ৫ ডলার বোনাস পাওয়া যায়। এই প্লাটফর্ম এর অনেক জনপ্রিয়তা রয়েছে। অনেকে পার্ট-টাইম জবের মতো এই সাইট থেকে ইনকাম করছে। প্রতিটি ভিডিও দেখার জন্য ২ থেকে ১০ টাকা দিয়ে থাকে।
আরো পড়ুনঃ- প্রতিদিন ৩০০ ৪০০ টাকা ইনকাম করুন বিকাশে পেমেন্ট নিন আজই
Swagbucksঃ- অনলাইনে ছোট ছোট যেকোন ধরণের কাজ করে এই সাইটের মাধ্যমে ইনকাম করা যায়। এখানে ভিডিও দেখে, গেম খেলে, পেইড সার্ভে সম্পন্ন করে পয়েন্টস বা রিওয়ার্ড অর্জন করতে হয়। এখানে শর্ট ভিডিও গুলো ১০ থেকে ১৫ সেকেন্ডের হয়ে থাকে। পরবর্তীতে গিফট কার্ড বা পেপাল এর মাধ্যমে ক্যাশ আউট করতে হয়। এই সাইটে কাজ করে দৈনিক ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব। ভিডিও ছাড়াও সার্ভে সঠিক উত্তর দিয়ে, রেফার করে, কুইজ খেলে, ফ্রি একাউন্ট খুলে ইনকাম করা যায়।
QuickRewardsঃ- ছোট ছোট শর্ট ভিডিও দেখে ইনকাম করার জনপ্রিয় প্লাটফর্ম হলো এটি। এ সাইটটি আপনার পছন্দ হতে পারে। বিভিন্ন ধরণের মাল্টি টাস্ক কমপ্লিট করে এই সাইট থেকে ইনকাম করা যায়। পেইড ভিডিও, পেইড গেম, পেইড সার্ভে করে ইনকাম করতে পারবেন। আনিং গুলো Amazon Gift Card, PayPal এর মাধ্যমে ক্যাশ আউট করা যাবে। ইচ্ছেমত পেমেন্ট নেওয়ার সুযোগ রয়েছে।
Jumptask.io ঃ-এই সাইটে ভিডিও দেখার পাশাপাশি গেম খেলে, সার্ভে করে, ছোট ছোট টাস্ক কমপ্লিট করে ইনকাম করা যায়। এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে watch videos & earn নামে একটি অপশন পাবেন। সেখানে ভিডিও দেখে পুরষ্কার পাওয়া যায়। যদি এই সাইটে ইউটিউবে ভিডিও দেখে ইনকাম করতে চান তাহলে Watch YouTube Videos & Earn এই অপশনটি পাবেন। নিদিৃষ্ট পরিমাণ পয়েন্ট/রি-ওয়ার্ড আপনার একাউন্টে জড়ো হলে সেগুলো PayPal, Gift Card এর উত্তোলন করতে পারবেন।
iRazoo Appঃ- এই অ্যাপসে এড দেখে, ভিডিও দেখে ইনকাম করা যায়।
Viggleঃ- এখানে বিনোদনমূলক, লাইভ স্ট্রিম ভিডিও গুলো দেখে ইনকাম করতে হয়।
MyPointsঃ- অনলাইন শপিং, সার্ভে করে, ভিডিও দেখে ইনকাম করতে হয়।
Pocket Moneyঃ- অ্যাপ ইনস্টল করে, গেম খেলে, রেফার করে, ভিডিও দেখে ইনকাম করা যায়।
ClipClapsঃ- এখানে নিজে ভিডিও কনটেন্ট তৈরি করে, অন্যের ভিডিও দেখে আয় করতে হয়।
VidCashঃ- এখানে মজার মজার ফানি ভিডিও দেখা যায়।
ভিডিও দেখে টাকা ইনকাম করার অ্যাপস
ভিডিও দেখে ইনকাম করার অনেক অ্যাপস ইন্টারনেটে পাওয়া যাবে। ইন্টারনেট রিসার্চ করে জনপ্রিয় কিছু অ্যাপস খুঁজে বের করেছি। যে অ্যাপস গুলোতে আপনি ভিডিও দেখে টাকা ইনকাম করতে পারবেন। উক্ত অ্যাপস গুলো গুগল প্লে-স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে। অ্যাপস গুলো হলোঃ-
