ইদুর কামড়ালে কি ভ্যাকসিন দিতে হয় বিস্তারিত জেনে নিন
ইদুর কামড়ালে কি ভ্যাকসিন দিতে হয় ? সেই সম্বন্ধে আর্টিকেল থেকে জানতে পারবেন। আপনারা যারা ইদুর কামড়ালে কি ভ্যাকসিন দিতে হয় ? এই নিয়ে চিন্তিত, তাদের চিন্তার কোন কারণ নাই।
পোস্ট সূচীপত্র:কেননা, এই আর্টিকেলে আমি ইদুর কামড়ালে কি ভ্যাকসিন দিতে হয় ? নাকি হয় না সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।
ইদুর কামড়ালে কি ভ্যাকসিন দিতে হয়
ইদুর একটি জীবাণু বহন কারী প্রাণী। ঘরে বিভিন্ন ধরনের রোগের জীবাণু এই ইঁদুরের মাধ্যমে ছড়ায় যেমন: চর্মরোগ, প্লেগ, জন্ডিস, টাইফয়েড, জলাতঙ্ক, জ্বর ইত্যাদি এ জাতীয় রোগ গুলো ছডায়। ইঁদুর দুইভাবে জীবাণু ছডায় যেমন: ১) লালার মাধ্যমে ২) মল-মূত্র এবং লোমের মাধ্যমে।
ইঁদুর শরীরের যে জায়গাতে কামড় দেয় ওই জায়গা লাল হয়ে ফুলে যায় এবং ব্যথা অনুভব হয়। মাঝে মাঝে চুলকানি, জ্বর, মাথাব্যথা এ ধরনের সমস্যা অনুভব হতে পারে। তাছাড়া, যদি ইনফেকশন হয় ওই স্থানটি আরো জটিল হয়ে ওঠে। ইদুরের কামড়ের কারনে, আপনার বর্তমান কন্ডিশন যাচাইয়ের জন্য ২/১ দিন নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল করুন।
ইদুর কামড়ালে কি ভ্যাকসিন দিতে হয়:
গবেষণা থেকে পাওয়া গেছে, যদি ইঁদুর বাসা বাড়ির হয় তাহলে ওই ইঁদুর দ্বারা যদি আপনি আক্রান্ত হন তাহলে ভ্যাকসিন নেওয়া লাগবে না। কারণ, এই ইঁদুরগুলো জলাতঙ্ক ছড়ায় না।
যদি ইঁদুরটি বন্য হয়ে থাকে বা বন জঙ্গলে থাকে এমন বড় বড় ইঁদুর দ্বারা আপনি আক্রান্ত হন তাহলে অবশ্যই ভ্যাকসিন নেওয়া লাগবে। কারণ, এই ইঁদুরগুলো জলাতঙ্ক ছড়ায়। আমেরিকানভিত্তিক গবেষণায়, র্যাবিস ভ্যাকসিনের কথা উল্লেখ আছে। আশা করি ইদুর কামড়ালে কি ভ্যাকসিন দিতে হয় এ বিষয়ে একটি স্বচ্ছ ধারণা পেয়েছেন।
ইঁদুর কামড়ালে কত দিনের মধ্যে টিকা দিতে হয়
ইঁদুর যেহেতু রোগ বহনকারী একটি প্রাণী, এর মাধ্যমে বিভিন্ন ধরনের ভাইরাসের আবির্ভাব হয়। ইঁদুর কামড়ালে শরীরে বিভিন্ন ধরনের রোগের উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে। ইঁদুর কামড়ালে যদিও জলাতঙ্কের মতো সমস্যা
হয় না তবুও স্বাস্থ্যগত ব্যাপারে আমাদের সতর্ক থাকা অত্যন্ত জরুরী। ইঁদুর কামড়ালে কত দিনের মধ্যে টিকা দিতে হয় এমন প্রশ্ন আমাদের মাথায় ঘুরপাক খায়। ইঁদুর কামড়ানোর পর সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসা নিন, এরপর টিটি টিকা নিতে হবে। টিটি টিকা নিলে এটা আপনার শরীরকে রোগ জীবাণুমুক্ত রাখবে।
