বসে না থেকে ত্রই apps দিয়ে 300 টাকা ইনকাম করুন .কাজ করা খুব সোজা

বসে না থেকে ত্রই apps দিয়ে 300 টাকা ইনকাম করুন .কাজ করা খুব সোজা, এরকম বাক্য লিখে অনেকে গুগলে সার্চ করে থাকে। বসে না থেকে ত্রই apps দিয়ে 300 টাকা ইনকাম করুন .কাজ করা খুব সোজা এ সম্পর্কে অনেকে জানে না ।

বসে না থেকে ত্রই apps দিয়ে 300 টাকা ইনকাম করুন .কাজ করা খুব সোজা

পোস্ট সূচিপত্র:আমরা এই আর্টিকেলে বসে না থেকে ত্রই apps দিয়ে 300 টাকা ইনকাম করুন .কাজ করা খুব সোজা এই সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেছি।

বসে না থেকে ত্রই apps দিয়ে 300 টাকা ইনকাম করুন .কাজ করা খুব সোজা

কোন কাজ ছাড়া অনেকে আছি আমরা যারা দিনে ৩/৪ ঘন্টা সময় অলস ভাবে পার করি। আমরা যে সময় মোবাইল চালায়, ওই সময় অ্যাপস ব্যবহার করে ইনকাম করলে মন্দ নয়। অনলাইন প্ল্যাটফর্ম গুলোতে apps দিয়ে 300 টাকা ইনকাম করার অনেকগুলো উপায় রয়েছে।

আমাদের সকলের হাতে কম বেশি স্মার্ট ফোন রয়েছে। অবসর সময়ে বেকার বসে না থেকে apps থেকে ইনকাম করলে কেমন হয় 😍 এই আর্টিকেলে আমি আপনাদের এমন কয়েকটি অ্যাপস এর নাম বলব, যে অ্যাপস গুলো দিয়ে 300 টাকা ইনকাম করতে পারবেন। 

আগে প্রযুক্তির ব্যবস্থা এতটা উন্নত ছিল না। মোবাইল শুধু ছিল যোগাযোগের মাধ্যম। এখন বর্তমানে অ্যাপস ব্যবহার করে মোবাইল দিয়ে দিনে ৩০০ টাকা মতো ইনকাম করা যায়। কোথাও গিয়ে পার্ট টাইম জব করার চেয়ে এপস ব্যবহার করে ইনকাম করাটা অনেক ভালো 

আমার কাছে মনে হয়। ইন্টারনেট সংযোগ এবং মোবাইল ফোন থাকলে অ্যাপস ব্যবহার করে ইনকাম করা যায়। অ্যাপস গুলো ব্যবহার করা খুবই সোজা। আপনি অ্যাকাউন্ট খুলে সাইন আপ করে অ্যাপস গুলো ব্যবহার করে কাজ শুরু করে দিতে পারবেন।

আরো পড়ুন: মোবাইল দিয়ে ২০০ থেকে ৩০০ টাকা ইনকাম বিকাশ নগদ বা রকেটে পেমেন্ট

এ সকল অ্যাপসে কোন ধরনের ডিপোজিট করতে হয় না, ফ্রি অ্যাপস ডাউনলোড করে কাজ করে ইনকাম করতে হয়। তবে কিছু কিছু অ্যাপস রয়েছে যেখানে ডিপোজিট করার প্রয়োজন  হতে পারে, আমার ব্যক্তিগত মতামত হল টাকা ডিপোজিট করে অ্যাপস থেকে ইনকাম করার কোন প্রয়োজন নেই

আপনি যদি একজন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে অ্যাপস থেকে ইনকাম করে সে টাকা দিয়ে আপনার লেখাপড়ার খরচ জোগাড় করতে পারবেন। এই আর্টিকেল থেকে আমরা যে সকল ব্যবহার করে দৈনিক 300 400 টাকা ইনকাম করা যায় ওই সকল অ্যাপস সম্পর্কে জানব।