Cointiply – Earn Bitcoinঃ- নানান রকম শর্ট ভিডিও দেখে এই অ্যাপ থেকে ইনকাম করা যায়। মোবাইল দিয়ে টাকা ইনকাম করা যায় এই অ্যাপস সেরা হতে পারে। আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি ইনকাম করতে পারবেন। এড দেখে, ডেইলি সার্ভে সম্পন্ন করে অর্জিত পয়েন্টস গুলো Dash wallet, Bitcoin এর দ্বারা তুলে নিতে পারেন। এর রেটিং স্কোর ৪.৬, ইহা ১ মিলিয়নের বেশিবার ডাউনলোড হয়েছে।
Givvy Videosঃ- এই অ্যাপসে ক্ষুদ্র ক্ষুদ্র টাস্ক গুলো সম্পন্ন করে ভিডিও দেখে ইনকাম করা যায়। আনিংস রিওয়ার্ড গুলো বিভিন্ন মাধ্যমে উইড্রো করা যায় যেমনঃ- virtual wallets, Coinbase, PayPal এর মাধ্যমে তুলে নেয়া যায়। ইহার রেটিং স্কোর ৪.৪
Tube Pay – Watch & Earnঃ- এই অ্যাপস থেকে ভিডিও দেখে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। এই অ্যাপস গুলো চালাতে হাই কোয়ালিটির মোবাইল ফোনের প্রয়োজন হয় না। এই অ্যাপস থেকে উপার্জিত অর্থ গুলো Bitcoin, Amazon Gift Card, PayPal এর মাধ্যমে তুলে নিতে পারবেন। এই অ্যাপসটি রেটিং স্কোর ৪.৬.
Tick: watch to earnঃ- আপনি যদি এমন অ্যাপস খোঁজ করেন যেখানে ভিডিও আপলোড করে, ভিডিও দেখে ইনকামের তাহলে এই অ্যাপটি আপনার জন্য সেরা হতে পারে। এই ভিডিও গুলোর দৈর্ঘ্য ৫ থেকে ১০ সেকেন্ডের হয়ে থাকে। রিওযার্ড গুলো বিভিন্নভাবে উত্তোলন করা যায়।
আরো পড়ুনঃ- গল্প লিখে টাকা আয় করার সুবর্ণ সুযোগ লুফে নিন
Taskbucks – Earn Rewardsঃ- এখানে পেইড সার্ভে করে, ছোট ছোট টাস্ক সম্পন্ন করে অর্থ উপার্জন করা যায়। গেম খেলে, কুইজ খেলে, ভিডিও দেখে, রেফার করে, ডেইলি কনটেন্ট গুলোতে অংশ নিয়ে এই অ্যাপ থেকে ইনকাম করা যায়। রিওয়ার্ড গুলো Paytm, মোবাইল রিচার্জ এর মাধ্যমে উত্তোলন করা যাবে। এই অ্যাপসটির রেটিং স্কোর ৩.৯, এটা ১০ মিলিয়নের বেশি বার ডাউনলোড হয়েছে।
Cheelee: watch and incomeঃ- এখানে ভিডিও দেখে, ভিডিও কনটেন্ট তৈরি করে ইনকাম করা যায়। এই অ্যাপসে পর্যাপ্ত সময় দিলে অধিক কয়েন আয় করা যায়। বিভিন্ন অনলাইন পেমেন্ট মেথডের মাধ্যমে উত্তোলন করা যায়।
Rewardy: Earn Moneyঃ- এই অ্যাপসে স্ট্রিমিং ভিডিও গুলো দেখে ইনকাম করা যাবে। আর্নিংস পয়েন্ট বা রিওয়ার্ড গুলো Bitcoin, PayPal তুলে নেয়া যাবে। যত বেশি স্ট্রিমিং ভিডিও গুলো দেখবেন তত বেশি ইনকাম হবে। ভিডিও দেখার পাশাপাশি রেফার করে, কুইজ গেম খেলেও ইনকাম করা যাবে। অ্যাপসটি রেটিং স্কোর ৪.৫.
