ফ্রি ডলার ইনকাম সাইট সেরা ৩৪টি এক নজরে দেখে নিন

ফ্রি ডলার ইনকাম সাইট সম্পর্কে অনেকে জানে না। তারা এই আর্টিকেল থেকে ফ্রি ডলার ইনকাম সাইট সম্পর্কে জানতে পারবে। 

ফ্রি ডলার ইনকাম সাইট সেরা ৩৪টি এক নজরে দেখে নিন

পোস্ট সূচিপত্র:কেননা, এই আর্টিকেলে আমি ফ্রি ডলার ইনকাম সাইট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।

ফ্রি ডলার ইনকাম সাইট

বর্তমানে অনলাইন থেকে টাকা ইনকাম করা আমাদের স্বপ্নের মত। ইন্টারনেটে যুগে এসে আমরা সকলে চাই অনলাইন থেকে কিছু না কিছু ইনকাম করতে। বর্তমানে অর্থনৈতিক ব্যবস্থা সম্পূর্ণ গড়ে উঠেছে অনলাইন কেন্দ্রিক। বিশেষ করে ব্যবসা-বাণিজ্যের/ অনলাইন 

থেকে ইনকাম এর জন্য এক নতুন অধ্যায় রচনা করেছে ইন্টারনেট। ইন্টারনেট থেকে ইনকাম করার অনেকগুলো বিশ্বস্ত সাইট রয়েছে। অনেকে অনলাইন থেকে ইনকামের জন্য ইন্টারনেটে ফ্রি ডলার ইনকাম সাইট লিখে সার্চ করে। এজন্য শুধু শুধু ইন্টারনেট চালিয়ে সময় অপচয় 

না করে অনলাইন থেকে ইনকাম করা অনেক ভালো। বর্তমানে বিশ্বের সব থেকে দামি মুদ্রা হলো ডলার। বাংলা টাকার বিপরীতে যেভাবে ডলারের রেট বাড়ছে সকলে এখন ডলার ইনকামের জন্য আগ্রহ দেখাচ্ছে। বর্তমানে ১ ডলার সমান ১২০ টাকা। যেকোনো মানুষ সে যদি 

ফ্রিল্যান্সিং এর কোন একটি কাজে দক্ষ হয়, তাহলে সে ফ্রি ডলার ইনকাম সাইট থেকে ডলার ইনকাম করতে পারবে। সব শ্রেণী পেশার মানুষের জন্য অনলাইন জগত উন্মুক্ত। অনলাইনে অনেক ফ্রি ডলার ইনকাম সাইট বা অ্যাপস রয়েছে। এজন্য আপনাকে ফ্রিল্যান্সিং এর সকল কাজগুলো আপনাকে শিখতে হবে। 

1) ফ্রি ডলার ইনকাম blogger.com সাইট

ইন্টারনেটের এ যুগে লেখালেখি করে ফ্রি ডলার ইনকাম করা যায়। আমরা অনেকে লেখালেখি করতে পছন্দ করি। আপনি যদি লেখালেখি করে ইনকাম করতে চান তাহলে ব্লগিং করতে পারেন। বর্তমানে ইন্টারনেটের যুগে ব্লগিং এর চাইতে স্মার্ট, সহজ কাজ আর হয় না। 

শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, যেকোনো পেশায় নিয়োজিত ব্যক্তি বর্গ এ ব্লগিং কে অনলাইন থেকে ইনকামের মাধ্যম হিসেবে বেছে নিতে পারে। গোটা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ এই ব্লগিং এর সাথে যুক্ত। blogger.com এ একাউন্ট তৈরি করে, একটি ব্লগার 

আরো পড়ুন: অনলাইন ইনকাম মোবাইল দিয়ে দুর্দান্ত সেরা ৫০টি app এর তালিকা

ওয়েবসাইট খুলে আপনি নিয়মিত আর্টিকেল লিখবেন। যখন আপনার ওয়েবসাইটে ১০০+ ট্রাফিক বা ভিজিটর আসবে তখন google এডসেন্স অথবা adsterra ad network এপ্রুভ করে অনলাইন থেকে আয় করতে পারবেন। যারা বড় বড় ব্লগার তারা ব্লগিং থেকে প্রতিমাসে লক্ষাধিক টাকা আয় করে।

