২৪০ টাকা ফ্রী নগদ পেমেন্ট নিন সময়ের সেরা ১৫টি উপায়ে

২৪০ টাকা ফ্রী নগদ পেমেন্ট নিতে চান ? তাহলে আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। ২৪০ টাকা ফ্রী নগদ পেমেন্ট নেওয়ার সমস্ত উপায় নিয়ে এই আর্টিকেল আলোচনা করা হয়েছে।

২৪০ টাকা ফ্রী নগদ পেমেন্ট

পোস্ট সূচিপত্র:আশা করি, আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়লে ২৪০ টাকা ফ্রী নগদ পেমেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

২৪০ টাকা ফ্রী নগদ পেমেন্ট

২৪০ টাকা ফ্রী নগদ পেমেন্ট পাওয়ার কিছু জনপ্রিয় উপায় রয়েছে। যে উপায় গুলো অনুসরণ করে আপনি ২৪০ টাকা ফ্রী নগদ পেমেন্ট নিতে পারবেন। তাই আপনারা যারা অনলাইনে কাজ করে ২৪০ টাকা ফ্রী নগদ পেমেন্ট নিতে চাচ্ছেন তারা এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন শেষ অব্দি। 

ইন্টারনেট থেকে রিসার্চ করে আমি কিছু সঠিক প্লাটফর্ম বের করেছি, যে প্লাটফর্ম গুলো তে কাজ করলে আপনি নগদে পেমেন্ট নিতে পারবেন। অনলাইনে অনেক আলতু- ফালতু সাইট রয়েছে যেগুলো চমকপ্রদ অফার দেয় ঠিকই কিন্তু ব্যবহারকারীরা কাজ করে ঠিকঠাক পেমেন্ট নিতে পারে না। 

ফলশ্রুতিতে, অনলাইন থেকে ইনকাম এ বিষয়টি অনেকের স্ক্যাম মনে হয়। হতাশ হওয়ার কিছু নেই, এই আর্টিকেলে আমি আপনাদের কিছু কিছু সাইট এবং ফ্রী নগদ পেমেন্ট পাওয়ার উপায় জানাবো। আশা করি উক্ত নিয়ম গুলো অনুসরণ করে আপনি উপকৃত হবেন।

আগের সময়ে মানুষ অফলাইনে জব করে টাকা ইনকাম করত। কিন্তু অনলাইন থেকে টাকা ইনকাম এটা ছিল স্বপ্নের বাহিরের অধ্যায়। কিন্তু ইন্টারনেট প্রযুক্তির কারণে এখন মানুষ অনলাইন থেকে টাকা ইনকাম করছে এবং নতুনরা অনলাইন থেকে টাকা ইনকামের স্বপ্ন দেখছে। 

আরো পড়ুন: মোবাইল দিয়ে টাকা ইনকাম করার সময়ের সেরা ২২ টি apps

ঠিক তেমনি গুগলে অনেকে ২৪০ টাকা ফ্রী নগদ পেমেন্ট লিখে সার্চ করে। তাদের জন্য এই আর্টিকেলে আমরা বিস্তারিত তথ্য উপস্থাপন করেছি। আশা করি এই আর্টিকেলটি পড়লে আপনারা ২৪০ টাকা ফ্রী নগদ পেমেন্ট সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা পাবেন। সুতরাং, আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়তে থাকুন।

1) ভিডিও দেখে আয় করুন জিতে নিন ২৪০ টাকা ফ্রী নগদ পেমেন্ট

কিছু কিছু অ্যাপস বা সাইট রয়েছে যেগুলো ব্যবহারকারীদের ভিডিও দেখে ইনকাম করার সুযোগ দেয়। আপনি ঐ সমস্ত অ্যাপস বা সাইটে সরাসরি ভিডিও দেখে টাকা পাবেন না, তবে আপনাকে কিছু রিওয়ার্ড পয়েন্ট দেওয়া হবে।