1) Jumptask - 300 টাকা ইনকাম apps

পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে সহজ সহজ টাস্ক সম্পন্ন করে আয় করার অন্যতম অ্যাপস হলো Jumptask. গুগল প্লে স্টোর থেকে অ্যাপস টি ইন্সটল করে সাইন আপ করে কাজ করতে হবে। বিভিন্ন ধরনের ডিজিটাল প্রোডাক্ট টেস্ট করে, সোশ্যাল মিডিয়ায় কাজ করে, সার্ভে করে, 

গেম খেলেভিডিও দেখে ইত্যাদি এ সমস্ত কাজ করে Jumptask অ্যাপস থেকে আয় করতে হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে এক মিলিয়নের বেশি মানুষ এই অ্যাপস ব্যবহার করে আয় করছে। এই অ্যাপসের রেটিং স্কোর ৪.৬। বুঝতে পারছেন অ্যাপস টি কতটুকু জনপ্রিয়। আপনি যে টাকা ইনকাম করবেন তা পেপালের মাধ্যমে উইথড্র করতে হবে। তাহলে আর বসে না থেকে ত্রই apps দিয়ে 300 টাকা ইনকাম করুন .কাজ করা খুব সোজা।

2) TaskRabbit apps

এটি একটি মাইক্রো - টাস্ক ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম । মুভিং সার্ভিস, ডেলিভারি সার্ভিস, ফার্নিচার অ্যাসেম্বলিং, এড ওয়ার্ক ইত্যাদি এ সকল কাজ করে TaskRabbit apps থেকে আয় করা যায়। এজন্য প্রথমে taskrabbit.com এ গিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। 

বিভিন্ন ক্যাটাগরির মধ্যে থেকে যেকোনো একটি ক্যাটাগরির কাজ সিলেক্ট করে কাজ করতে হবে। এখানে ঘন্টা চুক্তিতে ব্যবহারকারীদের পেমেন্ট করা হয়ে থাকে। এই অ্যাপসে নিয়মিত সময় দিলে আশা করা যায় প্রতিদিন ৪/৫ ডলার আয় করতে পারবেন। আই কিন্তু টাকা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে উইথড্র করা যাবে।

3) Pawns.app 

স্পিন করে, ইন্টারনেট ব্যান্ড শেয়ার করে, মজার মজার গেম খেলে ইনকাম করার অন্যতম অ্যাপস হলো Pawns.app. গুগল প্লে স্টোর থেকে 10 মিলিয়নের বেশি মানুষ এই অ্যাপস টি ডাউনলোড করে ব্যবহার করছে, যার রেটিং স্টোর ৪.৩। একাউন্টে ৫ ডলার পূর্ণ 

হলে আপনি উইথড্র নিতে পারবেন। গুগল প্লে স্টোর থেকে অ্যাপস টি সাইন আপ করলে তিন ডলার বোনাস পাওয়া যায়। এখান থেকে পেমেন্ট পেপালের মাধ্যমে নিয়ে বিকাশ নগদ রকেটে ক্যাশ আউট করতে পারবেন।

4) Slidejoy apps

এটা একটি মোবাইল অ্যান্ড্রয়েড অ্যাপ। Slidejoy apps টি ব্যবহারকারীদের বিজ্ঞাপন দেখার বিনিময়ে আয় সুযোগ করে দেয়। আপনার ফোনের লক স্ক্রিনে যদি বিজ্ঞাপন দেখান তাহলে রিওয়ার্ড দেওয়া হবে। আপনাকে বিজ্ঞাপন দেখে আয় করার জন্য এই অ্যাপটি সাইন আপ করতে হবে।

আরো পড়ুন: অনলাইনে ফ্রি ইনকাম সাইট বিকাশ পেমেন্ট নিন সেরা ৩২টি উপায়ে

যতটি বিজ্ঞাপন দেখবেন তত টি পয়েন্ট পাবেন। পয়েন্ট গুলো আপনি গিফট কার্ড অথবা পেপাল এর মাধ্যমে ডলার হিসেবে উইথড্র করে নিতে পারবেন। পরবর্তীতে এ ডলারগুলো ডলার এক্সচেঞ্জ প্লাটফর্মের মাধ্যমে বিকাশে ক্যাশ আউট করা যাবে।

