এড দেখে টাকা ইনকাম কি হালাল - ইসলাম কি বলে

এড দেখে টাকা ইনকাম কি হালাল ? এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের মনের ঘুরপাক খায়। এই আর্টিকেল থেকে আপনি এড দেখে টাকা ইনকাম কি হালাল ? এই বিষয়ে একটি সূক্ষ্ম ধারণা পাবেন। 

এড দেখে টাকা ইনকাম কি হালাল - ইসলাম কি বলে

পোস্ট সূচিপত্র: কেননা, এড দেখে টাকা ইনকাম কি হালাল এই বিষয়ে এই আর্টিকেলে আমি বিস্তারিত তথ্য উপস্থাপন করেছি।

এড দেখে টাকা ইনকাম কি হালাল ?

আমরা যারা মুসলমান, ইসলাম আমাদের শিক্ষা দেয় হালাল উপার্জন করার। ইসলামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হল: হালাল উপার্জন করা। হালাল উপার্জন ব্যতীত হারাম উপার্জন মহান আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়। এজন্য প্রত্যেক মুসলমানের উপর হালাল উপার্জন ফরজ করা হয়েছে। বর্তমানে ইন্টারনেট প্রযুক্তির যুগে, 

অর্থ ইনকামের হাজার হাজার দরজা উন্মোচন হয়েছে। আগে মার্কেটিং পদ্ধতি ছিল: এনালগ সিস্টেমে, কিন্তু বর্তমানে মার্কেটিং পদ্ধতি হলো: ডিজিটাল সিস্টেম। যার কারণে অর্থ ইনকামের নিত্যনতুন পদ্ধতির আবির্ভাব ঘটেছে তার মধ্যে একটি হলো: এড দেখে ইনকাম। আপনারা অনেকে গুগলে সার্চ করে জানতে চেয়েছেন 

এড দেখে টাকা ইনকাম কি হালাল ? উত্তর হলো: এড দেখে টাকা ইনকাম হালাল হতে পারে অথবা হারামও হতে পারে। এজন্য আপনাকে ইসলামে হালাল এবং হারাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে এবং আপনাকে একটু কৌশলী হতে হবে। যাতে আপনি হালাল এবং হারামের মাঝে পার্থক্য খুঁজে বের করতে পারেন। 

এড দেখে ইনকাম কখন হালাল হয়

অর্থ ইনকামের জন্য আমরা বিভিন্ন ধরনের এড নেটওয়ার্ক ব্যবহার করি যেমন: গুগল এডসেন্স, adsterr, গুগল admob, Ezoic, Media.net, Adversal, AdClickMedia, Facebook Instant Article, Propeller Ads, Infolinks, MGID, Taboola, Hilltop Ads ইত্যাদি। এগুলোর মধ্যে গুগল 

এডসেন্স ব্লগার ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলের জন্য অনেক বেশি জনপ্রিয়। মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য  admob এড নেটওয়ার্ক অনেক বেশি জনপ্রিয়। adsterr ব্লগার ওয়েবসাইটের জন্য ব্যবহার করা যায়। এই এড গুলোর মাধ্যমে ব্যবহারকারীরা ইনকাম করে থাকে। এড দেখে ইনকাম কখন হালাল হয়:

আরো পড়ুন: দৈনিক ৫০০ টাকা ইনকাম বিকাশ পেমেন্ট নিন শর্টকাট নিয়মে

যদি আপনার ওয়েবসাইট, facebook, ইউটিউব, অ্যাপস, যেকোনো ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রদর্শিত এড যদি যদি ইসলাম বিরোধী না হয়ে থাকে,,, তাহলে সেই এড থেকে উপার্জিত অর্থ আপনার জন্য হালাল হবে। 

এড দেখে ইনকাম কখন হারাম হয়

যেকোনো ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম ( ইউটিউব, facebook, টিকটক ) অথবা ওয়েবসাইটে প্রদর্শিত এড গুলো যদি, ইসলাম বিরোধী হয়ে থাকে,,, তাহলে সেই এড থেকে উপার্জিত অর্থ আপনার জন্য হারাম হবে। যেমন: অনেক ওয়েবসাইট/youtube 

চ্যানেল/ফেসবুকের বিজ্ঞাপনে মদ, জুয়া, সেক্স, অশ্লীল ছবি রিলেটেড বিজ্ঞাপন দেখানো হয়। এই বিজ্ঞাপনগুলো থেকে যদি আপনি টাকা ইনকাম করেন তাহলে সেই উপার্জিত অর্থ আপনার জন্য হারাম হবে। আশা করি অ্যাড দেখে ইনকাম কখন হারাম হয় তা আপনি আইডিয়া পেয়েছেন। 

যেভাবে কৌশলী হবেন - এড দেখে টাকা ইনকাম কি হালাল

যখন হালাল এবং হারামের সংমিশ্রণ থাকবে তখন আপনি কিভাবে হালাল এবং হারাম এর মধ্যে পার্থক্য করবেন। কিভাবে হালালকে গ্রহণ করবেন ? কিভাবে হারামকে বর্জন করবেন ? এই টেকনিক আপনার জানা থাকতে হবে।

