ফ্রি টাকা ইনকাম apps bangladesh সেরা ৩০টি কার্যকরী বিশ্বস্ত মাধ্যম

ফ্রি টাকা ইনকাম apps bangladesh নিয়ে আজকের এই আর্টিকেলে বিস্তারিত আলোচনা করা হবে। সুতারাং, আপনারা যারা ফ্রি টাকা ইনকাম apps bangladesh সম্পর্কে জানতে গুগলে সার্চ করেছেন তাদের জন্য আর্টিকেলটি গুরুত্বপূর্ণ। 

ফ্রি টাকা ইনকাম apps bangladesh

পোস্টসূচীপত্রঃ-কেননা, আমি এই আর্টিকেলে  ফ্রি টাকা ইনকাম apps bangladesh নিয়ে খুঁটিনাটি আলোচনা করেছি।

ফ্রি টাকা ইনকাম apps bangladesh

অনলাইন থেকে টাকা ইনকামের জন্য অসংখ্য ফ্রী টাকা ইনকাম অ্যাপস পাওয়া যাবে। তবে সঠিক এবং বিশ্বস্ত অ্যাপস কোনটি তা নির্বাচন করা জটিল বিষয়। আমরা সোশ্যাল মিডিয়া চালিয়ে দিনের অধিকাংশ সময় নষ্ট করে ফেলি। তাই সোশ্যাল মিডিয়া চালিয়ে অযথা সময় নষ্ট না করে প্রযুক্তি সুবিধা কাজে লাগিয়ে অনলাইন থেকে কিছু ইনকাম করাটা ভালো। 

কোন প্রকার ডিপোজিট ছাড়া অনেকে ফ্রি টাকা ইনকাম apps অনলাইনে তালাশ করে। আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়ে আপনি এই অ্যাপস গুলো ব্যবহার করতে পারবেন। অ্যাপস থেকে টাকা ইনকাম করে আপনি তার নগদ, বিকাশের মাধ্যমে ট্রান্সফার করতে পারবেন। আপনি যদি কোন প্রকার দক্ষতা ছাড়া ছোটখাটো টাক্স সম্পন্ন করে করতে চান ফ্রি টাকা ইনকাম apps গুলো আপনার জন্য সেরা হবে। 

এই অ্যাপসগুলো আপনি বাংলাদেশে বসে ব্যবহার করতে পারবেন। যদি কোন প্রকার সমস্যা দেখা দেয় তাহলে VPN ব্যবহার করতে পারেন। আমরা প্রায় অনলাইনে ফ্রি টাকা ইনকাম apps bangladesh লিখে সার্চ করে থাকি। কাজেই, আমি আপনাদের ফ্রিতে টাকা ইনকামের এমন কতগুলো অ্যাপস সম্পর্কে জানাবো যেগুলো আপনি বাংলাদেশে বসে ব্যবহার করতে পারবেন এবং কাজ করে অনলাইনের মাধ্যমে পেমেন্ট সংগ্রহ করতে পারবেন। 

আরো পড়ুনঃ- অনলাইন ইনকাম সাইট বিকাশ পেমেন্ট নিন শ্রেষ্ঠ ৩৫টি উপায়ে

ওই সকল অ্যাপসের মাধ্যমে আপনি ভিডিও দেখে, রেফার করে, এড দেখে, অ্যাপস ডাউনলোড করে, রেফারেল লিংক শেয়ার করে ইত্যাদি এ সকল ছোট ছোট কাজ করে আপনি ইনকাম করতে পারবেন। এখানে আপনার কোন দক্ষতা বা অভিজ্ঞতার প্রয়োজন নেই। যে কেউ এ কাজগুলো করে অনলাইন থেকে আয় করতে পারে। এই কাজগুলো করতে আপনার হাতে তাকে স্মার্টফোনই যথেষ্ট। 

1) Freecash - ফ্রি টাকা ইনকাম apps bangladesh

ছোট ছোট বিনোদনমূলক টাস্ক সম্পূর্ণ করে আয় করতে চান  ?  তাহলে Freecash এই অ্যাপসটি আপনার জন্য। গুগল প্লে-স্টোর থেকে আপনাকে প্রথমে Freecash অ্যাপসটি ইন্সটল করে সাইন ইন করে নিতে হবে। সাইন ইন করলে ২৫০ ডলার পর্যন্ত বোনাস পাওয়া যায়। এখানে আপনি গেম খেলে রেফার করে, এড দেখে আয় করতে পারবেন। যখন আপনি ২ ডলার ইনকাম করতে পারবেন তখন পেপাল অথবা ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার বা ক্যাশ আউট করতে পারবেন। 

2) Paid Work: Make money

রিয়েল টাকা ইনকাম করার একটি বিশ্বস্ত অ্যাপস হলো Paid Work. কোন প্রকার ডিপোজিট মাইক্রো জব কমপ্লিট করে এই অ্যাপস থেকে ইনকাম করতে পারবেন। এই অ্যাপস প্লাটফর্মটি আপনাকে সার্ভে করে, ভিডিও দেখে আয় করার সুযোগ করে দিবে। 