5) Bitcoin Pop 

আপনি যদি অনলাইন থেকে ফ্রি ইনকাম করতে চান তাহলে Bitcoin Pop অ্যাপস টি আপনার জন্য সেরা হতে পারে। এই অ্যাপস টি ইন্সটল করে কাজ করলে ফ্রি টাকা ইনকাম করা যায়। এখানে গেমের লেভেল কমপ্লিট করে এবং অন্যান্য টাক্স কমপ্লিট করলে কিছু পয়েন্ট আপনি পাবেন।

Bitcoin Pop এই অ্যাপসে নীতিমালা অনুযায়ী, নির্দিষ্ট পরিমাণ পয়েন্ট জমা হলে কয়েন বেজের মাধ্যমে উইথড্রো করে বিকাশে ক্যাশ আউট করা যাবে। তাছাড়া, আপনি বিজ্ঞাপন দেখে এই অ্যাপস থেকে ইনকাম করতে পারবেন। অতিরিক্ত ইনকামের জন্য আপনি অ্যাপস টি অন্যদের নিকট রেফার করতে পারবেন।

6) Tasker apps

যারা ফ্রিল্যান্সিংয়ের কাজ জানেন তাদের জন্য Tasker অ্যাপস এই প্লাটফর্মটি সেরা হবে। এখানে আপনি গ্রাফিক্স ডিজাইন, ডাটা এন্ট্রি, ওয়েব ডেভেলপমেন্ট, কনটেন্ট রাইটিং ইত্যাদি এ জাতীয় কাজগুলো করে ডলার আয় করতে পারবেন।

এখান থেকে আয়ের টাকা সরাসরি ব্যাংকে ট্রান্সফার করতে পারেন। এই অ্যাপস বা সাইট থেকে যদি আপনি ইনকাম করতে চান তাহলে আপনি এখানে একাউন্ট তৈরি করে নিজের একটি প্রোফাইল সেটআপ করতে হবে। এরপর বায়ারদের কাছে কাজ নিয়ে আপনাকে আয় করতে হবে।

7) Freecash

কোন প্রকার দক্ষতা ছাড়া যারা অনলাইন থেকে আয় করতে চাচ্ছেন তারা Freecash অ্যাপস নিয়ে কাজ করতে পারেন। এখানে আপনি অ্যাপস ডাউনলোড করে, ওয়েবসাইট ভিজিট করে, ডেইলি টাক্স কমপ্লিট করে এখান থেকে ইনকাম করা হয়। 

সুতরাং, এই অ্যাপসে কাজ করে ইনকাম করা খুবই সহজ। এটা রিয়েল টাকা ইনকামের অ্যাপ। এই অ্যাপটি সাইন আপ করলে করলে বিভিন্ন ধরনের কাজের অপশন দেখতে পাবেন। সেখান থেকে কাজ নেই কাজ করতে হবে। এখান থেকে ডলার পেপালের মাধ্যমে নিয়ে, 

বিশ্বস্ত ডলার এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম থেকে ডলার এক্সচেঞ্জ করে বিকাশ নগদ রকেটে ক্যাশ আউট করা যাবে। ১০ মিলিয়নের বেশি মানুষ এই অ্যাপস এর সাথে সম্পৃক্ত। পর্যাপ্ত সময় দিলে আশা করি এই অ্যাপস থেকে দিনে ৩০০ থেকে ৫০০ টাকা ইনকাম করতে পারবেন।

8) Ysense apps

রেফারেল প্রোগ্রাম, পেইড সার্ভে, ছোট ছোট মাইক্রো টাক্স কমপ্লিট করতে পারলে বিনিময়ে আপনাকে কিছু পয়েন্ট দেয়া হবে। আপনি যদি অ্যাপ ব্যবহার করে আয় করতে চান ? তাহলে Ysense app টি ব্যবহার করতে পারেন। অ্যাপ ডাউনলোড করে অথবা অফিসিয়াল 