ভিডিও দেখার পরে যখন নির্দিষ্ট পরিমাণ রিওয়ার্ড পয়েন্ট একাউন্টে যুক্ত হবে তখন আপনি সেগুলো টাকা তে কনভার্ট করতে পারবেন। ভিডিও দেখে আয় করার কয়েকটি অ্যাপ হল: Roz Dhan, ClipClaps, Likee & YouTube Shorts Task Apps ইত্যাদি। 

ভিডিও দেখে টাকা ইনকাম করার অ্যাপস এবং ওয়েবসাইট " আমি এই শিরোনামে আমি এই ওয়েবসাইটে একটা আর্টিকেল লিখেছি, আপনার সেটা পড়ে নিতে পারেন।

2) বাংলা পোস্ট লিখে - ২৪০ টাকা ফ্রী নগদ পেমেন্ট

আপনি কি কোন প্রকার ডিপোজিট ছাড়া ফ্রি কাজ করে নগদ পেমেন্ট নিতে চান তাহলে বাংলা পোস্ট লিখুন। বিভিন্ন ওয়েবসাইটে আপনি বাংলা পোস্ট লিখে নগদে পেমেন্ট নিতে পারেন। পোস্ট লেখার কাজগুলো যে কেউ করতে পারবে। আপনি যদি অনলাইনে পার্টটাইম জব 

অনুসন্ধান করেন তাহলে আমার মতামত হলো আপনি বাংলা আর্টিকেল লেখার কাজ করুন। বাংলা আর্টিকেল লিখে ইনকাম করার কয়েকটি ওয়েবসাইট হলো: টেকটিউন্স, ট্রিকবিডি, অর্ডিনারি আইটি ইত্যাদি। আপনার কনটেন্ট গুলো অবশ্যই এসইও ফ্রেন্ডলি হতে 

হবে। একটি আর্টিকেলের জন্য আপনি ৮০ - ১০০ টাকা উপার্জন করতে পারবেন, আপনি যদি দিনে ২/৩ টি আর্টিকেল লিখেন তাহলে অনায়াসে ২৪০ টাকা আয় করতে পারবেন। এ পার্ট টাইম জব গুলো সাধারণ শিক্ষার্থীদের জন্য উপযুক্ত। যারা লেখাপড়ার পাশাপাশি 

পার্ট টাইম জব করে টাকা ইনকাম করতে আগ্রহ দেখায়। আপনি যদি একজন ভালো বাংলা পোস্ট রাইটার হতে পারেন তাহলে বড় বড় ওয়েবসাইটের সাথে মাসিক ভিত্তিতে কাজ করতে পারবেন। ইন্টারনেটে যে সকল ওয়েবসাইট রয়েছে সেই সকল ওয়েবসাইটের যোগাযোগ 

পেজে যোগাযোগ করতে পারেন। তাদের আর্টিকেল রাইটার এর প্রয়োজন হলে আপনার সাথে যোগাযোগ করবে। আশা করি এই কাজগুলো আপনার জন্য তুলনামূলক সহজ হবে। অনলাইনে এর চাইতে সহজ কাজের আর হতেই পারে না।

3) গেম খেলে ২৪০ টাকা ফ্রী নগদ পেমেন্ট নিন

অনলাইনে কিছু কিছু গেমিং অ্যাপ এবং ওয়েবসাইট রয়েছে যেখানে গেম খেলে আপনি কিছু টাকা আয় করতে পারেন। আপনারা যারা গেম প্রেমিক, তারা চাইলে এ সকল অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে আয় করতে পারবেন। এখানে গেম খেলার বিনিময়ে আপনাকে কিছু পয়েন্ট দিবে, পরবর্তীতে সেগুলো নগদ টাকায় ক্যাশ 

