ফটো বিক্রি করে মোবাইল দিয়ে টাকা ইনকাম করার ১৮টি ওয়েবসাইটের তালিকা

ফটো বিক্রি করে মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে চান ? ইন্টারনেটের যুগে এই কাজ এখন খুবই সোজা। ফটো বিক্রি করে মোবাইল দিয়ে টাকা ইনকাম এ সম্পর্কে অনেকে জানতে ইন্টারনেটে সার্চ করেছে, আমি তাদের বলবো আপনি সঠিক ওয়েবসাইট টি খুঁজে নিয়েছেন।

ফটো বিক্রি করে মোবাইল দিয়ে টাকা ইনকাম করার ১৮টি ওয়েবসাইটের তালিকা

পোস্ট সূচীপত্র:কেননা, ফটো বিক্রি করে মোবাইল দিয়ে টাকা ইনকাম সম্পর্কে এই আর্টিকেল আমি বিস্তারিত আলোচনা করেছি।

ফটো বিক্রি করে মোবাইল দিয়ে টাকা ইনকাম

ফটো তোলা এটা আমাদের নেশা বটে। যেকোনো জায়গায় গেলে আমরা মোবাইল দিয়ে নিজেদের অথবা অপরূপ সৌন্দর্যের কোন দৃশ্য ফ্রেম বন্দি করি। ছবি তোলা আয় করা বর্তমান যুগে কোন ব্যাপার না। আপনার মোবাইল ফোনের ক্যামেরাটা যদি ভাল হয় 

তাহলে খুব সহজে মোবাইল দিয়ে ছবি তুলে তা বিক্রি করে আয় করতে পারবেন। যারা প্রফেশনাল ফটোগ্রাফার তারা ছবি তুলে আয় করে থাকে। আপনি যদি ফটো বিক্রি করে মোবাইল দিয়ে টাকা ইনকাম তাহলে এ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়তে থাকুন। 

অনলাইনে ছবি বিক্রি করার একাধিক প্ল্যাটফর্ম রয়েছে। আপনার তোলা ছবিগুলো সেই প্ল্যাটফর্মের মাধ্যমে বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন। বিভিন্ন ধরনের ছবি তোলা যায় তার মধ্যে রয়েছে: যেকোনো ন্যাচারাল দৃশ্যের সিনারি, চিড়িয়াখানার অপরূপ সৌন্দর্যের দৃশ্য,  

ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের অপরূপ দৃশ্য, যে দৃশ্যগুলো আপনাকে আকর্ষণ করেছে ওই দৃশ্যগুলোর ছবি আপনি ক্যামেরাবন্দি করতে পারেন। এই ছবিগুলো বিক্রি করার অনলাইনে কিছু সাইট রয়েছে। আপনাকে উক্ত সাইটগুলোর মাধ্যমে অনলাইনে ছবিগুলো বিক্রি করতে হবে।

আরো পড়ুন: বসে না থেকে ত্রই apps দিয়ে 300 টাকা ইনকাম করুন .কাজ করা খুব সোজা

এই ছবিগুলো ফ্রিতে তুলে অনলাইন প্লাটফর্মের মাধ্যমে বিক্রি করে প্রতি মাসে ২০ থেকে ২৫ হাজার টাকা রোজগার করতে পারেন। আপনি সে টাকা গুলো ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করে নিতে পারবেন। আপনি যে ছবিগুলো তুলবেন সেই ছবিগুলো অবশ্যই নিখুঁত হওয়া লাগবে। যেন সেগুলো মানুষকে বিশেষভাবে আকর্ষণ করে। 

1) Alamy Photos - ফটো বিক্রি করে মোবাইল দিয়ে টাকা ইনকাম

অনলাইনে ছবি বিক্রি করে আয় করার জনপ্রিয় প্ল্যাটফর্ম Alamy. আপনি যদি ছবি তুলে আয় করতে ইচ্ছুক হন তাহলে Alamy প্ল্যাটফর্ম টি আপনার জন্য সেরা হতে পারে। নিজ হাতে তোলা ছবিগুলো Alamy এর মাধ্যমে বিক্রি করে আপনি প্রতি মাসে হাজার হাজার টাকা আয় করতে পারবেন। 

