সেরা ৪০+ বিশ্বস্ত অনলাইন ইনকাম সাইট দেখে নিন
বিশ্বস্ত অনলাইন ইনকাম সাইট সম্পর্কে জানতে আপনারা প্রায় গুগলে সার্চ করে থাকেন। অনলাইনে এমন কিছু ইনকাম সাইট রয়েছে ১০০% পেমেন্ট পাওয়া যায়। এই প্রবন্ধ থেকে আমরা বিশ্বস্ত অনলাইন ইনকাম সাইট সম্পর্কে বিস্তারিত জানব।
অনলাইনে কাজ করতে গিয়ে অনেকে প্রতারণার শিকার হচ্ছে। তারা কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারে সে সম্পর্কে আপনাদের জানাতে বিশ্বস্ত অনলাইন ইনকাম সাইট নিয়ে আলোচনা করা হবে।পোস্ট সূচিপত্রঃ- বিশ্বস্ত অনলাইন ইনকাম সাইট
- ভূমিকা
- বিশ্বস্ত অনলাইন ইনকাম সাইট
- বিশ্বস্ত অনলাইন ইনকাম সাইট সম্পর্কিত প্রশ্নের উত্তর
- সার্ভে করে ইনকাম করার প্লাটফর্ম
- ফটো বিক্রি করে ইনকাম করার সাইট
- শর্ট ভিডিও দেখে ইনকাম করার সাইট
- অনলাইন থেকে ইনকাম করার ই-কমার্স সাইট
- অনলাইনে পাঠদান করিয়ে ইনকাম করানোর সাইট
- লেখালেখির কাজ করে ইনকাম করার সাইট
- লেখকের মন্তব্য
ভূমিকা
ইন্টারনেট থেকে টাকা ইনকামের অনেক উপায় রয়েছে। ইন্টারনেটে সার্চ করলে বিভিন্ন ধরণের সাইট আপনি পাবেন যেখানে তারা অনলাইন ইনকাম সম্পর্কে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে থাকে। সব ইনকাম সাইট রিয়েল নয়, প্রতারক চক্র প্রযুক্তি সুবিধা কাজে লাগিয়ে অনলাইনে প্রতারণার জাল বিছিয়ে রেখেছে। যারা সে ফাঁদে পা দেয় তারা নিঃস্ব হয়ে যায়। এমনতাবস্থায় অনলাইন ইনকাম কে ভূয়া মনে করে। অনলাইন থেকে ইনকাম করার জন্য প্রয়োজন বিশ্বস্ত সাইট, যারা ১০০% পেমেন্ট নিশ্চিত করে।
এই আর্টিকেলে আমি আপনাদের এমন কিছু ইনকাম সাইট সম্পর্কে বলব যেখানে কোন প্রকার বিনিয়োগ ছাড়া প্রযুক্তি সুবিধা কাজে লাগিয়ে নিজ দক্ষতা অনুযায়ী টাকা ইনকাম করতে পারবেন। এ সকল সাইট গুলোতে কাজ করে একদিকে আপনি যেমন সফল হবেন অন্যদিকে সমাজে বেকারত্ব দূর করতে অবদান রাখতে পারবেন। ফ্রিল্যান্সিং সেক্টরে আপনার যদি কোন দক্ষতা থাকে তাহলে ঐ সকল বিশ্বস্ত অনলাইন ইনকাম সাইট গুলোতে কাজ করে সারা-জীবন উপার্জন করতে পারবেন।
তাই আপনার অনলাইন সেক্টরের ভবিষ্যৎকে আরো উজ্জল, প্রানবন্ত করতে আমরা এই প্রবন্ধে বিশ্বস্ত অনলাইন ইনকাম সাইট সম্পর্কে খুঁটিনাটি আলোচনা করব। যে অভিজ্ঞতা আপনার ফ্রিল্যান্সিং করে অর্থ ইনকামের যাত্রাকে সহজ,সফল করবে। কোন কোন প্লাটফর্মে কাজ করে অর্থ উপার্জন করা যায় একজন ফ্রিল্যান্সারের এ বিষয়ে পরিষ্কার ধারণা থাকা দরকার নতুবা তারা প্রতারক চক্রের দ্বারা প্রতারিত হতে পারে। তাই আমি আপনাদের সারাজীবন বিশ্বস্ততার সহিত অনলাইন থেকে ইনকাম করা যায় এমন কিছু সাইটের তালিকা এই আর্টিকেলে আপনাদের বলব।
বিশ্বস্ত অনলাইন ইনকাম সাইট