আউট করতে পারবেন। সেই অ্যাপ গুলো হল: MPL Pro, Cric Master - এটা বিকাশের গেমিং অ্যাপ, Ludo Earn ইত্যাদি। তাছাড়া, এই ওয়েবসাইটে আমি গেম খেলে ইনকাম এই সম্পর্কে একাধিক আর্টিকেল পাবলিশ করেছি। আপনারা সে আর্টিকেল গুলো পড়ে নিতে পারেন।

4) মাইক্রো জব সাইট - ২৪০ টাকা ফ্রী নগদ পেমেন্ট

অনলাইনে সাইট গুলোতে জব করে নগদ পেমেন্ট পাওয়া অনেক ক্ষেত্রে দুষ্কর। কারণ, এ সাইট গুলো ব্যবহারকারীদের ডলার এ পেমেন্ট করে থাকে। মাইক্রো জব গুলো করে অনলাইন থেকে আয় করা কোন ব্যাপার না। তবে মূল যে প্রতিবন্ধকতা সেটা হল এখানে আয় এর 

পরিমাণ তুলনামূলকভাবে খুবই কম, তবে আপনি হাত খরচ জোগাড় করতে পারবেন। Workup job  এটা হচ্ছে সব থেকে বড় এবং জনপ্রিয় মাইক্রো জব ওয়েবসাইট। যেখানে আপনি ওয়েবসাইট ভিজিট করে, ভিডিও দেখে, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে, অ্যাড দেখে 

আয় করতে পারবেন। আপনি এখানে কাজ করে যে টাকা আয় করবেন তা নগদ পেমেন্ট নিতে পারবেন। এজন্য আপনাকে প্রথমে Workup job এই সাইটে রেজিস্ট্রেশন করতে হবে। এবং ড্যাশবোর্ডে গিয়ে কাজ 

সিলেক্ট করে কাজ করতে হবে। উক্ত ওয়েবসাইটে নীতিমালা মেনে কাজ জমা দিলে সময় মতো পেমেন্ট পেয়ে যাবেন। এখানে আপনি কাজ করে আশা করি ২৪০ টাকার বেশিও আয় করতে পারবেন।

আর অন্যান্য মাইক্রো জব ওয়েবসাইট হল: Clickworker, Spare5, Remotasks, Picoworkers ইত্যাদি। এ প্লাটফর্ম গুলোতে আপনি ক্যাপচা টাইপিং, ডাটা এন্ট্রি, অনলাইন সার্ভে, ডেইলি টাস্ক 

সম্পন্ন PayPal/Payoneer এর মাধ্যমে পেমেন্ট নিয়ে নগদ/ বিকাশে ট্রান্সফার করতে পারবেন। একাধিক ওয়েবসাইট নিয়ে কাজ করলে আশা করি দিনে ২৪০ টাকা বেশি আয় করতে সক্ষম হবেন।

5) গ্রাফিক্স ডিজাইন এর কাজ করে নগদ পেমেন্ট 

ডিজিটাল দুনিয়ায় গ্রাফিক্স সেক্টরের কতটা চাহিদা সেটা আমরা অনুভব করতে পারছি। যদি আপনি একজন ভালো দক্ষ গ্রাফিক্স ডিজাইনার হতে পারেন তাহলে আপনার সারা জীবনের ইনকামের জন্য এটাই যথেষ্ট হবে। আপনি সরাসরি লোকাল ক্লায়েন্ট এর কাছ থেকে 

কাজ নিয়ে অথবা আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ( 99Designs, Fiverr, Freelancer, Upwork ) কাজ করে আয় করতে পারবেন। ডিজাইনের মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে যেমন: ব্যানার ডিজাইন, ফ্লায়ার ও বিজনেস কার্ড ডিজাইন, ই-বুক ও 