2) ফ্রি ডলার ইনকাম Youtube.com সাইট

ইউটিউবে ভিডিও বানিয়ে ফ্রি ডলার ইনকাম করা যায়। ভিডিও আপলোড করে ডলার ইনকাম করার অন্যতম প্ল্যাটফর্ম ইউটিউব। গোটা বিশ্ব থেকে কোটি কোটি মানুষ youtube এ ভিডিও কনটেন্ট নির্মাণ করে হাজার হাজার ডলার ইনকাম করছে। 

আপনি কি চান ইউটিউবে ভিডিও কনটেন্ট নির্মাণ করে আয় করতে ? তাহলে ইউটিউবে ভিডিও কনটেন্ট নির্মাণ করুন। আপনাকে ভিডিও কনটেন্ট গুলো এমন ভাবে নির্মাণ করতে হবে যেন সেগুলো দর্শকদের আকৃষ্ট করে। মানুষ যে সকল বিষয় জানতে ইউটিউবে সার্চ করে 

আপনাকে ঐ সকল বিষয়ের উপর ভিডিও কনটেন্ট নির্মাণ করতে হবে। এজন্য আপনাকে প্রথমে ভিডিওগুলো রেকর্ড করতে হবে। তারপর ভিডিও এডিটিং টুলস দিয়ে ভিডিও গুলো আকর্ষণীয়ভাবে নির্মাণ করতে হবে। এখানে আপনার যে বিষয়ে 

অভিজ্ঞতা রয়েছেন সে বিষয়ে ভিডিও কনটেন্ট নির্মাণ করতে পারবেন। ভিডিও কনটেন্ট থেকে ইনকামের অন্যতম উপায় হলো google এডসেন্স, স্পন্সরশিপ, অ্যাফিলিয়েট মার্কেটিং ইত্যাদি। আপনি যে টাকা আয় করবেন সেটা ব্যাংক একাউন্টের মাধ্যমে সরাসরি উইথড্র করতে পারবেন।

3) ফ্রি ডলার ইনকাম Fiverr.com সাইট

ফ্রি ডলার ইনকাম করার ফ্রিল্যান্সিং সাইট হলো Fiverr. নতুন ফ্রিল্যান্সারদের প্রথম পছন্দ Fiverr.com সাইট। ফ্রিল্যান্সিং জগতে যত বড় বড় কাজ রয়েছে সব ধরনের কাজের চাহিদা এই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে রয়েছে। 

এখানে ডাটা এন্ট্রি, গ্রাফিক্স ডিজাইন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, এসইও, কনটেন্ট রাইটিং, ওয়েব ডিজাইন ইত্যাদি এই সমস্ত ফ্রিল্যান্সিং কাজের ব্যাপক চাহিদা রয়েছে ফ্রিল্যান্সিং মার্কেটে। এখানে আপনি কাজের ধরন অনুযায়ী ঘন্টা হিসেবে কাজের মূল্য 

আরো পড়ুন: ২৪০ টাকা ফ্রী নগদ পেমেন্ট নিন সময়ের সেরা ১৫টি উপায়ে

নির্ধারণ করতে পারবেন। এখানে বায়ারের নিকট থেকে আপনাকে কাজ সংগ্রহ করতে হবে এবং কাজ হয়ে গেলে কাজ জমা দিতে হবে। বিনিময়ে আপনার ব্যাংক একাউন্টে ডলার চলে আসবে। কাজে দক্ষতা থাকলে এই সাইটে কাজ করে হাজার হাজার ডলার রেমিটেন্স আর্ন করা যাবে। 

ফ্রিল্যান্সিং করে ফ্রি ডলার ইনকাম করার অন্যান্য সাইট ( 4 - 8 )

4) Upwork.com

5) Freelancer.com

6) Guru.com

7) Peopleperhour.com

8) Toptal.com

9) ফ্রি ডলার ইনকাম Facebook.com সাইট

অনলাইন জগতে সব থেকে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হলো ফেসবুক। অধিকাংশ মানুষ অযথা ফেসবুকে সময় অপচয় করে, কিন্তু যারা চালাক তারা ফেসবুক থেকে ডলার ইনকাম করে। ফ্রী ডলার ইনকাম করার বিশ্বস্ত প্ল্যাটফর্ম হল Facebook.com.