এজন্য আপনাকে Alamy সাইটে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর আপনার তোলা ছবিগুলো এ সাইটে রেজিস্ট্রেশন আপলোড করতে হবে। যদি Alamy কর্তৃপক্ষ আপনাকে Alamy সাইটে ছবি আপলোড করার অনুমতি দেয় তবে আপনি আপলোড করতে পারবেন। 

এরপর আপনি যে সকল ছবিগুলো আপলোড করবেন ওই সকল ছবিগুলোর সাথে কি-ওয়ার্ড যুক্ত করুন। যখন আপনি ছবি আপলোড করবেন তখন আপনার ছবিগুলো লাইভ দেখা যাবে। যখন কেউ আপনার ছবিগুলো ডাউনলোড করবে তখন আপনার একাউন্টে 

টাকা চলে আসবে। এভাবে আপনার একাউন্টে ৫০ ডলার জড়ো হলে Skrill, Paypal, fund transfer এর মাধ্যমে ক্যাশ আউট করতে পারবেন।

2) Adobe Stock

ছবি বিক্রি করে আয় করার একটি বিশ্বস্ত ওয়েবসাইট Adobe Stock. এটা হচ্ছে সফটওয়্যার কোম্পানি Adobe এর গ্রাফিক পরিষেবা। আপনার বয়স যদি ১৮ হয়, তাহলে Adobe Stock এ ফটো বিক্রি করে আয় করার যোগ্যতা অর্জন করবেন। 

যখন আপনি Adobe Stock এই ওয়েবসাইটে প্রবেশ করবেন, তখন " Join Now " নামক একটি অপশন আসবে। এরপর আপনাকে প্রয়োজনীয় তথ্য সাবমিট করে Adobe Stock এর অ্যাকাউন্ট টি সাইন আপ করতে হবে।

যদি আপনি অন্য কারো ছবি Adobe Stock এ আপলোড করেন, তাহলে আসল মালিকের স্বাক্ষরের প্রয়োজন হবে। এখানে প্রতিটি ছবি বাবদ আপনাকে ৩৩% Royal টি দিবে।

3) Envato Elements

ছবি বিক্রি করার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান Envato Elements. Envato Elements এ প্লাটফর্মের মাধ্যমে আপনি ছবি বিক্রি করে প্রচুর টাকা আয় পারবেন। এই সাইটে তুলনামূলকভাবে কাস্টমারের সংখ্যা অনেক। এখানে ছবি আপলোড করলে Photodune এ 

ছবিগুলো লাইভ দেখতে পারবে। ছবি বিক্রি করে আপনি যে টাকা পাবেন তা আপনি Bank Transfer, Payoneer, Paypal এর মাধ্যমে ক্যাশ আউট করে নিতে পারবেন।

4) Shutterstock

হাই কোয়ালিটি ছবি বিক্রি করার একটি মাধ্যম। এই প্লাটফর্ম থেকে ছবি বিক্রি করে আয় করার জন্য আপনার বয়স ১৮ হওয়া লাগবে। নাম, ঠিকানা, জিমেইল এড্রেস ব্যবহার করে Shutterstock.com এই ওয়েবসাইটটি সাইন আপ করতে হবে। 

আপনার ছবি কতটা কোয়ালিটি সম্পন্ন তা যাচাইয়ের জন্য আপনাকে কিছু ছবি জমা দিতে হবে।Shutterstock কর্তৃপক্ষ যদি মনে করে আপনার ছবিগুলো কোয়ালিটি ফুল তখন তারা আপনাকে ছবি আপলোডের অনুমতি দিবে।

