মোবাইল দিয়ে টাকা ইনকাম করার সময়ের সেরা ২২ টি apps

মোবাইল দিয়ে টাকা ইনকাম করার apps নিয়ে এই আর্টিকেল আলোচনা করা হবে। মোবাইল দিয়ে টাকা ইনকাম করার apps লিখে যারা গুগলে সার্চ করেছেন তারা সঠিক ওয়েবসাইটে প্রবেশ করেছেন। 

মোবাইল দিয়ে টাকা ইনকাম করার সময়ের সেরা ২২ টি apps

পোস্ট সূচীপত্র:কেননা, এই আর্টিকেলে আমরা মোবাইল দিয়ে টাকা ইনকাম করার apps নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।

মোবাইল দিয়ে টাকা ইনকাম করার apps

আজকাল ইন্টারনেট সুবিধা কাজে লাগিয়ে অ্যান্ড্রয়েড apps দিয়ে ইনকাম করা সম্ভব হচ্ছে। মোবাইল দিয়ে ইনকাম করা যায় এমন অনেক অ্যাপস রয়েছে। আবার এমন অনেক অ্যাপস রয়েছে যেগুলো ফ্রড, যেগুলো ইনকামের লালসা দেখায় কিন্তু ইনকাম করা যায় না। 

জীবনযাত্রার মানুষ এখন বিকল্প আয়ের জন্য ইন্টারনেটকে বেছে নিয়েছে। অনেকে অনলাইন থেকে মাসে ভালো টাকা আয় করছে। আপনি যদি অনলাইন থেকে আয় করতে চান আপনাকে সঠিক পন্থা খুঁজে বের করতে হবে। বিশেষ করে নারীদের জন্য অনলাইন থেকে ইনকাম সবথেকে বেস্ট। 

ল্যাপটপ অথবা ডেক্সটপ এর মত ভারী ডিভাইস অনেক সাধারণ মানুষের কাছে নেই। কিন্তু, হাতে থাকে স্মার্টফোন সকলের কাছে রয়েছে। স্মার্টফোন ব্যবহার করলে অ্যাপস ব্যবহার করতেই হবে। কিন্তু অনেকগুলো অ্যাপস রয়েছে যেগুলো মোবাইল দিয়ে ইন্সটল করে বাড়তি টাকা রোজগার করা যায়। 

দৈনিক ৩/৪ ঘন্টা সময় অ্যাপস ব্যবহার করে আয় করাটা শ্রেয়। আমরা অনেকে রয়েছি, যারা দৈনিক ৩/৪ ফেসবুক অথবা ইউটিউব ব্যবহার করে থাকি। আজকাল ফেসবুক অথবা ইউটিউব থেকে ইনকাম করা যায় কিন্তু আমরা কয়জনে ফেসবুক অথবা ইউটিউব থেকে আয় করছি ?

সময় নষ্ট করলে তো আর টাকা ইনকাম করা যায় না। আপনি সময় যত নষ্ট করবেন, টাকা ইনকামের সুযোগ তো হারাবেন। আপনি যদি একটু বুদ্ধিমান হয়ে থাকেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আয় করতে পারেন। সুতরাং, আপনার মত অনেক ব্যক্তি যারা প্রযুক্তি 

আরো পড়ুন: বসে না থেকে ত্রই apps দিয়ে 300 টাকা ইনকাম করুন .কাজ করা খুব সোজা

সুবিধাকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আপনি কেন পিছিয়ে থাকবেন ? আপনার মত অনেকে ইন্টারনেটে মোবাইল দিয়ে টাকা ইনকাম করার apps লিখে সার্চ করেছে । তাদের কথা মাথায় রেখে এই আর্টিকেলে আমি মোবাইল দিয়ে টাকা ইনকাম করার apps নিয়ে বিস্তারিত আলোকপাত করেছি।

1) Bkash - মোবাইল দিয়ে টাকা ইনকাম করার apps 

বিকাশ অ্যাপ এর সাথে আমরা সকলে কম-বেশি পরিচিত। বিল দেওয়া, মোবাইল রিচার্জ, এক স্থান থেকে অন্য স্থানে টাকা পাঠানো, টাকা ক্যাশ আউট করা ইত্যাদি এই সকল কাজগুলো আমরা বিকাশের মাধ্যমে খুব সহজে করে থাকি। 