ফেসবুকে বিভিন্নভাবে ইনকাম করা যায় যেমন: ভিডিও কনটেন্ট তৈরি করে, স্পন্সরশিপ, অ্যাফিলিয়েট মার্কেটিং, ফেসবুক পেজের মাধ্যমে নিজস্ব ব্যবসা গ্রো করে আয় করা যায়। আপনি চাইলে শুধু ভিডিও কনটেন্ট নির্মাণ করে গুগল এডসেন্স অ্যাপ্রুভ করিয়ে হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন। 

10) ফ্রি ডলার ইনকাম Gettyimages.com সাইট

আপনি কি অনলাইনে ফটো বিক্রি করে আয় করতে চান ? তাহলে Gettyimages.com সাইট ব্যবহার করুন। আজকাল অনলাইন প্লাটফর্ম গুলোতে ফটো বিক্রি করে ফ্রি ডলার ইনকাম করা যায়। মোবাইল ফোন দিয়ে ফটো তুলে সেগুলো Gettyimages.com সাইটে বিক্রি করে বৈদেশিক মুদ্রা ডলার বাংলাদেশের বসে আয় করা যায়।

এখানে আপনাকে কোন ধরনের বিনিয়োগ করার প্রয়োজন নেই। আপনি শুধু Gettyimages.com এই সাইটে একাউন্ট খুলবেন এবং ফ্রি ছবি তুলে সেগুলো আপলোড করবেন। আপনি ফটো বিক্রি করে যে টাকা আয় করবেন ব্যাংকের মাধ্যমে ক্যাশ আউট করতে পারবেন। 

ফটো বিক্রি করে ফ্রি ডলার ইনকাম করার অন্যান্য সাইট ( 11 - 14 )

অনলাইনে ছবি বিক্রি করে আয় করার একাধিক ওয়েবসাইট রয়েছে। উক্ত সকল ওয়েবসাইটের মাধ্যমে আপনি অনলাইনে ফটো বিক্রি করে ফটো বিক্রি করে ফ্রি ডলার ইনকাম করতে পারবে। সেগুলো হলো: 

11) Istock.com

12) Pond5.com

13) 500Px.com

14) Shutterstock.com

15) ফ্রি ডলার ইনকাম Swagbucks.com সাইট

ফ্রি ডলার ইনকাম করার মাইক্রো টাস্ক ওয়েবসাইট হলো Swagbucks. ঘরে বসে ডলার ইনকাম করা এটা অনেকের নিকট স্বপ্নের মত। আপনার সেই স্বপ্ন পূরণ হতে পারে Swagbucks.com এই সাইটের মাধ্যমে। এখানে গেম খেলে, ভিডিও দেখে, সার্ভে করে ইত্যাদি আরও অন্যান্য মাইক্রো টাস্ক কমপ্লিট করে ফ্রিতে ডলার 

আরো পড়ুন: অনলাইনে ইনকাম বাংলাদেশী সাইট সেরা ২৩টি তালিকা, নতুনদের জন্য পারফেক্ট

ইনকাম করা যায়। ইন্টারনেট ব্যবহার করা যায় এমন ফোন দিয়ে Swagbucks.com সাইটে একাউন্ট খুলে ছোট ছোট টাস্ক কমপ্লিট করে ঘরে বসে ফ্রি ডলার ইনকাম করা যায়। Swagbucks থেকে Paypal এর মাধ্যমে টাকা উত্তোলন করে নগদ, বিকাশ, রকেট এর মাধ্যমে ক্যাশ আউট করা যায়।

16) ফ্রি ডলার ইনকাম Amazon.com সাইট

বিশ্বের মধ্যে সব থেকে বড় ই-কমার্স প্রতিষ্ঠান হল amazon, অ্যামাজনের মাধ্যমে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করে, dropshipping করে আয় করতে পারবেন। অ্যামাজনের সব থেকে সহজ কাজ হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনাকে প্রথমে অ্যামাজনের অ্যাফিলিয়েট প্রোগ্রাম এ যুক্ত হতে হবে। 

