নটরডেম কলেজের মাসিক বেতন ও ভর্তির যোগ্যতা বিস্তারিত জেনে নিন
নটরডেম কলেজের মাসিক বেতন ও ভর্তির যোগ্যতা নিয়ে এই আর্টিকেল আলোচনা করা হবে। আপনারা অনেকে নটরডেম কলেজের মাসিক বেতন ও ভর্তির যোগ্যতা জানতে চেয়ে গুগলে সার্চ করেছেন।
পোস্টসূচীপত্র:আমি এই আর্টিকেলে নটরডেম কলেজের মাসিক বেতন ও ভর্তির যোগ্যতা সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করার চেষ্টা করেছি।
নটরডেম কলেজের মাসিক বেতন ও ভর্তির যোগ্যতা
নটরডেম কলেজ বাংলাদেশের মধ্যে অত্যন্ত স্বনামধন্য একটি কলেজ। প্রতিবছর এই কলেজ থেকে হাজার হাজার শিক্ষার্থীরা দেশের স্বনামধন্য পাবলিক ইউনিভার্সিটি গুলোতে রাজত্ব করে আসছে। তাছাড়া, এই কলেজের মেধাবী শিক্ষার্থীরা দেশের বাইরে উচ্চ শিক্ষার সুযোগ নিজ যোগ্যতায় পেয়ে থাকে। সুতরাং,
বুঝতেই পারছেন এই কলেজের শিক্ষার মান অন্যান্য ৮/১০ টা কলেজ থেকে এগিয়ে। লোকমুখে এমনও কথা শোনা যায় " নটরডেম কলেজ শুরু করে, অন্যান্য কলেজ তা অনুসরণ করে "। সুতরাং, এই কলেজের শিক্ষার মান কতটা অ্যাডভান্স কোয়ালিটির অনুমান করতে পারছেন। SSC পাশের পর হাজার হাজার
আরো পড়ুন: ঢাকা সিটি কলেজের মাসিক বেতন ও ভর্তি যোগ্যতা বিস্তারিত জেনে নিন
শিক্ষার্থীরা নটরডেম কলেজে একটি সিট পাওয়ার জন্য ভর্তি যুদ্ধে নেমে যায়। নটরডেম কলেজের মাসিক বেতন ও ভর্তির যোগ্যতা জানতে আপনার অনেক ইন্টারনেটে সার্চ করেছেন। এই আর্টিকেলে আমি এ বিষয়ে আলোচনা করব।
নটরডেম কলেজের মাসিক বেতন:
- কমার্স/ব্যবসা বিভাগে মাসিক বেতন - ১,০০০ টাকা।
- আর্টস/মানবিক বিভাগে মাসিক বেতন - ১,০০০ টাকা।
- সায়েন্স/বিজ্ঞান বিভাগে মাসিক বেতন - ১,৩০০ টাকা।
- ইংলিশ মিডিয়ামে মাসিক বেতন - ২৬০০ টাকা।
নটরডেম কলেজে ভর্তির যোগ্যতা ২০২৫ - নটরডেম কলেজে পড়ার যোগ্যতা - নটরডেম কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে
আপনারা যারা SSC পাশের পর নটরডেম কলেজে ভর্তি হতে চাচ্ছেন ? আপনারা প্রায় গুগলে সার্চ করে নটরডেম কলেজের ভর্তির যোগ্যতা জানতে চেয়েছেন। নটরডেম কলেজে ভর্তি হওয়ার জন্য আপনাকে SSC পরীক্ষায় নির্দিষ্ট পরিমাণ পয়েন্ট অর্জন করতে হবে। এরপর ভর্তি যুদ্ধে আপনাকে চান্স পেতে হবে।
আরো পড়ুন: জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর বেতন কত - জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর কাজ কি
- মানবিক বিভাগে - GPA 3.00
- ব্যবসা বিভাগে - GPA 4.00
- বিজ্ঞান বিভাগে - GPA 5.00
যদি কেউ বিভাগ পরিবর্তন করতে চাই, তাহলে আপনাকে SSC পরীক্ষায় নির্দিষ্ট পরিমাণ পয়েন্ট পেতে হবে।