ঘরে বসে অনলাইনের মাধ্যমে টাকা ইনকামের কথা একটা সময় কল্পনা করাও যেত না। কিন্তু প্রযুক্তির উৎকর্ষ সাধনের ফলে এখন মানুষ ঘরে বসে ইন্টারনেটের সাহায্যে অনলাইন থেকে টাকা ইনকাম করতে সক্ষম হচ্ছে। আপনি যদি অনলাইন থেকে রিয়েল ইনকাম করতে চান তাহলে আপনাকে বিশ্বস্ত অনলাইন ইনকাম সাইট গুলো খোঁজ করতে হবে। অনলাইন থেকে কাজের সব থেকে বড় সুবিধা হলো হাতে থাকা স্মার্টফোন, ল্যাপটপ এর সাথে ইন্টারনেট কানেকশন ঘরে বসেই ইনকাম করা যায়। বিশ্বস্ত অনলাইন ইনকাম সাইট এর তালিকা নিম্নরুপঃ-
Upwork.comঃ- এই সাইটটি বর্তমানে বিশ্বস্ত, জনপ্রিয় বটে। আপনি যদি ডাটা এন্ট্রি, এসইও, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন অর্থ্যাৎ ফ্রিল্যান্সিং এ আপনি যে ধরণের কাজ জানেন সব ধরণের কাজের চাহিদা এই সাইটে রয়েছে। এ সাইটে কাজ করে অনেকে নিয়মিত পেমেন্ট পাচ্ছে এবং সফল হচ্ছে। এখান থেকে ব্যাংক ট্রান্সফার, পেপাল এর মাধ্যমে পেমেন্ট উত্তোলন করতে পারেন।
আরো পড়ুনঃ- বাবুল গেম খেলে টাকা ইনকাম শুরু করে দেন আজ থেকে
Freelancer.comঃ- যারা প্রফেশনাল ফ্রিল্যান্সার তাদের নিকট এই সাইটটি অনেক জনপ্রিয়। বিশ্বব্যাপী এই সাইটের রয়েছে জনপ্রিয়তা। এই সাইটে ফ্রিল্যান্সিং এর কাজ করে হাজার হাজার ডলার আর্নিং করা সম্ভব। বাংলাদেশে থেকে অনেকে এই রকম উপার্জন করছে। বায়ারের সাথে কথা বলে কাজ সংগ্রহ করতে হয়। এই সাইট থেকে পেমেন্ট নেয়া খুবই সহজ। ফ্রিল্যান্সিং করে লক্ষাধিক টাকা ইনকাম করতে চাইলে গ্রাফিক্স ডিজাইন, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন এ সমস্ত কাজ গুলো শিখতে হবে। কেননা, এ কাজ গুলোর চাহিদা গোটা বিশ্ব-ব্যাপী রয়েছে।
pathao.comঃ- ইহা বাংলাদেশী জনপ্রিয় বিশ্বস্ত সাইট। আপনি যদি বাইক চালিয়ে ইনকাম করতে চান তাহলে এই সাইটে কাজ করতে পারেন। এখানে রাইড শেয়ারিং করে, প্রোডাক্ট ডেলিভারী দিয়ে ইনকাম করতে পারেন। টাকার বিনিময়ে বাইকে করে যাত্রীদের গন্তব্যে পৌছে দেয়া একে বলে রাইড শেয়ারিং। তাছাড়া প্রোডাক্ট ডেলিভারীর কাজ করে বিকাশের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। রাইড শেয়ারিং করে প্রচুর টাকা ইনকাম করা সম্ভব। নিজ ফোনে অ্যাপটি ডাউলোড করে রেজিস্ট্রেশন করে রাইড শেয়ারিং সার্ভিস চালু করুন।
2Captchaঃ- এখানে ক্যাপচা কাজ করে ইনকাম করতে হয়। আর ক্যাপচার কাজ গুলো তুলনামূলক সহজ। ক্যাপচা করে খুব বেশি আর্নিং সম্ভব না হলেও তবুও এই সাইটটি অধিক জনপ্রিয়, বিশ্বস্ত। এই সাইটে প্রবেশ করে একাউন্টটি জিমেইল, পাসওয়ার্ড দিয়ে সাইন করতে হবে। ReCAPTCHA, Simple Text, Image CAPTCHAs ইত্যাদি বিভিন্ন ধরণের ক্যাপচা সঠিকভাবে নিদিৃষ্ট বক্সে পূরণ করে সাবমিট করতে হবে। প্রতি ১ হাজার ক্যাপচা পূরণ করার জন্য ৫০ থেকে ১৫০ টাকা দেয়।
