অনলাইনে ইনকাম বাংলাদেশী সাইট সেরা ২৩টি তালিকা, নতুনদের জন্য পারফেক্ট
অনলাইনে ইনকাম বাংলাদেশী সাইট সম্পর্কে অনেকে জানার আগ্রহ প্রকাশ করেছেন। তাদের জন্য সুসংবাদ, আমি এই আর্টিকেলে অনলাইনে ইনকাম বাংলাদেশী সাইট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।
পোস্ট সূচিপত্র:আশা করি, এই আর্টিকেলটি আপনি পড়লে অনলাইনে ইনকাম বাংলাদেশী সাইট সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা পাবেন।
অনলাইনে ইনকাম বাংলাদেশী সাইট
অনলাইনে ইনকাম বাংলাদেশী সাইট থেকে আপনি পার্টটাইম জব করে ভালো টাকা আয় করতে পারেন। বর্তমানে বাংলাদেশে অনেকগুলো সাইট রয়েছে যেগুলো ব্যবহারকারীদের কাজের বিনিময়ে পকেট খরচ জোগাড় করার সুযোগ করে দেয়। ইন্টারনেট সম্পর্কে মোটামুটি জ্ঞান থাকলে এ সকলে সাইটে কাজ করে আপনি আয় করতে পারবেন।
কিছু কিছু সাইট রয়েছে যেখানে বিনা দক্ষতায় কাজ করা যায়, আবার কিছু কিছু সাইট রয়েছে যেখানে দক্ষতা এবং অভিজ্ঞতা দরকার রয়েছে। আপনি যদি পার্ট টাইম জব করে ইনকামের কথা ভাবেন তাহলে বাংলাদেশী সাইটগুলো আপনার জন্য ভালো হবে।
বর্তমান যুগের অধিকাংশ মানুষ অনলাইন থেকে ইনকামের জন্য ঝুঁকছে। বাংলাদেশীরাও এর ব্যতিক্রম নয়, এজন্য অনেক বাংলাদেশী গুগলে অনলাইনে ইনকাম বাংলাদেশী সাইট লিখে সার্চ করে। চাকরি, ব্যবসা ইত্যাদির পাশাপাশি অনলাইনে ইনকাম এখন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে।
এই আর্টিকেলে আমি আপনাদের সেরা সেরা কিছু সাইটের নাম বলবো, যেগুলো আমি ইন্টারনেট থেকে রিসার্চ করে বের করেছি। যে সকল সাইটে কাজ করে আপনি পকেট খরচ বের করতে পারবেন। অবসর সময়ে এমবি দিয়ে ইন্টারনেট চালানোর চাইতে এই
আরো পড়ুন: মোবাইল দিয়ে টাকা ইনকাম করার সময়ের সেরা ২২ টি apps
সাইটগুলোতে কাজ করে কিছু টাকা ইনকাম করা অনেক ভালো। এই আর্টিকেল থেকে আপনি জানতে পারবেন অনলাইনে ইনকাম বাংলাদেশী সাইট সম্পর্কে বিস্তারিত। এই সাইট গুলোতে অ্যাকাউন্ট খুলে কাজ করা অনেক সহজ। অবসর সময়গুলোতে বাড়তি ইনকামের জন্য আপনি এই সাইট গুলো ব্যবহার করে দেখতে পারেন।
1) Bdjobs.com
বাংলাদেশের মধ্যে সর্বাধিক পরিচিত অনলাইন জব সাইট হল Bdjobs.com. এই সাইটে প্রতিনিয়ত আপডেট জব সম্পর্কে তথ্য পোস্ট করা হয়। এখানে রিমোট জব অথবা ফ্রিল্যান্সিংয়ের কাজ করে টাকা ইনকাম করা যায়। এখানে অনলাইন এবং অফলাইন দুই ধরনের কাজের জনপ্রিয়তা রয়েছে। আপনি নিজের
ইচ্ছামত জবের আবেদন করে, নিজ যোগ্যতা অনুযায়ী কাজ করার সুযোগ পেতে পারেন। এই ওয়েবসাইটে চার হাজারের বেশি জব অফার রয়েছে। আপনি ক্যাটাগরি অনুযায়ী জব সিলেক্ট করে কাজ করবেন। আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে আগ্রহী হন তাহলে অনলাইন রিলেটেড কাজগুলো সার্চ করুন, যেগুলো আপনি ইন্টারনেটে সাহায্যে ঘরে বসে করতে পারবেন।