আরো পড়ুন: মোবাইল দিয়ে ২০০ থেকে ৩০০ টাকা ইনকাম বিকাশ নগদ বা রকেটে পেমেন্ট

এই ওয়েবসাইটের মাধ্যমে ছবি বিক্রি করে আপনি যে টাকা আয় করবেন তার ১৫% - ৪০% Royal টি আপনাকে দেয়া হবে। Shutterstock এর মাধ্যমে আপনি যে টাকা আয় করবেন সেটা পেওনিয়ার এর মাধ্যমে উইথড্র করতে পারবেন।

5) Freepik

ছবি বিক্রি করে আয় করার একটি ইউনিক ওয়েবসাইট হল: Freepik. ইউনিক ছবিগুলোর কদর এই ওয়েবসাইটে বেশি। আপনার ছবি তোলার যত ক্রিয়েটিভ মেধা থাকবে তত বেশি আপনি আর্ন করতে সক্ষম হবেন। এজন্য আপনাকে প্রথমে Freepik এ সাইন আপ করতে হবে। 

এই ওয়েবসাইটের ছবি আপলোড করার সময় কিছু কিছু বিষয়ে মাথায় রাখতে হবে যেমন: বর্ণনা ( ৫ শব্দে ), ট্যাগ, ক্যাটাগরি এ বিষয়গুলো খুব ভালোভাবে উপস্থাপন করতে হবে। Freepik ওয়েবসাইটে নিজস্ব কিছু নীতিমালা রয়েছে সেগুলো হলো: 

  1. ডেইলি ১ জিবি পরিমাণ ছবি আপলোড করা। 
  2. ছবিগুলো JPEG ফরম্যাটে হাওয়া লাগবে। 
  3. ছবিগুলো শতভাগ ইউনিক হওয়া লাগবে।
  4. ছবিগুলোর সাইজ ০.৫ মেগাপিক্সেল এর হাওয়া জরুরী।

তাছাড়া, এই ওয়েবসাইটে যখন আপনি একাউন্ট খুলবেন তখন Freepik এর বিস্তারিত শর্ত ও নীতিমালা গুলো জেনে নিবেন। যখন আপনার একাউন্টে ৫০ ডলার জড়ো হবে তখন Payoneer এর মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন।

6) dreamstime - ফটো বিক্রি করে মোবাইল দিয়ে টাকা ইনকাম

নাম, ইমেইল, ঠিকানা সহ যাবতীয় বিস্তারিত তথ্য সাবমিট করে dreamstime এই ওয়েবসাইট টি আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর " ফাইল আপলোড " নামক একটি অপশন আসবে, সেখানে ক্লিক করে ছবি আপলোড করতে হবে।

dreamstime কর্তৃপক্ষ আপনার ছবিগুলো চেক করে দেখবে, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে তারা আপনাকে ইমেইল করে জানাবে। যারা বাংলাদেশী তাদের ডব্লিউ-৮বিইএন ফর্মে ট্যাক্স সংক্রান্ত তথ্যগুলো সাবমিট করতে হবে। 

এই ওয়েবসাইটে ফটো সেলারদের দুই ভাগে ভাগ করা হয়েছে যেমন: ১) নন-এক্সক্লুসিভ কন্ট্রিবিউটর ( যারা ছবি প্রতি রয়্যাল টি ২৫% পান ) ২) এক্সক্লুসিভ কন্ট্রিবিউটর ( যারা ছবি প্রতি রয়্যাল টি ৩৩% পান ) ।

7) EyeEm 

EyeEm এটা এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে চলমান ঘটনার ছবিগুলো এই ওয়েবসাইটে বিক্রি করা হয়। চলমান ঘটনাগুলো ছবি ওয়েবসাইট থেকে অনেক বেশি পরিমাণে সেল হয়। ভালো কোয়ালিটির ছবি তুলে এই ওয়েবসাইটে সাবমিট করতে পারলে ভালো টাকা ইনকাম করা সম্ভব। 