আরো পড়ুনঃ- দিনে ৩০০ থেকে ৫০০ টাকা ইনকাম করুন দুর্দান্ত ৪৫টি উপায়ে

যখন আপনি এই অ্যাপস থেকে ৫ ডলার ইনকাম করতে পারবেন তখনই  ব্যাংক একাউন্ট অথবা অনলাইন পেমেন্ট মেথড ( পেপাল ) এর মাধ্যমে ক্যাশ আউট করতে পারবেন। এটা ১০০% বিশ্বস্ত অ্যাপস প্লাটফর্ম। আপনি যদি এই অ্যাপস এ কাজ করতে চান তাহলে প্রথমে গুগল প্লে স্টোর থেকে অ্যাপস টি ইন্সটল করে সাইন আপ করতে হবে। 

3)Swagbucks - ফ্রি টাকা ইনকাম apps bangladesh

এই অ্যাপসে কাজ করতে কোন প্রকার ইনভেস্ট করতে হয় না। আপনি ফ্রি একাউন্ট খুলবেন, ফ্রি কাজ করবেন, যখনই ৫ ডলার ইনকাম করতে সক্ষম হবেন তখনই উইথড্র করে নিতে পারবেন। যেহেতু এটা বিদেশি অ্যাপস, এখান থেকে টাকা উত্তোলনের জন্য অনলাইন পেমেন্ট মেথড পেপাল ব্যবহার করতে হবে। সার্ভে করার জন্য এই অ্যাপসটির অধিক জনপ্রিয়। তাছাড়া, এখানে ফ্রি কুইজ খেলে, স্পিন করে, ভিডিও দেখে, গেম খেলে আপনাকে পয়েন্ট কালেক্ট করতে হবে। পরবর্তীতে আর্নিংস পয়েন্ট গুলো ডলারে বিনিময় করতে পারবেন। ১,০০০ পয়েন্ট = ১ ডলার ধরা হয়। 

4) Make money: play & Earn cash

অ্যাপস থেকে ইনকাম করা আমরা যতটা কঠিন মনে করি অতটা কঠিন নয়। একটু কৌশলী হলে এ সকল অ্যাপস থেকে ইনকাম করা যায়। অনেকে এই অ্যাপসে কাজ করে পকেট খরচ জোগাড় করছে। এই অ্যাপসটি এতটাই জনপ্রিয় যে,  ১০ মিলিয়নের বেশি বার অ্যাপসটি ডাউনলোড হয়েছে গুগল প্লে স্টোর থেকে। 

আরো পড়ুনঃ- ডিপোজিট ছাড়া ইনকাম সাইট ২৫টি এক নজরে দেখে নিন ২০২৫

গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটি ইন্সটল করে আপনাকে প্রথমে নাম, জিমেইল এড্রেস, পাসওয়ার্ড দিয়ে অ্যাপসটি সাইন আপ করতে হবে। এরপর অ্যাপসের ড্যাশবোর্ড এ গিয়ে ছোট ছোট ট্যাক্স গুলো সংগ্রহ করে কাজ করতে হবে। আপনার উপার্জিত অর্থ পেপাল এর মাধ্যমে উত্তোলণ করতে হবে। 

5) Daily taka - ফ্রি টাকা ইনকাম apps bangladesh

অনলাইনে ফ্রি টাকা ইনকামের জন্য বিশ্বস্ত প্ল্যাটফর্ম হলোঃ- Daily taka Apps. এই অ্যাপসে কাজ করতে হলে প্রথমে আপনাকে একাউন্ট খুলতে হবে। এই অ্যাপসে আপনি ফ্রি কুইজ খেলে, স্পিন করে আয় করতে হবে। এই অ্যাপে কাজ করার পূর্বে মোবাইলে VPN চালু করতে হবে। Country USA সিলেক্ট করতে হবে। যখন আপনার একাউন্টে 100 টাকা জড়ো হবে এখন আপনি তা নগদ, বিকাশ, পেপালের মাধ্যমে ক্যাশ আউট করতে পারবেন। 

6) FanFare Apps

ঘরে বসে ফ্রি টাকা ইনকাম করার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হলো FanFare Apps. এই অ্যাপসটা ইন্সটল করে ফেসবুক অথবা gmail দিয়ে সাইন আপ করতে হবে। এরপর ক্যামেরা আইকন অন করে আপনার সামনে থাকা যেকোনো ধরনের প্রোডাক্ট যেমনঃ- টুথপেষ্ট, সাবান, পানির বোতল ইত্যাদি সহ আরও অন্যান্য প্রোডাক্টের কোম্পানির নামসহ বিস্তারিত তথ্য আপলোড করে FanFare এ সাবমিট করুন। 

আরো পড়ুনঃ- ফ্রি টাকা ইনকাম বিকাশে পেমেন্ট 2025 - দেরি করলে মিস !