আরো পড়ুন: বসে না থেকে ত্রই apps দিয়ে 300 টাকা ইনকাম করুন .কাজ করা খুব সোজা

প্রেজেন্টেশন ডিজাইন, লোগো ডিজাইন ইত্যাদি। গ্রাফিক্স ডিজাইন এর কাজ করে আপনি প্রতি মাসে দশ হাজার টাকার বেশি আয় করতে পারবেন। যখন আপনি একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হবেন তখন আপনি লক্ষাধিক টাকা পর্যন্ত আয় করতে পারবেন।

6) ফ্রিল্যান্সিং - ২৪০ টাকা ফ্রী নগদ পেমেন্ট

২৪০ টাকা আয় করে নগদ পেমেন্ট নিতে চান তাহলে ফ্রিল্যান্সিং করুন। এটা তরুণ প্রজন্মের কাছে একটা স্মার্ট ওয়ার্ক। অধিকাংশ শিক্ষার্থী এ ফ্রিল্যান্সিং এর কাজের দিকে ঝুঁকছে। ফ্রিল্যান্সিং কাজের অনলাইন মার্কেটে ব্যাপক চাহিদা রয়েছে। ধরুন, আপনি ভিডিও 

এডিটিং খুব ভালো জানেন। এই ভিডিও এডিটিং এর কাজগুলো আন্তর্জাতিক ফ্রেন্ডশিপ মার্কেটপ্লেস ফাইবার, আপ ওয়ার্ক, ফ্রিল্যান্সার ডটকম ইত্যাদি তে করতে পারবেন। সেখানে কাজ করি আপনি হাজার হাজার ডলার আয় করতে পারবেন। বাংলাদেশে অনেক বড় বড় 

প্রতিষ্ঠান রয়েছে যারা ভিডিও এডিটিং এর কাজের জন্য জনবল নিয়োগ দিয়ে থাকে। আপনি সেখানে ভিডিও এডিটিং সার্ভিস প্রোভাইড করে নগদ পেমেন্ট আয় করতে পারেন। আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে কাজ করলে ব্যাংক 

অথবা পেপালের মাধ্যমে পেমেন্ট রিসিভ করতে পারবেন । সুতরাং, ফ্রিল্যান্সিং এর কাজ করে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করছে সেখানে ২৪০ টাকা ইনকাম করে কোন ব্যাপার না।

7) ফেসবুক মার্কেটিং করে ফ্রী নগদ পেমেন্ট

আমরা সকলে ফেসবুক ব্যবহার করি কিন্তু ফেসবুক মার্কেটিং করে আমরা কয়জন ইনকাম করি ? যারা ব্যবসায়ী অথবা উদ্যোক্তা শ্রেণীর তারা তাদের ব্যবসা গ্রো করার জন্য প্রতিনিয়ত ফেসবুক মার্কেটিং করার দরকার হয়। আর আপনি যদি ফেসবুক মার্কেটিংয়ে এক্সপার্ট হয়ে থাকেন তাহলে ফেসবুক মার্কেটিং সার্ভিস প্রোভাইড করে আয় করতে পারেন।

ফেসবুক মার্কেটিং এই কাজের মধ্যে রয়েছে: গ্রুপ মার্কেটিং, পেজ সেটআপ ও অপ্টিমাইজেশন, ম্যাসেঞ্জার বট সেটআপ, ফেসবুক বিজ্ঞাপন ইত্যাদি। আপনি লোকাল মার্কেটে অথবা ফ্রিল্যান্স মার্কেটে ফেসবুক মার্কেটিং সার্ভিস প্রোভাইড করে আয় করতে পারবেন।

8) রেফার - ২৪০ টাকা ফ্রী নগদ পেমেন্ট

রেফার করা হয় মূলত প্রচার প্রচারণার জন্য। প্রচার প্রচারণার এই কাজকে আরো গতিশীল করতে মূলত রেফার করে আয় করার সুযোগ করে দেওয়া হয়। এই কাজ করেও আপনি ২৪০ টাকা আয় করে ফ্রি নগদ পেমেন্ট রিসিভ করতে পারবেন। যেমন: অ্যাপ 

