অনলাইন ইনকাম মোবাইল দিয়ে দুর্দান্ত সেরা ৫০টি app এর তালিকা
অনলাইন ইনকাম মোবাইল দিয়ে app সম্পর্কে জানতে চাচ্ছেন ? তাহলে এই আর্টিকেলটা আপনার জন্য। অনলাইন ইনকাম মোবাইল দিয়ে app লিখে অনেকে ইন্টারনেটে সার্চ করে।
পোস্ট সূচীপত্র:এই আর্টিকেল আমরা অনলাইন ইনকাম মোবাইল দিয়ে app সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।
অনলাইন ইনকাম মোবাইল দিয়ে app
মোবাইল দিয়ে ইনকাম করা যায় অনলাইনে এমন অনেক অ্যাপ রয়েছে। আপনার স্মার্টফোনে যদি ইন্টারনেট কানেকশন থাকে তাহলে এই অ্যাপগুলো ব্যবহার করে আপনি ইনকাম করতে পারবেন। app গুলো সাধারণত মার্কেটিং করার জন্য ব্যবহারকারীদের আয় করার সুযোগ করে দেয়।
এই আর্টিকেল আমরা মোবাইল দিয়ে ইনকাম করার এমন কয়েকটি app নিয়ে আলোচনা করব, আশা করি ওই অ্যাপ গুলো ব্যবহার করে আপনারা টাকা আয় করতে পারবেন। ওই সকল অ্যাপ গুলোতে কাজ করা খুবই সহজ। আপনি নিজেও ওই সকল অ্যাপ থেকে ছোট ছোট কাজ করে ইনকাম করতে পারেন।
এই অ্যাপগুলো ব্যবহার করতে ভারী কোন ডিভাইসের প্রয়োজন হয় না। এই অ্যাপ গুলো ইউজার ফ্রেন্ডলি। যারা নতুন তারাও এই অ্যাপগুলো ব্যবহার করে ইনকাম করতে পারবে। সুতরাং, বর্তমান সময়টা যেহেতু ইন্টারনেট প্রযুক্তির সময়, যারা ইন্টারনেট প্রযুক্তি সুবিধা ব্যাবহার করে অনলাইন থেকে ইনকাম করছে তারা অনেক এগিয়ে।
ইন্টারনেট প্রযুক্তি সম্পর্কে আপনি যত জানবেন অন্যদের থেকে আপনি ততো এগিয়ে থাকবেন। এখন প্রত্যেকটা কাজ অনলাইন কেন্দ্রিক। আর এই অনলাইন কে কেন্দ্র করে গড়ে উঠেছে মানুষের ইনকামের পথ। " সফল ফ্রিল্যান্সারদের মতে অনলাইন হচ্ছে অর্থের সাগর " ।
আরো পড়ুনঃ- অনলাইনে ইনকাম বাংলাদেশী সাইট সেরা ২৩টি তালিকা, নতুনদের জন্য পারফেক্ট
অনলাইনে কাজ করে অনেকে প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে। এই অ্যাপ গুলো ব্যবহারের জন্য মোবাইল হলে যথেষ্ট। আপনি মোবাইল ফোনে এন্ড্রয়েড অ্যাপ ব্যবহার করে কিভাবে ইনকাম করবেন সে বিষয়ে আর্টিকেলে আলোচনা করা হবে। সুতরাং, আপনারা যারা অনলাইন ইনকাম মোবাইল দিয়ে app লিখে সার্চ করেছেন আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।
অনলাইন ইনকাম মোবাইল দিয়ে microtask app
যারা অনলাইনে ছোট ছোট কাজ করে অ্যাপ থেকে ইনকাম করতে চাচ্ছেন আমি আপনাদের এমন কয়েকটি অ্যাপ সম্পর্কে বলবো যেখানে আপনি গেম খেলে, রেফার করে, সার্ভে করে, ভিডিও দেখে, ওয়েবসাইট ভিজিট করা, youtube সাবস্ক্রাইব, ফেসবুক পেজ ফলো, স্পিন করে, কুইজ খেলে, এড দেখে, ভিডিও দেখে, ওয়েবসাইট ব্রাউজ করে, link task, video search, admob task, ফ্রী লটারি ইত্যাদি এই সমস্ত কাজ করে আয় করতে পারবেন। সুতরাং, কাজগুলো মোটামুটি খুবই সহজ। আপনার কাছে স্মার্ট ফোন