আপনার তোলা ছবির মানগুলো যত ভালো হবে, যত বেশি ডাউনলোড হবে, এখান থেকে তত বেশি আপনার ইনকাম হওয়ার সম্ভাবনা বেশি। ছবিতে ট্যাগ, ডেসক্রিপশন সঠিকভাবে দেন। EyeEm থেকে আপনি যে টাকা উপার্জন করবেন তা Paypal এর মাধ্যমে খুব সহজে ক্যাশ আউট করে নিতে পারবেন।

8) 123RF

গোটা বিশ্ব থেকে ৫০ লাখের বেশি কাস্টমার এ ওয়েবসাইট থেকে ছবি ক্রয় করে। এই ওয়েবসাইটে ছবি আপলোড করে ইনকাম করার পূর্বে আপনাকে 123RF ওয়েবসাইট টি রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় যে তথ্যগুলো আপনি আপলোড করবেন সেগুলো নির্ভুল হওয়া জরুরি।

এছাড়া আপনার দক্ষতা যাচাইয়ের জন্য কিছু ছবি আপনার কাছ থেকে চাইতে পারে। আপনার তোলা ছবিগুলো যদি তারা উপযুক্ত মনে করে তাহলে অ্যাপ্রুভাল দিয়ে দিবে। এরপর আপনার আপলোডকৃত ছবিগুলো 123RF ওয়েবসাইটে লাইভ হয়ে যাবে। এই ওয়েবসাইট টি ফটো সেলারদের ৩০% - ৬০% রয়েলটি দেয়।

9) Pixieset

এর মাধ্যমে আপনি সরাসরি ক্লায়েন্ট এর নিকট ছবি বিক্রি করতে পারবেন। Pixieset এর মাধ্যমে আপনি অনলাইনে খুব সহজে ছবি বিক্রি করতে পারবেন। এখান থেকে আপনি অনলাইন পেমেন্ট মেথড পেপাল এর 

মাধ্যমে ক্যাশ আউট করে নিতে পারবেন। যারা ছবি বিক্রি করে ইনকাম করার কথা ভাবছেন তারা Pixieset এ ছবি তুলে ছবি আপলোড করুন।

10) iStock 

Getty images এ যে সকল নিয়মকানুন মেনে ছবি আপলোড করবেন, অনুরূপভাবে iStock এ আপনাকে সেই সকল নিয়ম-কানুন মেনে ছবি আপলোড করতে পারবেন। iStock এটা Getty images এর প্রতিষ্ঠান। এই ওয়েবসাইটে আপনি ছবি বিক্রির পাশাপাশি তৈরি করা ভিডিও সেল করে আয় করতে পারবেন। 

iStock এ প্রতিটি ছবি বিক্রির জন্য জন্য আপনি ১৫% - ৪০% রয়েলটি পাবেন। iStock এর নিজস্ব android মোবাইল অ্যাপ রয়েছে। এই অ্যাপটি আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর ছবি অথবা ভিডিও রিভিউ করার জন্য জমা দিতে হবে। 

আরো পড়ুন: অনলাইনে কুইজ খেলে টাকা ইনকাম করার সেরা ১০টি অ্যাপস দেখে নিন

যদি গ্রহণযোগ্য মনে হয় তাহলে আপনাকে ই-মেইলে জানিয়ে দিবে। এরপর নিয়মিত ছবি অথবা ভিডিও আপলোড করবেন। iStock থেকে আপনি যে টাকা আয় করবেন তা পেপাল এর মাধ্যমে উইথড্র করে নিতে পারবেন।

11) Depositphotos

এটিও ছবি বিক্রি করার একটি জনপ্রিয় ওয়েবসাইট। নিজ হাতে তোলা ছবি অনলাইনে বিক্রি করে আয় করা এটা আমাদের স্বপ্ন, আপনার সেই স্বপ্ন পূরণ হতে পারে Depositphotos এই ওয়েবসাইটের মাধ্যমে। এই সাইটে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করার পর 