ডেভলপাররা তাদের অ্যাপের প্রচার প্রচারণার জন্য আয় করার সুযোগ করে দেয়। এখন আপনি যদি সেই অ্যাপের লিংক বা কোড অন্যদের সাথে শেয়ার করেন, আপনার শেয়ার করে লিংক বা কোডে ক্লিক করে কেউ যদি অ্যাপটি ইনস্টল করেন বিনিময়ে আপনাকে কিছু 

আরো পড়ুন: অনলাইনে কুইজ খেলে টাকা ইনকাম করার সেরা ১০টি অ্যাপস দেখে নিন

টাকা দেওয়া হবে। এটাকে বলছে রেফার করে ইনকাম। বিকাশ অ্যাপ দেশের সবথেকে জনপ্রিয় একটি মোবাইল ব্যাংকিং অ্যাপ। আপনি এই অ্যাপটা অন্য নিকট করে আয় করতে পারবেন। তবে এর জন্য আপনার বিকাশে একাউন্ট থাকতে হবে। রেফার করে আয় করা কয়েকটি ওয়েবসাইট হলো: কুকয়েন, টাস্কবক্স, ইনবক্স ডলার, গুগল পে ইত্যাদি।

9) ফটোগ্রাফি করে নগদ পেমেন্ট নিন 

ছবি তোলা এটা যদি আপনার পছন্দের পেশা হয়ে থাকে, আপনি যদি ছবি তুলতে যদি আগ্রহী হন তাহলে এই কাজকে আপনি পেশাতে রূপ দিতে পারবেন। ছবি তুলে আয় করার জন্য কয়েকটি জনপ্রিয় প্ল্যাটফর্ম হল: Adobe Stock, Foap, iStock by Getty Images  ইত্যাদি। এসব প্লাটফর্মে আপনি আপনার 

তোলার ছবিগুলো বিক্রি করে ভালো টাকা ইনকাম করতে পারবেন। " ফটো বিক্রি করে মোবাইল দিয়ে টাকা ইনকাম করার ১৮টি ওয়েবসাইটের তালিকা " এই শিরোনামে আমি এই ওয়েবসাইটে আর্টিকেল লিখেছি। আপনার সেই আর্টিকেলটি একবার পড়লে আশা করি বিস্তারিত তথ্য জানতে পারবেন।

10) লুডো গেম - ২৪০ টাকা ফ্রী নগদ পেমেন্ট

অনলাইনে বিভিন্ন লুডু গেম খেলার আয়োজন করা হয়ে থাকে। আপনি সে টুর্নামেন্ট গুলোতে অংশ নিয়ে লুডু গেম জিতে ৫০০ - ১০০০ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। লুডু খেলে কিভাবে টাকা ইনকাম করতে হয় 

সে বিষয়ে আমরা এই ওয়েবসাইটে " লুডু গেম খেলে টাকা আয় বিকাশে 2025 " এই টাইটেলে  আর্টিকেল পাবলিশ করেছি। আপনি চাইলে লিংকে ক্লিক করে আর্টিকেলটি পড়ে নিতে পারেন। আশা করি উপকৃত হবেন।

11) টিকটক থেকে ইনকাম 

টিকটকে কাজ করে ২৪০ টাকা ফ্রী নগদ পেমেন্ট নেওয়ার কোন অপশন নাই। তবে হ্যাঁ, যারা tiktok এ ভিডিও তৈরি করে ইনকাম করে আপনি সেই পদ্ধতিতে আয় করতে পারবেন। এই টিকটকে বর্তমানে: 

  • রেফারেল প্রোগ্রাম সিস্টেম আর নেই 
  • ফ্রী নগদ পেমেন্ট এ জাতীয় কোন অপশন চালু নেই।

সুতরাং, অনলাইন সেক্টর গুলোতে কাজ করার পূর্বে আমাদের সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরী। নতুবা আর্থিক লোকসানের সম্ভাবনা রয়েছে।