বিকাশ হচ্ছে একটি মোবাইল ব্যাংকিং অ্যাপ। সকলের ফোনে ফোনে বিকাশ অ্যাপ রয়েছে। আপনি চাইলে বিকাশ অ্যাপ থেকে ইনকাম করতে পারবেন। বিকাশ অ্যাপ থেকে আপনি সরাসরি বিকাশের এজেন্ট হয়ে আয় করতে পারেন অথবা রেফারেল লিংক ব্যবহার 

করে আয় করতে পারেন। এই রেফারেল লিংক গুলো যত ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে সবগুলোতে শেয়ার করবেন। কেউ যদি আপনার শেয়ার করার লিংকে ক্লিক করে বিকাশে একাউন্ট খুলে বিনিময়ে আপনি ৫০ টাকা রেফারেল বোনাস পাবেন। 

2) Earn Easy app

এটা মজার একটি অ্যাপ, এই অ্যাপটি সাইন আপ করলে ৫০ টাকা বোনাস। এই অ্যাপে আপনি ভিডিও দেখে, ডেইলি টাক্স কমপ্লিট করে আয় করতে পারেন। 

এই অ্যাপটি ব্যবহারকারীদের জন্য রেফারেল লিংক শেয়ার করে আয় করার সুযোগ করে দেয়। ব্যাংক একাউন্টের মাধ্যমে এই অ্যাপ থেকে আপনি টাকা উইথড্র করতে পারবেন।

3) Cointiply

ডেইলি টাক্স কমপ্লিট করে, চ্যাটিং করে, ভিডিও দেখে, সার্ভে করে, গেম খেলে Cointiply থেকে আয় করতে পারবেন আনলিমিটেড। যাদের ফ্রিল্যান্সিং এর কোন কাজে দক্ষতা নেই তাদের জন্য Cointiply অ্যাপস টি বেস্ট হবে। এই অ্যাপস টি সাইন আপ করে নির্দ্বিধায় কাজ করে আয় করতে পারবেন।

এখানে প্রতিটি কাজের বিনিময়ে কয়েন দেয়া হয়। যখন আপনার একাউন্টে ৩০ হাজার কয়েন যোগ হবে তখন আপনি তা ডলারে কনভার্ট করে উত্তোলন করতে পারবেন। পরবর্তীতে এই ডলারকে নগদ টাকা রূপান্তর করে বিকাশে ক্যাশ আউট করতে পারবেন।

4) Shopify অ্যাপ

Shopify অ্যাপ ব্যবহার করে ড্রপ শিপিং করে আয় করুন যত খুশি তত। এটা মজার একটি বিজনেস প্লাটফর্ম। ড্রপ শিপিং এ কাজটি করতে নিজের কাছে প্রোডাক্ট থাকা জরুরি নয়, আর শিপিং নিয়ে কোন ঝামেলা নেই। এই শিপিং এর কাজগুলো আপনাকে করতে হবে না। 

আরো পড়ুন: মোবাইল দিয়ে ২০০ থেকে ৩০০ টাকা ইনকাম বিকাশ নগদ বা রকেটে পেমেন্ট

এখানে আপনার কাজ হল বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানের প্রোডাক্টের প্রমোশন চালানো। প্রোডাক্টের যেটা মূল দাম তার থেকে বেশি দাম নির্ধারণ করবেন। যেটা বেশি সেটা আপনার লাভ। Shopify অ্যাপে ড্রপ শিপিং করে সফল হওয়ার জন্য প্রোডাক্টের মার্কেট রিসার্চ খুব ভালো করে জানতে হবে।

5) mCent app

মোবাইলের মাধ্যমে টাকা ইনকাম করার একটি অ্যাপ হল mCent app. রেফার করে, বিজ্ঞাপন দেখে এই অ্যাপ থেকে আপনি পয়েন্ট অর্জন করতে পারবেন। অ্যাপটি আপনাকে গুগল প্লে স্টোর থেকে ইন্সটল করে, সাইন আপ করতে হবে। এখান থেকে পেমেন্ট মোবাইল রিচার্জ এর মাধ্যমে করতে হবে।