ভিডিও এর কোয়ালিটি যত বেশি ভালো হবে আপনি তত বেশি ভালো আয় করতে পারবেন। এরপর FanFare কর্তৃপক্ষ আপনার তোলা ভিডিও Approved করবে। বিনিময় কিছু পয়েন্ট আপনার একাউন্টে যুক্ত হবে। FanFare থেকে সরাসরি টাকা ইনকামের কোন সুযোগ নেই, তবে উক্ত এডকৃত পয়েন্টের বিনিময়ে আপনি FanFare থেকে নিত্য - প্রয়োজনীয় জিনিস যেমনঃ- জামা কাপড় ক্রয় করতে পারবেন।

7) Facebook Apps

আমাদের সকলে কমবেশি ফেসবুক একাউন্ট রয়েছে। তরুণ প্রজন্মের অনেকের আয়ের উৎস ফেসবুক। ফেসবুক থেকে বিভিন্নভাবে ইনকাম করা যায় যেমনঃ- ফেসবুকে বিজনেস পেজ খুলে, কনটেন্ট মনিটাইজেশনের মাধ্যমে। এজন্য আপনার প্রথমে ভেরিফাইড ফেসবুক একাউন্ট প্রয়োজন হবে। 

আপনি বিভিন্ন ধরনের ভিডিও ফেসবুকে আপলোড করে যেমনঃ- কুকিং, ড্রইং, ব্লগ ভিডিও আপলোড করতে পারেন। আপনার যে বিষয়ে জ্ঞান আছে সে বিশ্বের ভিডিও কন্টেন্ট ফেসবুকে আপলোড করতে পারবেন। তারপর আপনি অ্যাড মনিটাইজেশনের মাধ্যমে আয় শুরু করে দিতে পারেন। 

আরো পড়ুনঃ- ফ্রি টাকা ইনকাম apps ২০+ ২০২৫ সালের জন্য দেখে নিন

আপনার যদি নিজস্ব কোন বিজনেস থাকে, তাহলে সেই বিজনেসের বিস্তারিত তথ্য ফেসবুকে নিয়মিত আপলোড করে আপনার নিজস্ব বিজনেস কে আরো জনপ্রিয় করে তুলতে পারেন। তাছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার নিয়মিত উপস্থিতির কারণে অন্যদের নিকট আপনার গ্রহণযোগ্যতা বাড়বে। তখন আপনি ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতে পারেন।

8) Telegram Apps

Telegram গোটা বিশ্বব্যাপী জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। বিশ্বের বিভিন্ন দেশের মানুষ এই টেলিগ্রামের সাথে অতপ্রতভাবে জড়িত। এজন্য প্রথম আপনাকে Telegram এ একটা অ্যাকাউন্ট খুলতে হবে। Telegram কাজ করে সম্পূর্ণ ফেসবুকে গ্রুপের মত করে, এখানে কোন প্রকার ভিডিও কন্টেন্ট আপলোড করা যায় না। 

আরো পড়ুনঃ- মোবাইল দিয়ে টাকা ইনকাম করার সেরা ২৫+ উপায় ২০২৫ সালে

এজন্য আপনাকে প্রথমে Telegram এ একটি চ্যানেল তৈরি করতে হবে। সেই চ্যানেলে যুক্ত হওয়ার জন্য সবাইকে রিকোয়েস্ট করতে হবে। Telegram চ্যানেলে মানুষের সংখ্যা যত বাড়বে, এখান থেকে আয় করা তত বেশি সহজ হবে।  Telegram চ্যানেলে যেভাবে খুশি সেভাবে আয় করা যায়। সেখানে ডিজিটাল মার্কেটিং সেবা দিয়ে, এফিলেট মার্কেটিং করে আয় করা যায়। অনেক টেলিগ্রাম গ্রুপে ইউটিউবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আয় করা যায়। 

9) Shutterstock platform: ফ্রি টাকা ইনকাম apps bangladesh

ছবি শেয়ারিং করে আয় করা বিশ্বস্ত প্ল্যাটফর্ম হল Shutterstock. আপনার মোবাইল দিয়ে তোলা ছবিগুলো এই প্লাটফর্মে শেয়ার করে মাসে ১৫+ হাজার বেশি টাকা ইনকাম করতে পারবেন। এজন্য প্রথমে আপনাকে Shutterstock  Apps এ অ্যাকাউন্ট তৈরি করতে হবে। 

এরপর আপনাকে মোবাইল দিয়ে নিয়মিত ছবি তুলতে হবে। এবং আপনার তোলা ছবিগুলো Shutterstock platform এ আপলোড করতে হবে। এরপর ছবিগুলো রিভিউ তে নেয়া হবে। সবকিছু ঠিকঠাক থাকলে Shutterstock কর্তৃপক্ষ আপনার ছবিগুলো Approved করে দিবে।

যেকোনো অপরূপ দৃশ্যে ছবি আপনি এই প্লাটফর্মে আপলোড করতে পারবেন। যখন কেউ এই ছবি ডাউনলোড করবে তখন আপনার ইনকাম হবে। এমনভাবে ছবিগুলো তুলুন যাতে মানুষ তা ক্রয় করতে ইচ্ছুক হয়। এভাবে Shutterstock platform থেকে আয় করতে হবে। 