- সায়েন্স থেকে কমার্সে আসতে হলে - GPA 4.50
- সায়েন্স থেকে আর্টস আসতে হলে - GPA 3.50
- কমার্স থেকে আর্টস আসতে হলে - GPA 3.50
নটরডেম কলেজে পড়ার খরচ কত ২০২৪
এই আর্টিকেলে আমি নটরডেম কলেজের মাসিক খরচ নিয়ে কথা বলেছি, এখন আমি আপনাকে একটি পরিসংখ্যান জানাবো যে, নটরডেম কলেজে ভর্তি ফি সংশ্লিষ্ট যাবতীয় তথ্য। ২০২১ - ২০২২ শিক্ষাবর্ষে ভর্তি সংক্রান্ত তথ্য দেয়া হলো:
- বিজ্ঞান বিভাগ ( বাংলা মাধ্যম ) ভর্তি ফি - ১৮,৮০০ টাকা
- বিজ্ঞান বিভাগ ( ইংরেজি মাধ্যম ) ভর্তি ফি - ২৯,০০০ টাকা
- ব্যবসা শিক্ষা বিভাগ ভর্তি ফি - ১৬,৭০০ টাকা
- মানবিক বিভাগ ভর্তি ফি - ১৬,৭০০ টাকা
এই ভর্তি ফি সংশ্লিষ্ট তথ্যগুলো প্রতি বছর বছর পরিবর্তন হয়। আশা করি এই পরিসংখ্যান থেকে আপনি একটি ধারণা পেয়েছেন। নটরডেম কলেজ সংক্রান্ত যেকোনো আপডেট তথ্য পেতে, নটরডেম কলেজ ওয়েবসাইট: https://ndc.edu.bd/ এ ভিজিট করুন।
নটরডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি 2025 - নটরডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪
নটরডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সর্বশেষ আপডেট তথ্য পেতে https://ndc.edu.bd/ এই লিংকে ক্লিক করুন।
নটরডেম কলেজে পড়ার সুবিধা
নটরডেম কলেজ বাংলাদেশের মধ্যে একটি স্বনামধন্য কলেজ। নটরডেম কলেজে পড়ার বিশেষ কিছু সুবিধা রয়েছে। নটরডেম কলেজে পড়ার সুবিধা হলো:
১) এখানে তেমন রাজনৈতিক হট্টগোল নেই।
২) একটি শিক্ষা প্রতিষ্ঠানে যে যে পরিবেশ গুলো থাকা বিদ্যমান সেগুলো এখানে রয়েছে।
৩) নটরডেম কলেজে প্রত্যেক শিক্ষার্থীকে শৃঙ্খলার মধ্য দিয়ে চলতে হয়।
৪) এখানে শিক্ষার মান বা কোয়ালিটি অনেক উন্নত।
৫) প্রতিবছর HSC পরীক্ষায় এখানকার শিক্ষার্থীরা সম্মানজনক মার্কস নিয়ে উত্তীর্ণ হয়।
নটরডেম কলেজে কি মেয়েরা পড়ে - নটরডেম কলেজে কি মেয়েরা পড়তে পারে
নটরডেম কলেজ এটি শুধু ছেলেদের জন্য। এখানে শুধু ছেলেরা স্টাডি করে। নটরডেম কলেজে মেয়েরা পড়াশোনা করে না।
নটরডেম কলেজের ঠিকানা - নটরডেম কলেজ কোথায় অবস্থিত
নটরডেম কলেজের ঠিকানা হলো: এটা মতিঝিল, ঢাকায় অবস্থিত।
নটরডেম কলেজ সরকারি নাকি বেসরকারি
নটরডেম কলেজ একটি বেসরকারি কলেজ।
নটরডেম কলেজ কাদের দ্বারা পরিচালিত
নটরডেম কলেজ কাদের দ্বারা পরিচালিত ? এই সংশ্লিষ্ট তথ্য পেতে, নটরডেম কলেজ ওয়েবসাইট: https://ndc.edu.bd/ এই লিংকে প্রবেশ করুন।
নটরডেম কলেজে আসন সংখ্যা
- বিজ্ঞান বিভাগের জন্য আসন সংখ্যা: ১৮১০ জন,