কিছু ছবির স্যাম্পল আপলোড করতে হবে। যদি ছবির স্যাম্পল গুলো Depositphotos ওয়েবসাইট কর্তৃপক্ষের ভালো লাগে তাহলে তারা আপনাকে তাদের ওয়েবসাইটের ছবি আপলোড করার অনুমতি দিবে। যেকোনো অপরূপ সৌন্দর্যের দৃশ্যের ছবি ইচ্ছামত আপলোড করা যায়। 

12) Fotolia.com

Adobe কোম্পানির একটি অঙ্গ প্রতিষ্ঠান Fotolia. ২০১৯ সালে Fotolia অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছে। এই ওয়েবসাইটে একটি সুবিধা হল: এখানে প্রতিযোগিতা কম, ছবি প্রতি ভালো দাম পাওয়া যায়। বর্তমানে এই ওয়েবসাইট টি জনপ্রিয়তা তুঙ্গে।

13) Smugmug

যারা অনলাইনে ফটো বিক্রির কাজ করে থাকে তারা নিশ্চয়ই Smugmug ওয়েবসাইট টির নাম শুনে থাকবেন। আপনার তোলা ছবিগুলো Portfolio করতে পারবেন। আশা করা যায়, Smugmug ওয়েবসাইট থেকে যদি ভালো পরিমাণে সেল হয় তাহলে ১০০০ 

টাকার বেশি আয় করতে পারবেন। এজন্য আপনার ছবি তোলার দক্ষতা ভালো হওয়া চাই। Paypal এর মাধ্যমে এই ওয়েবসাইট থেকে আপনি উইথড্র করে, ডলার এক্সচেঞ্জ এর মাধ্যমে বিকাশে ক্যাশ আউট করতে পারবেন।

14) Getty images

আপনি যদি ছবি বিক্রি করে একটি ভালো পরিমাণে টাকা উপার্জন করতে চান তাহলে Gettyimages ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলুন। গোটা বিশ্ব থেকে কোটি কোটি মানুষ এর ওয়েবসাইটে সাথে সম্পৃক্ত। সুতরাং, বুঝতে পারছেন এই ওয়েবসাইটের মার্কেটটি কত বড়। 

যদি মার্কেট একবার ধরতে পারেন তাহলে আশা করা যায় আপনি সারা জীবন ছবি বিক্রি করে একটি ভাল পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। একাউন্ট খোলার পর ছবির কিছু কিছু স্যাম্পল আপনাকে দেখাতে হবে। যদি তারা আপনার ছবিগুলোকে ইউনিক 

এবং মানসম্মত মনে করে তবে আপনি Gettyimages এ ছবি আপলোড করে আয় করতে পারবেন। এখান থেকে টাকা উত্তোলনের জন্য পেপাল এবং পেওনিয়ার এর প্রয়োজন হবে।

15) 500px - ফটো বিক্রি করে মোবাইল দিয়ে টাকা ইনকাম

ছবি বিক্রেতাদের নিকট 500px এই ওয়েব সাইট অনেক বেশি জনপ্রিয়। যারা অনেক সুন্দর সুন্দর ইউনিক ছবি তুলতে পারেন তারা ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে ছবি আপলোড করলে আশা করি খুব দ্রুত সফল হতে 

পারবেন। আপনার ছবিগুলো যেন দর্শক প্রিয় হয় সেভাবে ছবিগুলো তুলবেন। একাউন্টে যখন ৩০ ডলার ব্যালেন্স হবে তখন  Paypal এবং wire transfer এর মাধ্যমে ক্যাশ আউট করতে পারবেন।

16) Zenfolio

এটিও ছবি বিক্রি করার ওয়েবসাইট। যারা নতুন তারা এ ওয়েবসাইটে ছবি বিক্রি করতে পারবেন। শুরুর দিকে ওয়েবসাইটে ইনকাম কম হলেও আশা করি পরবর্তীতে ধীরে ধীরে ইনকাম বাড়বে। পূর্বের মতো এ ওয়েবসাইটে 