6) Coinpayu: Earn Rewards app

এই অ্যাপটি সহজ সহজ কাজের বিনিময়ে ব্যবহারকারীদের রিওয়ার্ড দিয়ে থাকে। এই অ্যাপের মাধ্যমে আপনি অ্যাপ টেস্ট করে, সার্ভে করে, গেম খেলে রিওয়ার্ড কয়েন অর্জন করতে পারেন। গুগল প্লে স্টোর 

থেকে এই Coinpayu: Earn Rewards app টি ডাউনলোড করে, যাবতীয় তথ্য সাবমিট করে রেজিস্ট্রেশন করতে পারেন। রিওয়ার্ড হিসেবে যে কয়েন গুলো আপনি পেয়েছেন তা আপনি বিটকয়েন, গিফট কার্ড, পেপাল এর মাধ্যমে নিতে পারবেন।

7) Facebook - মোবাইল দিয়ে টাকা ইনকাম করার apps

যেকোনো অ্যান্ড্রয়েড মোবাইলে ফেসবুক এপ্স ব্যবহার করা যায়। অনলাইন থেকে ইনকামের জনপ্রিয় উপায় হল ফেসবুক। একজন ব্যবহারকারী বিভিন্নভাবে ফেসবুক থেকে আয় করতে পারে। আপনি চাইলে নিজেও ফেসবুক ব্যবহার করে আয় করতে পারেন।

ফেসবুকে হয় ভিডিও তৈরি করে অথবা ফেসবুক পেজের মাধ্যমে ফেসবুক থেকে আয় করতে পারবেন। ফেসবুকে ভিডিও কনটেন্ট নির্মাণ করে অ্যাড নেটওয়ার্ক চালু মাধ্যমে সরাসরি ব্যাংকে পেমেন্ট নিতে পারেন। আর আপনার যদি একটা ফেসবুক পেজ থাকে সেখানে যদি 

ফলোয়ারের সংখ্যা অনেক হয় সেখান থেকে আপনি বাড়তি টাকা রোজগার করতে পারবেন। ফেসবুকের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করে, ড্রপ শিপিং করে, নিজ ব্যবসার পণ্য বিক্রি করে আয় করতে পারেন। যদি আপনার ফেসবুকে অনেক জনপ্রিয়তা থাকে তাহলে ব্র্যান্ড প্রোমোটার হিসেবে, ইনফ্লুয়েন্সার হিসেবে এখান থেকে অতিরিক্ত টাকা ইনকাম করতে পারবেন।

8) Pocket Money App

এই অ্যাপ থেকে একাধিক উপায়ে কাজ করা যায়। নিয়মিত সময় দিলে এই অ্যাপ থেকে ভালো টাকা পাওয়া যেতে পারে। এই অ্যাপ টি ইন্সটল করলে আপনাকে ডেইলি ১৫ টি ট্যাক্স কমপ্লিট করতে দেওয়া হবে। এখানে আপনি অ্যাড দেখে ইনকাম করতে পারবেন। 

যখন এড চলবে তখন বিজ্ঞাপনে ক্লিক করা থেকে বিরত থাকবেন। এড স্কিপ করলে চলবে না। এখানে কাজ করলে পয়েন্ট দেওয়া হয়। সুপার ভিপিএন চালু করে অ্যাপটি ডাউনলোড করবেন। তারপর সাইনআপ করে কাজ করুন আনলিমিটেড। বিকাশ, মোবাইল রিচার্জ এর মাধ্যমে ক্যাশ আউট করতে পারেন।

9) CashBoss: Earn Cash app

অ্যাপটি ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে ১ মিলিয়ন এর বেশি। আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়ে খুব সহজে এই অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন। প্রতিটি কাজের বিনিময়ে এই অ্যাপের  ব্যবহারকারীদের রিওয়ার্ড দেওয়া হয়। এই অ্যাপ থেকে ব্যবহারকারীরা 