ইঁদুর কামড়ালে কোন রোগ হয় - ইঁদুর কামড়ালে কি রোগ হয় - ইঁদুর কামড়ালে কি হয়
ইঁদুর কামড়ালে কোন রোগ হয় ? অনেকে জানে না। ইঁদুররের মাধ্যমে যে রোগ জীবাণু ছড়ায় অনেকে হয়তো জানেই না। ইঁদুর হচ্ছে একটি দুষ্টু প্রকৃতির প্রাণী, ইঁদুর কে কেউ পছন্দ করে না। তাছাড়া, ঘরের জিনিসপত্রের অজান্তে ক্ষতি করে ইঁদুর। তখন আমরা ইঁদুর মারতে উদগ্রীব হই। যখন এই ক্ষতিকর প্রাণীটি আমাদের ঘরের
বই পুস্তক, জামা-কাপড়, ব্যবহৃত জিনিসপত্রে লুকিয়ে থাকে তখন লালা, লোম, মল-মূত্র ইত্যাদির মাধ্যমে ব্যাকটেরিয়া ছড়িয়ে দেয়। যখন আমরা বই পুস্তক, জামা-কাপড়, ব্যবহৃত জিনিসপত্র গুলো ব্যবহার করি তখন সেখান থেকে ব্যাকটেরিয়া গুলো আমাদের দেহে প্রবেশ করে। আমরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হই। ইঁদুর কামড়ালে যে সকল রোগ হয়:
- জন্ডিস
- টাইফয়েড
- স্কিন ডিজিজ
- জলাতঙ্ক ( মাঝে মাঝে )
- প্লেগ রোগ
- জ্বর
- কৃমি রোগ
ইঁদুর কামড়ালে কি মানুষ মারা যায়
ইঁদুর সাপের মত কোন বিষাক্ত প্রাণী না। ইঁদুর কামড়ালে মানুষ মারা যায় এমনটা আজ পর্যন্ত শোনা যায় নি। সরাসরি ইঁদুরের কামড়ে কোন মানুষ মারা যায় না। এই আর্টিকেল থেকে আমরা জেনেছি ইঁদুর বিভিন্ন ধরনের রোগ বহন করে। সে রোগের সাইড ইফেক্ট এর কারণে হয়তো মানুষের কিছু শারীরিক ক্ষতি হয়। যদি ইঁদুরের
কামড়ে আপনার শরীর থেকে রক্ত ঝরে তাহলে সঙ্গে সঙ্গে চিকিৎসা নিন, টিটি টিকা নিন। যদি অবহেলা করেন তাহলে কিন্তু এটি মৃত্যুর দিকে রোগীকে ঠেলে দিতে পারে। সুতরাং, এ সকল বিষয়ে অবহেলা না করে সতর্ক থাকা অত্যন্ত জরুরী। নতুবা সাধারণ সমস্যা থেকে বিরাট বড় সমস্যায় রূপান্তর হতে পারে।
ইদুর কামড়ালে কি ইনজেকশন দিতে হয়
জ্বি, ইদুর কামড়ালে একটি টিটি টিকা নিতে হয়। আর ইঁদুরের মাধ্যমে বিভিন্ন ধরনের রোগের আবির্ভাব হয়। যেকোনো ধরনের রোগ থেকে দেহকে নিরাপদ রাখতে টিকা নিতে হয়। যেগুলো আমরা ছোটবেলায় নিয়েছি।
আমার ব্যক্তিগত মত হল, যদি আপনি ইঁদুরের কামড়ে আক্রান্ত হন অমনি সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসা নিবেন এবং ডাক্তারের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করবেন। আশা করি দ্রুত সুস্থ হয়ে যাবেন।