10) TikTok Apps

আমরা সকলে অনলাইনে TikTok ভিডিও দেখে থাকি।  TikTok ভিডিও গুলো দর্শকদের বেশি আকৃষ্ট করে। TikTok Apps থেকেও আজকাল ইনকাম করা যায়। আপনি যদি টিকটক থেকে ইনকাম করতে চান তাহলে গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটি ইন্সটল করে জিমেইল এড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। 

মূলত টিকটক এর ব্যবসা হল ভিডিও কনটেন্ট। মূলত টিকটক তৈরি করা হয়েছে ভিডিও কনটেন্ট এর জন্য। টিকটক এ শর্ট রিলস ভিডিও গুলো অধিক জনপ্রিয়। এজন্য আপনাকে ৩০/৪০ সেকেন্ডের টিকটক ভিডিও গুলো আপলোড করতে হবে। এমনভাবে ভিডিওগুলো তৈরি করুন যাতে মানুষ আকৃষ্ট হয়। এরপর মনিটাইজেশনের মাধ্যমে TikTok থেকে আয় করতে পারবেন। TikTok এ যদি আপনার জনপ্রিয়তা থাকে তাহলে আপনি ব্র্যান্ড প্রমোটার হিসেবে কাজ করে তাই করতে পারবেন। 

11) YouTube Apps

ভিডিও তৈরি করে আয় করার অন্যতম প্লাটফর্ম হল YouTube. এখানে টাকা ইনকাম করতে কোন প্রকার ডিপোজিট করতে হয় না। ফ্রি একাউন্ট খুলে ভিডিও কনটেন্ট তৈরি করে মনিটাইজেশনের মাধ্যমে YouTube থেকে আয় করতে হয়। YouTube সম্পর্কে জানে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। 

সকলের কমবেশি ইউটিউবে একটি অ্যাকাউন্ট আছে। সেখানে তারা শুধু ভিডিও দেখে, বিনোদনের জন্য। Youtube বলতে আমরা শুধু বুঝে থাকি ভিডিও দেখা, লাইক করা, কমেন্টস করা, সাবস্ক্রাইব করা ইত্যাদি কে বুঝে থাকি। ইউটিউব হচ্ছে সব থেকে বড় বিজনেস প্লাটফর্ম। যুব সমাজের আয়ের অন্যতম উৎস।

আরো পড়ুনঃ- ফ্রি টাকা ইনকাম নগদে পেমেন্ট ২০২৫ ( বিস্তারিত গাইডলাইন )

বিভিন্ন ধরনের ভিডিও কন্টেন্ট তৈরি করে ইউটিউব থেকে আর করা যায় যেমনঃ- শিক্ষামূলক, পার্সোনাল ব্লগ, বিনোদনমূলক ইত্যাদি। যে টপিকসের উপর আপনার জ্ঞান রয়েছে সেই টপিকসের উপর ভিডিও কনটেন্ট আপনাকে তৈরি করতে হবে। এরপর গুগল এডসেন্স অ্যাপ্রোভ করে নিয়ে youtube থেকে লক্ষাধিক টাকা ইনকাম করতে পারেন। 

তাছাড়া youtube এর মাধ্যমে আপনি নিজস্ব বিজনেস পরিচালনা করতে পারেন। আপনার ব্যবসার আপডেট তথ্যগুলো প্রকাশ করতে পারেন। তাছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন আপনার ব্যাপক জনপ্রিয়তা তখন ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতে পারেন। কাজেই, ইউটিউব হতে পারে আপনার বেকারত্ব দূর করার প্রধান হাতিয়ার। 

12) Freelancing marketplace

ফ্রিল্যান্সিং করার জন্য অনেক বড় বড় মার্কেটপ্লেস রয়েছে তার মধ্যে সব থেকে বড় এবং জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলো হলঃ- Fiverr, Upwork, Freelancer.com, people per hour ইত্যাদি। এ সমস্ত মার্কেটপ্লেসে আপনি কোন প্রকার ডিপোজিট ছাড়া ফ্রিতে কাজ করে আয় করতে পারবেন। 

এই সকল মার্কেটপ্লেস এ কাজ করলে পূর্বে আপনাকে কোন একটি কাজে বিশেষভাবে দক্ষ হতে হবে। ফ্রিল্যান্সিং এর মধ্যে অনেক কাজ রয়েছে যেমনঃ- গ্রাফিক্স ডিজাইন, এসইও, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং সহ আরো অন্যান্য কাজ। বাংলাদেশে বসে এই কাজগুলো করে আপনি মাসে হাজার হাজার ডলার আয় করতে পারবেন। 