2) hotovaga.com
বাংলাদেশে বসে অনলাইন থেকে টাকা ইনকামের জন্য আমরা বিশ্বস্ত সাইট খোঁজাখুঁজি করি। কিন্তু বিশ্বস্ত সাইট খুঁজে পাওয়া আসলেই খুবই কঠিন। তবে তার মধ্যে একটি বিশ্বস্ত সাইট হল hotovaga.com, মোবাইলের মাধ্যমে এই সাইটে কাজ করে আপনি টাকা আয় করতে পারবেন।
এখানে কাজগুলো খুবই ছোট এবং আপনি যদি একজন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে hotovaga.com, এই ওয়েবসাইটে কাজ করে দিনে ২০০ টাকার বেশি আয় করতে পারবেন। অনলাইন থেকে ইনকাম এ বিষয়ে আমরা যতটা সহজ ভাবে দেখি অতটা সহজ নয়। তবে
হ্যাঁ, যদি আপনি একনিষ্ঠভাবে কাজ করে যেতে পারেন তারা আশা করি একটু ভালো রেজাল্ট পাবেন। এই সাইটে কাজ করার পূর্বে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর আপনাকে hotovaga.com এর নিজস্ব নীতিমালা অনুযায়ী কাজ করে কাজ জমা দিতে
হবে। যদি ঠিকঠাক কাজ করে কাজ জমা দিতে পারেন আশা করি দ্রুত পেমেন্ট পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের কাজ এই ওয়েব সাইটে আপনি পেয়ে যাবেন যেমন: ক্যাপচা পূরণ, আর্টিকেল পড়া, রেফার করে, স্পিন করে, আর্টিকেল রাইটিং করে, বিজ্ঞাপন দেখে ইত্যাদি এই সমস্ত সহজ সহজ কাজ করে hotovaga.com থেকে আপনি আয় করতে পারেন।
3) Sheba.xyz
এটা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে সার্ভিস প্রোভাইড করার একটি প্ল্যাটফর্ম। আপনি অনলাইনে যে কাজ জানেন, ওই কাজের সার্ভিস প্রোভাইড করে এ প্লাটফর্ম থেকে আয় করতে পারেন। এই প্লাটফর্মে নিজ
দক্ষতা হতে অনুযায়ী কাজ করে সুযোগ রয়েছে। এ প্লাটফর্মের সুবিধা হল লোকাল ক্লায়েন্ট সাথে কাজ করার সুযোগ এবং যে টাকা আয় করবেন তা বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে নিতে পারবেন।
4) Daraz Bangladeshi site
দারাজ নিয়ে এই ওয়েবসাইটের অন্যান্য আর্টিকেলে একাধিকবার আলোচনা করা হয়েছে। আপনি যেহেতু গুগলে অনলাইনে ইনকাম বাংলাদেশী সাইট লিখে সার্চ করেছেন, দারাজ থেকে কিভাবে ইনকাম করতে হয় এ সম্পর্কে হয়তো আপনার ইতিপূর্বে জানা নাও থাকতে পারে।
আরো পড়ুন: বসে না থেকে ত্রই apps দিয়ে 300 টাকা ইনকাম করুন .কাজ করা খুব সোজা
দারাজ থেকে আপনি দুইভাবে ইনকাম করতে পারবেন যথা: নিজস্ব পণ্য বিক্রি করে, অ্যাফিলিয়েট মার্কেটিং করে। দারাজ হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় ই কমার্স প্রতিষ্ঠান। বাংলাদেশের অনলাইনে পণ্য কেনাকাটার সব থকে বড় প্রতিষ্ঠান daraz. দারাজ এর মাধ্যমে আপনি
কিভাবে নিজস্ব পণ্য বিক্রি করবেন অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে youtube একটি টিউটোরিয়াল ভিডিও দেখতে পারেন।