গুগল এডসেন্স: এটা হচ্ছে গুগলের সব থেকে বড় এড নেটওয়ার্ক। বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশের মানুষ গুগল থেকে অর্থ ইনকামের জন্য এই গুগল এডসেন্স এড নেটওয়ার্ক ব্যবহার করে। ধরুন, আপনার একটি ব্লগার ওয়েবসাইট রয়েছে, আপনার সেই ওয়েবসাইটে গুগল এডসেন্স অ্যাড নেটওয়ার্ক সেটআপ করা আছে। 

আরো পড়ুন: কোটি টাকা আয় করার ২১টি কার্যকরী বিশ্বস্ত উপায় জেনে নিন

আপনি দেখলেন এডসেন্সের বিজ্ঞাপনে গিয়ে একটি ইসলামবিরোধী এড রয়েছে। আপনি সেই এড বন্ধ করে দিবেন। তাহলে ওই এড টি দ্বিতীয়বার আপনার ওয়েবসাইটে আর দেখাবে না। এই কৌশল গুলো অবলম্বন করে আপনার ইনকাম গুলো আপনি হালাল করতে পারেন। 

Adsterr: এটিও একটি জনপ্রিয় এড নেটওয়ার্ক। অনেক ওয়েবসাইটের মালিকেরা ইনকামের জন্য Adsterr এড নেটওয়ার্ক টি তাদের ওয়েবসাইটে সেটআপ করে রেখেছে। গুগল এডসেন্স এর মত Adsterr এড নেটওয়ার্ক আপনি নিজের ইচ্ছামত নিয়ন্ত্রণ করতে পারবেন না। ধরুন, Adsterr কর্তৃপক্ষ 

আপনার ওয়েবসাইটে একটি হারাম/ইসলামবিরোধী বিজ্ঞাপন দেখাচ্ছে। আপনি চাইলে গুগল এডসেন্স এর মত এই এড বন্ধ করতে পারবেন না, কারণ Adsterr এড নেটওয়ার্কে এই সিস্টেম নাই। ফলে আপনার ইনকামের মধ্যে হালাল এবং হারাম মিক্স হয়ে যাবে। যা ইসলামী দৃষ্টিকোণ থেকে আপনার জন্য গ্রহণযোগ্য হবে না।

এক্ষেত্রে আমার ব্যক্তিগত মতামত হলো: যে এড নেটওয়ার্কে আপনি অ্যাড নিয়ন্ত্রণ ( অন্/অফ ) করতে পারবেন নিজের ইচ্ছামত, আপনি ওই সকল এড নেটওয়ার্ক ব্যবহার করুন এবং ইসলামবিরোধী হারাম এড গুলো বন্ধ করে দিন। 

আরো পড়ুন: অনলাইন ইনকাম মোবাইল দিয়ে দুর্দান্ত সেরা ৫০টি app এর তালিকা

যে এড নেটওয়ার্ক ব্যবহার করলে নিজের ইচ্ছা মত অ্যাড নিয়ন্ত্রণ ( অন্/অফ ) করতে পারবেন না, Adsterr মত হালাল এবং হারাম মিক্সড হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে ওই সকল এড নেটওয়ার্ক থেকে ব্যবহার করা থেকে বিরত থাকুন। এরকম যত ধরনের এড নেটওয়ার্ক রয়েছে, সব ধরনের অ্যাড নেটওয়ার্ক এর ক্ষেত্রে এই একই নীতিমালা প্রযোজ্য।

লেখকের মন্তব্য - এড দেখে টাকা ইনকাম কি হালাল

সম্মানিত পাঠকবৃন্দ, এই আর্টিকেলে আমি এড দেখে টাকা ইনকাম কি হালাল ? এ বিষয়ে আমি আপনাদের নিকট সূক্ষ্ম ধারণা উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি আর্টিকেলটি পড়ে আপনি এতক্ষণ নিশ্চিত হয়েছেন এড দেখে ইনকাম হালাল/হারাম হতে পারে। হালাল 

উপায়ে কিভাবে এড দেখে ইনকাম করবেন এবং 
কিভাবে হারাম থেকে বাঁচবেন সে বিষয়ে আমি আলোচনা করেছি। আমি আশা করি আর্টিকেলটি পড়ে আপনি উপকৃত অবশ্যই হয়েছেন। আমাদের প্রতিনিয়ত প্রচেষ্টা থাকে পাঠকদের জন্য তথ্যবহুল কনটেন্ট 

পাবলিশ করা। ভবিষ্যতে আমি এরকম informative content আপনাদের সামনে আরো নিয়ে আসবো। আমাদের ওয়েবসাইটটি প্রতিনিয়ত ভিজিট করার অনুরোধ রইলো। আপনাদের সকলের সুস্থতা ও ভবিষ্যতে কল্যাণ কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। 08.01.2026

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনি পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url