Facebook.comঃ- জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। আমরা অনেকে বিনোদনের জন্য ফেসবুক ব্যবহার করে থাকি কিন্তু এই সাইটের মাধ্যমে যে ইনকাম করা যায় আমরা অনেকে জানি না। আবার অনেকে এই প্লাটফর্ম থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। তাই ফেসবুকে ভিডিও দেখে সময় নষ্ট না করে ফেসবুক ব্যবহার করে কীভাবে টাকা ইনকাম করা যায় সে উপায় তালাশ করতে হবে। যেভাবে ফেসবুক থেকে ইনকাম করা যেতে পারেঃ-
ফেসবুকে পেজ তৈরি করেঃ- আপনার যদি কোন ব্যবসা প্রতিষ্ঠান থাকে অথবা নিজের কোন প্রোডাক্ট, সার্ভিস থাকে তাহলে এই ফেসবুকের পেজের মাধ্যমে সেগুলো বিক্রি করতে পারবেন। আপনার ফেসবুকের বন্ধু-বান্ধব, ফলোয়াররা তাদের প্রয়োজনীয় জিনিস আপনার কাছ থেকে ক্রয় করে নিবে। এইভাবে ফেসবুক পেজের মাধ্যমে আপনার ব্যবসা বড় করতে পারেন।
ভিডিও তৈরি করেঃ- আমরা প্রতিনিয়ত ফেসবুকে ভিডিও দেখে অভ্যস্ত। আপনিও চাইলে এই ভিডিও গুলো নিজে তৈরি করে ফেসবুকে আপলোড দিতে পারেন এবং এড মনিটাইজেশন চালুর মাধ্যমে বিজ্ঞাপন দেখিয়ে অর্থ উপার্জন করতে পারেন। যেকোন ধরণের ভিডিও যেমনঃ- শিক্ষামূলক, বিনোদনমূলক, নিউজ সহ আরও অন্যান্য।
এফিলিয়েট মার্কেটিং করে ইনকামঃ- ফেসবুকের মাধ্যমে আপনি এখানে অন্য কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিসের প্রচার প্রচারণা চালাবেন। কেউ আপনার শেয়ারকৃত লিংকে ক্লিক করে ঐ কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিস ক্রয় করলে বিনিময়ে আপনি বোনাস/কমিশন পাবেন। একে বলে এফিলিয়েট মার্কেটিং।
স্পন্সরশিপঃ- সোশ্যাল মিডিয়ায় যদি আপনার ব্যাপক জনপ্রিয়তা থাকে তাহলে অর্থের বিনিময়ে বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিসের প্রচার প্রচারণা চালিয়ে অর্থ উপার্জন করতে পারেন।
লাইভ স্ট্রিমঃ- ফেসবুকে লাইভ স্ট্রিম করে এড দেখানোর মাধ্যমে ফেসবুক থেকে ইনকাম করা যায়। শর্ট ভিডিও, রিলস ভিডিও গুলো আপলোড করার মাধ্যমে ফেসবুক থেকে প্রচুর টাকা ইনকাম করা সম্ভব।
কনটেন্ট লিখেঃ- আমরা অনেকে ফেসবুকে লেখা-লেখি করে থাকি। তাই যারা লেখালেখির কাজে পারদর্শী তারা ফেসবুকে বাংলা কনটেন্ট লিখে বেশি সংখ্যক ভিউজ আনার মাধ্যমে ইনকাম করতে পারেন।
youtube.comঃ- ভিডিও দেখার অন্যতম সেরা প্ল্যাটফর্ম হল youtube. দিনের অধিকাংশ সময় ইউটিউবে ভিডিও দেখে আমরা পার করে থাকি। দেশে-বিদেশের ছড়িয়ে থাকা তথ্য আমরা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে হাতের নাগালে পেয়ে যাই। আপনি কি জানেন এই ইউটিউব চ্যানেল থেকেও ইনকাম করা যায় 😍 youtube থেকে ইনকাম করতে হলে তাদের নির্দিষ্ট কিছু শর্ত আছে যেগুলো পূরণ করতে হয় যেমনঃ- ১ হাজার সাবস্ক্রাইবার, ভিডিও ৪ হাজার ঘন্টা ভিউ হতে হয়।