13) Ariticle writing task

আর্টিকেল রাইটিং বলতে আমরা লেখালেখির কাজকে বুঝে থাকি। বিভিন্ন ভাষায় আর্টিকেল রাইটিং এই কাজ করা যায়। তার মধ্যে ইংরেজি ভাষার আর্টিকেল রাইটারদের চাহিদা অনেক। এই আর্টিকেল রাইটিং এর কাজগুলো করতে কোন প্রকার ডিপোজিট করতে হয় না। তবে আপনাকে আর্টিকেল কিভাবে লিখতে হয় এটা শিখতে হবে। 

আরো পড়ুনঃ- টাকা ইনকাম করার সহজ উপায় বাংলাদেশে ( ১০০% বিশ্বস্ত উপায় )

ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস যেমনঃ- upwork, Fiverr Freelancer.com ইত্যাদি এ সকল মার্কেটপ্লেসে ইংলিশ আর্টিকেল রাইটারদের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তাছাড়া, আপনি যদি মার্কেটপ্লেসে এর বাহিরে আর্টিকেল রাইটিং জব করতে চান, তাহলে ওয়েবসাইট মালিকদের সাথে যোগাযোগ করতে পারেন। এই কাজ করে বাংলাদেশে বসে প্রতি মাসে ৩০ হাজার টাকার বেশি আয় করতে পারবেন। 

14) Survey task job

বড় বড় কোম্পানিগুলো তাদের পণ্য বা সেবা সম্পর্কে মতামত নেওয়ার জন্য অনলাইন এবং অফলাইনে সার্ভে করে থাকে। কিন্তু, আধুনিক এ যুগে সার্ভে করে পকেট খরচ মেটানো যায়। সব অ্যাপসে সার্ভে করা যায় না। সার্ভে করার জন্য নির্দিষ্ট কিছু অ্যাপস রয়েছে সেগুলো হলোঃ- Ysense, lifepoints, InboxDollars ইত্যাদি।

এখানে কাজ করে ইনকাম করতে কোন প্রকার ডিপোজিট করতে হয় না। ফ্রিতে কাজ করে এ সকল প্লাটফর্ম থেকে আয় করা যায়। সার্ভে করে হাত খরচ জোগাড় করতে চান তাহলে উপরোক্ত অ্যাপস গুলো আপনার জন্য সেরা হবে। 

15) photo selling platform

ইন্টারনেট সুবিধা কাজে লাগিয়ে অনলাইনে ফটো বিক্রি করে আয় করা যায়। এই ফটোগুলো আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে তুলতে পারবেন। ফটোগুলো অবশ্যই আকর্ষণীয় করে তুলতে হবে। ফটো বিক্রি করার জন্য নির্দিষ্ট কিছু সাইট বা প্লাটফর্ম রয়েছে, এগুলো হলোঃ- Getty images, Shutterstock ইত্যাদি। 

আপনি যদি ছবি বিক্রি করে আয় করতে চান তাহলে উক্ত প্লাটফর্ম গুলোতে আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর নিজস্ব প্রোফাইল যুক্ত করতে হবে। যখন কেউ আপনার ফটোগুলো ক্রয় করবে তখনই আপনার ইনকাম হবে। আশা করি পুরো প্রক্রিয়াটি বুঝতে পেরেছেন। 

16) Earn by playing game

গেম খেলে ইনকামের জন্য বিভিন্ন ধরনের মাধ্যম রয়েছে। আপনি ফ্রিতে অথবা ডিপোজিট করে গেম খেলে ইনকাম করতে পারবেন। তবে ফ্রিতে গেম খেলে ইনকাম করাটা ভালো, আমার ব্যক্তিগত মতামত। সব ধরনের অ্যাপস এ বা সাইটে গেম খেলে ইনকাম,,,, করা যায় না। গেম খেলে ইনকামের জন্য নির্দিষ্ট কিছু অ্যাপস রয়েছে যেমনঃ- Winzoo, Daily taka, Ludu gameবাবুল গেম,Taka income ইত্যাদি।

17) Blogger.com

মূলত এটা একটি ওয়েবসাইট। যেখানে ব্লগাররা কনটেন্ট লিখে থাকে। আপনি যদি একজন প্রফেশনাল ব্লগার হতে চান, তাহলে Blogger.com এই ওয়েবসাইটে সাইন ইন করে ব্লগিং করে আয় করতে পারবেন। আপনি যদি ব্লগিং করে ইনকাম করতে চান তাহলে আপনার ডোমেইন, হোস্টিং, থিম ক্রয় করতে হবে। 

এরপর আপনি আপনার ওয়েবসাইট কাস্টমাইজড করে নিজের মতো করে তৈরি করতে পারেন। ওয়েবসাইট তৈরি করা হয়ে গেলে এখন আপনাকে আর্টিকেল লিখতে হবে। আমি নিজেও একজন বাংলা ভাষার  আর্টিকেল রাইটার। আমি আমার ওয়েবসাইটে আর্টিকেল লিখে থাকি।