5) Upwork - অনলাইনে ইনকাম বাংলাদেশী সাইট
Upwork সম্পর্কে আমি অন্যান্য আর্টিকেলে একাধিকবার আলোচনা করেছি। এই আর্টিকেলে ও Upwork সম্পর্কে একটু তথ্য দিয়ে রাখি। যারা প্রফেশনাল ফ্রিল্যান্সার Upwork প্ল্যাটফর্ম টি তাদের
জন্য। Upwork থেকে ইনকামের জন্য প্রয়োজন ফ্রিল্যান্সিং স্কিলড। আপনি যদি একজন ভালো আর্টিকেল রাইটার, ডাটা এন্ট্রি এক্সপার্ট, ওয়েব ডেভলপার, গ্রাফিক্স ডিজাইনার, ব্যানার ডিজাইনার হয়ে
থাকেন তাহলে Upwork এই ওয়েবসাইটে আপনার জন্য। এটা বাংলাদেশে কোন সাইট নয়, তবে আপনি বাংলাদেশে বসে এই ওয়েবসাইটে কাজ করে আয় করতে পারবেন। আপনার আয়ের টাকা সরাসরি ব্যাংকের মাধ্যমে অথবা পেপালের মাধ্যমে উত্তোলন করতে পারবেন।
6) 10 Minute School
দেশের সবথেকে জনপ্রিয় অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান 10 Minute School. অসংখ্য স্টুডেন্টদের এ প্রতিষ্ঠানটি অনলাইনে পাঠদান সেবা দিয়ে আসছে। কোন নির্দিষ্ট সাবজেক্টে যেমন: বিজ্ঞান, গণিত যদি আপনার ভালো দক্ষতা থাকে তাহলে 10 Minute School এ টিচিং
করিয়ে আয় করতে পারবেন। এখানে আপনার মূল কাজ হলো টিচিং করা এবং কনটেন্ট তৈরি করা। আপনি যদি শিক্ষকতা করতে আগ্রহী হন, তাহলে 10 Minute School আপনার জন্য সেরা প্ল্যাটফর্ম হতে পারে।
7)WordPress/Blogger.com
আমি এই আর্টিকেলে শুধু ঐ সকল সাইট সম্পর্কে আলোচনা করছি যেগুলো তে বাংলাদেশে বসে কাজ করে ইনকাম করা যায়। অনলাইন জগতে লেখালেখি কাজের মত আরামদায়ক কাজ আর নেই। অনেকে আছে যারা লেখালেখির কাজ করতে বেশি পছন্দ করে। আমি নিজেও লেখালেখির কাজ করতে পছন্দ করি।
লেখালেখির কাজ করে যদি আপনি ইনকামের কথা ভাবেন তাহলে WordPress/Blogger.com এই ওয়েবসাইট গুলো আপনাদের জন্য সব থেকে ভালো হবে। WordPress/Blogger.com এ কিভাবে একাউন্ট খুলবেন সে সম্পর্কে ইউটিউবে একটি ভিডিও দেখতে
পারেন। এরপর আপনি নিয়মিত আর্টিকেল লিখবেন। যখন ভালো পরিমাণে ভিজিটর আসবে তখন গুগল এডসেন্স/adsterra অ্যাড নেটওয়ার্ক অ্যাপ্রুভ করে নিয়ে আয় শুরু করে দিতে পারেন।
8) WorkupPlace
ছোট ছোট কাজ/মাইক্রো জব করে অনলাইন থেকে আয় করার অন্যতম প্ল্যাটফর্ম হল WorkupPlace. বিভিন্ন ক্যাটাগরির কাজ এই প্লাটফর্মে রয়েছে। এ কাজগুলো আপনি মোবাইল দিয়ে আয় করতে পারবেন। এই সাইটে সর্বপ্রথম আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে।
তারপর নির্দিষ্ট ক্যাটাগরি সিলেক্ট করে কাজ করতে হবে। যারা পড়াশোনার পাশাপাশি পার্টটাইম জব তালাশ করছেন, WorkupPlace এই ওয়েবসাইটটি আপনার জন্য সেরা হবে। এই সাইটে আপনি দৈনিক ২/৩ ঘন্টা সময় ব্যয় করে ইনকাম করতে পারবেন।
আরো পড়ুন: অনলাইনে কুইজ খেলে টাকা ইনকাম করার সেরা ১০টি অ্যাপস দেখে নিন