ওয়েবসাইট গুলো তে অ্যাকাউন্ট খুলে কাজ করে আয় করতে হবে। যেহেতু এটা বিদেশে প্ল্যাটফর্ম আপনি সরাসরি নগদ অথবা বিকাশে পেমেন্ট নিতে পারবেন না। আপনাকে Skrill, PayPal, Gift card ইত্যাদির মাধ্যমে ডলার কালেক্ট করতে হবে এবং ডলার এক্সচেঞ্জ

আরো পড়ুন:  টাকা ইনকাম করার সময়ের সেরা ৪২টি অ্যাপ ২০২৫ দেখে নিন

প্লাটফর্মের মাধ্যমে সেটা টাকা কনভার্ট করতে হবে। অনলাইন থেকে ইনকামের এত সুন্দর সুন্দর অ্যাপ থাকতে আমার ব্যক্তিগত মত হল, বসে না থেকে ত্রই apps দিয়ে 300 টাকা ইনকাম করুন .কাজ করা খুব সোজা।

9) Cash Earning App Givvy Videos

আপনারা যারা মোবাইল দিয়ে টাকা ইনকামের জন্য গুগলের সার্চ করেন তাদের জন্য এই অ্যাপটি সব থেকে ভালো হবে। ভিডিও দেখে ইনকাম করার জনপ্রিয় বিশ্বস্ত প্ল্যাটফর্ম হল এটা। ভিডিও দেখার পাশাপাশি রেফার করে, সার্ভে করে, মিউজিক শুনে এ প্লাটফর্ম থেকে ইনকাম করা যাবে। 

এই অ্যাপ থেকে দিনে ৩০০ টাকা ইনকাম করা কোন ব্যাপার না। এই অ্যাপসের শর্ত অনুযায়ী যখন নির্দিষ্ট পরিমাণ ব্যালেন্স একাউন্টে চলে আসবে তখন আপনি Coinbase বা পেপালের মাধ্যমে উইথড্রো করে বিকাশে ক্যাশ আউট করে নিতে পারবেন।

10) Keettoo apps

অনেকে এড দেখে ইনকাম করতে চাই, তাদের জন্য সুখবর। Keettoo app টি ব্যবহারকারীদের অ্যাড দেখে ইনকামের সুযোগ করে দেয়। সাথে রেফারেল প্রোগ্রামে অংশ নিয়েও এই অ্যাপটি ব্যবহারকারীদের আয় করার সুযোগ করে দেয়। 

গুগল প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করে, সাইন আপ করে কাজ শুরু করে দিন। একাউন্ট তৈরি করা হয়ে গেলে মোবাইল দিয়ে বিজ্ঞাপন দেখে ডলার আয় করুন। 

11) Jobbar app

ওয়েবসাইটে ক্লিক, প্রোডাক্ট রিভিউ, ভিডিও দেখা ইত্যাদি এরকম আরো অন্যান্য ছোট ছোট কাজ করে Jobbar app থেকে ইনকাম করা যায়। নিয়মিত পর্যাপ্ত পরিমাণে সময় দিলে Jobbar app থেকে দিনে ৩০০ টাকার মত 

আয় করতে পারবেন। নগদ, বিকাশ, রকেট, মোবাইল রিচার্জ, ব্যাংক ট্রান্সফার ইত্যাদির মাধ্যমে Jobbar app থেকে আপনি ক্যাশ আউট করতে পারবেন। আপনি যে কাজ করবেন ওই কাজের দাম যত বেশি হবে, আপনার ইনকাম তত ভালো হবে।

12) Workup Job apps

ফ্রী অ্যাপ করে আয় করার অন্যতম প্ল্যাটফর্ম হল Workup Job apps. মোবাইল দিয়ে সহজে এই অ্যাপ ব্যবহার করে দিনে ৩০০ টাকার মত ইনকাম করা যায়। এটি শতভাগ বিশ্বস্ত একটি অ্যাপ। শুধু শুধু মোবাইল চালিয়ে সময় নষ্ট না করে, অ্যাপ ব্যবহার করে আয় করা খারাপ নয়। 

Workup Job app এখানে একটি একাউন্ট খুলে, এরপর আপনাকে একটি নিজস্ব প্রোফাইল সেটআপ করতে হবে। সেখানে আপনি যে কাজ জানেন সে কাজ সম্পর্কে উল্লেখ করবেন। বিভিন্ন ক্যাটাগরির কাজ এই app রয়েছে, যেখানে কাজ করে আপনারা ইনকাম করতে পারবেন।