অন্যান্য প্ল্যাটফর্ম থেকে যত সহজে ইনকাম করা যায় ইউটিউব থেকে ইনকাম করতে একটু বেশি সময় লাগে, এজন্য ধৈর্য ধরে নিয়মিত ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করতে হবে। ফেসবুকের মত ইউটিউব চ্যানেলের মাধ্যমেও ইনকাম করা যায় যেমনঃ-
- ইউটিউব চ্যানেলে কোন কোম্পানির পণ্য বা সেবার প্রচার-প্রচারণা চালিয়ে,
- অ্যাফিলিয়েট মার্কেটিং করে
- বিভিন্ন ধরনের/ইচ্ছেমতো ভিডিও আপলোড করে গুগল এডসেন্স এপ্রুভ করানোর মাধ্যমে
- নিজ ইউটিউব চ্যানেল অর্থের বিনিময়ে স্পন্সরশীপ এর কাজ করে ইনকাম
তাই আমাদের উচিত ইউটিউব চালিয়ে শুধু শুধু সময় নষ্ট না করে, ইউটিউব কে টাকা উপার্জনের মাধ্যম বানানো।
adsense.google.comঃ- বিজ্ঞাপন থেকে ইনকামের জন্য সেরা সাইট হল গুগল এডসেন্স। বর্তমানে google এডসেন্স সম্পর্কে জানে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। ব্লগার, ওয়ার্ডপ্রেস উভয় ওয়েবসাইটের জন্য গুগল এডসেন্স এপ্রুভ করিয়ে ইনকাম করা যায়। এজন্য আপনার ওয়েবসাইটে নিয়মিত আর্টিকেল পাবলিশ করতে হবে।
আরো পড়ুনঃ- ডিপোজিট ছাড়া গেম খেলে ইনকাম করুন এক ঝলকে
ওয়েবসাইটে যত বেশি ভিজিটর আসবে গুগল এডসেন্স থেকে তত বেশি ইনকাম হবে। ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করে বেশি সংখ্যক ভিজিটর আনার মাধ্যমে গুগল এডসেন্স অ্যাপ্রুভ করিয়ে ইনকাম করা যায়। বিজ্ঞাপন দেখিয়ে ইনকাম করার জন্য সেরা প্ল্যাটফর্ম হল গুগল এডসেন্স। গুগল এডসেন্স থেকে অনেকে প্রতি মাসে লক্ষাধিক টাকা ইনকাম করছে।
Shohoz.comঃ- সহজ ডট কম একটি ই-কমার্স সাইট। যারা অনলাইনে ব্যবসা করতে চান তারা এই সাইটে কাজ করতে পারেন। এখানে আপনি আপনার নিজের ব্যবসার প্রোডাক্ট বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন। গুগলে সার্চ করে সাইটটি রেজিস্ট্রেশন করে পন্য বিক্রির মাধ্যমে আনলিমিটেড ইনকাম করুন।
bikroy.comঃ- আপনি যদি অনলাইনে কেনা-বেচা ব্যবসা করতে চান তাহলে বিক্রয় ডট কম আপনার জন্য সেরা হতে পারে। এখানে আপনি যেকোন পুরাতন জিনিস বিক্রি করতে পারেন। এ ই-কমার্স প্লাটফর্মে অনেকে নতুন জিনিসও কেনা-বেচা করে। আপনি যদি অনলাইনে ব্যবসা করতে চান তাহলে এই সাইটটি আপনার জন্য। তাছাড়া আপনার ব্যবহৃত কোন পুরাতন জিনিস বিক্রয় করতে চাইলে বিক্রয় ডট কম এই সাইটটি ব্যবহার করুন। ইহা গুগল প্লে-স্টোর থেকে ইনস্টল করে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