নতুনদের জন্য এই সাইট টি একটি অনেক বেশি পপুলার। এই সাইটে কাজ করতে বিশেষ কোনো ফ্রিল্যান্সিংয়ে দক্ষতা বা অভিজ্ঞতার প্রয়োজন নেই। আপনি এই সাইট থেকে যে টাকা আয় করবেন তা বিকাশ অথবা নগদের মাধ্যমে ক্যাশ আউট করে নিতে পারবেন।
9) Workup Job
এটি একটি মাইক্রো টাস্ক জব ওয়েবসাইট। যারা অবসর সময়ে মোবাইল দিয়ে ছোট ছোট কাজ করে ইনকামের কথা ভাবছেন তাদের জন্য Workup Job এই ওয়েব সাইট টি সেরা হতে পারে। তবে বলে রাখা ভালো এই
সকল মাইক্রো জব ওয়েবসাইটে কাজ করে আপনি খুব বেশি টাকা ইনকাম করতে পারবেন না, তবে হ্যাঁ পকেট খরচ চালানোর মত টাকা আরনিং করতে পারবেন। এই ওয়েবসাইটে কাজ করে আপনি দিনে ২০০ টাকার মত
ইনকাম করতে পারেন। ইনকামের বিষয়টি পুরোপুরি নির্ভর করবে আপনার উপরে। Workup Job এই ওয়েবসাইটে কাজ করার পূর্বে নীতিমালা এবং পেমেন্ট মেথড গুলো ভালোভাবে পড়ে নিন।
10) Muthopay
এই সাইট টি হয়তো অনেকের কাছে অপরিচিত। কিছু কিছু উপায়ে এই সাইট থেকে আপনি ইনকাম করতে পারবেন যেমন: অ্যাপ ডাউনলোড করে, রেফার করে, ডেইলি টাক্স কমপ্লিট করে ইত্যাদি। নতুনরা এই
ওয়েবসাইটটি খুব সহজে ব্যবহার করতে পারে। এখানে এমন কোন জটিল ফিচার নেই, যা নতুন ব্যবহার করতে পারবে না। Muthopay থেকে আপনি যে টাকা আয় করবেন তা বিকাশ অথবা নগদের মাধ্যমে উইথড্র করে নিতে পারবেন।
11) trickus
আপনি কি বাংলা ভাষায় কন্টেন্ট লিখে আয়ের কথা ভাবছেন, তাহলে trickus এই ওয়েবসাইটে কাজ করুন। এখানে আপনাকে আর্টিকেল লেখার বিনিময়ে কিছু পয়েন্ট দিবে। পয়েন্টের বিষয়টি নির্ভর করে, আপনি যত শব্দের আর্টিকেল লিখবেন তার উপর। এখানে ১০০ পয়েন্ট সমান দশ টাকা হিসাব করা হয়।
এই ওয়েবসাইটে যদি আপনার ভালো লেগে থাকে আর আপনি যদি কাজ করতে ইচ্ছুক হন তাহলে trickus ওয়েবসাইট রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন করা হয়ে গেলে trickus ওয়েবসাইটের নীতিমালা গুলো ভালোভাবে পড়ে নিন।
trickus কর্তৃপক্ষ আপনাকে জানিয়ে দিবে কোন কোন কি-ওয়ার্ড দিয়ে আর্টিকেল লিখতে হবে। আপনাকে সেই কি-ওয়ার্ড দিয়ে আর্টিকেল লিখতে হবে। এই ওয়েবসাইট টা টাকা উত্তোলনের নিয়ম হলো: যখন আপনার একাউন্টে ২৫০ টাকা হবে তখন আপনি উত্তোলন করতে পারবেন।
12) Microworkers
WorkupPlace এর মত Microworkers এটিও একটি মাইক্রো জব প্ল্যাটফর্ম। ঘরে বসে মোবাইলের মাধ্যমে Microworkers থেকে আপনি পকেট খরচ যোগানোর মত টাকা আয় করতে পারেন। এই কাজগুলো তুলনামূলক অনেক সহজ। মোবাইল দিয়ে
এই কাজগুলো আপনি করতে পারবেন। বিশ্বের বিভিন্ন দেশের মানুষ Microworkers এই প্লাটফর্মের সাথে যুক্ত। এখানে কাজগুলোর ধরন হচ্ছে যেমন: রিভিউ লেখা, app টেস্ট, লাইক, কমেন্টস ইত্যাদি।Microworkers থেকে আপনি যে টাকা আর্ন করবেন