প্রমোশনাল কাজ, ডেটা এন্ট্রি, রেফারাল প্রোগ্রাম, সার্ভে করা, ভিডিও দেখে ইত্যাদি এই সমস্ত কাজ করে Workup Job থেকে ইনকাম করা যায়। অনলাইনে কাজ করার পাশাপাশি এই অ্যাপটি পরিচিতজনদের সাথে শেয়ার করে আয় করা যায়।

পরিচিত বন্ধুদের নিকট অ্যাপটি যত বেশি রেফার করবেন তত বেশি আয় করতে পারবেন। সোশ্যাল মিডিয়ার আপনার শেয়ার করা লিংকে ক্লিক করে কেউ যদি অ্যাপটি ডাউনলোড করে তাহলে আপনি কমিশন পাবেন, এটাকে বলে রেফার করে আয়। এই অ্যাপ থেকে আপনি ব্যাংক অথবা বিকাশ অথবা নগদের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন।

13) Paid Samples app

এখানে আপনাকে মূলত কিছু প্রোডাক্ট দেখানো হবে। ওই প্রোডাক্ট সম্পর্কে আপনার মতামত কি তা জানতে চাইবে, এটাকে বলা হয় প্রোডাক্ট রিভিউ। Paid Samples app এর মাধ্যমে আপনি প্রোডাক্ট রিভিউ দিয়ে আয় করতে পারবেন। প্রতিটি প্রোডাক্ট রিভিউ 

এর জন্য আপনি ১০ - ৩০ টাকার মত ইনকাম করতে পারবেন। যখন আপনি দশটা প্রোডাক্ট রিভিউ দিবেন তখন অনায়াসে ৩০০ টাকা ইনকাম হবে। এভাবে প্রোডাক্ট রিভিউ এর সার্ভিস দিয়ে Paid Samples app থেকে আয় করতে হয়। এই অ্যাপস থেকে আপনি যে টাকা আয় করবেন তা মোবাইল রিচার্জ অথবা বিকাশের মাধ্যমে ক্যাশ আউট করতে পারবেন।

14) Survey Junkie apps

Survey Junkie এটা মূলত সার্ভে করে ইনকাম করার অ্যাপ। যারা বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে অথবা Survey করে আয় করতে ইচ্ছুক তাদের জন্য Survey Junkie অ্যাপটি সেরা হতে পারে। প্রতিটি সার্ভে সঠিকভাবে করতে পারলে ব্যবহারকারীদের কিছু পয়েন্ট দেওয়া হয়।

Survey Junkie app টি ডাউনলোড করে নিন গুগল প্লে স্টোর থেকে। এরপর সেটি রেজিস্ট্রেশন করে সার্ভে করার কাজ শুরু করে দিন। 

15) MobiDuet app

অ্যাপ ডাউনলোড, রেফারেল প্রোগ্রাম শেয়ার, অ্যাড দেখা সহ ইত্যাদি অন্যান্য কাজগুলো করে ৫০/১০০ টাকা ইনকাম করতে পারবেন। যত বেশি সময় দিবেন এই অ্যাপ থেকে তত বেশি আয় করা সম্ভব। এই অ্যাপস থেকে ক্যাশ আউটের নিয়ম হলো হয় মোবাইল রিচার্জ নতুবা বিকাশ।

16) Swagbucks apps

অনলাইন শপিং, অফার কমপ্লিট, রেফারেল প্রোগ্রাম, সার্ভে করা, ভিডিও দেখে ইত্যাদি এ সমস্ত কাজ করে অনলাইন থেকে আয় করতে হয়। প্রতিটি কাজের বিনিময়ে ব্যবহারকারীদের কিছু পয়েন্ট দেওয়া হয়। 100 SB point = 1 dollar হিসাব করা হয়।