থাকলে এ কাজগুলো অনায়াসে করতে পারবেন। এজন্য আপনাকে অনলাইনে গুগল প্লে স্টোর থেকে অ্যাপ গুলো ডাউনলোড করে কাজ করতে হবে। এই সকল অ্যাপ থেকে গিফট কার্ড, পেপাল এর মাধ্যমে আপনি খুব সহজে পেমেন্ট উত্তোলন করতে পারবেন। উক্ত অ্যাপগুলো হল:
- Swagbucks
- Cointiply
- Yumchek
- Daily Taka
- mCent
- Freecash: Earn Money & Rewards
- Squadrun
- Make Money: Play & Earn Cash
- Slidejoy
- Paidwork: Make Money
- Keettoo
- CrownIt
- Web Pay App
- Win Money app
- Shopkick
- Quiz Hub
- Lucky Day
অনলাইন ইনকাম মোবাইল দিয়ে Freelancing app
ফ্রিল্যান্সিং নামটি আমরা সকলে কমবেশি শুনেছি। আপনারা যারা অনলাইনে ফ্রিল্যান্সিংয়ের কাজ করে আয় করার কথা ভাবছেন তারা নিম্নোক্ত অ্যাপ গুলোতে রেজিস্ট্রেশন করে একাউন্ট তৈরি করে কাজ করতে পারবেন। এই সকল অ্যাপ বা সাইটগুলোতে কাজ করার পূর্বে আপনাকে ফ্রিল্যান্সিং এর কাজগুলো জানতে হবে।
সে কাজগুলোর মধ্যে রয়েছে: ভার্চুয়াল এসিস্ট্যান্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, ডাটা এন্ট্রি, আর্টিকেল রাইটিং, গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি। যেকোনো একটি ভাল ইনস্টিটিউট থেকে আপনি এ সকল কাজগুলো শিখতে পারেন। এ সকল কাজ করে আপনি প্রতি মাসে হাজার হাজার ডলার বৈদেশিক মুদ্রা আয় করতে পারবেন। ওই অ্যাপ বা সাইট গুলো হল:
- Upwork.com
- Fiverr.com
- Freelancer.com
- Guru.com
- People per hour
অনলাইন ইনকাম মোবাইল দিয়ে photo sale app
আপনি কি অনলাইনে ছবি বিক্রি করতে চান তাহলে photo sale app বা সাইট গুলো ব্যবহার করতে পারবেন। এখানে আপনি মোবাইল বা ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো বিক্রি করে আয় করতে পারবেন।
আরো পড়ুন: ফটো বিক্রি করে মোবাইল দিয়ে টাকা ইনকাম করার ১৮টি ওয়েবসাইটের তালিকা
অনলাইন জগত হচ্ছে টাকার সাগর। সব ধরনের কাজের চাহিদা অনলাইন প্লাটফর্ম গুলিতে রয়েছে। ফটো বিক্রি করে আয় করার অ্যাপ বা প্ল্যাটফর্ম হল:
- Foap
- Shutterstock
- Getty Images
- Adobe Stock
- Pexels
এ সকল অ্যাপ বা প্ল্যাটফর্ম গুলোতে যদি ছবি বিক্রি করে আয় করার পূর্বে আপনাকে উক্ত অ্যাপ বা সাইটে অ্যাকাউন্ট খুলে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর আপনাকে কয়েকটি ছবি আপলোড দেওয়া লাগবে। তারা আপনার ছবিগুলো যাচাই করে দেখবে, যদি তাদের পছন্দ হয় এবং ছবিগুলো যদি ইউনিক মনে করে
তাহলে তাদের ওয়েবসাইটে ছবি আপলোড করার অনুমতি দিবে আপনাকে। যখন কেউ আপনার ছবিগুলো ডাউনলোড করবে তখনই মূলত আপনার ইনকামটা হবে। ব্যাংক অথবা অনলাইন পেমেন্ট মেথড পেপালের মাধ্যমে উত্তোলন করতে পারবেন।
অনলাইন ইনকাম মোবাইল দিয়ে Referral Program app