আরো পড়ুন: অনলাইনে ফ্রি ইনকাম সাইট বিকাশ পেমেন্ট নিন সেরা ৩২টি উপায়ে
তা PayPal/Skrill এর ডলার উইথড্র করতে পারবেন, এরপর আপনাকে ডলার এক্সচেঞ্জ প্লাটফর্মের মাধ্যমে ডলারকে ভাঙিয়ে নগদ টাকা রূপান্তর করতে হবে। যা আপনি পরবর্তীতে বিকাশ বা রকেট এর মাধ্যমে ক্যাশ আউট করে নিতে পারবেন।
13) Trick BD
আপনার কি প্রযুক্তি সম্পর্কে ভালো অভিজ্ঞতা আছে বা আপনি কি প্রযুক্তি সম্পর্কে আর্টিকেল লিখতে ইচ্ছুক তাহলে Trick BD যোগাযোগ পেজে গিয়ে এডমিনের সাথে যোগাযোগ করুন। এই ওয়েবসাইটে প্রযুক্তি রিলেটেড কন্টেন্ট বাংলা ভাষায় লিখে ইনকাম করতে পারেন।
তারা আপনাকে কাজ করার এক্সেস দিবে জিমেইলের মাধ্যমে। তবে তার পূর্বে তাদের নির্দেশনা অনুযায়ী আপনাকে কিছু ডেমো আর্টিকেল জমা দেওয়ার প্রয়োজন হতে পারে। তারা আপনার আর্টিকেলগুলো দেখবে যে, আপনার লেখা আর্টিকেল গুলো কতটা
কোয়ালিটি সম্পন্ন। যদি আপনার লেখা আর্টিকেল গুলো তাদের পছন্দ হয় তাহলে আপনি তাদের ওয়েবসাইট আর্টিকেল লিখে আয় করতে পারবেন। এখান থেকে ইনকামের বিষয়টি পুরোপুরি নির্ভর করবে আপনারা আর্টিকেল এবং Trick BD উপর।
14) CPA Grip
যারা CPA মার্কেটিং করে আয় করতে ইচ্ছুক তারা CPA Grip এ প্লাটফর্মে কাজ করতে পারেন। এখানে আপনার কাজ হচ্ছে লিংক শেয়ার করা। যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, তারা CPA Grip এই ওয়েবসাইটে কাজ
করতে পারবেন। এটা আপনার প্যাসিভ ইনকামের দুয়ার খুলে দিবে। পেপাল এর মাধ্যমে আপনাকে ডলার উইথড্র করতে হবে, এরপর ডলার এক্সচেঞ্জ করে নগদ, রকেট, অথবা বিকাশে ক্যাশ আউট করতে পারবেন।
15) Belancer.com
বাংলাদেশীদের টার্গেট করে এই সাইট টি তৈরি করা হয়েছে। বিভিন্ন ক্যাটাগরির কাজ আপনি এখানে পেয়ে যাবেন। বর্তমানে এই ওয়েব সাইটটি অনেকের নিকট বেশ জনপ্রিয়। এখানে আপনার পছন্দমত কাজগুলো আপনি করতে পারবেন।
এখানে আপনাকে কাজের জন্য বিট ধরতে হবে। কাজ নিয়ে Belancer.com এর নীতিমালা অনুযায়ী কাজ জমা দিতে পারলে মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্ম: বিকাশ, রকেট, নগদের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। যে সকল বাংলাদেশীরা অনলাইনে কাজের জন্য ওয়েবসাইট খোঁজাখুঁজি করছেন তারা Belancer.com কাজ করতে পারেন।
16) sproutgigs
sproutgigs এটা মাইক্রো জব সাইট। এখানে আপনাকে রিভিউ, লাইক, কমেন্টস ইত্যাদি এ সকল কাজ করতে হয়। এই ওয়েবসাইটে সব থেকে বড় সুবিধা হচ্ছে রেগুলার কাজ করে রেগুলার পেমেন্ট পাওয়া
যায়। এই ওয়েবসাইটে রেফারেল প্রোগ্রামে অংশ নিয়ে আপনার ইনকাম বাড়াতে পারেন। এজন্য আপনি প্রথমে এই সাইটে একটা অ্যাকাউন্ট খুলন। এরপর ক্যাটাগরি সিলেক্ট করে কাজ করুন। এখানে পেমেন্ট মেথড তুলনামূলক সহজ।
17) ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম
বাংলাদেশে বসে বিদেশে ওয়েবসাইট গুলোতে ফ্রিল্যান্সিংয়ের কাজ করে হাজার হাজার ডলার আয় করতে পারবেন। অনলাইন জগতে ফ্রিল্যান্সিং করে আয় করার অনেক সেক্টর রয়েছে। কেউ আর্টিকেল রাইটিং এর কাজ করে সফল, কেউ গ্রাফিক্স ডিজাইন এর কাজ
আরো পড়ুন: টাকা ইনকাম করার সময়ের সেরা ৪২টি অ্যাপ ২০২৫ দেখে নিন
করে সফল, কেউ ভিডিও এডিটিং করে সফল, কেউ ভার্চুয়াল এসিস্ট্যান্ট/ডাটা এন্ট্রি/ট্রান্সলেটর এর কাজ করে সফল অর্থাৎ আপনি অনলাইনে যে কাজ জানেন সে কাজগুলো এই ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে করতে পারবেন। জনপ্রিয় কয়েকটি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস হলো: Fiverr.com, upwork.com, people per hour ইত্যাদি।
18) Surveytime
সার্ভে বা নিজ মতামত ব্যক্ত করে আয় করতে চান Surveytime ওয়েবসাইটে যান। এখানে আপনি ফ্রি সার্ভে করে আয় করতে পারেন। এখানে আপনি মজার মজার সার্ভে করে ভালো টাকা আয় করতে পারবেন। এখানে সার্ভে প্রতি ব্যবহারকারীদের $1 দেওয়া হয়, এই ওয়েবসাইট থেকে আপনি পেমেন্ট পেপাল এর মাধ্যমে নিতে পারবেন।
19) YouTube.com -অনলাইনে ইনকাম বাংলাদেশী সাইট
এটি একটি বিদেশী সাইট, তবে বাংলাদেশিরা এই ওয়েবসাইটে ভিডিও তৈরির মাধ্যমে ইনকাম করতে পারবে। অনেকে আছে যারা শুধু ইউটিউবে ভিডিও দেখে, কিন্তু যারা একটু বুদ্ধিমান তারা youtube এ ভিডিও আপলোড করে আয় করে।
মোবাইল ক্যামেরা দিয়ে আপনি অন্য সময় যেভাবে ভিডিও রেকর্ড করেন ঠিক সেভাবে ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য আপনাকে ভিডিও রেকর্ড করতে হবে। যদি হালকা পাতলা ভিডিও এডিটিং সম্পর্কে ধারণা থাকে তাহলে youtube এ ভিডিও আপলোড করতে
পারেন। বেসিক লেভেলের ভিডিও এডিটিং শিখার জন্য ইউটিউবে কয়েকটি টিউটোরিয়াল ভিডিও দেখে নিতে পারেন। আপনি যে বিষয়ে আগ্রহী সে বিষয়ে ইউটিউবে ভিডিও কনটেন্ট তৈরি করতে পারবেন। ধরুন, আপনি মাছ ধরতে পছন্দ করেন, মাছ ধরার ভিডিও ইউটিউবে আপলোড করুন।
যদি আপনার ইউটিউব চ্যানেলে ওয়াচ টাইম চার হাজার ঘন্টা, সাবস্ক্রাইব এক হাজার পূর্ণ হয় তাহলে গুগল এডসেন্স অ্যাপ্রুভ করিয়ে নিয়ে youtube থেকে ইনকাম শুরু করে দিতে পারবেন। ইউটিউবে ১০০ ডলার পূর্ণ হলে ব্যাংকের মাধ্যমে তা আপনি ক্যাশ আউট করতে পারবেন।
20) Quora Partner Program
এখানে কাজ করতে হলে আপনাকে ভিপিএন চালু করতে হবে। ভিপিএন ছাড়া এটাতে এক্সেস পাওয়া যাবে না। এখানে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে অথবা কনটেন্ট লিখে Quora Partner Program থেকে আয় করা