আরো পড়ুন: দিনে ৫০০ টাকা ইনকাম করার দুর্দান্ত ৩৫টি apps দেখে নিন

swagbucks.com অ্যাপটি রেজিস্ট্রেশন করুন। এরপর ড্যাশবোর্ড থেকে বিভিন্ন ক্যাটাগরির কাজের মধ্যে থেকে যেকোনো একটি কাজ সিলেক্ট করুন। প্রতিটি কাজ ঠিকভাবে সম্পন্ন করলে আপনাকে কিছু পয়েন্ট দিবে। একাউন্টে ৫ ডলার পূর্ণ হলে আপনি পেপালের মাধ্যমে উইথড্র করে নিতে পারবেন। আমার ব্যক্তিগত মতামত হলো, বসে না থেকে ত্রই apps দিয়ে 300 টাকা ইনকাম করুন .কাজ করা খুব সোজা।

17) Cash Code app

ইমেইল সাইন আপ, অ্যাপ ইনস্টল, ওয়েবসাইটে ক্লিক ইত্যাদি কাজগুলো করে Cash Code app থেকে আয় করুন। এই কাজ গুলোর বিনিময়ে ৫ - ২০ টাকা পাবেন। দৈনিক যদি এই কাজগুলো ২৫ থেকে ৩০ টা করেন তাহলে দিনে ৩০০ টাকা ইনকাম হয়ে গেল। এই অ্যাপ থেকে আপনি টাকা মোবাইল রিচার্জ, নগদ, রকেটের মাধ্যমে ক্যাশ আউট করতে পারবেন।

18) CashKaro অ্যাপ

গেম খেলে অথবা কুইজ করে আয় করতে চাচ্ছেন ? তাহলে CashKaro অ্যাপটি ব্যবহার করুন। তাছাড়া, CashKaro অ্যাপটি ব্যবহার করে বিভিন্ন ই কমার্স প্রতিষ্ঠান থেকে শপিং করলে ক্যাশ ব্যাক অফার রয়েছে। এই অ্যাপ থেকে ইনকাম করার আরও একাধিক উপায় রয়েছে।

19) Viva app

কুইজের উত্তর দিয়ে, প্রোডাক্ট রিভিউ দিয়ে, বিভিন্ন কাজের সার্ভিসের অভিজ্ঞতা শেয়ার করে Viva app থেকে ইনকাম করা যায়। এখানে প্রতিটি কাজের জন্য ২০ থেকে ৩০ টাকা দেয়া হয়। আপনি যদি এই অ্যাপে দৈনিক দশটি কাজ করেন তাহলে দিনে 300 টাকা ইনকাম করতে পারবেন। এই অ্যাপ থেকে আপনি মোবাইল রিচার্জ এর মাধ্যমে পেমেন্ট ক্যাশ আউট করতে পারবেন।

20) Upwork.com

যারা ফ্রিল্যান্সার Upwork.com তাদের জন্য। প্রফেশনাল ফ্রিল্যান্সাররা এ মার্কেটপ্লেস এ কাজ করে প্রতি মাসে লাখ লাখ টাকা আয় করছে। Upwork.com. আপনি যদি Upwork.com এ কাজ করে ইনকাম করতে চান তাহলে সহজ সহজ কাজ দিয়ে শুরু করতে পারেন।

সহজ কাজের মধ্যে রয়েছে কন্টেন্ট রাইটিং, ভার্চুয়াল এসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি, ট্রান্সলেটর ইত্যাদি এই সকল কাজগুলো করতে পারেন। শুরুর দিকে এই এ প্লাটফর্মে কাজ করে দিনে ৩০০ থেকে ৫০০ টাকা ইনকাম করতে পারবেন। এ প্লাটফর্মে কাজ করে যত বেশি দক্ষতা অর্জন করবেন তত বেশি ইনকাম গ্রো করতে পারবেন।

21) Shohoz app

এটা হচ্ছে প্রোডাক্ট ডেলিভারি সার্ভিস প্রদান কারণ একটি অ্যাপ। পার্সেল জাতীয় যেকোনো ধরনের প্রোডাক্ট এই অ্যাপের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয়। ডেলিভারি জব হিসেবে আপনি এই অ্যাপের মাধ্যমে আয় করতে 