ভিডিও দেখে টাকা ইনকাম করার অ্যাপস সম্পর্কিত প্রশ্নের উত্তর
১) ভিডিও দেখে কি আদৌ ইনকাম করা যায় ?
উত্তরঃ- ইহা একেবারে সহজ নয় আবার অবাস্তব নয় বা কঠিন। উপরে যে অ্যাপস, ওয়েবসাইটের তালিকা আপনাদের জানিয়েছি ওগুলো থেকে ইনকাম করতে পারবেন।
২) ভিডিও দেখে কত টাকা ইনকাম করা যায় ?
উত্তরঃ- এটা নির্ভর করবে যে অ্যাপস, সাইট নিয়ে আপনি কাজ করছেন ঐটার উপর। ভিডিও দেখে ইকামের পরিমাণ খুবই সামান্য, এজন্য আপনি একাধিক অ্যাপ/সাইট নিয়ে কাজ করতে পারেন।
৩) ভিডিও দেখে ইনকামের সব থেকে বেশি জনপ্রিয় ওয়েবসাইট কোন গুলো ?
উত্তরঃ- QuickRewards, Swagbucks, InboxDollars, Freecash.com
ভিডিও দেখে টাকা ইনকাম বিকাশে পেমেন্ট
ভিডিও দেখে ইনকাম করার মত সহজ কাজ আর হয় না। এমন কিছু অ্যাপস রয়েছে যেখানে ভিডিও দেখে টাকা ইনকাম করে বিকাশে পেমেন্ট নিতে পারবেন। বিদেশি অ্যাপস গুলো পেমেন্ট উইড্রো করা একটু জটিল। কিন্তু বাংলাদেশী এমন কিছু অ্যাপস রয়েছে যেগুলো ব্যবহারকারীদের বিকাশের মাধ্যমে পেমেন্ট উত্তোলনের সুযোগ করে দেয়। যে অ্যাপস গুলোতে ভিডিও দেখে টাকা ইনকাম করা খুবই সহজ। চলুন তাহলে উক্ত অ্যাপস গুলোর নাম জেনে নেয়া যাকঃ-
টাকা ইনকাম অ্যাপঃ- ভিডিও দেখে ইনকাম করার সব থেকে জনপ্রিয় অ্যাপ এটি। আপনি সঠিক নিয়মে ভিডিও দেখ খুব সহজে এই অ্যাপ থেকে ইনকাম করতে পারেন। এই অ্যাপসটি গুগল প্লে-স্টোর থেকে ইনস্টল করে সাইন ইন করে নিতে হবে। প্রতিদিন ভিডিও দেখে কয়েন কালেক্ট করতে হবে। এভাবে প্রতিদিন ভিডিও গুলো প্লে করবেন, ভিডিও অটোমেটিক চলতে থাকবে। নিদিৃষ্ট পরিমাণ পয়েন্ট একাউন্টে জড়ো হওয়ার পর বিকাশ অথবা মোবাইল রিচার্জ এর মাধ্যমে উত্তোলন করতে পারেন। এই অ্যাপে পর্যাপ্ত সময় দিলে দৈনিক ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত ইনকাম করা যায়।
অনলাইন money আর্নিং অ্যাপঃ- এই অ্যাপটিতে ছোট ছোট কাজ করে অনলাইন থেকে ইনকামের সুযোগ করে দেয়। ইহা বিশ্বস্ত অ্যাপ, ব্যবহারকারীদের পেমেন্ট করে থাকে। এখানে ভিডিও দেখে, কুইজ খেলে, সার্ভে করে ইনকাম করা যায়। আপনার নিকট পর্যাপ্ত সময় থাকলে আপনি অ্যাপটি ট্রাই করে দেখতে পারেন। গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে কাজ করতে পারেন।