এর পর অ্যামাজনের বিভিন্ন প্রোডাক্টের লিংক সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার করবেন। উক্ত লিংকে কেউ ক্লিক করে amazon থেকে প্রোডাক্ট ক্রয় করলে বিনিময়ে আপনাকে কমিশন দেয়া হবে। যেগুলো আপনি সরাসরি ব্যাংকের মাধ্যমে ক্যাশ আউট করতে পারবেন।

17) ফ্রি ডলার ইনকাম Inboxdollars.com সাইট

রেফার করে, লিংক শেয়ার করে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কমেন্ট করে, লাইক, কমেন্ট শেয়ার করে  Inboxdollars.com সাইট থেকে ফ্রি ডলার ইনকাম করা যায়। এখান থেকে কাজ করে পেমেন্ট পাওয়া খুবই সহজ। আপনাকে প্রথমে Inboxdollars.com সাইট রেজিস্ট্রেশন করতে হবে। 

এরপর ড্যাশ বোর্ডে গেলে সেখান থেকে ছোট ছোট কাজ করে আয় করতে পারবেন। Inboxdollars.com থেকে পেমেন্ট উত্তোলনের জন্য Paypal অ্যাকাউন্ট থাকা লাগবে। এরপর আপনি ব্যাংকের মাধ্যমে টাকা উত্তোলন করে নগদ, বিকাশ, রকেট এর মাধ্যমে ক্যাশ আউট করতে পারবেন।

ফ্রি ডলার ইনকাম করার মাইক্রো-টাস্ক ওয়েবসাইট ( 18 - 30 ) 

ফ্রি ডলার ইনকাম করার জন্য অনলাইনে অনেকগুলো মাইক্রো-টাস্ক প্লাটফর্ম রয়েছে। এখানে কাজ করতে কোন ধরনের দক্ষতা বা অভিজ্ঞতার প্রয়োজন হয় না। যে কেউ অ্যাকাউন্ট খুলে ছোট ছোট টাস্ক কমপ্লিট করে অনলাইন থেকে আয় করতে পারে। এখানে ডলার ইনকাম পরিমাণ তুলনামূলক খুবই কম। তবে এখানে 

ইনকামের পরিমাণ বৃদ্ধির জন্য আপনি একাধিক ওয়েবসাইট নিয়ে কাজ করতে পারবেন। এই সকল মাইক্রো-টাস্ক ওয়েবসাইট গুলোতে কাজ করার পূর্বে, উক্ত ওয়েবসাইট গুলো নীতিমালা গুলো ভালো পড়ে নিবেন এবং পেমেন্ট মেথড গুলো ভালো করে জেনে নিবেন। ফ্রি ডলার ইনকাম করার মাইক্রো-টাস্ক ওয়েবসাইট হলো:

18) JumpTask

19) RapidWorkers 

20) ySense

21) Wexopay.com

22) Freecash

23) Survey junkie

24) ClipClaps 

25) Cash zine

26) MyPoints

27) NeoBux 

28) Paidwork

29) Online Survey

30) Pocket Money

31) ফ্রি ডলার ইনকাম Adsterra.com সাইট

অনলাইন থেকে ফ্রি ডলার ইনকাম করার একটি জনপ্রিয় এড নেটওয়ার্ক হলো Adsterra.com. মূলত যারা ব্লগিং ওয়েবসাইট নিয়ে কাজ করে তারা এই এড নেটওয়ার্ক টি ব্যবহার করে। গোটা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ এই এড নেটওয়ার্ক ব্যবহার করে ফ্রি ডলার ইনকাম করছে। Adsterra.com থেকে ইনকামের জন্য 

