অনার্স ১ম, ২য়, ৩য়, ৪র্থ বর্ষের ব্যবস্থাপনা বিভাগের বইয়ের তালিকা

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ১ম, ২য়, ৩য়, ৪র্থ বর্ষের ব্যবস্থাপনা বিভাগের বইয়ের তালিকা এই আর্টিকেলে দেওয়া হবে। সুতরাং, আপনারা যারা সদ্য জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্সে ব্যবস্থাপনা বিভাগে ভর্তি হয়েছেন তাদের অনার্স ১ম, ২য়, ৩য়, ৪র্থ বর্ষের ব্যবস্থাপনা বিভাগের বইয়ের তালিকা জানা প্রয়োজন। 

অনার্স ১ম, ২য়, ৩য়, ৪র্থ বর্ষের ব্যবস্থাপনা বিভাগের বইয়ের তালিকা

পোস্ট সূচীপত্র:এই আর্টিকেলে আমি অনার্স ১ম, ২য়, ৩য়, ৪র্থ বর্ষের ব্যবস্থাপনা বিভাগের বইয়ের তালিকা বিস্তারিত আলোকপাত করেছি।

অনার্স ১ম বর্ষের ব্যবস্থাপনা বিভাগের বইয়ের তালিকা ২০২৫ - অনার্স ১ম বর্ষ ব্যবস্থাপনা বিভাগ - অনার্স ১ম বর্ষের বই ব্যবস্থাপনা বিভাগ pdf - NU honours 1st year book list ( management department )

  • History of the Emergence of Independent Bangladesh - subject code ( 211501 )
  • Introduction to Business - subject code ( 212601 )
  • Principles of Management - subject code ( 212603 )
  • Principles of Accounting - subject code ( 212605 )
  • Principles of Marketing - subject code ( 212607 )
  • Micro-Economics - subject code ( 212609 )

অনার্স ২য় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের বইয়ের তালিকা - NU honours 2nd year book list ( management department )

  • Human Resource Management - subject code ( 222601 )
  • Business Communication [In English] - subject code ( 222603 )
  • Legal Environment of Business - subject code ( 222605 )
  • Principles of Finance - subject code ( 222607 )
  • Business Mathematics - subject code ( 222609)
  • Computer and Information Technology -  subject code ( 222611)
  • Macro Economics - subject code ( 222611)

অনার্স ৩য় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের বইয়ের তালিকা -  অনার্স ৩য় বর্ষের বই ব্যবস্থাপনা বিভাগ pdf - অনার্স ৩য় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের সাজেশন - NU honours 3rd year book list ( management department )

  • Operations Management - subject code ( 232601 )
  • Business Statistics [English] - subject code ( 232603 )
  • Organizational Behavior - subject code ( 232605 )
  • Taxation in Bangladesh - subject code ( 232607 )
  • Insurance & Risk Management - subject code ( 232609 )
  • Company Law - subject code ( 232611 )
  • Management Accounting [English] - subject code ( 232613 )
  • Marketing Management - subject code ( 232615 )

ব্যবস্থাপনা ৪র্থ বর্ষের বইয়ের তালিকা - অনার্স ৪র্থ বর্ষের বুক লিস্ট - NU honours 4th year book list ( management department )

  • Bank Management - subject code ( 242601 )
  • Financial Management (English) - subject code ( 242603 )
  • Supply Chain Management - subject code ( 242605 )
  • Industrial Relations - subject code ( 242607 )
  • Project Management - subject code ( 242609 )
  • International Trade - subject code ( 242611 )
  • Investment Management  - subject code ( 242613 )
  • Bangladesh Economy - subject code ( 242615 )
  • Entrepreneurship - subject code ( 242617 )
  • Viva-voce - subject code ( 242618 )

compulsory subject ( বাধ্যতামূলক সাবজেক্ট ) ব্যবস্থাপনা বিভাগের জন্য 

এবার থেকে ২০২৪-২০২৫ সেশন থেকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ দুটি সাবজেক্ট সকলের জন্য বাধ্যতামূলক করে দিয়েছে। যথা: 