একাধিক উপায় ইনকাম করতে পারে যেমন: গেম খেলে, কুইজ করে, রেফার করে, অ্যাপ ইন্সটল করে ইত্যাদি। অ্যাপটি অন্যদের নিকট রেফার করলে ৫ টাকা দেওয়া হয়। Paytm ওয়ালেটের মাধ্যমে CashBoss: Earn Cash app থেকে টাকা ক্যাশ আউট করতে পারবেন।

10) Toloka app

ওয়েবসাইট ভিজিট, সার্ভে, কমেন্টস, ইমেজ বা ছবি চেক ইত্যাদি এই সমস্ত কাজগুলো Toloka app এর মাধ্যমে করা হয়। এই কাজগুলো করে ব্যবহারকারীদের আয় করতে হয়। এই কাজগুলো তুলনামূলক খুবই সহজ। যে কেউ অ্যাপ ইন্সটল করে, সাইনআপ করে এই 

আরো পড়ুন: অনলাইনে ফ্রি ইনকাম সাইট বিকাশ পেমেন্ট নিন সেরা ৩২টি উপায়ে

কাজগুলো শুরু করতে পারে। অ্যাপ টি রেফার করলে রেফারেল বোনাস পাওয়ার সুযোগ রয়েছে। Toloka app এটা সুপরিচিত বিদেশি অ্যাপ, এখান থেকে পেমেন্ট নেওয়ার নিয়ম হলো: পেপাল, পেপালের মাধ্যমে ডলার নিয়ে বিশ্বস্ত লোকাল এক্সচেঞ্জ প্লাটফর্মের মাধ্যমে নগদ টাকা বিকাশ ক্যাশ আউট করা যায়।

11) Five Surveys app

অনলাইনে ছোট ছোট কাজ করে ইনকাম করার একটি অ্যাপ হল: Five Surveys app. এই অ্যাপে যে কাজগুলো রয়েছে তার তুলনামূলক খুবই সহজ। যে কেউ এই অ্যাপের মাধ্যমে কাজ করে অনলাইন থেকে 

উপার্জন করতে পারবে। দৈনিক যদি পর্যাপ্ত পরিমাণে কিছুটা সময় এই অ্যাপে ব্যয় করা যায় তাহলে আশা করি দিনে ১/২ ডলার উপার্জন করতে পারবেন। পেপালের মাধ্যমে আয়কৃত টাকা আপনাকে ক্যাশ আউট করতে হবে।

12) Make Money Cash app

মাইক্রো টাস্ক করে, সার্ভে করে, পরিচিতদের নিকট অ্যাপটির রেফার করে আয় করার সুযোগ রয়েছে। এই অ্যাপের ব্যবহারকারীর সংখ্যা অনেক। আপনিও চাইলে এই অ্যাপটি নিয়ে কাজ করতে পারেন। কাজ করার পূর্বে আপনাকে প্লে স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে হবে 

এরপর সেটা প্রয়োজনীয় তথ্য সাবমিট করে সাইন আপ করতে হবে। একাউন্ট তৈরি করা হয়ে গেলে আপনি এখন ইচ্ছা মতো কাজ করে আয় করতে পারবেন। একাউন্টে ৫ ডলার পূর্ণ হলেই আপনি তা পেপালের মাধ্যমে উত্তোলন করতে পারবেন।

13) Daily Taka -মোবাইল দিয়ে টাকা ইনকাম করার apps

কোন প্রকার ডিপোজিট ছাড়া এই অ্যাপ থেকে আপনি আয় করতে পারবেন। অন্যান্য অ্যাপ এর থেকে এই অ্যাপ ব্যবহার করা তুলনামূলক অনেক সহজ। স্পিন করে, কুইজ করে এই অ্যাপ ব্যবহার করে আয় করতে পারেন। এই অ্যাপ ব্যবহার করে যদি আপনি আয় করতে 

চান তাহলে আপনাকে ভিপিএন চালু করতে হবে। গুগল প্লে স্টোর থেকে অ্যাপ টা ইনস্টল করলে বোনাস পাওয়া যায়। তাছাড়া স্পিন করে, স্ক্রাচ করে, কুইজ করে ইত্যাদি এ সকল কাজ আপনি এই অ্যাপের মাধ্যমে করতে পারবেন। যখন আপনার একাউন্টে ১০০ টাকা হবে তখন আপনি নগদ, বিকাশ, রকেট এর মাধ্যমে উইথড্র করতে পারবেন ।