পারবেন। প্রতিটি প্রোডাক্ট ডেলিভারি করার বিনিময়ে আপনি ১০০ টাকা পর্যন্ত চার্জ করতে পারেন। এভাবে দিনে যদি ৫/৭ টি প্রোডাক্ট ডেলিভারি করেন অনায়াসে ৩০০ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ নগদ রকেট এর মাধ্যমে ক্যাশ আউট করে নিতে পারবেন।

22) Google Opinion Rewards

সহজ সহজ সার্ভে করে Google Opinion Rewards থেকে আয় করুন আনলিমিটেড। এই প্লাটফর্ম থেকে জিতে নিতে পারেন বিভিন্ন ধরনের ক্যাশ-রিওয়ার্ড। সার্ভে করার জন্য দিনে কিছু সময় ব্যয় করলে Google Opinion Rewards আশা করা যায় দিনে ৩০০ টাকা পর্যন্ত আয় করতে পারবেন।

23) Databuddy app

অ্যাপ ইন্সটল করে, বিজ্ঞাপনে ক্লিক করে, রেফারেল লিংক শেয়ার করে এই অ্যাপ থেকে ইনকাম করা যায়। আপনি যদি দিনে ৪/৫ ঘন্টা সময় দেন তাহলে আশা করা যায় ৩০০ টাকার মতো ইনকাম করতে পারবেন। Databuddy app এ যত বেশি সময় দিবেন আশা করি তত বেশি আয় করতে পারবেন। এই অ্যাপ থেকে মোবাইল রিচার্জ অথবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ক্যাশ আউট করে নিতে পারবেন।

24) fiverr.com

প্রফেশনাল ফ্রিল্যান্সারদের জন্য সব থেকে বড় মার্কেটপ্লেস হলো ফাইবার। ফাইবার থেকে অনেক বড় বড় ফ্রিল্যান্সাররা প্রতিমাসে হাজার হাজার ডলার আয় করছে। ফ্রিল্যান্সিং এ যদি কোন একটি কাজে আপনার দক্ষতা থাকে তাহলে মার্কেটপ্লেস টি আপনার জন্য সেরা হতে পারে। 

আরো পড়ুন: ফ্রি টাকা ইনকাম apps bangladesh সেরা ৩০টি কার্যকরী বিশ্বস্ত মাধ্যম

ফাইবার থেকে ইনকাম করা আমাদের সকলের স্বপ্ন। এ স্বপ্ন পূরণের জন্য আপনাকে ফ্রিল্যান্সিং কোন একটি কাজ জানতে হবে। যেমন: ওয়েব ডিজাইন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ব্যানার ডিজাইন, লোগো ডিজাইন, কনটেন্ট রাইটিং, ডাটা এন্ট্রি, ভার্চুয়াল এসিস্ট্যান্ট এই কাজগুলো আপনাকে শিখতে হবে। 

এই কাজ গুলো করার জন্য fiverr.com এ একটি একাউন্ট খুলতে হবে এবং নিজস্ব গিগ প্রোফাইল তৈরি করতে হবে। যখন ক্লায়েন্ট আপনাকে কাজের জন্য অর্ডার করবে, তাদের কাছ থেকে কাজ নিয়ে কাজ করতে হবে। তাই অযথা বসে না থেকে, মার্কেটপ্লেস থেকে কাজ করে আয় করুন আনলিমিটেড।

25) Paisa Pay app

রেটিং দিয়ে, অ্যাপ ইন্সটল করে, ডেইলি টাক্স কমপ্লিট করে Paisa Pay app থেকে আয় করা যায়। আপনি প্রতিদিন কাজ করে এই ভালো টাকা আয় করতে পারবেন। যে টাকা আপনি আয় করবেন তা রকেট, বিকাশ, নগদের মাধ্যমে ক্যাশ আউট করে নিতে পারবেন।

26) Uber app

Uber হচ্ছে এমন একটি অ্যাপ, যে অ্যাপের মাধ্যমে ডেলিভারি সার্ভিস দেওয়া হয়। আপনার যদি নিজস্ব একটি বাইক অথবা সাইকেল থাকে তাহলে Uber অ্যাপ এর সাহায্যে ফুড ডেলিভারি অথবা প্রোডাক্ট ডেলিভারি সার্ভিস দিয়ে আয় করতে পারবেন। 