অ্যাকাউন্ট খুলে নিয়মিত ছবি আপলোড করতে হবে। যখন কেউ আপনার ছবি ডাউনলোড করবে অথবা ক্রয় করবে তখন আপনার ইনকাম টা হবে। 

17) Foap

যারা প্রফেশনাল ফটোগ্রাফার তারা Foap এই ওয়েবসাইটের সাথে পরিচিত। এই ওয়েবসাইটে ছবি আপলোডের পূর্বে আপনাকে হাই কোয়ালিটির ছবি এবং ইউনিট ছবি আপলোড করতে হবে। ছবির সাথে 

আরো পড়ুন: অনলাইনে ফ্রি ইনকাম সাইট বিকাশ পেমেন্ট নিন সেরা ৩২টি উপায়ে

আপনাকে কিছু ইউনিক ট্যাগ ব্যবহার করতে হবে। ছবিগুলো যত সুন্দর হবে সেটার ব্র্যান্ড ভ্যালু তত বেশি হবে। প্রতিটি ছবি ৩০ ডলার দিয়ে বিক্রি করতে পারবেন। এই ওয়েবসাইটে টাকা উত্তোলন করার অন্যতম উপায় হলো পেপাল।

18) Stocksy

এটিও খুব ভালো মানের ছবি বিক্রি করার ওয়েবসাইট। আপনার যদি প্রফেশনাল লেভেলের ছবি তোলার অভিজ্ঞতা থাকে তাহলে  Stocksy এই ওয়েবসাইটটি আপনার জন্য। এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলার পর 

অ্যাপ্রভাল নেওয়ার জন্য ১০ টির মতো ইউনিক ছবি তুলে জমা দিতে হবে। যখন তারা এপ্রুভাল করবে তখন আপনি সেখানে ছবি আপলোড করতে পারবেন। এখান থেকে খুব ভালো মানের প্রফিট পাওয়া যায়।

ফটো বিক্রি করে মোবাইল দিয়ে টাকা ইনকাম সংক্রান্ত প্রশ্নের উত্তর 

১) ফটো বিক্রি করে মাসে কত টাকা আয় করা সম্ভব ?

উত্তর: এটা পুরোপুরি নির্ভর করবে আপনার উপর। তবে যদি আপনি খুব ভালো মানের ফটো তুলতে পারেন তাহলে ফটো বিক্রি করে প্রতিমাসে  ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন।

২) ফটো বিক্রি করার জন্য কেমন ক্যামেরা প্রয়োজন ?

উত্তর: আপনার হাতে থাকলে স্মার্টফোন অথবা DSLR ক্যামেরা হলে চলবে। তবে লক্ষ রাখতে হবে, ছবিগুলো যেন স্পষ্ট এবং অর্থবহ সুন্দর হয়। 

৩) কোন ক্যাটাগরির ছবি তুললে বেশি ইনকাম হয় ?

উত্তর: এজন্য আপনাকে কাস্টমারদের চাহিদা সম্পর্কে ধারণা থাকতে হবে। যেমন:- ফুল, ফল, পাখি, গাছপালা, জীবজন্তু ইত্যাদি।

লেখকের মন্তব্য - ফটো বিক্রি করে মোবাইল দিয়ে টাকা ইনকাম

সম্মানিত পাঠকবৃন্দ, এই আর্টিকেলে আমরা ফটো বিক্রি করে মোবাইল দিয়ে টাকা ইনকাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি পোস্টটি পড়ে আপনারা নিত্য নতুন ওয়েবসাইট সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেছেন। 

এই ওয়েবসাইট গুলোর সাহায্যে আপনি ফটো বিক্রি করে অনলাইন থেকে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। এ ধরনের অনলাইন ইনকাম সম্পর্কিত আরো নতুন নতুন তথ্য পেতে আমাদের ওয়েবসাইট টি নিয়মিত ভিজিট করার অনুরোধ রইলো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। 05.12.25

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনি পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url