14) Taka Income pro 

এটা বাংলাদেশি একটি অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে আপনি সার্ভে করে, কুইজ করে, গেম খেলে ইত্যাদি সহ আরো অন্যান্য কাজ করে Taka Income pro  এই অ্যাপের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। এই অ্যাপ থেকে ইনকামের একটি সুবিধা হল আপনি 

আরো পড়ুন: টাকা ইনকাম করার সময়ের সেরা ৪২টি অ্যাপ ২০২৫ দেখে নিন

যেটাকে ইনকাম করবেন তা বিকাশে পেমেন্ট নিতে পারবেন। বাংলাদেশী অ্যাপ হওয়াতে এখানে পেমেন্ট নিয়ে কোন ঝামেলা নেই। আপনি কাজ করবেন এবং বিকাশের মাধ্যমে পেমেন্ট উইথড্র করবেন। আপনি যদি পকেট খরচ চালানোর মত টাকা ইনকাম করতে চান তাহলে এই অ্যাপ টি আপনার জন্য।

15) Winzo Game App 

আপনি কি গেম খেলে আয় করার কথা ভাবছেন ? তাহলে Winzo Game App আপনার জন্য সেরা হবে। নাম শুনে আন্দাজ করতে পারছেন, এটা একটি গেমিং প্লাটফর্ম। এই অ্যাপ থেকে আপনাকে ইনকাম করতে হলে, গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে হবে।

যখনই আপনি একটা ইন্সটল করে সাইন আপ করবেন তখনই সঙ্গে সঙ্গে সাইন আপ বোনাস ৬০০ টাকা আপনার একাউন্টে যোগ হবে। এই অ্যাপের সব থেকে মজার বিষয় হলো এখানে নিজের পছন্দমত গেম খেলা যায় যেমন: বাবুল গেম, ক্রিকেট গেম, পাজল গেম ইত্যাদি গেম খেলে আয় করা যায়। 

16) Taka Income 

আপনি কি বাংলাদেশী অ্যাপ ব্যবহার করে আয় করতে চান ? তাহলে Taka Income অ্যাপ টি আপনার জন্য সেরা হতে পারে। এখানে আপনি ছোট ছোট টাস্ক কমপ্লিট করে, গেম খেলে, ফ্রী কুইজ খেলে ইত্যাদি সকল কাজ করে কোন প্রকার ডিপোজিট ছাড়া Taka 

Income অ্যাপ থেকে আপনি আয় করতে পারেন। এখানে কাজ করলে সরাসরি কোন টাকা আপনার একাউন্টে যুক্ত হবে না। প্রতিটি কাজের বিনিময়ে আপনাকে কিছু পয়েন্ট দেওয়া হবে। পরবর্তীতে সে পয়েন্টগুলো টাকায় কনভার্ট করে নগদ, বিকাশ, রকেট এর মাধ্যমে ক্যাশ আউট করতে পারবেন।

17) Web Pay App 

বিভিন্ন ধরনের কাজ এই অ্যাপের মাধ্যমে কমপ্লিট করে ইনকাম করা যায়। তার মধ্যে রয়েছে অ্যাড দেখা, অ্যাপ ডাউনলোড, ভিডিও দেখা, ওয়েব টাস্ক ইত্যাদি এ সমস্ত কাজগুলো। এ কাজগুলো যে কেউ করতে পারে। আপনারা যারা ইন্টারনেট ব্রাউজিং করেন তাদের জন্য এ কাজগুলো করা কোন ব্যাপার না। 

আপনারা যারা মোবাইল দিয়ে টাকা ইনকাম করার স্বপ্ন দেখছেন তারা Web Pay App নিয়ে কাজ করতে পারেন। এজন্য প্রথমে অ্যাপটি ডাউনলোড করে বিস্তারিত তথ্য সাবমিট করে অ্যাকাউন্ট সাইন আপ করে নিবেন। পরবর্তীতে কাজ করে পেমেন্ট মেথডের মাধ্যমে পেমেন্ট কালেক্ট করবে।