আপনি কি অনলাইনে রেফারেল লিংক শেয়ার করে কিছু টাকা আয় করতে চান বা প্যাসিভ করতে চান তাহলে Referral Program এ অংশ নিন। আপনি এই রেফারেল লিংক গুলো সোশ্যাল মিডিয়া যেমন:
facebook, youtube, instagram, LinkedIn ইত্যাদি এই প্লাটফর্ম গুলোতে শেয়ার করে Referral Program চালিয়ে আয় করতে পারবেন। রেফারেল প্রোগ্রাম ছিল আয় করার প্ল্যাটফর্ম হল:
- Bkash
অনলাইন ইনকাম মোবাইল দিয়ে driving app
আপনি কি অনলাইনে ড্রাইভিং সেবা দিয়ে আয় করতে চান ? এই আর্টিকেলে আমি আপনাদের কয়েকটি অ্যাপ এর নাম সম্পর্কে জানাবো যে অ্যাপ এর মাধ্যমে আপনি অন্যদের ড্রাইভিং সেবা দিয়ে ইনকাম করতে পারবেন। এজন্য উক্ত অ্যাপটি আপনাকে ডিটেলস তথ্য দিয়ে
রেজিস্ট্রেশন করতে হবে, যাতে কেউ নক করলে আপনি সাড়া দিতে পারবেন। আপনার যদি গাড়ির লাইসেন্স থাকে এবং একটি যদি বাইক থাকে তাহলে আপনি ড্রাইভিং সেবা দিয়ে আয় করতে পারবেন। উক্ত অ্যাপ গুলো হল:
- Uber app
- Pathao app
অনলাইন ইনকাম মোবাইল দিয়ে Food delivery app
বর্তমানে অনলাইনের মাধ্যমে খাবার ডেলিভারি করে ভালো টাকা ইনকাম করা যায়। আজকাল অনলাইনে জামা ক্রয়- বিক্রয় এর মত অনলাইনে খাবার বিক্রয় করে আয় করা যায়। এ সমস্ত অনলাইনে অর্ডার করা খাবার গ্রাহকদের বাসায় পৌঁছে দেওয়ার জন্য ডেলিভারি ম্যান এর প্রয়োজন হয়। অনলাইনে ফুড ডেলিভারি করে আয় করার অন্যতম একটি অ্যাপ হল:
- Foodpanda
অনলাইন ইনকাম মোবাইল দিয়ে video making app
বর্তমানে অনলাইন প্লাটফর্ম গুলো শুধু ভিডিও দেখার জন্য নয়, ভিডিও তৈরি করেও আয় করা যায়। লিখিত কনটেন্টের চাইতে ভিডিও কনটেন্টের ডিমান্ড বেশি। এই সকল ভিডিও কনটেন্ট গুলো তৈরি করতে একটু সময় দিতে হয় এবং ভিডিও কনটেন্ট এর মান যত বেশি ভালো হবে তত বেশি ভিউজ হবে। ভিডিও কনটেন্ট তৈরি করার জনপ্রিয় প্ল্যাটফর্ম হল:
- ফেসবুক
- ইউটিউব
- TikTok
আপনি এ সকল প্লাটফর্ম গুলোতে ভিডিও কনটেন্ট আপলোড করে প্রতি মাসে হাজার হাজার ডলার বৈদেশিক রেমিটেন্স আর্ন করতে পারবেন। সুতরাং, বর্তমান সময় যেহেতু ডিজিটাল যুগ, সবাই এখন অনলাইন থেকে ইনকাম করার জন্য বিভিন্ন উপায় খুঁজে। আপনি এ সকল ভিডিও কন্টেন্ট তৈরি করার কাজ হল মোবাইল দিয়ে করতে পারবেন। ভিডিও তৈরি করে আয় করার অন্যতম উপায় গুলো হলো:
আরো পড়ুন: বসে না থেকে ত্রই apps দিয়ে 300 টাকা ইনকাম করুন .কাজ করা খুব সোজা
- গুগল এডসেন্স
- অ্যাফিলিয়েট মার্কেটিং
- ব্রান্ড ইনফ্লুয়েন্সার
- স্পন্সরশীপের মাধ্যমে
- নিজস্ব বিজনেস প্রোডাক্ট বিক্রি
এ সকল কাজ করে অনেকে অনলাইন থেকে লাখ লাখ টাকা ইনকাম করছে। তবে এজন্য আপনাকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ধৈর্য ধরে কাজ করে যেতে হবে। যদি আপনি একবার সফল হন তাহলে আপনাকে আর পিছনের দিকে ফিরে তাকাতে হবে না।
অনলাইন ইনকাম মোবাইল দিয়ে Dropshipping app