টাকা ইনকাম বিডিঃ- বর্তমানে ভিডিও দেখে টাকা ইনকাম করার আরও একটি জনপ্রিয়, বিশ্বস্ত অ্যাপ হলো টাকা ইনকাম বিডি। প্লে-স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে ব্যবহার করতে পারেন। ভিডিও দেখে, সার্ভে করে, কুইজ খেলে আনলিমিটেড ইনকাম করতে পারেন।
ভিডিও দেখে ৫০০/১০০০ টাকা ইনকাম করার অ্যাপ
এই আর্টিকেলে আমি আপনাদের এমন ২ টি অ্যাপস সম্পর্কে ধারণা দিব যেখানে আপনি ভিডিও দেখে ৫০০/১০০০ টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। এগুলো আন্তর্জাতিক আনিংস প্লাটফর্ম। এখানে যেকেউ কাজ করতে পারে। এই প্লাটফর্মে অহরহ মাইক্রো জব পাওয়া যায়। এখন আমরা ৫০০/১০০০ টাকা ইনকাম করার উপায় জানবঃ-
Work Up Jobঃ- ইহা মাইক্রো জব অ্যাপস। এখানে ছোট ছোট কাজ পাওয়া যায় যেমনঃ- এড দেখে ইনকাম, ভিডিও দেখে ইনকাম ইত্যাদি। প্লে-স্টোর থেকে ইহা ডাউনলোড করে রেজিস্টার করে নিবেন। জাতীয় পরিচয় পত্র দিয়ে একাউন্ট ভেরিফিকেশন করে নিবেন। একাউন্ট ঠিকমতো ভেরিফাই হলে এখান থেকে কাজ পাবেন। ড্যাশ-বোর্ডে অনেক গুলো টাস্ক পেয়ে যাবেন।
এখানে বেশির ভাগ ইউটিউবিং ভিডিও গুলো পাবেন। সাধারণত যারা নতুন ইউটিউবার তারা তাদের ইউটিউ চ্যানেলে ট্রাফিক পাওয়ার জন্য জব পোস্ট করে থাকে। এখানে আপনি ভিডিও দেখে শতভাগ পেমেন্ট সংগ্রহ করতে পারবেন। এই সাইটে যত বেশি ভিডিও দেখবেন তত বেশি ইনকাম হবে। দৈনিক পর্যাপ্ত সময় দিতে হবে।
Cash Earning App Givvy Videosঃ- অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ইনস্টল করে সাইন ইন করার পর ভাষা ইংরেজী সিলেক্ট করে নিবেন। এই অ্যাপসে বিভিন্ন ধরণের কাজ রয়েছে। অ্যাপটির ড্যাশবোর্ডে ভিডিও আইকনে ক্লিক করলে এনিমেশন ভিডিও, মুভি ভিডিও, ইউটিউবের ভিডিও দেখতে পারবেন। ভিডিও চলাকালে কিছু এড দেখতে পারবেন যেগুলো আপনার একাউন্টে পয়েন্ট জড়ো করবে। এখানে আপনি রেফার করে সার্ভে করে, অ্যাপ ডাউলোড করেও ইনকাম করা যায়। ৫ হাজার কয়েন জড়ো হলে ১ ডলার পাবেন। বিকাশ, নগদ, মোবাইল রিচার্জ এর মাধ্যমে উক্ত অ্যাপ থেকে পেমেন্ট নিতে পারবেন।
ভিডিও দেখে প্রতিদিন ৫০০/১০০০ টাকা ইনকাম করা সম্ভব ?