আরো পড়ুনঃ- ডেইলি ৫০০ টাকা ইনকাম করার কার্যকরী ইউনিক আইডিয়া গুলো দেখুন

যখন আপনার ওয়েবসাইটে ভিজিটের সংখ্যা, আনুমানিক ১০০+ হবে তখন গুগল এডসেন্সের জন্য আবেদন করতে হবে। যারা প্রফেশনাল ব্লগার তারা মূলত গুগল এডসেন্স থেকে আয় করে থাকে। ব্লগিং করে আপনি প্রতিমাসে ২০/৩০/৪০/৫০ হাজার টাকা আয় করতে পারবেন। ব্লগিং থেকে ইনকামের বিষয়টি পুরোপুরি নির্ভর করে আপনার ওয়েবসাইটের প্রতি মাসে কত ভিজিটর আসছে সেটার উপর। 

18) Data entry job

যারা টাইপিং করতে পছন্দ করেন তাদের জন্য এই জবটি সেরা হতে পারে। যেহেতু আমরা বাংলাদেশি এজন্য আমাদের বাংলা এবং ইংরেজি ভাষার টাইপিং জানলেই হবে। বর্তমানে ডাটা এন্ট্রি জবের চাহিদা রয়েছে। আপনি মার্কেটপ্লেস এবং মার্কেটপ্লেসের বাইরে ডাটা এন্ট্রি জব করতে পারবেন। 

People Per hour, Upwork, Fiverr, Freelancer.com এ মার্কেটপ্লেস গুলোতে ডাটা এন্ট্রির কাজ পাবেন। এ মার্কেটে কাজ করতে কোন প্রকার টাকা ডিপোজিট করতে হয় না। এখানে আপনি ডাটা এন্ট্রির কাজ করে টাকা আর্নিংস করবেন। আয়কৃত টাকা সরাসরি ব্যাংকে ট্রান্সফার করে নিতে পারবেন। 

19) 2Captcha Bot

এটা ক্যাপচা পূরণ করে আয় করার অন্যতম প্ল্যাটফর্ম। ক্যাপচা বলতে এলোমেলো আক্ষরিক ডিজিট গুলো নির্দেশটা ফাঁকা বক্সে পূরণ করে বসাতে হয়। এই ক্যাপচার কাজগুলো খুবই সহজ। যে কেউ এ কাজগুলো করতে পারে। যত বেশি ক্যাপচা পূরণ করবেন তত বেশি ইনকাম হবে। 

20) Quiz task job

এই ওয়েবসাইটে আমি কুইজ খেলে ইনকাম, ফ্রী কুইজ খেলে ইনকাম নিয়ে একাধিক আর্টিকেল পাবলিশ করা হয়েছে। আপনি ওই আর্টিকেলগুলো পড়লে কুইজ খেলে ইনকাম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। সেখানে কিভাবে পেমেন্ট সংগ্রহ করতে হয় সে ব্যাপারেও বিস্তারিত বর্ণনা করেছি। আশা করি আর্টিকেলটা পড়লে আপনারা উপকৃত হবেন। 

21) Rokomari App

বাংলাদেশের মধ্যে সুপরিচিত একটি অ্যাপস রকমারি। কোন প্রকার ডিপোজিট ছাড়া আপনি একজন এফিলেটর হিসেবে রকমারি অ্যাপ থেকে ইনকাম করতে পারবেন। অ্যাফিলিয়েট প্রোগ্রাম করার জন্য আপনাকে একটু কৌশলী হতে হবে। আপনি আপনার বুদ্ধিমতাকে কাজে লাগিয়ে অ্যাফিলিয়েট প্রোগ্রামিং করে কমিশন ইনকাম করতে পারবেন। 

আরো পড়ুনঃ- টাকা ইনকাম করা গেম পেমেন্ট বিকাশ বাংলাদেশ

এজন্য আপনাকে প্রথমে রকমারি ডট কম এই ওয়েবসাইটে প্রবেশ করে, ওয়েবসাইট রেজিস্ট্রেশন করতে হবে। এরপর ওয়েবসাইটে থাকা বিভিন্ন প্রোডাক্টের লিংক সোশ্যাল মিডিয়া যেমনঃ- facebook, YouTube, LinkedIn, Instagram ইত্যাদি শেয়ার করবেন। উক্ত লিংকে ক্লিক করে কেউ যদি rokomari.com থেকে প্রোডাক্ট ক্রয় করে বিনিময়ে আপনাকে কমিশন দেওয়া হবে। এটাকে বলা হয় অ্যাফিলেট প্রোগ্রাম।

22) Toffee App

টফি অ্যাপ এটা কে মিনি ইউটিউব বললে ভুল হবে না। একটু বুঝিয়ে বলি, ইউটিউব যেমন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম অনুরূপভাবে Toffee App এটাও হচ্ছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। ইউটিউব থেকে যেমন ভিডিও শেয়ার করে ইনকাম করতে হয়, অনুরূপভাবে Toffee থাকবে একদিন থেকে তোমার  থেকেও ভিডিও শেয়ার করে ইনকাম করা যায়।   