ইঁদুর কামড়ালে কি জলাতঙ্ক হয়
ইঁদুর কামড়ালে কি জলাতঙ্ক হয় ? এটা পুরোটা নির্ভর করে ওই ইদুরের ধরনের উপরে। কিছু কিছু ইঁদুর রয়েছে যেগুলো জলাতঙ্ক ছড়ায়, কিছু কিছু ইঁদুর রয়েছে যেগুলো জলাতঙ্ক ছড়ায় না। সাধারণত, বাসা বাড়িতে জামা কাপড়, বই-পুস্তক দাঁত দিয়ে কেটে নষ্ট করে এ
সকল ইঁদুরের কামড়ে জলাতঙ্ক হয় না। কিন্তু ওই ইঁদুর টি যদি বন জঙ্গলে থাকে এমন বড় ইঁদুর হয়ে থাকে তাহলে ওই ইঁদুরের কামড়ে জলাতঙ্ক হওয়ার সম্ভাবনা বেশি। আমেরিকান গবেষণার মতে তখন আপনাকে র্যাবিস নামক ভ্যাকসিন নিতে হবে।
ইঁদুর কামড়ালে করণীয় কি
ইঁদুর কামড়ালে করণীয় কি ? তা আমাদের জানা প্রয়োজন। ইদুরের কামড় কে মোটেও সহজ ভাবে নেওয়া উচিত নয়। যেহেতু ইদুরের মাধ্যমে বিভিন্ন রোগ জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে। সুতরাং, ইঁদুর যদি কামড় দেয় সঙ্গে সঙ্গে আমাদের প্রাথমিক চিকিৎসা নেওয়া খুবই প্রয়োজন। যদি কোন কারনে প্রাথমিক চিকিৎসা নেওয়া সম্ভব না হয় তখন আমরা কি কি পদক্ষেপ অনুসরণ করতে পারি সেগুলো এই আর্টিকেল থেকে জানবো। ইদুর কামড়ালে তাৎক্ষণিক কি ব্যবস্থা গ্রহণ করবেন:
১) ইঁদুর কামড়ালে আক্রান্ত স্থান দিয়ে রক্ত ঝরবে, প্রথমে রক্ত ঝরা বন্ধ করুন।
২) এরপর সাবান ও গরম পানি দিয়ে ওই আক্রান্ত স্থানটি ধুয়ে নিন যাতে জীবাণু চলে যায়।
৩) পরিষ্কার কাপড় দিয়ে আক্রান্ত স্থানে চেপে ধরুন ২ থেকে ৩ মিনিট যাতে রক্ত ঝরা বন্ধ হয়।
৪) আক্রান্ত স্থানটি অ্যান্টিসেপটিক দিয়ে ঠিকমতো পরিষ্কার করুন। এমনভাবে পরিষ্কার করুন যাতে ফরেন বডি না থেকে, নতুবা এটা জটিলতার দিকে ধাবিত হতে পারে।
৫) ইনফেকশন জাতীয় যেকোনো সমস্যা এড়াতে অ্যান্টিবায়োটিক খেতে হবে, সঙ্গে একটি টিটি টিকা নেওয়া লাগবে।
গর্ভাবস্থায় ইঁদুর কামড়ালে কি হয়
অনেক গর্ভবতী মা অনাগত সন্তানের কথা ভেবে গর্ভাবস্থায় ইঁদুর কামড়ালে কি হয় ? এমনটা লিখে ইন্টারনেটে সার্চ করে। অনেক গর্ভবতী মায়েরা ইঁদুর মারতে গিয়ে ইদুরের কামড়ে আক্রান্ত হয়। ইঁদুরের কামড় তেমন একটি জটিল বিষয় না হলেও স্বাস্থ্য ঝুঁকির
আশঙ্কা রয়েছে। ইঁদুর কামড় দিলে ওই স্থানে ব্যথা অনুভব হয়, লাল হয়ে ফুলে যায়, হালকা পাতলা গায়ে জ্বর আসতে পারে। যদি আপনি ও ইঁদুরের কামড়ে আক্রান্ত হন, আমার ব্যক্তিগত পরামর্শ হলো আপনি খুব দ্রুত ডাক্তারের পরামর্শ নিন এবং সঙ্গে সঙ্গে প্রাথমিক