একটুু বুঝিয়ে বলি ভিডিও দেখে খুব একটা বেশি ইনকাম করা যায় না। অনেক অ্যাপ, ওয়েবসাইট রয়েছে যারা টাকা ঠিকমতো দেয় না। আপনি যদি ভিডিও ভালো পরিমাণ টাকা ইনকাম করতে চান দৈনিক তাহলে আপনাকে প্রথমত, বিদেশী অ্যাপ, সাইট গুলো নিয়ে কাজ করতে হবে। কারণ, সেখানে ডলারের হিসাব করা হয়। টাকার চাইতে ডলারের মান বড়। দ্বিতীয়, একাধিক সাইট নিয়ে কাজ করতে হবে। আপনি প্রতিদিন একটি অ্যাপ,সাইটে ভিডিও দেখে ৫০,১০০,২০০ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পারছেন।
অনলাইন থেকে টাকা ইনকামের নিশ্চিত মাধ্যম
নিশ্চিন্তে, অনলাইন থেকে টাকা ইনকামের অনেক গুলো মাধ্যম রয়েছে। সেগুলোকে আমরা বলে থাকি ফ্রিল্যান্সিং। বর্তমানে অনলাইন জগতে ফ্রিল্যান্সিং কাজের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। ফ্রিল্যান্সিং যে সকল কাজ করে অনলাইন থেকে নিশ্চিত ইনকাম করা যায় সেগুলো হলোঃ-
- গ্রাফিক্স ডিজাইন
- কনটেন্ট রাইটিং
- ড্রপশিপিং
- ইউটিউবিং
- এসইও
- ডিজিটাল মার্কেটিং
- ওয়েব ডিজাইন
- ফেসবুক থেকে ইনকাম
- ডাটা এন্ট্রি
এ সকল জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস যেমনঃ- ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.কম এখানে করতে পারবেন। অনেক তরুণ এ সকল ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোতে কাজ করে নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে।
সতর্কবার্তা - ভিডিও দেখে টাকা ইনকাম করার অ্যাপস
অনলাইনে প্রত্যেকটি অ্যাপসে রয়েছে নানান ধরণের সীমাবদ্ধতা। অ্যাপস গুলো ব্যবহারের পূর্বে আমাদের সতর্ক থাকা দরকার। কেননা, অ্যাপস গুলো প্রতিনিয়ত তাদের নীতিমালা পরিবর্তন করে। তাই প্রত্যেকটি অ্যাপস নিজ দায়িত্বে ব্যবহার করবেন। অ্যাপস গুলো ব্যবহারের পূর্বে কিভাবে সতর্কতা অবলম্বন করবেন এই লিংকে ক্লিক করে জেনে নিন। অ্যাপস গুলোর প্রতিবন্ধকতা সম্পর্কে জানতে এই লিংকে ক্লিক করুন। অ্যাপস গুলো ব্যবহারের পূর্বে অবশ্যই রিভিউ, রেটিং স্কোর, কমেন্টস যাচাই করে নিবেন।
লেখকের মন্তব্য
সম্মানিত পাঠকবৃন্দ এই আর্টিকেলে ভিডিও দেখে টাকা ইনকাম করার অ্যাপস এবং ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি পোস্টটি পড়ে আপনারা উপকৃত হয়েছেন। এই রকম অনলাইন ইনকাম সম্পর্কিত পোস্ট আমরা প্রতিনিয়ত আমাদের সাইটে পাবলিশ করে থাকি।
এই রকম তথ্যবহুল আরো পোস্ট পেতে আমাদের সাইটটি নিয়মিত ভিজিট করুন। এতক্ষণ ধৈর্য্য ধরে পোস্টটি উপভোগ করার জন্য অসংধ্য ধন্যবাদ। আপনার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। 16.09.25
আপনি পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url