যায়। আপনার ইনকামের বিষয়টি নির্ভর করবে কাজের উপর। যে কাজের দাম যত বেশি সেই কাজের ইনকামও তত বেশি। Quora Partner Program এর মাধ্যমে বাংলাদেশীরা ঘরে বসে ডলার আয় করতে পারবে।
21) Clickbank.com
আপনি কি অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করতে চান ? তাহলে Clickbank.com এই ওয়েবসাইটে ব্যবহার করতে পারেন। ছয় মিলিয়নের বেশি প্রোডাক্ট, গোটা বিশ্ব থেকে মিলিয়ন মিলিয়ন কাস্টমার Clickbank.com এই ওয়েবসাইটের সাথে যুক্ত।
আরো পড়ুন: দিনে ৫০০ টাকা ইনকাম করার দুর্দান্ত ৩৫টি apps দেখে নিন
অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে ডিজিটাল পদ্ধতি অনুসরণ করে কোন পণ্য বা সার্ভিস সেল করার প্রক্রিয়াকে বুঝায়। প্যাসিভ ইনকামের এক নতুন অধ্যায় হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। যদিও শুরু থেকে একটু সময় লাগবে, কিন্তু নিয়মিত কাজ করলে এক সময় এই অ্যাফিলিয়েট মার্কেটিং করে প্রতিমাসে হাজার হাজার ডলার আয় করতে পারবেন।
22) Neobux.com
আপনি কি বিজ্ঞাপন দেখে আয় করতে চান ? তাহলে Neobux.com এই ওয়েবসাইট টি ব্যবহার করুন। এই ওয়েবসাইটটি রেজিস্ট্রেশন করলে ওয়েবসাইটের ড্যাশবোর্ড গিয়ে এড দেখার বিভিন্ন অপশন দেখতে পারবেন। সেখানে আপনি এড দেখে আয় করবেন।
তাছাড়া, Neobux.com এই ওয়েবসাইটটি অন্যদের নিকট রেফার করেও আয় করার সুযোগ রয়েছে। এখান থেকে আপনি যে টাকা উপার্জন করবেন তা পেপাল অথবা পেওনিয়ার এর মাধ্যমে উইথড্র করে নিতে পারবেন।
23) Flippa.com
অনলাইনের সম্পদ বিক্রি করার একটি প্ল্যাটফর্ম হল Flippa.com. যেমন: youtube চ্যানেল, ওয়েবসাইট, ফেসবুক পেজ ইত্যাদি। তবে চেষ্টা করবেন এই ডিজিটাল সম্পদ গুলো লাভজনকভাবে বিক্রি করার জন্য।
লেখকের মন্তব্য -অনলাইনে ইনকাম বাংলাদেশী সাইট
এই আর্টিকেলে আমরা অনলাইন ইনকাম বাংলাদেশের সাইট নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। সাথে কিছু কিছু বিদেশী ওয়েবসাইটের সাথেও আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি, যে ওয়েবসাইট গুলোতে আপনি বাংলাদেশে বসে ডলার আয় করতে পারবেন।
সম্মানিত পাঠকবৃন্দ, আশা করি আর্টিকেলটি পড়ে আপনারা অজানা বিভিন্ন বিষয়ের অভিজ্ঞতা লাভ করেছেন। এরকম অনলাইন ইনকাম সম্পর্কিত তথ্য আমরা আমাদের ওয়েবসাইটে নিয়মিত পাবলিশ করার চেষ্টা করি। এই আর্টিকেলটি পড়ে যদি আপনি সামান্যতম উপকৃত হন তাহলে আমাদের পরিশ্রম সার্থক হবে। এতক্ষণ ধৈর্য নিয়ে আর্টিকেলটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনি আমাদের এই আর্টিকেলটি পড়ে উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করার অনুরোধ রইলো। 06.12.25

আপনি পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url