আপনার একটি ব্লগার ওয়েবসাইট থাকতে হবে। আপনি আপনার ওয়েবসাইটে নিয়মিত আর্টিকেল লিখবেন এবং যখন ভালো পরিমাণে ভিজিটর আসবে তখন Adsterra এড নেটওয়ার্ক চালুর মাধ্যমে আপনি ইনকাম শুরু করে দিতে পারেন। এখানে সব থেকে মজার বিষয় হলো যদি আপনার একাউন্টে ৫ ডলার যুক্ত হয় তবেই আপনি তা উইথড্র করতে পারবেন। 

32) ফ্রি ডলার ইনকাম Adsense.com সাইট

যাদের ব্লগার ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেল রয়েছে তারা ইনকামের জন্য Adsense.com সাইট ব্যবহার করে। যেখানে কাজ করে ফ্রি ডলার ইনকাম করা যায়। গোটা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ Adsense.com সাইট ব্যবহার করে হাজার হাজার 

ডলার ইনকাম করছে। Adsense সম্বন্ধে এই আর্টিকেলের উপরের প্যারাতে blogger.com, facebook.com, youtube.com  এ আলোচনা করেছি। যখন আপনার একাউন্টে ১০০ ডলার হবে তখন আপনি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট উইথড্রো করতে পারবেন।

33) ফ্রি ডলার ইনকাম 2captcha.com সাইট

ক্যাপচার কাজগুলো করে খুব বেশি টাকা ইনকাম করা যায় না। তবে আপনি এই কাজগুলো করে ফ্রি ডলার ইনকাম করতে পারবেন। ক্যাপচা কি সে সম্পর্কে আমাদের কম বেশি অভিজ্ঞতা রয়েছে। এখানে এলোমেলো কিছু ডিজিট, ইংরেজি অক্ষর, স্পেশাল ক্যারেক্টার দেওয়া থাকবে। আপনাকে নির্দিষ্ট ফাঁকা বক্সে 

আরো পড়ুন: ফটো বিক্রি করে মোবাইল দিয়ে টাকা ইনকাম করার ১৮টি ওয়েবসাইটের তালিকা

হুবহু ওইগুলো কপি করে বসাতে হবে। 2captcha.com থেকে ডলার ইনকামের জন্য আপনাকে প্রথমে এটি সাইন আপ করতে হবে। এরপর তাদের দেখানোর নিয়ম অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। যখন আপনার একাউন্টে নির্দিষ্ট পরিমাণ ডলার যুক্ত হবে তখন ওয়েবমানি এর মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন।

34) ফ্রি ডলার ইনকাম Tiktok.com সাইট

অনলাইনে শর্ট ভিডিও তৈরি করে অ্যাড মনিটাইজেশন চালুর মাধ্যমে ফ্রি ডলার ইনকাম করার একটি প্ল্যাটফর্ম হল Tiktok.com. টিকটক থেকে ইনকামের জন্য আপনাদের এখানে শর্ট ভিডিও আপলোড করতে হবে। এজন্য আপনার tiktok ভিডিও গুলো দর্শকের নিকট গ্রহণযোগ্য হতে হবে। আপনার tiktok ভিডিওতে যত বেশি ভিউজ হবে আপনার ডলার ইনকাম করা তত বেশি সহজ হবে। 

লেখকের মন্তব্য - ফ্রি ডলার ইনকাম সাইট

সম্মানিত পাঠকবৃন্দ, এই আর্টিকেলে আমি ফ্রি ডলার ইনকাম সাইট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। ইন্টারনেট থেকে রিসার্চ করে আমি ফ্রি ডলার ইনকাম করার বিশ্বস্ত মাধ্যমগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি ফ্রি ডলার ইনকাম সাইট 

সম্পর্কিত আর্টিকেল পড়ে আপনার উপকৃত হয়েছেন। আমরা প্রতিনিয়ত আমাদের ওয়েবসাইটে অনলাইন ইনকাম নিয়ে আর্টিকেল পাবলিশ করে থাকি। এতক্ষণ সময় নিয়ে আর্টিকেলটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ। ফ্রি ডলার ইনকাম সাইট এরূপ আর্টিকেল আরও পেতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করার অনুরোধ রইলো। আপনাদের সকলের সুস্বাস্থ্য, কল্যাণ কামনা করে আজ এখানে শেষ করছি। 25.12.25

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনি পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url