অনলাইনে অনেক ই-কমার্স প্রতিষ্ঠান রয়েছে। উক্ত ই-কমার্স প্রতিষ্ঠানের হয়ে Dropshipping এর কাজ করে আপনি আয় করতে পারবেন। Dropshipping এর কাজ করার জন্য আপনার কাছে প্রোডাক্ট থাকা জরুরী নয়, আপনি শুধু অনলাইনে পণ্যের মার্কেটিং বা প্রমোশন
করবেন। নির্ধারিত দামের চেয়ে একটু বেশি চার্জ ধার্য করবেন, যেটা লাভ বলে গণ্য হবে। যখন কেউ অর্ডার করবে, যে ই কমার্স প্রতিষ্ঠানের হয়ে আপনি Dropshipping এর কাজ করবেন, ওই প্রতিষ্ঠানের ডেলিভারি ম্যানরা প্রোডাক্ট কাস্টমারদের ঘরে প্রোডাক্ট পৌঁছে দিবে। Dropshipping করে আয় করার অন্যতম অ্যাপ হল:
- Shopify
অনলাইন ইনকাম মোবাইল দিয়ে survey app
আপনি কি অনলাইনে নিজস্ব মতামত পেশ করে আয় করতে চান তাহলে সার্ভে করুন। সার্ভে বলতে যে কোন বিষয় সম্পর্কে আপনার কাছে মতামত চাওয়া হবে, আপনি আপনার ব্যক্তিগত মতামত গুলো উপস্থাপন করবেন। অনলাইনে আজকাল ব্যবহারকারীদের সার্ভে করে আয় করার সুযোগ করে দেয়। সার্ভে করে আয় করার অ্যাপ গুলো হল:
- Google Opinion Rewards
- Swagbucks
- RozDhan app
- LifePoints
- Survey Junkie
- InboxDollars
অনলাইন ইনকাম মোবাইল দিয়ে rewards earning app
অনলাইনে এমন কয়েকটি অ্যাপ রয়েছে, যেখানে আপনি সরাসরি কাজ করে টাকা ইনকাম করতে পারবেন না, তবে আপনাকে কাজের বিনিময়ে কিছু রেওয়ার্ড দেওয়া হবে। সেরকম একটা অ্যাপ হল: FanFare. এজন্য আপনাকে প্রথমে অ্যাপটি
ডাউনলোড করতে হবে, এরপর জিমেইল দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এই অ্যাপে কাজের নিয়ম হলো: আপনাকে বিভিন্ন ধরনের প্রোডাক্টের ব্রান্ডসহ ছবি ভিডিও FanFare এ আপলোড করবেন। FanFare কর্তৃপক্ষ ভিডিওগুলো যাচাই করে দেখবে যদি সবকিছু
আরো পড়ুন: মোবাইল দিয়ে ২০০ থেকে ৩০০ টাকা ইনকাম বিকাশ নগদ বা রকেটে পেমেন্ট
ঠিকঠাক থাকে তাহলে Approved করে দিবে, বিনিময়ে আপনার একাউন্টে কিছু পয়েন্ট যোগ হবে। উক্ত পয়েন্টের বিনিময়ে আপনি FanFare থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন: জুইলারি, প্রসাধনী, জামা-কাপড় ইত্যাদি এ সমস্ত জিনিস গুলো ক্রয় করতে পারবেন। অনলাইন ইনকাম মোবাইল দিয়ে rewards earning app হলো:
- FanFare
অনলাইন ইনকাম মোবাইল দিয়ে agent app
আপনি যদি বাংলাদেশী app ব্যবহার করে ইনকাম করতে চান তাহলে মোবাইল ব্যাংকিং অ্যাপ গুলো ব্যবহার করতে পারেন। বাংলাদেশে মোবাইল ব্যাংকিং অ্যাপ গুলোর জনপ্রিয়তা বাড়ছে। বাংলাদেশের তরুণ-প্রজন্মের অনেকে মোবাইল ব্যাংকিং প্লাটফর্ম গুলোর এজেন্ট হয়ে কাজ করে ইনকাম করছে। এখানে কাজ হলো: বিল পে, ক্যাশ-ইন, ক্যাশ-আউট ইত্যাদি এই সকল কাজ করে আয় করতে পারেন। অনলাইন ইনকাম মোবাইল দিয়ে agent app হলো:
- Bkash
- Nagad
- Rocket
অনলাইন ইনকাম মোবাইল দিয়ে affiliate marketing app