12) লটারি খেলে - ২৪০ টাকা ফ্রী নগদ পেমেন্ট

অনলাইনে কিছু কিছু প্ল্যাটফর্ম আছে যেখানে ফ্রি লটারি খেলে ইনকাম করা যায় আবার কিছু কিছু প্লাটফর্ম রয়েছে যেখানে পেইড লটারি খেলতে হয়। আমার ব্যক্তিগত মত হল, ফ্রি লটারি খেলে ইনকাম করাটা ভালো, এতে করে আর্থিক ঝুঁকি থাকে না অনুরূপভাবে 

জুয়া হওয়ার সম্ভাবনা নেই। লটারি খেলে টাকা ইনকাম এই সম্পর্কে আমি এই ওয়েবসাইটে " ফ্রি লটারী খেলে টাকা ইনকাম ১৭টি অ্যাপস ও ৮টি ওয়েবসাইট " এই শিরোনামে একটি আর্টিকেল পাবলিশ করেছি। আপনারা 

উক্ত লিংকে ক্লিক করে আর্টিকেলটি পড়ে আসতে পারেন। সেখানে আপনি বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। লটারি খেলে আয় করার বিভিন্ন সাইট রয়েছ: FreeLotto, Mistplay, PrizeRebel, 

Swagbucks Live ইত্যাদি। এই ওয়েবসাইট গুলোতে কাজ করে আপনাকে Payoneer/Bank Transfer/PayPal ইত্যাদির মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন।

13) অ্যাফিলিয়েট মার্কেটিং - ২৪০ টাকা ফ্রী নগদ পেমেন্ট

অনলাইনে কমিশন আয় করার অন্যতম উপায় হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং করে আপনি দিনে ২৪০ টাকা বেশি আয় করতে পারেন। বড় বড় প্রতিষ্ঠানগুলো তাদের পণ্যের প্রচার প্রচারণার জন্য অ্যাফিলিয়েট মার্কেটিং করার সুযোগ করে দেয়। আপনি চাইলে ঐ সমস্ত প্রতিষ্ঠানের হয়ে অ্যাফিলিয়েট 

মার্কেটিং প্রোগ্রামে অংশ নিতে পারবেন এবং সেখান থেকে আনলিমিটেড ইনকাম করতে পারবেন। আপনি যে টাকা আয় করবেন তা নগদ পেমেন্ট নিতে পারবে। এখানে নিয়মটা হলো আপনি ওই ই-কমার্স প্রতিষ্ঠানের প্রোডাক্টের লিংক গুলো অনলাইন প্লাটফর্ম গুলোতে শেয়ার করবেন। সেই লিংকের মাধ্যমে কেউ যদি উক্ত ই

আরো পড়ুন: টাকা ইনকাম করার সময়ের সেরা ৪২টি অ্যাপ ২০২৫ দেখে নিন

কমার্স প্রতিষ্ঠানের কোন পণ্য বা সেবা নেয়, তাহলে আপনাকে কিছু কমিশন দিবে। এটাকে বলা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয়। অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে এই ওয়েবসাইটের একাধিক আর্টিকেলে আমি আলোচনা করেছি। আপনি যে সকল প্রতিষ্ঠানের হয়ে অ্যাফিলিয়েট প্রোগ্রাম করতে পারবেন: Elementor, Amazon, Hostinger, Daraz, Bluehost ইত্যাদি।

14) সার্ভে করে - ২৪০ টাকা ফ্রী নগদ পেমেন্ট

অনলাইনে সার্ভে করে আয় করার জন্য অনেকগুলো ওয়েবসাইট পাবেন। সেখানে সার্ভে করার বিনিময়ে আপনি ডলার আর্ন করতে পারবেন। পরবর্তীতে ডলারগুলো এক্সচেঞ্জ করে নগদ পেমেন্ট নিতে পারবেন।