18) Win Money app 

অন্যান্য অ্যাপ এর মত এই অ্যাপে মিনি টাস্ক কমপ্লিট করে আয় করতে হবে। এই অ্যাপটি যখন আপনি সাইন আপ করবেন তখন watch earn নামে একটি অপশন দেখতে পারবেন। সেখানে আপনি বিভিন্ন ধরনের টাক্স দেখতে পারবেন। আপনি আপনার পছন্দমত কাজগুলো করতে পারবেন।

আরো পড়ুন: দিনে ৫০০ টাকা ইনকাম করার দুর্দান্ত ৩৫টি apps দেখে নিন

এখানে আপনাকে ডেইলি ১৫ টি করে টাক্স কমপ্লিট করতে হবে। প্রতিটি টাক্সের বিনিময়ে আপনাকে কিছু ক্রেডিট পয়েন্ট দেওয়া হবে। পরবর্তীতে সেগুলো বিকাশের মাধ্যমে ক্যাশ আউট করে নিতে পারবেন। তাছাড়া, লটারি খেলেও এই অ্যাপস থেকে যেতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার।

19) MPL app

এটা একটি ইন্ডিয়ান গেমিং অ্যাপ। এই অ্যাপ সম্পর্কে একাধিক আর্টিকেলে আমি বর্ণনা করেছি। আপনি বাংলাদেশে বসেও এই অ্যাপে গেম খেলে ইনকাম করতে পারবেন। এখানে ১০০+ গেম রয়েছে যেমন লুডু গেম, ক্রিকেট গেম, বাবুল গেম ইত্যাদি। 

যেহেতু এটা ইন্ডিয়ান অ্যাপ, আপনি সরাসরি মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্ম যেমন: বিকাশ, নগদ এর মাধ্যমে উইথড্রো করতে পারবেন না। এজন্য আপনাকে অনলাইন পেমেন্ট মেথড ব্যবহার করতে হবে যেমন পেপাল, পেওনিয়ার, পেটিএম ইত্যাদি। এরপর আপনি ডলার এক্সচেঞ্জ করে নগদ বিকাশ রকেটে ক্যাশ আউট করতে পারবেন।

20) Meesho - মোবাইল দিয়ে টাকা ইনকাম করার apps

প্রোডাক্ট ক্রয় বিক্রয় করার অন্যতম একটি প্ল্যাটফর্ম Meesho. এই অ্যাপটি সাইন আপ করে কোন প্রকার বিনিয়োগ ছাড়া উপার্জন করতে পারবেন। যখন আপনি অ্যাপ টি সাইন আপ করবেন, তখন বিভিন্ন ধরনের প্রোডাক্ট এই অ্যাপে দেখতে পারবেন। 

সেগুলো প্রোডাক্ট এর লিংক আপনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন। মূলত আপনার কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়ায় প্রোডাক্টের প্রমোশন চালানো। কেউ যদি আপনার মাধ্যমে Meesho থেকে প্রোডাক্ট ক্রয় করে বিনিময়ে আপনাকে কিছু কমিশন দেওয়া হবে। নিজের 

কাছে প্রোডাক্ট থাকা বাধ্যতামূলক নয়, আপনার কাজ হচ্ছে প্রোডাক্টের প্রমোশন চালানো এবং নিজের ইচ্ছামত প্রোডাক্ট এর দাম সেট করা। অতিরিক্ত যেটা হবে সেটা আপনার লাভ। কেউ যদি আপনার মাধ্যমে প্রোডাক্ট ক্রয় করে, Meesho ওই প্রোডাক্ট টি কাস্টমারদের নিকট পৌঁছে দিবে। Meesho প্রোডাক্টের মূল দাম টি কেটে নিয়ে অতিরিক্ত টাকা আপনাকে দিয়ে দিব।

21) Google Pay

এটা হচ্ছে ডিজিটাল পেমেন্ট করার একটি মাধ্যম। এখান থেকে আয় উৎস হল: রেফারেল বোনাস, ক্যাশব্যাক, বিশেষ অফার ইত্যাদি। এই অ্যাপ থেকে রেফারেল প্রোগ্রাম এর মাধ্যমে ব্যবহারকারীরা সব থেকে 