Hotovaga.comঃ- এই সাইটে ছোট ছোট টাস্ক কমপ্লিট করে ইনকাম করতে পারবেন। যারা ফ্রিল্যান্সিংয়ের ছোট ছোট কাজ করে ইনকাম করতে ইচ্ছুক তাদের জন্য এই সাইটটি সেরা হতে পারে। অনলাইন থেকে টাকা ইনকামের অন্যতম জনপ্রিয় সাইট হল হতভাগা ডট কম। এই সাইটে যে সকল কাজ করি ইনকাম করা যায় তা নিম্নরপঃ-
- আর্টিকেল পড়ে, লিখে, শেয়ার করে
- উক্ত সাইটটি রেফার করে
- ক্যাপচা এন্ট্রি এবং স্পিন করে,
- ছোট ছোট মাল্টি টাক্স কমপ্লিট করে
হতভাগা ডটকম থেকে ইনকাম করা যায়। আপনি যদি এ সাইট থেকে ইনকাম করতে আগ্রহী হন তাহলে অবশ্যই উক্ত সাইটের নিয়ম ও নীতিমালা গুলো পড়ে নিবেন। এ সাইটে আর্টিকেল লিখে সব থেকে বেশি ইনকাম করা যায়।
Freecashঃ- মোবাইল দিয়ে ইনকাম করার একটি জনপ্রিয় সাইট হলো Freecash.com. ব্যবহারকারীরা একে ১০০% বিশ্বস্ত বলে উল্লেখ করেছে। এখানে বিভিন্ন ওয়েবসাইটের একাউন্ট খোলে, সার্ভে করে, গেম খেলে, অ্যাপ ডাউনলোড করে ইনকামের সুবর্ণ সুযোগ করে দেয়। এখানে কাজ করে পয়েন্ট পেতে হয়। ১ হাজার পয়েন্ট সমান ১ ডলার হিসাব করা হয়।
উপার্জিত অর্থ ব্যাংক ট্রান্সফার, PayPal, গিফট কার্ডের মাধ্যমে উত্তোলন করা যায়। এই সাইটটি ফ্রি সাইন ইন করে ড্যাশবোর্ড থেকে ইচ্ছেমত টাস্ক সম্পন্ন করে পয়েন্ট অর্জন করতে হয়। নিদিৃষ্ট পরিমাণ পয়েন্ট একাউন্টে জড়ো হলে অনলাইন পেমেন্ট মেথডের মাধ্যমে উত্তোলন করতে হবে। ইহা অনলাইন থেকে ইনকামের একটি বিশ্বস্ত সাইট।
Fiverr.comঃ- ঘরে বসে ফ্রিল্যান্সিং এর আরেকটি জনপ্রিয় সাইট হলো ফাইবার ডট কম। ফ্রিল্যান্সারা নিজের দক্ষতা কাজে লাগিয়ে ইচ্ছেমত ইনকাম করতে পারে। এখানে ইনকামের কোন বাঁধা ধরা নিয়ম নেই। ইহা জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। সব ধরণের কাজের চাহিদা এ মার্কেটে রয়েছে। এখানে কাজ করে অনেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। নতুন ফ্রিল্যান্সারা ছোট ছোট কাজ যেমনঃ- ডাটা এন্ট্রি এ সমস্ত কাজ করে অনলাইন থেকে অনেক টাকা উপার্জন করতে পারে। ছোট ছোট কাজের জন্য ১০ থেকে ১৫ ডলার চার্জ করতে পারে। উপার্জিত অর্থ ব্যাংক ট্রান্সফার, পেপাল একাউন্টের মাধ্যমে নিতে পারে।
Adsterraঃ- এটা গুগল এডসেন্স এর বিকল্প অ্যাড নেটওয়ার্ক। এটা অনলাইন ইনকামের বিশ্বস্ত প্ল্যাটফর্ম। Adsterra অ্যাড নেটওয়ার্ক চালু করতে হলে আপনার ওয়ার্ডপ্রেস অথবা ব্লগার ওয়েবসাইট থাকতে হবে। ওই সমস্ত ওয়েবসাইটে নিয়মিত আর্টিকেল পাবলিশ করে এড নেটওয়ার্ক এপ্রুভ করে ইনকাম জেনারেট করতে পারবেন। অনেক বড় বড় ওয়েবসাইট এই এড নেটওয়ার্ক চালিয়ে ইনকাম করছে।
গুগল এডসেন্স এর তুলনায় Adsterra অ্যাড নেটওয়ার্ক সহজে এপ্রোভাল পাওয়া যায়। উপার্জিত অর্থ Wire Transfer, PayPal, WebMoney, Payoneer ইত্যাদি অনলাইন পেমেন্ট মেথডের পাওয়া যায়। এই ইনকাম সম্পূর্ণ নির্ভর করে ট্রাফিকের উপর। যত বেশি ট্রাফিক আসবে তত বেশি ইনকাম হবে। যদি আপনার সাইটে দিনে ১ হাজার ট্রাফিক আসে তাহলে দৈনিক ৫ থেকে ১৫ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন।