সার্ভে করে আয় করার কতগুলো বিখ্যাত ওয়েবসাইট হল: survey junkie, Inbox dollars, Swagbucks ইত্যাদি। সার্ভে করার বিনিময়ে আপনি এই ওয়েবসাইট গুলো থেকে ২০০ থেকে ৫০০ টাকা ইনকাম করতে 

পারবেন। তাছাড়া কিছু কিছু ওয়েবসাইট রয়েছে যেখানে সার্ভে করার পাশাপাশি কুইজ খেলেও ইনকাম করা যায়। সেই ওয়েবসাইট গুলো হলো: Daily taka, taka income pro, taka income ইত্যাদি। 

15) ২৪০ টাকা ফ্রী নগদ পেমেন্ট app

এখন আমি আপনাদের এমন কতগুলো app এর সঙ্গে পরিচয় করে দিব, যেখানে আপনি কাজ করে নগদ অথবা বিকাশের মাধ্যমে পেমেন্ট উইথড্র করতে পারবেন। এখানে আপনার কাজ হল app ইনস্টল করে রেজিস্ট্রেশন করা। এরপর ধারাবাহিকভাবে কাজ করে ইনকাম করা। উক্ত app গুলো হল:

  • Ludu Fantasy
  • Rapid Workers
  • Admob
  • Trickbd
  • Adwallet
  • My Points
  • Nagod app
  • পাঠাও app
  • Bikroy.com
  • Foodpanda

সতর্ক থাকুন - ২৪০ টাকা ফ্রী নগদ পেমেন্ট

মাথায় রাখবেন, দক্ষতা ছাড়া অনলাইন সেক্টরে কাজ করে খুব বেশি টাকা ইনকাম করা যায় না। অ্যাপ বা সাইট নিয়ে কাজ করার পূর্বে আমাদের সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরী।

ভুয়া অ্যাপ বা ওয়েবসাইটে কাজ করা থেকে বিরত থাকুন। ( রিভিউ, রেটিং স্কোর, কতজন মানুষ অ্যাপ বা সাইট টি ব্যবহার করছে সেটা যাচাই করুন --- উক্ত অ্যাপ বা ওয়েবসাইট টি কতটা বিশ্বস্ত আপনি আন্দাজ করতে পারবেন )

অগ্রিম টাকা ডিপোজিট করা থেকে বিরত থাকুন। ধরুন, আপনি কোন একটি অ্যাপ বা সাইটে কাজ করলেন এরপর আপনাকে কিছু টাকা দিল, ওই অ্যাপ বা সাইটের প্রতি আপনার একটি বিশ্বাস জন্ম নিল,,, এখন আপনাকে যদি টাকা ডিপোজিট করতে বলে তাহলে ডিপোজিট করবেন না,,,, এটা ফ্রড হতে পারে। 

আরো পড়ুন: দিনে ৫০০ টাকা ইনকাম করার দুর্দান্ত ৩৫টি apps দেখে নিন

" অমুক লিংকে ক্লিক করে জিতে নিন এত টাকা " এগুলো সম্পূর্ণ ধোকা বা ফ্রড। সাবধান থাকুন, নিরাপদে থাকুন। 

আপনাকে কাজের অফার দিয়ে যদি আপনার নিকট ব্যক্তিগত কোন তথ্য চাই যেমন:- জাতীয় পরিচয় পত্র, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, পাসপোর্ট ইত্যাদি সঙ্গে সঙ্গে ওই অ্যাপ বা সাইট টি এড়িয়ে চলুন। যদি আপনার ফোনে ইন্সটল করা থাকে তাহলে ডিলিট করে দিন। 