এজন্য আপনাকে Toffee App এ একটা অ্যাকাউন্ট খুলতে হবে। এখানে ছোট ছোট ভিডিও কনটেন্ট তৈরি করে আপলোড করতে হবে। ভিডিওতে যত বেশি ভিউজ হবে তত বেশি ইনকাম হবে। Toffee App এটি ইউটিউব অথবা ফেসবুকের বিকল্প হতে পারে। এই অ্যাপস থেকে উপার্জিত অর্থ বিকাশ, রকেট, নগদের মাধ্যমে উত্তোলন করতে পারবেন। 

23) Work job App

ইহা মাইক্রো জব প্লাটফর্ম। এই অ্যাপসটি ব্যবহারকারীদের ছোট ছোট আয় করে ইনকামের সুযোগ করে দেয়। এজন্য এটা মাইক্রো জব এপপ্স নামে ও পরিচিত। এখানে ছোট ছোট বিভিন্ন কাজ রয়েছে যেমনঃ- বিজ্ঞাপনে ক্লিক করে, ভিডিও দেখে, youtube সাবস্ক্রাইব করে,

আরো পড়ুনঃ- সেরা ৪০+ বিশ্বস্ত অনলাইন ইনকাম সাইট দেখে নিন

facebook এ লাইক - কমেন্ট -শেয়ার করে ইনকামের সুযোগ করে দেয়।  এই কাজগুলো আপনি ঘরে বসে মোবাইল ফোন দিয়ে করতে পারবেন। এখানে পরিশ্রম বলতে শুধু সময় দেওয়া। এখানে তেমন কোন শারীরিক পরিশ্রম নেই। 

24) Daraz App

বাংলাদেশের জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান daraz. আপনাকে daraz এ একটা একাউন্ট খুলে daraz এর প্রোডাক্ট গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণা করতে হবে। যখন কেউ উক্ত প্রোডাক্ট গুলো শেয়ার করা লিংকে ক্লিক করে করবে বিনিময়ে আপনি কমিশন আয় করতে পারবেন । এটা হচ্ছে daraz অ্যাপস এর একটি সুবিধা। 

25) Adsterra.com

একটা জনপ্রিয় অ্যাড নেটওয়ার্ক। আপনি আপনার ব্লগার ওয়েবসাইটে Adsterra এড নেটওয়ার্ক চালু করে আয় করতে পারবেন। এজন্য আপনার ব্লগার ওয়েবসাইটে নিয়মিত আর্টিকেল লিখতে হবে এবং বেশি থেকে বেশি ভিজিটর নিয়ে আনার চেষ্টা করতে হবে। তবে আপনার ইনকাম টা হবে। আপনার Adsterra একাউন্টে ৫ ডলার হলেই উত্তোলন করতে পারবেন। Adsterra এড নেটওয়ার্ক চালু করতে কোন প্রকার টাকা ডিপোজিট করতে হয় না। 

26) Sprout Gigs

যারা কোন প্রকার স্কিলড ছাড়া আর করতে চান তাদের জন্য Sprout Gigs এই প্লাটফর্মটি সেরা হবে। শুধুমাত্র ওয়েবসাইট ভিজিট করে এখান থেকে আয় করতে হয়। নতুনদের জন্য এ প্লাটফর্মটি পারফেক্ট। 

27) Taka Income bd

৫ - ১০ সেকেন্ড কাজ করেন আয় করার একটি মাধ্যম হল Taka Income bd. এখানকার কাজগুলো খুবই সহজ। যেখানে আপনি এড দেখে,,, ভিডিও দেখে,,,অ্যাপস ডাউনলোড করে ইনকাম করতে হবে। এই প্লাটফর্ম থেকে পেমেন্ট সরাসরি নগদ, বিকাশের মাধ্যমে নেওয়া যাবে।

28) Terabox Apps

ফ্রী টাকা ইনকাম করার একটি অ্যাপস Terabox. এই অ্যাপস থেকে ইনকাম করতে শুধু সময় দিতে হয়। এখানে ফ্রি অ্যাকাউন্ট তৈরি করে, ড্যাশবোর্ড থেকে ফ্রিতে টাস্ক সিলেক্ট করে আয় করতে হবে। প্রথমে অ্যাপসটি ইন্সটল করে facebook অথবা gmail দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। 

এই অ্যাপসের ড্যাশবোর্ডে গিয়ে Webmaster অপশনে ক্লিক করলে কাজ করার বিভিন্ন অপশন দেখতে পারবেন। আপনি যদি রেফারেল করে আয় করতে চান তাহলে প্রতিটি রেফারেল লিংক শেয়ার করার জন্য $0.13 dollar পাবেন। যদি ৭ দিনের মধ্যে ২০০টি রেফারেল লিংক শেয়ার করেন তাহলে $182 dollar দেওয়া হবে।

তাছাড়া, এখানে ভিডিও আপলোডের মাধ্যমে আয় করা যায়। আপনি এখানে যে ভিডিও আপলোড করবেন সেই ভিডিওর লিংক সোশ্যাল মিডিয়া শেয়ার করবেন। যদি উক্ত লিংক শেয়ার করে প্রতি ১,০০০ ভিজিটর নিয়ে আসতে পারেন তাহলে $1.3 dollar দেওয়া হবে। এভাবে নিয়মিত ভিডিও আপলোড করে যদি ৩০,০০০ হাজার ভিউজ নিয়ে আসতে পারেন তাহলে $273 dollar পাবেন।