Coinpayuঃ- এই অনলাইন ইনকাম সাইটে মাইক্রো জব এর কাজ করে ক্রিপ্টোকারেন্সি আয় করার সুযোগ করে দেয়। তাছাড়া এখানে ভিডিও দেখে,বিজ্ঞাপন দেখে, সার্ভে করে, গেম খেলে, অ্যাপ ডাউনলোাড করে ইনকামের সুযোগ করে দেয়। গুগলে Coinpayu লিখে ফ্রি রেজিস্টার করুন। কাজ করে নিদিৃষ্ট পরিমাণ ক্রিপ্টো-কারেন্সি একাউন্টে জড়ো হলে ক্রিপ্টো ওয়ালেটে ট্রান্সফার করুন।
Shutterstockঃ- এটা দক্ষ ফটোগ্রাফারদের ফ্রি একাউন্ট খুলে প্যাসিভ ইনকামের মাধ্যম তৈরি করে দেয় । এটা একটি আন্তর্জাতিক মার্কেটপ্লেস যেখানে নিজের তোলা ছবিগুলো বিক্রি করে অর্থ উপার্জন করা যায়। আপনি যদি এই ওয়েবসাইটের মাধ্যমে নিজের ছবিগুলো তোলা বিক্রি করতে চান তাহলে ওয়েবসাইট কর্তৃপক্ষকে ৪০ শতাংশ কমিশন দেওয়া লাগবে। আপনার ছবিগুলো হাই কোয়ালিটি এবং ইউনিক হতে হবে।
Revঃ- এই সাইটে অনুবাদ, সাবটাইটেলিং, ট্রান্সক্রিপশন ইত্যাদি কাজ করে ইনকাম করতে হয়। ফ্রিল্যান্সরা নিয়মিত এখানে কাজ করে পেমেন্ট উত্তোলন করছে। প্রথমে গুগলে Rev.com লিখে সার্চ করে Freelancers অপশনে ক্লিক করে নিজের নাম, ই-মেইল, PayPal পেমেন্ট অপশন যুক্ত করে সাইটটি রেজিস্টার করুন। এরপর সাইট কর্তৃপক্ষ আপনার দক্ষতা টেস্ট করবে। এখানে কোন উইড্রো লিমিট নেই, প্রতি সপ্তাহে একবার এই সাইটটি পেমেন্ট করে থাকে।
আরো পড়ুনঃ- কুইজ খেলে টাকা ইনকাম করুন এই সকল App & Website থেকে
Medium.comঃ- আর্টিকেল লিখে ইনকাম করার সেরা প্ল্যাটফর্ম হল medium.com। আপনি যদি ওয়েবসাইট ছাড়া আর্টিকেল লিখে ইনকাম করার কথা ভাবেন তাহলে এই ওয়েবসাইটটি আপনার জন্য সেরা হবে। এজন্য আপনাকে হাই কোয়ালিটির কনটেন্ট লিখতে হবে। তাছাড়া অ্যাফিলিয়েট মার্কেটিং, রেফার করেও সাইট থেকে ইনকাম করা যায়।
Google AdMobঃ- অ্যাড দেখিয়ে ইনকামের একটি বিশ্বস্ত প্লাটফর্ম হল এটি। আপনি যদি একজন দক্ষ অ্যাপ ডেভেলপার হয়ে থাকেন তাহলে আপনার তৈরি করা অ্যাপ গুলোতে হাই কোয়ালিটির বিজ্ঞাপন দেখিয়ে ইনকাম করতে পারবেন। আপনার এড গুলোতে যত বেশি ভিউজ হবে তত বেশি ইনকাম হবে।
ySenseঃ- এটা মাইক্রো-জবের একটি ওয়েবসাইট। এখানে ছোট ছোট টাস্ক সম্পূর্ণ করে পয়েন্ট অর্জন করতে হয়। এখানে ব্যবহারকারীদের কাজের বিনিময়ে রি-ওয়ার্ড দেওয়া হয়। এই সাইটে অ্যাকাউন্ট খুলে, সার্ভে করে, রেফার করে ইনকাম করা যায়।