যদি আপনি কোন ক্লাইন্টের হয়ে কাজ করতে চান তাহলে ওই ক্লাইন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে রাখুন। লোকাল মার্কেট যেমন বাংলাদেশে ফ্রিল্যান্সিং সার্ভিস প্রোভাইড করার পূর্বে যাচাই করে নিবেন। ফাইবার, আপ ওয়ার্ক, ফ্রিল্যান্সার ডটকম ইত্যাদি সকল মার্কেটপ্লেসে নিরাপদে কাজ করতে পারবেন। 

অনলাইনে বিনিয়োগ করে টাকা ইনকাম করুন এই জাতীয় কোন ফান্দে পা দিবেন না। কারণ, আর্থিক লোকসানের ঝুঁকি রয়েছে।

" অল্প কাজে বেশি ইনকাম " এই জাতীয় প্ল্যাটফর্ম গুলো বেশিরভাগই গ্রাহকদের সাথে প্রতারণা করে থাকে। সুতরাং, সাবধানে থাকুন।

অনলাইনে কিভাবে সতর্ক থাকবেন সে ব্যাপারে আমি বিস্তারিত তথ্য উপস্থাপন করার চেষ্টা করেছি। আপনি যদি অনলাইনে কাজ করেন ইনকাম করতে ইচ্ছুক হন তাহলে প্রত্যেকটি অ্যাপ বা সাইট আপনাকে নিজ দায়িত্বে ব্যবহার করতে হবে এবং আপনার আর্থিক লোকসানের জন্য আমরা দায়ী নয়।

লেখকের মন্তব্য - ২৪০ টাকা ফ্রী নগদ পেমেন্ট

মানুষ কখন প্রতারণার শিকার হয় ? যখন অসাধু ব্যক্তিরা মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়। সুতরাং, অনলাইনে যতক্ষণ না কেউ আপনার ব্যক্তিগত তথ্য পাচ্ছে, ততক্ষণ আপনি প্রতারণা শিকার হবেন না। অনলাইনে যখন আপনি ব্যক্তিগত তথ্য সাবমিট করবেন তখন অসাধু ব্যক্তির দ্বারা প্রতারণার শিকার হতে পারেন। 

এজন্য অনলাইন থেকে ইনকামের সবথেকে নিরাপদ উপায় হল কোন একটি স্কিলড শেখা। সহজ কাজ যেমন: আর্টিকেল লেখা/ ব্লগিং, ইউটিউবে ভিডিও তৈরি করা, ফ্রিল্যান্সিং এর অন্যান্য কাজ ( গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, অ্যাপ ডেভেলপমেন্ট করা ), ফেসবুক মার্কেটিং এই কাজগুলো করে আপনি অফলাইন মার্কেট অথবা আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটে ( ফাইবার, upwork, ফ্রিল্যান্সার ডটকম ) কাজ করে সফল হতে পারবেন।

সম্মানিত পাঠক বৃন্দ, এই আর্টিকেলে আমি ২৪০ টাকা ফ্রী নগদ পেমেন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করার চেষ্টা করেছি। সাথে কিভাবে অনলাইন সেক্টর গুলোতে সতর্কতা অবলম্বন করবেন সে বিষয়ে তথ্য উপস্থাপন করেছি। আশা করি পোস্টটি পড়ে অনলাইন ইনকাম সম্পর্কে আপনার ব্যক্তিগত ধারণার জায়গাটা সুস্পষ্ট হয়েছে। অনলাইন থেকে ইনকাম করা এটা আমাদের কাছে স্বপ্নের মত। 

আমরা সেই স্বপ্ন পূরণের অংশীদার হতে চাই। কিন্তু, যখন আমরা প্রতারণা শিকার হই তখন আমার মানসিকভাবে ভেঙ্গে পড়ি। এজন্য অনলাইন সেক্টর গুলোতে কাজ করার পূর্বে আমাদের শতভাগ সতর্কতা অবলম্বন করা দরকার। এরকম ইনফরমেটিভ তথ্যবহুল আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করার অনুরোধ রইলো। 07.12.25

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনি পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url