- ইংলিশ মিডিয়ামে আসন সংখ্যা: ৩১০ জন
- বাণিজ্য বিভাগের জন্য আসন সংখ্যা: ৭৬০ জন
- মানবিক বিভাগের জন্য আসন সংখ্যা: ৪১০ জন
নটরডেম কলেজ শিক্ষক নিয়োগ
নটরডেম কলেজ শিক্ষক নিয়োগ সংশ্লিষ্ট যেকোনো ধরনের তথ্য পেতে, নটরডেম কলেজ ওয়েবসাইট: https://ndc.edu.bd/ এবং বিভিন্ন পেপার পত্রিকায় চোখ রাখুন।
বাংলাদেশে নটরডেম কলেজ কয়টি
বাংলাদেশে নটরডেম কলেজ দুইটি রয়েছে। যথা:
১) ঢাকা নটরডেম কলেজ
২) ময়মনসিংহ নটরডেম কলেজ
নটরডেম কলেজের ভর্তি প্রক্রিয়া
১) প্রথমে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি ৪০০ টাকা।
২) ভর্তি পরীক্ষা দিতে হবে
- বিজ্ঞান বিভাগের সাবজেক্ট: জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, বাংলা, ইংরেজি
- ব্যবসা শিক্ষা বিভাগের সাবজেক্ট: সাধারণ জ্ঞান, হিসাববিজ্ঞান, ICT, বাংলা, ইংরেজি
- মানবিক বিভাগের সাবজেক্ট: সাধারণ জ্ঞান, ICT, বাংলা, ইংরেজি
এগুলো লিখিত পরীক্ষা নেয়া হয়।
আরো পড়ুন: সরকারি প্যারামেডিকেল কলেজের সেরা ৮টি তালিকা জেনে নিন
৩) যদি ভর্তি পরীক্ষায় আপনি চূড়ান্তভাবে টিকে যান তাহলে, আপনার রোল নাম্বার সহ বিস্তারিত তথ্য নটরডেম কলেজ ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ভর্তি হওয়ার জন্য যে সকল প্রয়োজনীয় তথ্য নেয়া হয়:
- আবেদন ফর্মের কপি
- ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
- SSC পরীক্ষার মার্কশিটের মূল কপি
- জন্ম নিবন্ধন কপি
- অভিভাবকের ভোটার আইডি কার্ডের ফটোকপি
এগুলো মূল ডকুমেন্ট। এর বাহিরে যদি আর কোন ডকুমেন্ট চাই সেগুলো আপনাকে জমা দিতে হবে।
লেখকের মন্তব্য - নটরডেম কলেজের মাসিক বেতন ও ভর্তির যোগ্যতা
সম্মানিত পাঠকবৃন্দ, এই আর্টিকেলে আমি নটরডেম কলেজের মাসিক বেতন ও ভর্তির যোগ্যতা নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি আর্টিকেলটি পরে আপনি নটরডেম কলেজের মাসিক বেতন ও ভর্তির যোগ্যতা সম্পর্কে অবগত হয়েছেন। আমরা প্রতিনিয়ত আমাদের ওয়েবসাইটে শিক্ষা বিষয়ক
আপডেট তথ্য উপস্থাপন করার চেষ্টা করি। এরকম প্রয়োজনীয় ইনফরমেটিভ কন্টেন্ট আরো পেতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করার অনুরোধ রইলো। এতক্ষণ ধৈর্য ধরে পোস্টটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আলোচনা করা হবে অন্য কোন টপিক নিয়ে। আপনাদের সকলের কল্যাণ কামনা করে, আজকে এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। 06.01.26

আপনি পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url