Dreamstimeঃ- ছবি বিক্রি করে টাকা ইনকামের জনপ্রিয় আরেকটি প্ল্যাটফর্ম হল Dreamstime. এখানে দক্ষ ফটো-গ্রাফাররা তাদের তোলা ছবি এই ওয়েবসাইটে আপলোড করে। গ্রাহকরা যখন আপনার তোলা ছবি কিনবে তখনই আপনার ইনকাম হবে। কোন ছবি কত টাকা দিয়ে বিক্রি হবে এটা পুরোটা নির্ভর করবে আপনার ছবির সাইজ, ছবির কোয়ালিটি ইত্যাদি বিষয়বস্তুর উপরে।
BananaBucksঃ- একে পেইড সার্ভে ওয়েবসাইটেও বলা যায়। এখানে প্রতিটি সার্ভে করার জন্য $0.20 দেওয়া হয়। সার্ভে ছাড়াও গেম খেলে, ভিডিও দেখে, নানান ধরনের অফারের কাজ সম্পন্ন করে অর্থ ইনকাম করা যায়। উপার্জিত অর্থ Paypal এর মাধ্যমে ক্যাশ আউট করতে হয়।
বিশ্বস্ত অনলাইন ইনকাম সাইট সম্পর্কিত প্রশ্নের উত্তর
১) বিশ্বস্ত ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এর তালিকা
উত্তরঃ- Upwork, Freelancer, Fiverr, PeoplePerHour.
২) অনলাইন থেকে ইনকামের জন্য যা যা প্রয়োজন ?
উত্তরঃ- স্কিল ( গ্রাফিক্স ডিজাইন, এসইও, ডাটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং ), ল্যাপটপ/পিসি, ইন্টারনেট সংযোগ, পেমেন্ট উত্তোলনের জন্য ব্যাংক একাউন্ট/PayPal একাউন্ট এর দরকার। মোবাইল দিয়ে এপস থেকে ইনকাম করতে পারবেন। বড় ধরণের কোন কাজ করার জন্য ল্যাপটপের প্রয়োজন হবে।
৩) অনলাইন থেকে কত টাকা ইনকাম করা যায় ?
উত্তরঃ- এটা নির্ভর করবে আপনি যে সাইটে কাজ করছেন তার উপর, আপনার স্কিল, কাজ কি রকম পাচ্ছেন ইত্যাদি বিষয়ের উপর। অনেকে অনলাইন থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে আবার অনেকে অনলাইন থেকে ইনকাম করতে পাচ্ছে না। অনলাইন থেকে ইনকাম করতে হলে আপনাকে লেগে থাকার মানসিকতা রাখতে হবে।
৪) সব থেকে বেশি কোন সাইট গুলো থেকে ইনকাম হয় ?
উত্তরঃ- Google, Facebook, Youtube, Amazon
৫) অনলাইন থেকে সত্যিই ইনকাম করা যায় ?
উত্তরঃ- জ্বি, এজন্য আপনার ফ্রিল্যান্সিং স্কিল থাকা জরুরী
সার্ভে করে ইনকাম করার প্লাটফর্ম
সার্ভে বলতে কোন প্রোডাক্ট বা সার্ভিস কেমন সে সম্পর্কে মতামত প্রদান করা। কোম্পানি গুলো প্রতিনিয়ত তাদের প্রোডাক্ট বা সার্ভিসের রিভিউ সংগ্রহ করতে সার্ভে করিয়ে থাকে। এই সার্ভে করে ইনকাম করা যায়। যে সকল সাইটে সার্ভে কাজ করে ইনকাম করা যায় তা নিম্নরুপঃ-
- InboxPounds
- PopulusLive
- Swagbucks
- OnePoll
- ySense
- Branded Surveys
- Workup Job
- Workup Place
- Clickworker
ফটো বিক্রি করে ইনকাম করার সাইট
আপনারা যারা ছবি তুলতে পছন্দ করেন তারা মার্কেটপ্লেসে ছবি বিক্রি করে টাকা ইনকাম করতে পারেন। অনলাইনে অনেক ফটো সেলিং ওয়েবসাইট পাওয়া যাবে, যেখানে আপনি ফ্রি একাউন্ট খুলে ইউনিক ছবি তুলে সেগুলো বিক্রি করতে পারবেন। ছবি বিক্রি করে ইনকাম করার ওয়েবসাইট গুলো হলোঃ-
- Getty Images
- 500px
- Shutterstock, Alamy
- DreamsTime.com
শর্ট ভিডিও দেখে ইনকাম করার সাইট