  • ইংরেজি 
  • আইসিটি 

বই কেনার সময় যে সকল বিষয়ে মাথায় রাখবেন 

এতদিন আমরা বাজারে গিয়ে বইয়ের নাম বলেছি, এরপর সেটি ক্রয় করে নিয়েছি। এখন আপনাকে অনার্সের বই ক্রয় করার সময় একটি বিষয় মাথায় রাখতে হবে, সেটি হল: সাবজেক্ট কোড। কারণ, আপনি যে সাবজেক্ট ব্যবস্থাপনা বিভাগে অনার্স তৃতীয় বর্ষে 

আরো পড়ুন: ওরিয়েন্টেশন ক্লাস অর্থ কি - ওরিয়েন্টেশন ক্লাস এর বক্তব্য জেনে নিন

পড়ছেন, ওই একই সাবজেক্ট একাউন্টিং ডিপার্টমেন্টে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ানো হয়। তবে এখানে একটি বিষয় ভিন্ন থাকে সেটি হল: অধ্যায়। আমি নিজে বাজার থেকে বই ক্রয় করার পূর্বে সাবজেক্ট কোড মিলিয়ে দেখি। সাবজেক্ট কোড মিল থাকলে তার মানে বই ঠিক 

আছে। নতুনরা শুরুর দিকে এ সকল বিষয়গুলো তে গোলযোগ সৃষ্টি করে। পরবর্তীতে তাকে হয়রানির সম্মুখীন হতে হয়। তাই হয়রানি থেকে বাঁচতে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বই ক্রয় করার পূর্বে অবশ্যই সাবজেক্ট কোড মিলিয়ে নিবেন। নতুবা পরবর্তীতে সমস্যা হবে।

ভাইভা সম্পর্কে কিছু অভিজ্ঞতা শেয়ার করি 

জাতীয় বিশ্ববিদ্যালয় আগেকার নিয়মে ভাইবা হতো পুরো অনার্স লাইফে ১ বার। কিন্তু ২০২৪-২০২৫ সেশন থেকে পরিবর্তন এসেছে। এখন অনার্স লাইফে ২ বার ভাইবা দিতে হবে। অনার্স ১ম/২য় বর্ষ শেষ হলে - ১ বার, অনার্স ৩য়/৪র্থ বর্ষ শেষ হলে - ১ বার ভাইবা দিতে হবে। 

আমার ব্যক্তিগত ভাইভা অভিজ্ঞতা:

আমি প্রথমে সালাম দিয়ে রুমে প্রবেশ করলাম। আমার admid কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড শিক্ষকরা নিল। আমাকে জিজ্ঞাসা করা হল: কোন কোন পরীক্ষা তোমার সব থেকে ভালো হয়েছে ? আমি বললাম আমার একাউন্টিং থিউরি সব থেকে ভালো হয়েছে। আমি নিজে একাউন্টিং ডিপার্টমেন্ট এর সাবেক ছাত্র। আমার সেশন ২০১৯-২০২০। 

আমাকে মোট ৪টি প্রশ্ন করা হয়েছে। তার মধ্যে আমি ৩টি প্রশ্নের উত্তর দিয়েছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইবা তে আপনি যদি কিছু নাও পারেন তাও আপনাকে B+ দিবে। আমি যেহেতু তিনটি প্রশ্নের উত্তর দিতে পেরেছি আমাকে A+ দিয়েছে। ভাইবা পরীক্ষার আগে আমাদের অফলাইনে একটি ক্লাস হয়েছিল। সেখানে 

আরো পড়ুন: ঢাকা সিটি কলেজের মাসিক বেতন ও ভর্তি যোগ্যতা বিস্তারিত জেনে নিন

আমাদের সম্মানিত শিক্ষকরা, ভাইবা তে কিভাবে মানসিকভাবে প্রস্তুতি নিব সে বিষয়ে আমাদের একটি গাইডলাইন দিয়েছে। আমি সে অনুযায়ী কাজ করেছি। ক্লাসে স্যার বলেছে, এই ভাইভা অভিজ্ঞতা চাকরির পরীক্ষাতেও কাজে দিবে। তবে শুরুর দিকে যারা ছিল, 

তাদের অনেকগুলো প্রশ্ন করেছিল। তাদের প্রায় ১০ মিনিট ধরে ভাইবা তে প্রশ্ন করেছিল। যেহেতু আমি শেষের দিকে ছিলাম আমাকে ৪টি প্রশ্ন করে ছেড়ে দিয়েছিল। আপনারা যারা শেষের দিকে থাকবেন তারা একটু রিলিফ পাবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয় ইম্প্রুভ পরীক্ষা বা মান উন্নয়ন পরীক্ষা দেওয়ার নিয়ম 