আপনি কি অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করতে আগ্রহী ? আমি আপনাদের এমন কয়েকটি অ্যাপ বা প্লাটফর্ম সম্পর্কে জানাব যেখানে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করে প্যাসিভ ইনকাম করতে পারবেন। আপনার কাছে স্মার্টফোন থাকলে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজ গুলো করে ভালো টাকা আয় করতে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করা যায় এমন কয়েকটা অ্যাপ বা প্লাটফর্ম হলো:
আরো পড়ুন: অনলাইনে ফ্রি ইনকাম সাইট বিকাশ পেমেন্ট নিন সেরা ৩২টি উপায়ে
- daraz ( Bangladeshi )
- Rokomari ( Bangladeshi )
- Amazon
- Shopify
- eBay Partners
অনলাইন ইনকাম মোবাইল দিয়ে gaming app
গেম খেলে টাকা ইনকামের উপায় নিয়ে ৫/৭ টা আর্টিকেল আমি এই ওয়েবসাইটে পাবলিশ করেছি। সব অ্যাপে আপনি গেম খেলে ইনকাম করতে পারবেন না। গেম খেলে ইনকাম করার জন্য অনলাইনে কিছু কিছু অ্যাপ রয়েছে। সেই অ্যাপ গুলো মোবাইল দিয়ে ডাউনলোড করে গেম খেলে কিছু টাকা আয় করা যায়। ওই সকল অ্যাপ গুলো হলো:
- MPL apps
- Winzo Game App
- Mistplay
- Lucktastic
- Lucky Level
অনলাইন ইনকাম মোবাইল দিয়ে old product sale app
নিজের অথবা অন্য কারো পুরাতন প্রোডাক্ট অনলাইনে বিক্রি করা এখন খুবই সহজ। এখন আপনাকে শুধু উক্ত অ্যাপ বা সাইটে একাউন্ট খুলে রেজিষ্ট্রেশন করতে হবে। এরপর আপনি যে প্রোডাক্ট টি বিক্রি করতে চান উক্ত প্রোডাক্টের ছবি তুলে বিস্তারিত বিবরণ সহ যোগাযোগের যাবতীয় ঠিকানা আপলোড করুন। যখন কেউ উক্ত প্রোডাক্ট টি ক্রয় করবে বিনিময়ে আপনি কমিশন পাবেন, বিক্রেতার নিকট থেকে। পুরাতন পন্য বিক্রি করার কয়েকটি অ্যাপ হলো:
- Bikroy.com
- OLX.com
লেখকের মন্তব্য -অনলাইন ইনকাম মোবাইল দিয়ে app
সম্মানিত পাঠকবৃন্দ এই আর্টিকেল আমি অনলাইন ইনকাম মোবাইল দিয়ে app নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। অ্যাপ গুলো ব্যবহারের পূর্বে আপনি অবশ্যই রিভিউ, রেটিং স্কোর যাচাই করবেন। app থেকে টাকা ইনকামের জন্য অর্থ ডিপোজিট করার প্রয়োজন নেই, ফ্রী কাজ করে আয় করবেন অ্যাপ থেকে। যেকোন ধরণের ব্যাক্তিগত তথ্য অ্যাপে শেয়ার করা থেকে বিরত থাকুন। এই বিষয়ে সতর্কতা মূলক আরো তথ্য পেতে এই লিংকে ক্লিক করে বিস্তারিত তথ্য জেনে নিন।
আশা করি আর্টিকেলটি পড়ে আপনারা উপকৃত হয়েছেন। এই রকম অনলাইন ইনকাম নিয়ে আরো আর্টিকেল পড়তে আমাদের সাইটটি নিয়মিত ভিজিট করুন। এতক্ষণ সময় নিয়ে আর্টিকেল টি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আলোচনা করা হবে অনলাইন ইনকাম নিয়ে ভিন্ন কোন আর্টিকেলে। সকলের কল্যাণ, সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। 11.12.25

আপনি পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url