আরো পড়ুন: ডলার ইনকাম নগদ পেমেন্ট নিন ২৫টি সাইট, ২২টি অ্যাপস থেকে

Uber অ্যাপ এ অ্যাকাউন্ট খুলে নিজস্ব প্রোফাইল তৈরি করবেন। যখন কেউ আপনার সাথে Uber অ্যাপ এর মাধ্যমে যোগাযোগ করবে, তখন আপনি তাদের ডেলিভারি সার্ভিস প্রদান করবেন। 

সহজ টিপস ইনকাম বৃদ্ধির - বসে না থেকে ত্রই apps দিয়ে 300 টাকা ইনকাম করুন .কাজ করা খুব সোজা

একাধিক অ্যাপস নিয়ে কাজ করুন। লক্ষ করুন, কোন অ্যাপস দিয়ে বেশি ইনকাম হচ্ছে - একাধিক জিমেইল আইডি দিয়ে ওই অ্যাপস টি ইনস্টল করুন। নিয়মিত কাজ করে আয় করুন আনলিমিটেড। 

যে কোনো কাজ সম্পূর্ণ করার চেষ্টা করুন যেমন: কোন ভিডিও যদি ৩০ সেকেন্ডের হয়, আপনি ৩০ সেকেন্ড ধরে ভিডিওটি দেখবেন। 

যে যে অ্যাপ গুলো রেফারেল লিংক ব্যবহার করে আয় করার সুযোগ করে দেয় - ওই সমস্ত অ্যাপ গুলো ব্যবহার করার চেষ্টা করুন। 

যে অ্যাপ গুলোতে কাজ করে বোনাস পাওয়া যায় ওই অ্যাপগুলো তে বেশি বেশি কাজ করুন।

দৈনিক ৩/৪ ঘন্টা সময় নিয়ে কাজ করুন।

সতর্কবার্তা - বসে না থেকে ত্রই apps দিয়ে 300 টাকা ইনকাম করুন .কাজ করা খুব সোজা

  • অ্যাপস বা সাইটে ক্যাশ ডিপোজিট করা থেকে বিরত থাকুন। 
  • নিজের ডিভাইসের যেমন মোবাইল বা কম্পিউটারের এক্সপ্রেস দিবেন না।
  • ব্যক্তিগত তথ্য যেমন জাতীয় পরিচয় পত্র, ব্যাংক তথ্য, পাসওয়ার্ড ইত্যাদি কোন কিছু অ্যাপস বা সাইটে শেয়ার করবেন না।
  • গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করার সময় রিভিউ, রেটিং স্কোর যাচাই করবেন। এবং গুগল প্লে স্টোর ব্যতীত অন্য কোন লিংক থেকে অ্যাপস ডাউনলোড করবেন না।

লেখকের মন্তব্য - বসে না থেকে ত্রই apps দিয়ে 300 টাকা ইনকাম করুন .কাজ করা খুব সোজা

apps দিয়ে 300 টাকা ইনকাম এ সম্পর্কে আমি ইন্টারনেট থেকে রিসার্চ করে প্রায় 26 টি অ্যাপস খুঁজে বের করেছি। অ্যাপস গুলো থেকে ইনকাম বৃদ্ধির উপায় এবং কিভাবে সর্তকতা অবলম্বন করবেন সে বিষয়ে আলোচনা করেছি।

আশা করি পোস্টটি পড়ে আপনি এক নতুন অভিজ্ঞতা অর্জন করেছেন। আমরা অনলাইন ইনকাম সম্পর্কে প্রতিনিয়ত পাঠকদের উদ্দেশ্যে নিত্যনতুন তথ্য শেয়ার করে থাকি। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের পোস্টটি করার জন্য অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতে অনলাইন ইনকাম সম্পর্কে আরো তথ্য আমরা আমাদের ওয়েবসাইটে পাবলিশ করব। আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করার অনুরোধ রইলো। আজ এ পর্যন্ত, সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল। 03.12.25

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনি পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url