চিকিৎসার ব্যবস্থা করুন। এটা আপনার জন্য এবং আপনার আগত বেবির জন্য ভালো হবে। ইঁদুর কামড়ালে করণীয় কি ? এ সম্পর্কে উপরের প্যারায় আমি বিস্তারিত বর্ণনা করেছি।
ইঁদুর আচর দিলে কি হয়
ইঁদুর কামড় দেওয়া অথবা ইঁদুর আচর দেওয়া দুটোই স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে। ইঁদুর আচর দিলে ওই স্থানটি জ্বলতে পারে, ওই স্থানে ব্যথা অনুভব হতে পারে। সুতরাং, এ সমস্ত বিষয়ে আমাদের অবহেলা করলে চলবে না। এই সমস্যার সমাধান হল প্রাথমিক ডাক্তারি চিকিৎসা। ইঁদুর কামড়ালে করণীয় কি ? এই প্যারাতে বিস্তারিত আলোকপাত করা হয়েছে। আশা করি উক্ত প্যারা থেকে আপনি উপকৃত হবেন।
চিকা কামড়ালে কি ভ্যাকসিন দিতে হয়
চিকা এবং ইঁদুর উভয়ের দাঁত অত্যন্ত ধারালো। অনেকে চিকা এবং ইঁদুরকে একই মনে করে, দেখতে একই এজন্য। চিকা হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। বিশেষ করে গ্রাম অঞ্চল গুলোতে চিকার উপদ্রব অনেক বেশি। এরা মাটির তলে গর্তে বসবাস করে। চিকার কামড় এগুলো
ইনফেকশন ছড়াতে পারে। যদি কোন কারনে চিকা আপনাকে কামড় দেয় তাহলে ওই স্থানটি সাবান এবং গরম পানি দিয়ে ভালো করে ধৌত করে নিন। অ্যান্টিসেপ্টিক ক্রিম ব্যবহার করুন। আমার ব্যক্তিগত মত হলো, এই অবস্থায় ডাক্তারের পরামর্শ নিন। যদি ডাক্তার টিটি টিকা নিতে বলে তাহলে টিটি টিকা নিবেন।
লেখকের মন্তব্য - ইদুর কামড়ালে কি ভ্যাকসিন দিতে হয়
সম্মানিত পাঠকবৃন্দ, এই আর্টিকেলে আমি ইদুর কামড়ালে কি ভ্যাকসিন দিতে হয় সে সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেছি। সঙ্গে কিছু প্রাথমিক চিকিৎসা সম্পর্কে আলোকপাত করেছি। আশা করি পোস্টটি পড়ে আপনারা জ্ঞানমূলক বিভিন্ন তথ্য জানতে পেরেছেন।
আশা করি পোস্টটি পড়ে আপনারা উপকৃত হয়েছেন। এ ধরনের স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্যবহুল কনটেন্ট আমরা আমাদের ওয়েবসাইটে পাবলিশ করে থাকি। এতক্ষণ ধৈর্য ধরে ইদুর কামড়ালে কি ভ্যাকসিন দিতে হয় ? এই আর্টিকেলটি করার জন্য অসংখ্য ধন্যবাদ। অন্য কোন আর্টিকেলে পরবর্তীতে আমরা স্বাস্থ্য বিষয়ক তথ্য আরো আমরা উপস্থাপন করব। 20.12.25

আপনি পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url