বিজ্ঞাপনের শর্ট লিংক শেয়ার করে আয় করা যাবে। প্রতি ১ হাজার ভিউজ হলে $7 dollar দেওয়া হয়। যখন একাউন্টে $20 dollar. জড়ো হবে, তখন আপনি ব্যাংকের মাধ্যমে অথবা অনলাইন পেমেন্ট মেথডের মাধ্যমে উইড্রো করে নিতে পারবেন।

29) TimeBucks Apps

ফ্রি টাকা ইনকামের জন্য অধিক জনপ্রিয় অ্যাপস হলো TimeBucks. গোটা বিশ্ব থেকে ১০ মিলিয়নের বেশি মানুষ এই অ্যাপসটি ডাউনলোড করেছে। এই অ্যাপসের বিশেষ সুনাম রয়েছে। টাকা ইনকামের জন্য সকলের আস্থা ও ভরসার প্রতিক হয়ে উঠেছে TimeBucks Apps. 

আরো পড়ুনঃ- সরকার অনুমোদিত অনলাইন ইনকাম সাইট থেকে আয় করুন আনলিমিটেড

এখানে আপনি ভিডিও দেখে, রেফার করে, এড দেখে, অ্যাপস ইনস্টল করে, সার্ভে করে আরও বিভিন্নভাবে এ প্লাটফর্ম থেকে ইনকাম করা যায়।  বাংলাদেশে বসে বৈধভাবে আপনি এই অ্যাপস টি ব্যবহার করতে পারবেন।  VPN  এক প্রয়োজন হবে না। যখন আপনার একাউন্টে ১০ ডলার জড়ো হবে, তখন ব্যাংকের মাধ্যমে অথবা অনলাইন পেমেন্ট মেথড ( payeer, Bitcoin, Skrill )  এর মাধ্যমে উত্তোলন করতে পারবেন। এই অ্যাপসে কাজ করতে হলে আপনাকে প্লে স্টোর থেকে ইন্সটল করে রেজিস্ট্রেশন করতে হবে। 

30) Adwallet site

এটি একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটটি ব্যবহারকারীদের বিজ্ঞাপন দেখে আয় করার সুযোগ করে দেয়, বিনামূল্য। এড দেখার পাশাপাশি আপনি আরো অন্যান্য ট্যাক্স সম্পন্ন করে আয় করতে পারবেন। আপনার একাউন্টে যখন ১০ ডলার যুক্ত হবে  তখন গিফট কার্ডের মাধ্যমে উইড্র করতে পারবেন। 

31) Neobux.com

এটিও একটি ওয়েবসাইট। ২০০৮ সাল থেকে Neobux.com মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এজন্য আপনাকে প্রথমে এই ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এই ওয়েবসাইটের ড্যাশ বোর্ডে গেলে বিজ্ঞাপন দেখে, রেফার করে, বিজ্ঞাপনে ক্লিক করে এই প্লাটফর্ম থেকে আয় করা যায়। 

যখন আপনার একাউন্টে নির্দিষ্ট পরিমাণ ডলার যুক্ত হবে তখন ব্যাংকের মাধ্যমে অথবা পেপাল এর মাধ্যমে উত্তোলন করে নিতে পারবেন। এখানে কোন প্রকার টাকা বিনিয়োগ করতে হয় না। 

লেখকের মন্তব্য - ফ্রি টাকা ইনকাম apps bangladesh

যেকোনো অ্যাপস বা সাইট নিয়ে কাজ করার পূর্বে তো অ্যাপস বা সাইটে বিশ্বস্ততা যাচাই করা খুবই জরুরী। ইন্টারনেট সার্চ করে উপরে বর্ণিত অ্যাপস বা সাইট গুলো আমার কাছে বিশ্বস্ত মনে হয়েছে, এজন্য আমি আর্টিকেল তা তুলে ধরেছি। 

যেকোনো অ্যাপস বা সাইট নিয়ে কাজ করার পূর্বে উক্ত অ্যাপস বা সাইট কতবার ডাউনলোড হয়েছে, তার রিভিউ কেমন, রেটিং স্টোর কত বিষয়গুলো যাচাই করে নিবেন। যদি আপনার কাছে বিশ্বস্ত মনে হয় তবে কাজ করবেন। নিজের ব্যক্তিগত গোপনীয় তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন যেমনঃ- ডেবিট ও ক্রেডিট কার্ড ইত্যাদি। 

সম্মানিত পাঠক্রবৃন্দ, এই আর্টিকেলে আমরা ফ্রি টাকা ইনকাম apps bangladesh নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি পোস্টটি পড়ে আপনারা উপকৃত হয়েছেন। এ ধরনের অনলাইন ইনকাম সম্পর্কিত পোস্ট আরো পেতে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। 25.11.25

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনি পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url