যদি আপনি কোন একটি বিষয়ে ফেল করেন যতক্ষণ না পাস করবেন ততবার ওই বিষয়ের পরীক্ষা দিতে হবে। 

যদি আপনি কোন বিষয়ে D/C/C+ পান, যদি মনে করেন আপনি এই বিষয়গুলোতে ইমপ্রুভ দিবেন, তাহলে পরের বার পরীক্ষায় আপনাকে অংশগ্রহণ করতে হবে। যদি আপনি না করেন, তাহলে আপনি মান উন্নয়ন বা ইমপ্রুভ পরীক্ষা দেওয়ার সুযোগ হারাবেন। 

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কি বিসিএস ক্যাডার হয় 

জ্বি, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিসিএস ক্যাডার হওয়া সম্ভব। আপনি বিসিএস পরীক্ষা দেওয়ার সময় আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন অথবা অনার্সে আপনার গ্রেড পয়েন্ট কত ছিল। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনেক স্টুডেন্ট প্রতিবার বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে, 

আরো পড়ুন: জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর বেতন কত - জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর কাজ কি

অনেকে বিসিএস ক্যাডার হচ্ছে। তাছাড়া অনেক স্টুডেন্ট বাংলাদেশ ব্যাংকের AD পদে জব করার সুযোগ পাচ্ছে। যদি আপনার অনার্সের সিজিপিএ ২.২৫ হয় তাহলে আপনি বাংলাদেশের যেকোনো সরকারি চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করতে পারবেন। কাজেই, সরকারি চাকরি জন্য বিশ্ববিদ্যালয় কোন ফ্যাক্টর নয়। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রেড পয়েন্টের তালিকা 

  • 80 - 100 = A+ ( 4.00 )
  • 75 - 79 = A ( 3.75 )
  • 70 - 74 = A- ( 3.50 )
  • 65 - 69 = B+ ( 3.25  )
  • 60 - 64 = B ( 3.00 )
  • 55 - 59 = B- ( 2.75 )
  • 50 - 54 = C+ ( 2.50  )
  • 45 - 49 = C ( 2.25 )
  • 40 - 44 = D ( 2.00 )
  • 0 - 39 = Fail 


  • 1st class: A+, A, A-, B+, B
  • 2nd class: B-, C+, C
  • 3rd class: D

জাতীয় বিশ্ববিদ্যালয় পাশের নিয়ম 

অনেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশের নিয়ম কি তা জানে না। জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা:

  • ইনকোর্স পরীক্ষা - ২০ মার্ক
  • লিখিত পরীক্ষা - ৮০ মার্ক

আপনাকে ইনকোর্স এবং লিখিত পরীক্ষা মিলিয়ে ৪০ মার্ক পেতে হবে। যদি আপনি 40 মার্কের নিচে পান তাহলে ফেল বলে বিবেচিত হবে।

লেখকের মন্তব্য - অনার্স ১ম, ২য়, ৩য়, ৪র্থ বর্ষের ব্যবস্থাপনা বিভাগের বইয়ের তালিকা

সম্মানিত পাঠকবৃন্দ আশা করি পুরো আর্টিকেলটি পড়ে আপনি অনার্স ১ম, ২য়, ৩য়, ৪র্থ বর্ষের ব্যবস্থাপনা বিভাগের বইয়ের তালিকা সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আপনাদের গুগলে সার্চ করার প্রেক্ষিতে আমরা এই ওয়েবসাইটে অনার্স ১ম, ২য়, ৩য়, ৪র্থ বর্ষের ব্যবস্থাপনা বিভাগের বইয়ের তালিকা নিয়ে আলোচনা করেছি। 

এরকম শিক্ষা রিলেটেড যেকোনো ধরনের তথ্য আরো জানতে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করার অনুরোধ রইলো। আমরা প্রতিনিয়ত পাঠকদের শতভাগ নির্ভরযোগ্য তথ্য দেওয়ার চেষ্টা করি। ভবিষ্যতে পাঠকদের জন্য আরো ইনফরমেটিভ তথ্য আমি আমার ওয়েবসাইটে পাবলিশ করব। সকলের কল্যাণ ও সুস্থতা কামনা করে আমি আজকে এখানে সমাপ্ত করছি, আসসালামু আলাইকুম। 07.01.2026

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনি পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url