এই আর্টিকেলে আমি আপনাদের এমন কিছু ওয়েবসাইট সম্পর্কে জানাবো যেখানে আপনি ছোট ছোট ভিডিও দেখে ইনকাম করতে পারবেন। ভিডিও দেখার অনেকগুলো রিয়েল ইনকাম ওয়েবসাইট রয়েছে সেগুলোর তালিকা নিম্নে দেওয়া হলোঃ-
- InboxDollars
- Cash Earning App Givvy Videos
- Taka Income BD
- Make Real Money Short Videos
অনলাইন থেকে ইনকাম করার ই-কমার্স সাইট
আপনি এই ই-কমার্স প্ল্যাটফর্ম গুলোতে নিজে ব্যবসা দাঁড় করিয়ে অথবা ড্রপ শিপিং এর কাজ করে টাকা ইনকাম করতে পারবেন। ই-কমার্স ওয়েবসাইটগুলো অনলাইন শপিংয়ের জন্য জনপ্রিয় হয়ে উঠছে। আপনি এ সুযোগকে কাজে লাগিয়ে ই-কমার্স প্লাটফর্ম গুলো থেকে ভালো পরিমানে আর্নিং করতে পারেন। ই-কমার্স প্লাটফর্মের তালিকা নিম্নরুপঃ-
- Etsy
- daraz
- Shopify
অনলাইনে পাঠদান করিয়ে ইনকাম করানোর সাইট
আপনি যদি অনলাইনে শিক্ষকতা করিয়ে ইনকাম করতে চান তাহলে এই প্ল্যাটফর্ম গুলো আপনার জন্য সেরা হবে। তাছাড়া এখানে আপনি নিজের তৈরি কোর্স বিক্রি করেও ইনকাম করতে পারবেন। তবে এর জন্য আপনাকে শিক্ষকতা করার যোগ্যতা থাকতে হবে। আপনি যে বিষয়ে দক্ষ সে বিষয়ে শিক্ষকতা পারবেন। অনলাইন টিচিং এখন জনপ্রিয়তার তুঙ্গে। অনলাইনে পাঠদান করানোর ওয়েবসাইটঃ-
- ten minute school
- Udemy
- Skillshare
- Udvas
লেখালেখির কাজ করে ইনকাম করার সাইট
আপনি যদি এ লেখালেখির কাজ করে ইনকাম করতে চান তাহলে নিম্নোক্ত ওয়েবসাইট গুলো আপনার জন্য সেরা হবে। নিম্নোক্ত এই ওয়েবসাইটগুলোতে লেখালেখির কাজ করে আপনি হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। বাংলা আর্টিকেল এর চাইতে ইংরেজি আর্টিকেলের দাম অনেক বেশি।
আরো পড়ুনঃ- গেম খেলে টাকা আয় বিকাশে 2025 - মিস করা যাবে না
কেননা, ইংরেজি হচ্ছে আন্তর্জাতিক ভাষা। এই লেখালেখির কাজ আপনি চাইলে নিজের ওয়েবসাইটে করতে পারেন এবং গুগল এডসেন্স এপ্রুভড করে নিয়ে নিজে ইনকাম শুরু করতে পারেন। যদি নিজের ওয়েবসাইট না থাকে তাহলে নিম্নোক্ত ওয়েবসাইটে আর্টিকেল রাইটার হিসেবে জব করতে পারেনঃ
- HubPages
- Blogger.com
- Medium Partner Program
লেখকের মন্তব্য
সম্মানিত পাঠক বৃন্দ এই আর্টিকেলে আমি আপনাদের অনেকগুলো বিশ্বস্ত অনলাইন ইনকাম সাইট সম্পর্কে পরিচিত করিয়ে দিয়েছি। আশা করি পোস্টটি পড়ে আপনারা উপকৃত হয়েছেন। এরকম অনলাইন ইনকাম সম্পর্কিত পোষ্ট আমরা প্রতিনিয়ত আমাদের ওয়েবসাইটে পাবলিশ করে থাকি।
আশা করি এই পোস্টটি আপনাকে অনলাইন ইনকাম সম্পর্কে একটি সূক্ষ্ম ধারণা দিতে সক্ষম হয়েছে। এতক্ষণ ধৈর্য ধরে পোস্টটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আমাদের সাথেই থাকুন। 15.09.25
আপনি পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url