বেশি টাকা আয় করতে পারবে। আপনি যদি এই অ্যাপ থেকে আরো বেশি টাকা ইনকাম করতে চান তাহলে নিত্যনতুন বিভিন্ন অফারের দিকে চোখ রাখবেন। এছাড়া বিভিন্ন অফারের মাধ্যমে পেমেন্ট করলে ক্যাশব্যাক অফার পাওয়া যায়।

22) Sweet Bitcoin App

বিটকয়েন আয় করার একটি অ্যাপ হল Sweet Bitcoin App. এখানে বিজ্ঞাপন দেখে, ভিডিও দেখে, গেম খেলে, ডেইলি টাক্স কমপ্লিট করে বিটকয়েন আর্ন করতে পারেন। রেফারেল প্রোগ্রাম ও ডেইলি বোনাস Sweet Bitcoin App এর আকর্ষণীয় ফিচার। অন্যদের

আরো পড়ুন:  ফ্রি টাকা ইনকাম apps bangladesh সেরা ৩০টি কার্যকরী বিশ্বস্ত মাধ্যম

নিকট অ্যাপটি রেফার করে, ডেইলি টাক্স কমপ্লিট করে Sweet Bitcoin App থেকে অতিরিক্ত টাকা ইনকাম করতে পারবেন। আপনি এখান থেকে যে বিটকয়েন আর্ন করবেন তা চাইলে স্ক্রিপ্ট ওয়ালেটের মাধ্যমে উত্তোলন করতে পারবেন অথবা অনলাইনে ট্রেডিং এর 

জন্য বিটকয়েন গুলো ব্যবহার করতে পারবেন। শুরুর দিকে ইনকাম কম হলো, নিয়মিত কাজ করলে আশা করি Sweet Bitcoin App থেকে ভালো টাকা ইনকাম করতে পারবেন।

apps গুলো ব্যবহারের সময় যেভাবে সতর্কতা অবলম্বন করা দরকার 

অ্যাপস গুলো সাইন আপ করে ফ্রিতে টাকা ইনকাম করার চেষ্টা করবেন, কোন ধরনের টাকা ইনভেস্ট করবেন না। 

নিজের ব্যক্তিগত তথ্য যেমন: ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ন্যাশনাল আইডি এগুলো ব্যবহার করা থেকে বিরত থাকুন। 

অবশ্যই অ্যাপস গুলো প্লে স্টোর থেকেই ইনস্টল করবেন। অন্য কোন লিংকে ক্লিক করে অ্যাপ ইন্সটল করা থেকে বিরত থাকুন।

অ্যাপ ডাউনলোডের পূর্বে রিভিউ, রেটিং স্কোর এই সাধারণ বিষয়গুলো দেখে নিবেন। যদি বিশ্বস্ত মনে হয় তবেই অ্যাপ ব্যবহার করতে পারেন নিজ দায়িত্বে। আপনার আর্থিক ক্ষতির জন্য পদ্মা মেইল কর্তৃপক্ষ দায়ী নয়।

লেখকের মন্তব্য -মোবাইল দিয়ে টাকা ইনকাম করার apps

সম্মানিত পাঠকবৃন্দ, এই আর্টিকেলে আমরা মোবাইল দিয়ে টাকা ইনকাম করার apps নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং সাথে সাথে কিভাবে সর্তকতা অবলম্বন করবেন সে বিষয়ে আলোচনা করা হয়েছে। 

আপনারা অনেকে মোবাইল দিয়ে টাকা ইনকাম করার apps নিয়ে ইন্টারনেটের সার্চ করেছেন। আমি তাদের অথেন্টিক তথ্য দেওয়ার জন্য ইন্টারনেটের বিভিন্ন সোর্স থেকে তথ্য কালেক্ট করে আর্টিকলে পাবলিশ করেছি। 

আশা করি পোস্টটি পড়ে আপনারা অনেক নতুন বিষয় জানতে পেরেছেন। অনলাইন ইনকাম অ্যাপ সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা আপনারা পেয়েছেন। এরকম তথ্যবহুল আরো কনটেন্ট পেতে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করার অনুরোধ রইলো। এতক্ষণ ধৈর্য ধরে পোস্টটি আমাদের সাথে উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ। 03.12.25

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনি পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url